Maha Shivaratri Best Quotes In Bengali

মহা শিবরাত্রি 2021

Maha Shivaratri – মহা শিবরাত্রি হলো, হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা হলো – দেবাদিদেব মহাদেব। আর দেবাদিদেব মহাদেবের পূজা, ধর্মীয় রীতি অনুসারে – শিবের মহা রাত্রির দিন করা হয়। 
 
 
এই মহা শিবরাত্রি হচ্ছে, হিন্দু ধর্ম মতে একটি গুরুত্বপূর্ণ পূজা। এই শিবরাত্রির দিনে, সারাদিন ধরে ধর্মীয় রীতি অনুসারে পূজা অর্চনা করা হয়। আর এই মহাশিব রাত্রির দিনে, শিবরাত্রি পূজা উপলক্ষ্যে অনেক জাগায় মেলা হয়। 
 
 
বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠান, প্রতি বছর শিবভক্তেরা মহা ধুমধাম করে পালন করে।আসলে মহাশিবরাত্রি হলো,  মহাদেব ও পার্বতীর মিলন উত্‍সব।
শিবরাত্রি কথাটা মূলত এসেছে শিব ও রাত্রির সমন্বয়ে। মানে – যে রাত শিবের উদ্দেশ্যে পূজা অর্চনা নিবেদিত করা হয়। সেই রাতকেই শিবরাত্রি বলা হয়।
 
এই দিন মহা শিবরাত্রি ব্রত কথা, মন্দির তো হয়। তাছাড়াও মহা শিব রাত্রি তিথিতে শত্রুনাশ পূজা হিসাবে, দেশজুড়ে বাড়িতেও এই পূজা করা হয়। এই পূজা ক্যালেন্ডারের  তারিখ হিসাবে, প্রতিবছর ফাল্গুন মাসের, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে ধুমধাম করে পালন করা হয়। 
 
 
মানুষের মনের অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য। হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের পূজা ও ব্রত পালিত করা হয়। মহাশিব রাত্রির দিন – অগণিত ভক্ত শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে ভক্তিভরে  শিবের পূজা করে থাকে।
 
 
আমাদের  উপমহাদেশের লক্ষ লক্ষ নারী পুরুষ, শিব চুতদর্শীর রাতে। হিন্দু শাস্ত্র অনুসারে, শিবরাত্রির অর্থ হলো, মহা কল্যাণকারী রাত্রি। আর শিবের অর্থ কল্যাণ আর শিবচতুর্দশীর অধিপতি হলো শিব। হিন্দু শাস্ত্র অনুসারে, এর গুরুত্ব অপরিসীম।
 
 
 
 শিবরাত্রি উদযাপনের দিন, কাশীর বিশ্বনাথ এবং সোমনাথ মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায় প্রতিবছর। সারাদিন উপোস করে, সারা রাত জেগে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। 
 

মহা শিবরাত্রির সংক্ষিপ্ত  ইতিহাস – Maha Shivaratri short History

Maha Shivaratri Best Quotes In Bengali
Maha Shivaratri
মহা শিবরাত্রির শুভেচ্ছা ছবি
 
 
 
প্রাচীন কালে কাশীতে এক নিষ্ঠূর ব্যাধ বাস করতো। সে একদিন শিকার করতে গিয়ে, কুঠিরে ফিরতে দেরি হয়। আর সেই দিন সে সারা রাত একটি গাছে আশ্রয়ে নেয়।  
 
রাতে জঙ্গলের জন্তু জানোয়ারের ভয়ে, গাছের উপর রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আর সে গাছটি ছিল বেল গাছ।
 
যখন ব‍্যাধ রাতের ঠান্ডায়, কাঁপ ছিল। তখন সে একটা একটা করে, সেই বেলপাতা ছিড়ে নিচে ফেলছিলো। আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিলো।
 
