Best Inspiration Quotes Of Dale Carnegie In Bengali

ডেল কার্নেগির সেরা অনুপ্রেরণা মূলক উক্তি

ডেল ব্রাকেনরিডজ কার্নেগি – (Dale Breckenridge Carnegie) বা ডেল কার্নেগি নামে পরিচিত, তিনি ছিলেন আমেরিকান -লেখক – অধ্যাপক ,আত্মউন্নতি মূলক প্রশিকক্ষণ মালার উদ্ভাবক এবং সফল ব্যক্তিত্ব। তিনি জন্মগ্রহন করেন ২৪ শে  নভেম্বর ১৮৮৮ সালে। সামান্য এক দারিদ্র মজুরের বাড়িতে তার জন্ম হয়। 

 
 
অসাধারণ বাস্তব জ্ঞান আর জীবন সম্পর্কে  সচেনতা ,কথা বলার ধরণ দ্বারা ,সারা পৃথিবীর বুকে একজন  বিখ্যাত মোটিভেটার রূপে প্রতিষ্ঠিত হন। তিনি অনেক গুলি গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছেন ,তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো -Safe Improvement,Corporate Traning প্রভৃতি। 
 
 
 
তার অনুপ্রেরণা প্রেরণা মূলক বাণীতে অসংখ্য মানুষ নিজের লক্ষ্য খুঁজে পেয়েছেন। তার কিছু অনুপ্রেরণা মূলক বাণী থেকে, আপনি ও অনুপ্রাণিত হন।
 

সেরা অনুপ্রেরণা মূলক বাণী (Best Inspiration Quotes Of Dale Carnegie In Bengali)

 
 
Best Inspiration Quotes Of Dale Carnegie
Dale Breckenridge Carnegie
ডেল কার্নেগি

 

 

যে মানুষ সর্বাধিক সুযোগ নিতে পারে ,সেই মানুষ সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে।
 
 
যার কথা থেকে কাজের পরিমান বেশি,সাফল্য তার কাছে এসে ধরা দেয়, কারণ – যে নদীর যত গভীর ,তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
 
 
 
মনে রাখবেন ,আপনি কে বা আপনার কি আছে ,তার  উপর নির্ভর করে না ,
আপনার সুখ নির্ভর করে ,আপনি কি রকম চিন্তা ভাবনা করেন। 
 
 
 

অনুকরণ নয় অনুসরণ নয় ,নিজেকে খুজুন ,নিজেকে জানুন ,নিজের পথে চলুন।

”তুমি যা হতে  চাও ,সেই  পথে যদি তুমি না থাকো ,
তবে তুমি যা হতে  চাও না ,ইতিমধ্যে সেটাই হয়ে যাচ্ছ। ”

”আপনি যদি আপনার জয় কে ,জয় করতে চান ,তবে বাড়িতে বসে সে বিষয়ে চিন্তা করবেন না। 
বরং বাইরে বেরিয়ে কার্যে ব্যস্ত হন। সেই ভয় কখন উধাও হয়ে যাবে। ”

”নিষ্ক্রিয়তা ,সন্দেহ ও ভয় ,এই তিন দোষ কে আমরা জয়  করতে পারি -কর্ম ,আস্থা ও সাহস দ্বারা। 

”অস্পষ্টতায় ভরা দূরের কিছু চেয়ে ,কাছের স্পষ্ট কিছু দেখাই  ভালো। ”

”আত্মসম্মান ,আত্মজ্ঞান ,আত্মনিয়ন্ত্র -এই তিনটি শক্তি মানুষকে সর্বশক্তিমান  করে তুলতে পারে। যারা সঠিক জীবন যাপন করে, তারা তিন শক্তির উপর নির্ভর করে থাকেন ” 

”আপনি ভালো মানুষ হলেই ,পুরো জগৎ বাসী  আপনার সাথে ভালো ব্যবহার করবে ,এমনটা আশা  করা ঠিক না। 
আপনি নিরামিষ ভোজী হলে ,তাই  বলে আপনাকে ষাঁড় তারা করবে না। এমনটা  আশা  করা ঠিক না।”

”আমি চাইতাম বিখ্যাত মানুষ দেড় মতো সফল হতে ,এর জন্য আমি অনেক পরিশ্রম ও করেছি। কিন্তু আমি কোনো ভাবেই সফল হয়নি। 
অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম ,অনেকের মতো  নয় ,আমি হবো আমার মতো। ”

‘কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে ,কোনো  ধারণা না থাকার অর্থ ,আপনি অন্ধকারের যাত্রী ,যেমন কোনো অন্ধের মতো। ”

”জীবনে পাওয়ার হিসাব করুন ,না পাওয়ার দুঃখ থাকবে না। ”

”একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে ,
একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।” 

ডেল কার্নেগী উক্তি (Best Inspiration Quotes Of Dale Carnegie)

দক্ষতা অর্জনের পথ হলো –

১) অপরের অভিজ্ঞাতা মানে রাখুন ,
২)  নিজের উদ্দেশ সামনে রাখুন ,
৩) সাফল্য জন্য মন কে তৈরি করুন ,
৪) যতটা  সম্ভব অভ্যাস করুন। 

”দাম্পত্য জীবনে সুখী হতেচান  …?”
তা হলে একে অপর  কে অবিশ্বাস করবেন না আর ঘ্যানর ঘ্যানার করবেন না। 

