Amazing Benefits Of Thankuni
থানকুনি পাতার উপকারিতা – বাংলায় এর নাম থানকুনি পাতা বলে। তবে একে আলাদা আলাদা জাগায়, আলাদা আলাদা নামে পরিচিত যেমন তিতুরা, মানকি ,থানকুনি ইত্যাদি। একে ইংরেজিতে (Indian Pennywort) নামে পরিচিত।
আমাদের খুবই পরিচিত থানকুনি পাতা -এই পাতা আমাদের বাড়ির আসে পাশে ,পুকুর পারে ,জলাশয়ের আসে পাশে অনেক দেখা যায়। কিন্তু আমরা এই থানকুনি পাতা সমন্ধে এত কিছু জানি না। এই থানকুনি পাতা আমাদের জন্য কত উপকারী।
- যদি আপনি নিয়মিত থানকুনি পাতা খান,
- তাহলে আপনার কোনো দিন পেটের অসুখে ভুক্তে হবে না।
- আর শরীর স্বাস্থ্য ভালো থাকে।
- এই থানকুনি পাতা প্রধানত বর্ষার সময় বেশি পাওয়া যায়।
- এ ছাড়া কম বেশি বাড়ির আসে পাশে ,রাস্তায় ,জলাশয়ের আসে পাশে সব সময় পাওয়া যায়।
- আর এই পাতা সর্বত্রই পাওয়া যায়।
- থানকুনি পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় –
- মানব শরীরের জন্য নানা রোগ নিরাময়ের জন্য মহাঔষধের কাজ করে।
- থানকুনি পাতা এশিয়া মহাদেশে ভারত ,বাংলাদেশ ,শ্রীলংকা ,ইন্দোনেশিয়া পাওয়া যায়।
- এই পাতার ব্যবহার এশিয়া ছাড়াও ,অস্ট্রেলিয়া ,চীন,আফ্রিকাতেও ব্যবহৃত হয়।
- এই গাছের পুরো টাই ব্যবহার করা যায় -মূল,লতানো ডাল ,পাতা খাওয়া যেতে পারে।
- থানকুনি পাতা গ্রামীণ মানুষে কাছে খুবই প্রিয়,
- এই পাতা দেখতে ছোট এবং গোল গোল হয়, লতানো ছোট ডাল হয়।
- আর যদি মনে করেন এ পাতা গাছ লাগাবেন তো অতি সহজেই লাগাতে পারেন।
- আমদের দেশে -আমরা যে জাগায় বসবাস করি ,
- আমরা অতি সহজে লাগাতে পারি। আর এই পাতার গাছের জন্য উপযুক্ত জলবায়ু।
- থানকুনি পাতায় যে উপাদান গুলি রয়েছে –
- Indocentelloside.
- Brahmoside.
- Brahminoside.
- Asiaticoside.
- Thankuniside .
- Indocentoic.
- Centelllose.