 
আর সেই দিন ছিল মহাশিব রাত্রি। আর সেই দিন ব‍্যাধ সারা দিন কিছু না খেতে পেয়ে অনাহারেই ছিল। ব‍্যাধের অজান্তেই, সেই বেলপাতা গুলো। একটা একটা করে সেই শিবলিঙ্গে বা শিবের মাথার উপর পড়ে। 
 
 
সেই দিন ব‍্যাধ নিজের অজান্তেই, শিবরাত্রি পালন করে। শিবরাত্রির কিছু দিন পর, সেই ব‍্যাধের মৃত্যু হয়। তখন যমদূত ব‍্যাধকে নেওয়ার জন্য আসে ও নিয়ে যায়।
 
 
যমরাজ যখন তার হিসাব কিতাব নিয়ে বসে। তখন জানতে পারে, সে শিবরাত্রির ব্রত করে ছিল। তাই যমরাজ ব‍্যাধকে মুক্তি দেন। এই হলো সংক্ষিপ্ত শিবরাত্রির ইতিহাস।
 
 

২০২১ শিবরাত্রি পূজার দিন ও তারিখ, সময় ও নির্ঘণ্ট

 
মহা শিবরাত্রি  Maha Shivaratri 2021
মহা শিবরাত্রি
 শিবরাত্রির শুভেচ্ছা ছবি
 
 
 
মহা শিবরাত্রি কবে বা ২০২১ শিবরাত্রি পূজার দিন ও তারিখ। শিবচতুর্দশী শুরু হবে ২০২১ সালের ১১ মার্চ বৃহস্পতিবার বেলা ২ টা ৪০ মিনিটে এবং শিবচতুর্দশী শেষ হবে ১২ মার্চ শুক্রবার  ২ টা ৪০ মিনিটে।
 
 

১২ মার্চ ২০২১ রাত ১২টা ৬ মিনিট থেকে রাত ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। মোট ৪৮ মিনিট স্থায়ী হবে পুজোর সময়। রাত্রি প্রথম প্রহরে পুজো সন্ধে ৬টা ২৭ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত। রাত্রি দ্বিতীয় প্রহরে পুজোর সময় – ১২ মার্চ রাত ৯ টা ২৯ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। রাত্রি তৃতীয় প্রহরে পুজোর সময় – ১২ মার্চ রাত ১২ টা ৩১ মিনিট থেকে রাত ৩টে ৩২ মিনিট পর্যন্ত।

 
 
বিঃদ্রঃ – পঞ্জিকা ভেদে সময় পৃথক হতে পারে বা সময় নাও মিলতে পারে।
 
 
মহা শিবরাত্রি ২০২১ সালের ১১ মার্চ বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হবে। আর এই মহা শিবরাত্রি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি, বাছাই করা সেরা শুভ শিবরাত্রির শুভেচ্ছা ছবি। আশা করি Maha Shivaratri 2021 শুভেচ্ছার ছবি, পিকচার গুলি ভালো লাগবে। 
 
 

শিবরাত্রির শুভেচ্ছা ছবি ও পিকচার

  • শিবরাত্রির শুভেচ্ছার ছবি, পিকচার ও বিভিন্ন ধরনের বিখ্যাত কিছু উক্তি বা স্ট্যাটাস তুলে ধরা হলো !
  • এই উক্তি গুলি আপনাদের ভালো লাগলে আবশ্যই।
  • আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
 
 
  • মহা শিবরাত্রির শুভেচ্ছা, 
  • উক্তি বা শিবরাত্রির শুভেচ্ছা,স্ট্যাটাস গুলি হোয়াটসআপ,ফেসবুকে ও
  • অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। 
 
 

মহা শিবরাত্রি ২০২১ এর জন্য কিছু শুভেচ্ছা – Best Quotes Of Maha Shivaratri

 
Maha Shivaratri Best Quotes In Bengali
Maha Shivaratri picture
মহা শিবরাত্রির শুভেচ্ছা ছবি
 
 
 
বাবা মহাদেবের আশির্বাদে, সবার জীবন মঙ্গলময় হোক।
সাফল্য সবার জীবনে আসুক, হাসি খুশিতে ভরে উঠুক সবার মন..!
 
