রসুনের উপকারিতা, Best Benefits Of Garlic In Bengali

Best Benefits Of Garlic In Bengali

রসুনের উপকারিতা -কথায় বলে রসুন খান সুস্থ থাকুন। রসুন আমাদের রান্না ঘরের মশলা হিসাবে নিত্য প্রয়োজনীয় জিনিস। রসুন যেমন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়,তেমনি রসুনের ওষধি গুণ ও অনেক রয়েছে। 

 

প্রথমে খালি পেটে রসুন খেলে কি  কি উপকার হয় ? 
  • রসুনের মধ্যে অনেক রকমের রাসায়নিক উপাদান আছে। রসুনের এর মধ্যে –
  • এন্টিফাঙ্গাল ,এন্টিবায়টিক ,এন্টিঅক্সিডেন্ট  এর মতো অনেক গুন আছে।
  • যদি সকাল বেলা খালি পেটে ,নাস্তার আগে
  • এক কোয়া রসুন খেলে এন্টিবায়োটিক এর কাজ করে।
  • সকাল বেলা আমাদের শরীরে ব্যাটেরিয়া উন্মুক্ত থাকে।
  • যেহেতু রসুনের মধ্যে এন্টি ব্যাকটেরিয়া কাজ করে।
  • তাই সকল বেলা খালি পেটে রসুন খেলে ব্যাটেরিয়া ধ্বংস করে
  • এবং শরীর কে সুস্থ  রাখতে সাহায্য করে।
  • প্রতিদিন পরিমিত মাত্রায় রসুন খেলে আমাদের অসংখ্য অসুখ বিসুখ দূরে  থাকবে ।
 
 
  • রসুন যে কোনো ভাবে খেতে পারেন।
  • চিবিয়ে  চিবিয়ে ,ছোট ছোট টুকরো করে ,
  • ঔষধের মতো গিলে খেতে পারেন,খাবারের সাথে ও খেতে পারেন।
  • এ ছাড়াও রসুনের আচার বানিয়ে  খেতে পারেন।
  • খাদ্যে ও চিকিৎসায় রসুনের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে।
 
  • রসুনে রয়েছে অসংখ্য উপকারিতা। রসুন নিয়মিত খেলে
  • আপনি উচ্চরক্তচাপ, কোলেস্টেরল, হাড়ের রোগ থেকে শুরু করে হৃদরোগেও উপকার পারেন।

 রসুনের উপকারিতা ও গুনাগুন

রসুনের উপকারিতা, Best Benefits Of Garlic In Bengali
Benefits Of Garlic
রসুন
  • উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রসুন
  • যদি আপনার উচ্চরক্ত  চাপ থাকে তা হলে আপনি রসুন নিয়মিত খেলে ,
  • আপনার উচ্চ রক্তচাপ কমিয়ে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।
  • আমাদের রক্ত পরিষ্কার রাখতে, প্রচুর পরিমানে জল পান করতে হবে আর রসুন খেতে হবে । 
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে –
  • রসুনের মধ্যে এলিসিন নামক একটা উপাদান আছে
  • যা আমাদের শরীরে এন্টি-ফাঙ্গাল ও এন্টি ভাইরালের ভুমিকা পালন করে।
  • নিয়মিত রসুন খেলে ক্ষতিকর ভাইরাস ও অসুখ থেকে আমাদের দূরে রাখে।
  • আর আমাদের শরীরে সহজে ইনফেকশনের প্রভাব পরে না।
  • আর শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
  • কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে –
  • নিয়মিত রসুন খেলে আপনাকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
  • কোলেস্টরল কমায় বলে আমাদের হার্ট অনেক ভালো থাকে।
  • অনেকে রসুন খাবারের সাথে প্রতিদিন খায়।
  • তাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য।
  • শরীর  থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় –
  • যারা বাইরে কারখানায় কাজ করে –
  • তাদের নিঃশ্বাসের সাথে অথবা খাবার দাবারের সাথে,অনেক মেটালিক পদার্থ শরীরে প্রবেশ করে।
  • এইসব মেটাল আমাদের শরীরে ক্যান্সার থেকে শুরু করে অনেক রকম রোগের সৃষ্টি করতে পারে ।
  • রসুন এইসব পদার্থকে ভেঙ্গে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।
 
