Bengali Computer GK Quotation Answer 

Bengali Computer GK Quotation Answer – কম্পিউটার (Computer) এমন একটা মেশিন (machine) যা বিভিন্ন সফটওয়্যার এবং হার্ডওয়‍্যরের দ্বারা পরিচালিত হয়। আধুনিক কম্পিউটারের মধ্যে অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছুর জানা রয়েছে, বলতে গেলে সাধারণ মানুষের কাছে Computer এর শিক্ষার শেষ নেই। 

বর্তমান সময়ে যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য, কিছু হলেও কম্পিউটারের সমন্ধে জানা খুবই দরকার। কারণ – যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

সেটা রাজ‍্য সরকারের পরীক্ষা হোক কিংবা কেন্দ্র সরকারের পরীক্ষা। তাই পরীক্ষার জন্য Computer GK, Computer General Knowledge বা Computer gk Question answer খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিচে কিছু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর দেওয়া হলো – Bengali Computer GK Quotation Answer

প্রথমে 15 টি ছোট ছোট Bangla Computer General Knowledge quiz দেওয়া হয়েছে। 

দ্বিতীয় পর্বে 50 Computer Questions MCQ With Answers দেওয়া হয়েছে। আশা করছি এই প্রশ্ন গুলি উপকারে আসবে। 

Bengali Computer GK Quotation Answer,  কম্পিউটার বেসিক নলেজ, কম্পিউটার জেনারেল নলেজ
Computer General Knowledge

Q. (1) কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?

গ্রিক শব্দ

Q. (2) কম্পিউট শব্দের অর্থ কি ?

গণনাকারী যন্ত্র

Q.(3) CPU full form & এর পুরো নাম কি ?

  

Control Processing Unit

Q. (4) PDF Full form কি ? (Bengali Computer GK Quotation Answer )

  

Portable Document Format

Q. (5) Google কি ?

সার্চ ইঞ্জিন

Q. (6) E mail মানে কি ?

  

Electronic mail

Q.(7) ল্যাপটপ প্রথম কত সালে আবিষ্কার হয় ? 

  

১৯৮১ সালে

Q. (8) SIM এর পুরো নাম কি ?

Subscriber Identity Module

Q.(9) Wi-fi full form কি ?

Wireless Fidelity

Q. (10) LiFi full form কি ?

Light fidelity

Q. (11) http full form কি ?

hyper text transfer protocol

Q.(12) HTML কত সালে আবিষ্কার করেন ?

১৯৯০ সালে

Q.(13) Pen Drive কি জিনিস ?

Storage Device

Q.(14) প্রথম কত সালে Windows প্রকাশিত হয় ?

1985 সালে

Q.(15) Yahoo.com কি ?

Search Engine(সার্চ ইঞ্জিন)

দ্বিতীয় পর্বে 50 Computer Questions MCQ With Answers দেওয়া হয়েছে। আশা করছি এই প্রশ্ন গুলি উপকারে আসবে। 

আরও পড়ুন 
বাংলা কুইজ প্রশ্ন উত্তর 👉   Click Here
Jante Hobe – জানতে হবে 👉 Click Here

নিয়মাবলী

প্রত্যেক প্রশ্নের জন্য সময় থাকবে ২০ সেকেন্ড, আর এই সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে পরের প্রশ্নে যেতে হবে।

শেষে ৫০ টি প্রশ্নে কটি ঠিক হয়েছে আর কটি ভুল হয়েছে। আর কত স্কোর করেছেন সেটা দেখে নিতে পারবেন !

 
QUIZ START

#1. এদের মধ্যে কোনটি Design সফটওয়্যার ?

#2. হার্ড ডিক্স কি ?

#3. ১ মিলি সেকেন্ড সমান কত ?

#4. কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?

#5. WWW full form কি বা এর মানে কি ?

#6. CD Full form কি ?

#7. এক সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ সময়কে _______ বলে ?

#8. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় ?

#9. কম্পিউটারের যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করা হয় তাকে __________ বলে ?

#10. এদের মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয় ?

#11. WWW এর ব্যবস্থাটি প্রথম উদ্ভাবন করেন, কোন দেশের বিজ্ঞানী গণ ?

#12. মোবাইল ফোন প্রথম কত সালে তৈরি হয়েছিল ?

#13. ডাটাবেজ এর অর্থ কি ?

#14. CPU এর পুরো নাম (full form) কি ?

#15. ১ মাইক্রো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগের সমান ?

#16. ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থার নাম কি ?

#17. নিচের কোনটি ইনপুট ডিভাইস ?

#18. Modem কোন ধরনের ডিভাইস ?

#19. চার্লস ব্যাবেজ (Charles Babbage) কোন দেশের মানুষ ছিলেন ?

#20. PDF – Full form কি ?

#21. RAM – কত প্রকার হয় ?

#22. Scanner স্ক্যানার কি ?

#23. Email ঠিকানার @ পরে যে অংশটি থাকে ________ বলে ?

#24. FTP full form বা এর মানে কি ?

#25. নিচের কোন শব্দটি থেকে, কম্পিউটার শব্দটি এসেছে ?

#26. Yahoo.com কি ?

#27. Web page তৈরি করা হয় _______

#28. ল্যাপটপ প্রথম কত সালে আবিষ্কার হয় ?

Adam Osborne নামক এক ব্যক্তি ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ উদ্ভাবন করেন।

#29. কম্পিউট শব্দের অর্থ কি ?

#30. DVD full form বা পুরো নাম কি ?

#31. নিচের পদ্ধতি গুলির মধ্যে কোনটি সঠিক ক্রম…?

#32. LAN কথাটির অর্থ কি ?

#33. প্রথম কত সালে Windows প্রকাশিত হয় ?

#34. PC (পি সি) মানে কি ?

#35. ISP এর মানে কি ?

#36. UPS full form কি ?

#37. কম্পিউটারের কাজ করার গতি পরিমাপ করা হয় কিভাবে ?

#38. ROM এর full form কি ?

#39. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল_______

#40. Windows কি ….?

#41. CAD – মানে কি বা এর সম্পূর্ণ নাম কি ?

#42. কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি কি ?

#43. ১ ন্যানো সেকেন্ড, ১ সেকেন্ডের কত ভাগ সময়কে বলা হয় ?

#44. Pen Drive কি জিনিস ?

#45. কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

#46. কম্পিউটার কি ধরনের যন্ত্র ?

#47. E mail মানে কি ?

#48. এক বাইট = কত বিট ?

#49. Google কি ?

#50. 1 গিগাবাইট = কত বাইট ?

Previous
Finish

 কম্পিউটার বেসিক নলেজ বা কম্পিউটার জেনারেল নলেজ গুলি ভালো লাগলে। আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন। 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top