 
 
  • তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালনকর্তা, তুমি দয়াময়, আজকের দিনে।
  • তোমারি নামে আমরা সকলে করি, করো জোরে হাত। 
  • তুমি আমার প্রভু ভোলানাথ। –হর হর মহাদেব
 
 
মহা শক্তি শিবের জ্যোতিতে, প্রত্যেকের জীবন হয়ে উঠুক উজ্জ্বলময়। ভক্তদের অন্তরে আসে স্বস্তি, শংকরের দ্বারে যেই আসুক, সেই পাবে শান্তি।
— হর হর মহাদেব
 
 
 শিবের মহিমা অপার, বিপদের তিনি রক্ষাকর্তা। তার আশীর্বাদ, সব সময় আপনার উপর থাকুক।আপনার জীবনে আসুক, হাজার খুশি।
— মহা শুভ শিবরাত্রি
 
 
এই মহাবিশ্বের মধ্যে – শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রম্ম, শিব ভবিষ্যৎ, শিব শক্তি, শিব ভক্তি।
 শিবের মহিমা অপার, তাই সবাইকে জানাই –
— শুভ মহা শিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা।
 
 
 
ভগবান শিব, আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুক। এই শিবরাত্রি প্রত্যেকের জীবনের, সমস্ত কুফল মুছে, আনন্দ বয়ে নিয়ে আসুক 
মহা শিবরাত্রি
 
 
  • সদাসর্বদা ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকুক। 
  • পরিবর্তিত হোক আপনার ভাগ্য, আপনার জীবনের সেই লক্ষ্য অর্জন করুন।
  • যা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। — শুভ মহা শিবরাত্রি
 
 
এই পৃথিবীতে – যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি ধ্বংস কর্তা, তিনিই সৃষ্টি কর্তা, তিনি সত্য, তিনিই শিব, এবং তিনিই সুন্দর।
তাই সবাই বলুন – সত্যম শিবম সুন্দরম…
 
 
 
মনে রাখবেন জীবনে কখনো হাল ছাড়বে না। সব সময় বাবার উপর ভরসা রাখো, আর নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ করে যাও। তুমি ঠিক সফল হবেই।
ওম নমঃ শিবায়
 
 
  • দেবাদিদেব শিবের প্রতি ভক্তি, সবার জীবনে আনে উজ্জ্বলতা ও প্রত্যেকের মন শান্তি থাকে।
  • কেউ হৃদয় থেকে মহেশ্বরের নাম নিলে,
  • সেই ভক্ত অবশ্যই তাঁর আশির্বাদ পাবে। –জয় বাবা ভোলেনাথ
 

মহা শিবরাত্রি শুভেচ্ছা (Maha Shivaratri)

 
ভগবান শিব সবাইকে অনেক অনেক আশীর্বাদ বর্ষণ করুন। সবাইকে মহা শিবরাত্রি উদযাপনের দিনে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
 
 
তুমি দেবাদিদেব মহাদেব, যে তোমার মাথায় ঢালে জল, সে আশা করে পুণ্যফল। 
সারাদিন উপবাস করে, রাত জেগে থাকা তাইবলে বেশি টেনো না হুঁকা। তুমি তো এই জগতের প্রভু, তুমি ছাড়া আছে কি কেউ কভু। 
হে প্রভু ভোলানাথ, সবাইকে দিও তোমার আর্শিবাদ, তোমার আশীর্বাদ থেকে কেউ যেন না পরে বাদ। 
— হর হর মহাদেব
 