  • রক্ত জমাট হতে দেয় না রসুন –
  • আমাদের শরীরে বিভিন্ন কারণে আমাদের রক্ত জমাট বাঁধেতে পারে।
  • এই জমাট বাঁধা রক্তের মাত্রা যখন বেশি হয়ে যায়। তখন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত চলাচলে বন্ধ হতে পারে করে।
  • যার ফলে আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ফুস্ফুসের বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে।
  • নিয়মিত রসুন খেলে আপনার রক্ত জমাট হওয়ার ঝুঁকি কয়েক গুণ কমে যায়।
  •  হাঁপানি কমাতে সাহায্য করে –
  • যাদের হাঁপানি আছে তারা অনেক সময়,কিছু জিনিস অনেক এলার্জেটিক হয়।
  • যেই জিনিস গুলির কাছে আসলে তাদের হাঁপানি শুরু হয়।
  • নিয়মিত রসুন খেলে এই ধরনের এলার্জিটিক পদার্থের প্রতি সংবেদনশীলতা তা কমাতে সাহায্য করে..!
 
  • রসুন চোখের জন্য উপকারি –
  • নিয়মিত রসুন খেলে আপনাকে চোখের বিভিন্ন রোগ থেকেও দূরে থাকতে সাহায্য করে।
  • রসুন খেলে আপনাকে কর্নিয়ার বিভিন্ন ইনফেকশন থেকে দূরে রাখবে..!

ওজন কমাতে রসুনের উপকারিতা

  • রসুন আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিয়ে শরীরকে শুদ্ধ করতে সাহায্য করে।
  • এতে লিভারের উপ চাপ কমে এবং লিভারের কার্যক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ..!
  • একজিমা কমাতে সাহায্য করে রসুন –
  • একজিমা অনেক কারণে হতে পারে…
  • বংশগত কারণ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, এলার্জি অথবা শরীরের ভিতরে লুকিয়ে থাকা কোন রোগ।
  • যে কারনেই হোক রসুন আপনাকে একটু আরাম দিতে পারে।
  • রসুন খেলে একজিমার জন্য হওয়া চুলকানি ও পাঁচরা থেকে আপনি একটু আরাম পেতে পারেন।
  • ঠান্ডা লাগলে
  • বাচ্চা বা বড় মানুষের যদি ঠান্ডা লাগে ,তা হলেও রসুন কাজ করে।
  • সর্ষেতেলের মধ্যে রসুন গরম করে ,বুকে পিঠে মালিশ করলে অনেক উপকার পাওয়া যায়। 
 
  • হজম শক্তি বাড়ায় –
  • রসুন আমাদের হজম শক্তি বাড়াতে ভীষণ ভাবে কাজ করে।
  • মানসিক চাপ কমাতেও রসুন ভীষণ ভাবে কাজ করে।
 
  • যৌন রোগেও রসুনের ব্যবহার হয়ে থাকে –
  • রসুন পেটের কৃমি নাশক হিসাবে কাজ করে ও পেটের ব্যাক্টেরিয়া ও ধ্বংস করে। 
  • কাটা জাগায় রসুন
  • দেহের কোনো জাগায় কাটা গেলে রসুন ব্যবহার করা যেতে পারে।
  • কাটা জাগায় রসুন লাগিয়ে ব্যান্ডেজ করলে ভালো উপকার পাওয়া যায়।
 
  • রসুনে মধ্যে অনেক খনিজ পদার্থ আছে
  • যা আমাদের হাড় বা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
  • দাঁতের যত্নেও রসুনের ব্যবহার হয়ে থাকে। 
 
 
  • রসুনের ক্ষতিকর দিক
  • কাঁচা রসুনে যাদের এলার্জি হয়,
  • তাদের কাঁচা রসুন না খাওয়াই ভালো।
  • আর যদি আপনার বিশেষ কোনো অসুবিধা হয় ,
  • অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
 
 

সৃষ্টিকর্তা আমাদের সুবিধার জন্য অনেক কিছুই দিয়েছেন ,
প্রকৃতির মধ্যে এ রকম অনেক জিনিস আছে যা ব্যবহার করে আমরা। 
সুস্থ ও সুখী থাকতে পারি।
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top