নিম পাতা,Best Benefits Of Neem Leaves In Bengali

Best Benefits Of Neem Leaves In Bengali

নিম পাতা বা নিমেরগাছ আয়ুর্বেদ শাস্ত্রে ঔষধের গাছ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই গাছের ডাল, পাতা,ফল, ছাল বা বাকল, নিমের তেল, বীজ এক কথায় নিমের গাছের বহুবিধ উপকারিতা হিসাবে ব্যবহৃত হয়। 
 
 
আমাদের দেশে এই গাছ প্রায় সব জাগায় দেখা যায়। এই গাছ  অনেক বছর বেঁচে থাকে ও সারা বছর সবুজ পাতা  থাকে।
 

নিম পাতা  গুনাগুন ও উপকারিতা

 
 
নিম পাতা,Best Benefits Of Neem Leaves In Bengali
নিমপাতার গুনাগুন ও উপকারিতা
নিমপাতা
 
  • নিমগাছের -পাতা ,ফল,ছাল  বা বাকল ,নিমের তেল এবং বীজ  সব ব্যবহার করা হয়ে থাকে।
  • যারা নিয়মিত নিমপাতা  ব্যবহার  করেন ,
  • তাদের শশীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই  শক্তিশালী হয় –
  • ছোট বড় কোনো রোগ ধারে কাছে আসতে পারবে না । 
 
 
 
  • এই নিমগাছের কাঠে কখনো ঘুন ধরতে পারে না,পোকা বাসা বাঁধতে পারে না ,উইপোকা খেতে পারে না।
  • প্রাচীন কালে নিমগাছের কাঠ দিয়ে ,বাদ্যযন্ত্র বানানো হতো।
  • নিমগাছের গুনাগুন বিচার করে ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHOএকুশ শতকের গাছ বলে ,ঘোষণা করেছেন। 
 

নিম পাতা উপকারিতা বা ঔষধি গুন

  • এই উপকারগুলো সম্পর্কে – নিমের রস কৃমি নাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
  • সারা বিশ্বে নিম গাছের যে কোনো অংশ ঔষধের কাঁচা মাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
  • যেমন -গাছের পাতা,শিকড় ,বীজ,বাকল বা ছাল  আন্টিসেপ্টিক  হিসাবে ব্যবহৃত  হয়।  
 
 
  • নিম ছত্রাক নাশক ,ব্যাটেরিয়া রোধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
  • কীট ,পতঙ্গ বিনাশের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
  • ম্যালেরিয়া ও দাঁতের চিকিৎসা। জ্বর ও ব্যাথা থেকে মুক্তি  পাওয়া যায়। 
 

 নিমের ব্যবহার 

 
  • কফ জনিত বুকের ব্যাথা থেকে  উপকার পেতে – ৩০ ফোটা নিমের পাতার রস –
  • হালকা গরম জলে মিশিয়ে ৩ -৪ বার খেলে ,বুকের ব্যাথা থেকে উপকার পাওয়া  যায়। 
 
  • মনে রাখবেনগর্ভবতী , শিশু ও  বৃদ্ধদের জন্য এই ঔষধ টি নিষেধ। 
 
 
  • কৃমি  হলে – 
  • ছোট বাচ্চাদের  পেতে কৃমি  হলে রোগা  হয়ে যায় ও বাচ্চাদের  পেট বড় হয়ে যায়।
  • এর জন্য ৫০ মিলিগ্রাম পরিমান।
  • নিম গাছের মূলের ছালের গুঁড়ো , দিনে ৩ বার অল্প গরম জলের  সাথে খাওয়ান। 
 
  • মাথায় উকুন হলে –নিমের পাতা  বেটে হালকা করে  মাথায় লাগান ,ঘন্টা খানেক পরে  মাথা ধুয়ে ফেলুন।
  • লাগাতার  ২/৩ দিন এ রকম করলে মাথার উকুন মরে যাবে। 
 
 
  • প্রতিদিন  নিমপাতা  খাওয়া শুরু করলে ,লিভারের ক্ষমতা বাড়ে।
  • যে কারণে  রক্তের মিশে থাকা  ক্ষতি কর উপাদান টক্সিক শরীর থেকে বের করে দেয়।
  • ফলে নানা রকমের রোগের আক্রান্ত হবার আশঙ্কা কমে যায়। 
  • নিম পাতা  ভেজে খাবারের সময় খেতে পারেন। নিমপাতা ভেজে গুঁড়ো করে কৌটায়  রাখতে পারেন,
  • পরে  খাবার সময় এক চামচ করে নিয়ে  খেতে পারেন। 
 
 
  • চিকেন পক্সের দাগ মিশে যেতে সাহায্য করে।
  • এক বালতি গরম জলে  ১৫ থেকে ২০ টি পাতা  দিয়ে ,মিনিট পাঁচেক  পরে।
  • আন্দাজ লাগাবেন  জল যেন  স্নান করার উপযোগী হয়।
  • সেই জল দিয়ে  স্নান করে নিন। 
 
 
  • এই ভাবে নিয়মিত নিম পাতার গরম জল দিয়ে স্নান করলে।
  • চিকেন পক্সের দাগ তাড়াতাড়ি মিশে যায়।
  • এ ছাড়াও ত্বকের  সংক্রমণ জনিত রোগের আক্রান্ত  সম্ভাবনা কমে। 
 
  • অর্জীন – কয়েক দিন থেকে পেটের  অসুখ থাকলে বা পাতলা পায়খানা হলে – ৩০ ফোটা  নিমপাতার রস 
  • আর সিকি কাপ জলে মিশিয়ে ,সকল ও বিকাল খেলে উপকার পাওয়া যাবে। 
 