 
তুমি পিতা, তুমি হো প্রভু, তুমিই পরমেশ্বর। তুমিই আদি দেব মহাদেব,তুমিই অনন্ত। তুমিই শিব, তুমিই আমার অস্তিত্ব। — হর হর মহাদেব 
 
 
 
যার কেউ নেই, তার কেউ থাকুক আর না থাকুক, তার বাবা রয়েছেন। –বোম ভোলে (BOM VOLE)
 
 
 
 
সব সময় মনে রাখতে হবে – শিবেই – সাহস। শিবেই – ভক্তি। শিবেই – ভরসা। শিবেই – জগৎ। শিবেই – বিশ্বাস। শিবেই – প্রাণ। শিবেই – নিঃশ্বাস। –শুভ মহা শিবরাত্রি
 
 
দেব এবং দেবতা অনেক কিন্তু মহাদেব একজনই। — হর হর মহাদেব 
 
 
দেবের দেব মহাদেব। — হর হর মহাদেব
 
হর হর মহাদেব
 
 
  • চির সত্য কথা – না কোনোদিন হিমালয় মাথা নত করবে।
  • না কোনোদিন গঙ্গা তার প্রবাহ বন্ধ করবে।
  • না কোনোদিন বাবার উপর, আমার বিশ্বাস কমবে। — হর হর মহাদেব। 
 
 
  • ঈশ্বর এমন এক বিশ্বাস – যাকে কোনোদিন দেখা যায় না।
  • তবুও বিপদের সময়, তাকেই প্রথমে স্মরণ করতে হয়। –শুভ মহা শিবরাত্রি
 
 
মনে রাখা ভালো – এই দুনিয়ায় বস একজনই। — হর হর মহাদেব 
 
 
Maha Shivaratri Best Quotes In Bengali
Maha Shivaratri Best Quotes In Bengali
মহা শিবরাত্রির শুভেচ্ছা ছবি
 
 
 
তুমি শুরু, তুমি শেষ, তুমি জীবন, তুমি মৃত্যু, তুমিই নীলকন্ঠ, তুমি অর্ধনারীশ্বর দেব। তুমিই মানুষ -অসুরের ঈশ্বর। –হর হর মহাদেব 
 
 
 
সব কিছুর – সৃষ্টি যখন তিনিই করেছিলেন। রক্ষাও তিনি ওই করবেন। শুধু সব সময় মহাদেবের উপর ভরসা রাখো। — হর হর মহাদেব 
 
 
 
এই সৃষ্টিতে – না কেউ ছিল, না কেউ থাকবে। মনের ভিতরে শুধু মহাদেবই থাকবে। —মহা শিবরাত্রির শুভেচ্ছা
 
টাকা থাকলে খারাপ সময়ে, কাজে লাগবে। আর মহাদেবের উপর ভরসা রাখলে – জীবনে খারাপ সময়, আসবে না কোনো সময়। — শুভ মহা শিবরাত্রি
 
 
  • বাবার দিবসে বছরটাই শুধু পাল্টে যায়।
  • কিন্তু ক্যালেন্ডারে সময়টা পাল্টানো যায় না।
  • বাবার দিবসে সবাইকে জানাই – আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ মহা শিবরাত্রি 
 
 
ভগবানের উপর বিশ্বাস রাখুন – দোষী মানুষের সাথ, মানুষ দেয়। কিন্তু ভগবান কখনোই দেয় না
 
 
  • মহা শিবরাত্রি – Maha Shivaratri 2021 বিভিন্ন ধরণের শুভেচ্ছা, উক্তি, স্ট্যাটাস গুলি ভালো লাগলে
  • আবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। 
  • মহা শিবরাত্রি ২০২১ উদযাপন ও পালনকারীদের আগাম অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। 
 
 
 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সদাসর্বদা আমার বাংলার সাথে থাকুন।  ধন্যবাদ 🙏🙏🙏💛
 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

2 thoughts on “Maha Shivaratri Best Quotes In Bengali”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top