” দুর্চিন্তা দূর করার উপায় হলো –ব্যস্ত থাকা। ”

”নিজের কাজ কে ভালো বাসুন ,আমাদের কাজের  পিছনে যখন অনুভূতি কাজ করে ,আমরা  তখন -সেরা হয়ে উঠি। ”

”পৃথিবীতে ভালোবাসার একটি মাত্রা উপায়  আছে ,সেটা হলো প্রতিদান পাওয়ার আসা না করে ,শুধু ভালো বেসে যাওয়া। ”

”ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে ,অভদ্র আচরণ করতে অজ্ঞাতই যথেষ্ট। ”

মনে রাখা উচিত  আজকের দিনটা গতকাল আপনার কাছে আগামী কাল ছিল। যেটা ভেবে গতকাল আপনি চিন্তিত  ছিলেন ,আজ নয়।

মানুষ যখন রাগাম্ভিত থাকে ,তাকে বিরক্ত করা উচিত না। কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি হতে  পারে। 

মানুষের গুণ  নিয়ে প্রতিযোগিতা করুন ,দোষ নিয়ে নয়। ‘

”যা আপনাকে পীড়া দেয় ,এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাবা উচিত নয়। ”

‘আর কোনো আশা নেই ‘এমন অবস্থা থেকেই চেষ্টার মাধ্যমে  পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় গুলো সৃষ্টি হয়েছে। 

”সাফল্য হলো আপনি যা চান ,তা হাসিল করা ,আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। ”

”খারাপ সঙ্গ থেকে  ,নিঃসঙ্গতা  থাকা অনেক ভালো। ”

”সব  সময় হাসতে হবে ,হাসির মাধ্যমে আমরা , জীবনের অনেক সমস্যাকে দূরে পাঠাতে পারি।”’ 

”জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নেও। তুমি  যদি জীবনে হতাশ গ্রস্থ হও তাও  মেনে নেও। মৃত্যু তোমার জন্য সব থেকে খারাপ হতে পারে। সব কিছু ছেড়ে এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। 

ডেল কার্নেগী রচনাসমগ্র সংক্ষিপ্ত 

মনে রাখা দরকার ,শরীরের জন্য জীবন নয়  বরং জীবনের জন্য শরীর। তুমি হয়তো শেক্সপিয়ার হতে পারবে না  কিন্তু তুমি বর্তমান সময়ের সেরা এক জন হতে  পার। ”

”নিজের ইচ্ছাকে কাজে লাগান। যতবার পারেন চেষ্টা করুন ,কঠিন কোনো কাজের চেষ্টা করুন ,যে কাজ করার জন্য আপনার কোনো ইচ্ছা নেই। 

 

সুখকে একবার ফিরিয়ে দিন বা সুখকে একবারের মতো ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছার সাথে কাজের পথ, নিয়মিত কাজ করুন ,সৎ উদ্দেশ্য কাজের পথে থাকুন। 

”আমরা যখন  আমাদের কর্তব্য প্রতি   অবহেলা  দেখাই  বা  দায়িত্বকে  নিষ্ঠার সাথে  গ্রহণ করি না। 
তখনই অকৃত কার্যতা   আসে।

‘মনে রাখা দরকার ,এক জন  হতাশাগ্রস্থ মানুষের চেয়ে ,এক জন সুখী মানুষ হাজার গুণ বেশি কাজ করতে পারে।” 

”যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ  করে  রাখতে পেরেছেন। তিনি অবশ্যই  সফলতা লাভ করেছেন।”

‘যে স্ত্রীরা,স্বামীকে খুশি করতে পারেন, সে মহিলা স্বামীর সঙ্গে সুখে থাকেন। 
তারা অতি সহজে বলতে পারেন, স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ। ”

”অধিকাংশ মানুষ যত খানি সুখী হতে চায় ,তত খানি সুখী তারা অবশ্যই হতে পারে। তাদের মনে যা চায় তারা করতে পারে। 
সুখ বাহিরের বস্তু নয় ,সুখ হলো  অন্তরের অনুভূতি। ”

”আজকের জীবনই জীবন -একমাত্র নিশ্চিত  জীবন। 
তাই আজকেই সবচেয়ে বেশি  ও গুরুত্বপূর্ণ  কাজ করো।” 

”সব সময় অপর  ব্যক্তি কে নিজের  শ্রেষ্ঠত্ব  উপলব্ধি  করার জন্য সুযোগ দিন। ”

”যে অবস্থাতেই পড়ুন না কেন –
অবস্থার ভালো মন্দ না দেখে  কোনো বিচার করা উচিত নয়। 

‘মানুষ কে প্রশংসা করুন ,
যার যত টুকু গুন্ আছে  তার জন্য ততটুকু প্রসংশা করুন ”

”যদি ভালো ভাবে বাঁচতে চান ,তাহলে সমস্যা কে তুচ্ছজ্ঞান  করতে হবে। আশীর্বাদকে গণ্য করতে হবে। ”

”কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ।” 

  • Best Inspiration Quotes Of Dale Carnegie In Bengali ডেল কার্নেগির অনুপ্রেরণা মূলক উক্তি  গুলির মধ্যে কোন উক্তিটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

2 thoughts on “Best Inspiration Quotes Of Dale Carnegie In Bengali”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top