Bangla General Knowledge Quiz – আমার বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ( Bangla General Knowledge Questions and Answers) 50 টি বাছাই করা প্রশ্ন এবং উত্তর। সাধারণ জ্ঞান জিনিস গুলি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই প্রশ্ন এবং উত্তর গুলি সমস্ত রকমের পরীক্ষা এবং সাধারণ কুইজে জিজ্ঞাসা করা হয়।
বাংলা এই জিকে কুইজ ( Bangla GK – General Knowledge Quiz in Bengali ) প্রশ্ন গুলি দক্ষতা উন্নত করবে এবং বিষয়গত জ্ঞানও বাড়াবে। এছাড়াও Multiple Choice Question, Short Question, Question and Answer, Suggestion, গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক বা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ।
তাই নিচে দেওয়া( Bengali GK 2022 ) প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। আশা করছি এই বাংলা জিকে কুইজ ( Bangla GK – General Knowledge Quiz in Bengali ) গুলি আপনার জীবনে উপকারে আসবে।
নিচে যে (Bangla General Knowledge Quiz) প্রশ্ন গুলি তুলে ধরা হয়েছে –
Question and Answer
1. অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত রয়েছে ?
2. ভারতীয় টাকার নোটে, গান্ধীজির যে ছবিটি রয়েছে – সেই ছবিটি কত সালে তোলা হয়েছিল ?
3. কোন দেশে কোনো নদী নেই ?
4. পৃথিবীর মধ্যে কোন দেশে সবথেকে বেশি নদী আছে ?
5. বিটকয়েন কত সালে প্রথম চালু হয়েছিল ?
6. বাংলাদেশের কোন জায়গা আমের জন্য বিখ্যাত ?
7. ভারতের জাতীয় সবজি কি ?
8. লেখা পরীক্ষা প্রথম কত সালে চালু হয়েছিল ?
9. ইউরো কোন দেশের মুদ্রা ?
QUIZ START
Results
Congratulation
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !
Ohh
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !
#1. পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে ?
#2. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দেন ?
#3. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
#4. সৈন্য সংখ্যা দিক থেকে, বাংলাদেশ কত নম্বর স্থানে আছে ?
#5. ভারতীয় টাকার নোটে, গান্ধীজির যে ছবিটি রয়েছে - সেই ছবিটি কত সালে তোলা হয়েছিল ?
#6. বাংলাদেশের কোন জায়গা আমের জন্য বিখ্যাত ?
#7. কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় ?
#8. মালদ্বীপের রাজধানীর নাম কি ?
#9. কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?
#10. কোন দেশে কোনো নদী নেই ?
#11. বাংলাদেশের সংসদের নাম কি ?
#12. ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ?
#13. বায়ুমন্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে রয়েছে ?
#14. কোন প্রাণীর রক্ত নীল বর্ণের ?
#15. ভারতের প্রথম রেল পরিষেবা কোন শহরে শুরু হয়েছিল ?
১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোম্বাইয়ের বোরি বান্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে।
#16. পৃথিবীর একমাত্র কোন দেশের পতাকা আকার চৌক নয় ?
#17. NRI এনআরআই মানে ?
#18. এটিএম (ATM) পাসওয়ার্ড শুধুমাত্র সাথে শেয়ার করতে হবে ?
#19. কত গুলি প্রাথমিক একক নিয়ে কম্পিউটার গঠন করা হয় ?
#20. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?
#21. SAARC এর মোট সদস্য দেশ কয়টি ?
দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
#22. পৃথিবীর মধ্যে সব থেকে ছোট পাখির নাম কি ?
#23. কক্সবাজার কোন দেশের অন্যতম বিখ্যাত স্থান ?
#24. কিউবার মুদ্রার নাম কি ?
#25. পৃথিবীর মধ্যে কোন দেশে সবথেকে বেশি নদী আছে ?
#26. কম্পিউটারের মাউস কত সালে তৈরি করেন এবং কত সালে তৈরি করেন ?
#27. টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন ?
#28. রক্তচাপ পরিমাপ এর জন্য আমরা কি ব্যবহার করি ?
#29. আয়তনের দিক থেকে চীন কত তম স্থান অধিকার করে ?
#30. সবচেয়ে প্রাচীন পুরান কোনটি ?
#31. পৃথিবীর সব চেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি ?
#32. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় ?
#33. বিটকয়েন কত সালে প্রথম চালু হয়েছিল ?
#34. কালো গান্ধীজি কাকে বলা হয় ?
#35. কোন ধাতুটি সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটায় ?
#36. কমন ওয়েলথ গেমস কত সালে শুরু হয়েছিল ?
#37. ইউরো কোন দেশের মুদ্রা ?
#38. কত গুলি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় ?
#39. সংগীতের জনক কাকে বলা হয় ?
#40. ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ?
#41. অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত রয়েছে ?
#42. লেখা পরীক্ষা প্রথম কত সালে চালু হয়েছিল ?
#43. কোন দেশে ডাকটিকিটে সেই দেশের নাম নেই ?
#44. কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় ?
#45. মানুষের চক্ষু দানের সময়, দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?
#46. পিপিএফ (PPF) মানে
#47. মেট্রো রেল কলকাতায় কত সালে শুরু হয় ?
#48. ভারতের জাতীয় সবজি কি ?
#49. কোন পাখি দুধ থেকে জল আলাদা করতে পারে ?
#50. সৌদি আরবের রাজধানীর নাম কি ?
Finish
Genaral knowlagde
9. কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় ?
10. কমন ওয়েলথ গেমস কত সালে শুরু হয়েছিল ?
11. মেট্রো রেল কলকাতায় কত সালে শুরু হয় ?
12. পৃথিবীর মধ্যে সব থেকে ছোট পাখির নাম কি ?
13. পৃথিবীর একমাত্র কোন দেশের পতাকা আকার চৌক নয় ?
14. কম্পিউটারের মাউস কত সালে তৈরি করেন এবং কত সালে তৈরি করেন ?
15. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?
16. পিপিএফ (PPF) মানে ?
17. NRI এনআরআই মানে ?
18. পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে ?
19. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দেন ?
20. কিউবার মুদ্রার নাম কি ?
21. কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?
22. কত গুলি প্রাথমিক একক নিয়ে কম্পিউটার গঠন করা হয় ?