- Kaempferol
থানকুনি পাতার যাদুকরী গুনাগুন,
- যদি জ্বর হয় ,থানকুনি পাতার রস ১ চামচ ও শিউলি পাতার রস ১ চামচ
- এক সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে।
- পেটের অসুখ হলে ,কচি আনারসের পাতা ১ টি ,
- কাঁচা হলুদের রস ৪ -৫ টা থানকুনি পাতার গাছ শিকড় সহ ,
- ভালো করে ধুয়ে ,এক সাথে বেটে রস খালি পেটে খেলে পেটের অসুখ ভালো হয়।
- এটা বাচ্চা দের ভালো কাজ করে।
- গ্যাস্ট্রিক থাকলেও এই পাতার রস প্রতিদিন খেলেও উপকার পাবেন।
- হজম শক্তি বাড়াতে ,বেগুন বা পেঁপের তরকারির সাথে এই পাতা মিশিয়ে সবজি হিসাবে খাওয়া যায়।
- সবজির সাথে মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে।
- ফলে বদহজম ,গ্যাস অম্বল মতো সমস্যা আপনার ধারে কাছে আসতে পারবে না।
- রক্ত খারাপ হলে ৭ দিন ,থানকুনি পাতার রস ৪ চামচ ও
- ১ চামচ মধুর সাথে মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়।
- আমাশয় হলে সকাল বেলা খালি পেটে
- কয়েকটি পাতা চিবিয়ে খেলে আমাশয় ভালো হয়।
- পেট ব্যাথায় ,থানকুনি পাতা বেটে –
- গরম ভাতের সাথে মেকে খেলে উপকার পাওয়া যায়।
Thankuni Patar upokarita
- লিভারের সমস্যায় ,সকালে থানকুনি পাতার রস ১ চামচ
- আর ৫ -৬ ফোটা হলুদের রস ,মধু সহ মিশিয়ে এক মাস খেলে লিভারের সমস্যা দূর হয়।
- মুখে ঘা হলে ,থানকুনি পাতা সিদ্ধ করে,
- সে জল দিয়ে গার গিল করলে মুখের ঘা ভালো হবে।
- থানকুনি পাতা চুল পড়া আটকায়,এমন কি চুল গজাতে সাহায্য করে।
- শরীরে কোথাও আঘাত লাগলে ,থানকুনি পাতা থেতলে হালকা গরম করে লাগালে উপকার পাওয়া যায়।
- সাধারণ ক্ষত জাগায় ,থানকুনি পাতা বেটে
- ঘিয়ের থাকে গরম করে ক্ষত জাগায় লাগালে উপকার পাওয়া যায়।
- ঋতু পরিবর্তনের সময় ,আমাদের প্রায় সবারই ,জ্বর সর্দি হয়ে থাকে।
- সে সময় যদি আমরা ১ চামচ থানকুনি পাতার রস
- ও ১ চামচ শিউলি পাতার রস ,মিশিয়ে সকালে খালি পেটে খেলে জ্বর অল্প সময়ে সেরে যায়।
- সাথে সাথে শরীর দুর্বলতাও কমায়।
- প্রশ্ন হলো শহরের মানুষ কোথায় থানকুনি পাতা পাবেন।
- গ্রামের মানুষের কাছে থানকুনি গাছের অভাব নেই।
- শহরের মানুষ সবজি বাজার বা নার্সারী খোঁজ নিয়ে দেখতে পারেন।
- থানকুনি পাতা ফ্রিজে কয়েক দিন পর্যন্ত রাখতে পারেন .
- যদি থানকুনি পাতার উপকারিতা পরে উপকৃত বা ভালো লাগে অবশ্যই ,
- আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।
- এ রকম ভেষজ উদ্ভিদ গুণাগুণ সমন্ধে জানতে আমার বাংলার সাথে থাকুন।
- নতুন নতুন আপডেট পেতে নিচে ডান পাশে লাল ঘন্টা বেলটা প্রেস করুন।
- Covid- 19
- Election
- Good Morning
- Good Night Wishes
- Happy Holi
- Happy New Year
- Jante Hobe – জানতে হবে
- Job
- Romantic
- Top 10
- Uncategorized
- অনুপ্রেরণা মূলক উক্তি
- উৎসব
- ঔষধি গাছের উপকারিতা
- খবর
- খাবার
- গুরুত্বপূর্ণ দিবস
- চাণক্যনীতি
- জীবনের গল্প
- ফলের উপকারিতা,Best Benefits of Fruits
- বাণী সমগ্র
- বাংলা কুইজ
- বিখ্যাত উক্তি ও বাণী
- মনীষীদের বাণী ও উক্তি, Bikhato Monishider Ukti
- মোটিভেশনাল
- শরীর স্বাস্থ্য
- শরীর স্বাস্থ্য ও খাবার
- শুভেচ্ছা বার্তা
- হাসির জোকস
Nice
cialis generic best price Talk to your doctor about the best ways for you to lower your blood pressure
clomiphene pct And I m pretty sure she would boss me and tell me to allow my kids to have dessert more often, because they need a treat