  • নিমপাতা যেসব রোগ ‌দ্রুত সারায় – 
  • দাঁতের রোগ থেকে বাঁচতে -নিম গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে ,
  • দাঁতের মারি মজবুত হয়। দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া যায় ও মুখের দুর্গন্ধ দূর হয়। 
 
  • পোকা মাকরে কামড়ালে -ক্ষত জাগায় নিমের পাতা ও মূলের ছাল বেটে লাগালে ব্যাথা উপশম হয়।
  • যদি ঘরের প্রতিটি কোণায়  নিমপাতা থেতলে রাখেন,
  • তাহলে আপনার ঘরে মশার উপদ্রপ কম হবে। 

ম্যালেরিয়া থেকে বাঁচতে নিয়মিত নিম পাতা খান। 

  • বর্ষা কালে মশা বেশি হয় ,ফলে ম্যালেরিয়া  হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • ম্যালেরিয়া  চিকিৎসায়  নিমের পাতা দারুন কাজ  করে। 
  • কারণ এতে উপস্থিত Gedunin  নামক উপাদান থাকে।
  • ম্যালেরিয়া মতো রোগ কে দূরে রাখতে বিশেষ ভূমিকা  পালন করে।
 
 
  • চুলকানি পাচড়া থেকে মুক্তি পেতে -নিমপাতা  সিদ্ধ করে,
  • ওই জল  দিয়ে স্নান করলে পাচড়া ভালো হবে। নিমপাতা বা ফুল বেটে কয়েক দিন গায়ে লাগালে চুলকানি ভালো হবে। 
 
 
  • জন্ম নিয়ন্ত্রণ ক্ষেত্রে —নিম তেল  একটি  শক্তিশালী ঔষধ হিসাবে কাজ করে।
  • ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন নিম তেল শুক্রাণু নাশক হিসাবে কাজ করে।
  • মাত্র ৩০ সেকেন্ডেই শুক্রাণু মারতে সক্ষম। নিম তেল মহিলাদের গর্ভনিরোধক কার্য কর হতে পারে। 
 
 
  • ত্বকের যত্নে নিম পাতার উপকারিতা – 
  • মুখে ব্রণের সমস্যা –চিন্তার দরকার নেই ,নিমপাতার প্যাক মেখেই এর থেকে মুক্তি পেয়ে যাবেন।
  • ৪ -৫  টা নিমপাতা ভালো করে ধুয়ে নিন,আর মিক্সার মেশিনে পিষে নিন।
  • এর মধ্যে এক চামচ মুলতানি মাটি ,অল্প গোলাপ জল  মিশিয়ে নিন।
  • তারপর প্যাক টা মুখে বেশ কিছু ক্ষণ রেখে দিন।
  • পরে হালকা  গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 
 
 
  • নিমপাতার গুনাগুন ও উপকারিতা – নিয়মিত নিমপাতা নিয়মিত নিমপাতা খেলে  ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম চা – ম্যাজিকের মতো কাজ করে নিমপাতা। 
 
 
  • ১০ থেকে ২০ টা  নিমপাতা  শুকিয়ে নিন। তারপর নিমপাতা গুলো  গুঁড়ো করে নিন।
  • এর পার এক চামচ নিমপাতার গুঁড়ো নিন সাথে এক চামচ লেবু রস
  • এবং চামচ দুই গোলাপ জল  মিশিয়ে নিন।
  • তারপর এই পেস্ট ,মুখে  লাগিয়ে ধীরে ধীরে মিনিট দুইয়েক মালিশ করুন।
  • তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের তেলতেল ভাব কমবে।
  • এবং এরকম করলে, ত্বকের সংক্রমনে জনিত আশঙ্কা কম  থাকে। 
 

চুলের যত্নের নিমপাতা

  • চুল পড়ার  মতো সমস্যা থাকলে  বা  চুল ঝরা নিয়ে চিন্তায় রয়েছেন।
  • তারা আজ থেকে নিম পাতা  খাওয়া শুরু করুন সঙ্গে নিমপাতার পেস্ট চুলে লাগান।
  • নিমপাতার পেস্ট চুলের গোড়ায় উপকারী ফ্যাটি এসিডের মাত্রা বাড়ায়  ফলে চুল পড়া কমায়। 

খুশকি কমাতে 

  • খুশকি যাদের বেশি তারা একটি বাটিতে চার পাঁচ  চামচ নারিকেল তেল,
  • পাঁচ ছয় নিমপাতা ও কয়েক ফোটা লেবুর রস  মিশিয়ে  মিশ্রণটি ফুটিয়ে নিন। 
  • মিশ্রণটি ঠান্ডা হলে রাত্রে শোয়ার সময় মাথায় ভালো করে লাগান।
  • পারে দিন শ্যাম্পো দিয়ে  চুল ভালো করে ধুতে হবে।
  • দিন কয়েক এভাবে করলে খুশকি  থাকবে না। 
 
 
নিমপাতার পার্শ্ব র্প্রতিক্রিয়া 
  •  গর্ভবতী মায়েরা একেবারেই নিমপাতা খাবেন না।
  • কারণ – এই সময় নিম পাতা  খেলে মা ও বাচ্চার নানা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। 
  • খালি পেটে  নিমপাতা খেলে উপকার হয় ঠিকই , 
  • কিন্তু যদি একটানা একমাসের বেশি খান,
  • তবে উপকারের থেকে ক্ষতি বেশি হতে  পারে। 
 
  • প্রয়োজনে আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
  • এরকম আর্টিকেল জানতে  আমার বাংলার  সাথে থাকুন 
 
বিঃ দ্রঃ – তথ্য সূত্র ইন্টারনেট 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

2 thoughts on “নিম পাতা,Best Benefits Of Neem Leaves In Bengali”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top