আয়তনে শীর্ষ ১০ দেশ – আয়তন বা ক্ষেত্রফল হিসাবের সাথে তুলে ধরা হয়েছে। আয়তনে বড় হিসাবে প্রথম দশটি দেশের নাম নিচে এক এক করে দেওয়া হয়েছে।
একনজরে দেখে নিন পৃথিবীর সবচেয়ে বড় 10 টি দেশের নাম –
১. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশটি হলো – রাশিয়া এই দেশ আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। আর এই দেশে আয়তন বা ক্ষেত্রফল – ১ কোটি ৭১ লক্ষ বর্গকিলোমিটার
২.আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি –
আয়তনের দিক থেকে কানাডা – বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
আয়তন বা ক্ষেত্রফল – ৯৯.৮৪ লক্ষ বর্গকিলোমিটার
৩.আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ – আমেরিকা (USA)
আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
ক্ষেত্রফল – ৯৮.২৬ লক্ষ বর্গকিলোমিটার
৪. চীন – আয়তনের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। ক্ষেত্রফল – ৯৫.৯৬ লক্ষ বর্গকিলোমিটার
৫. ব্রাজিল – ব্রাজিলের নাম আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।
ক্ষেত্রফল – ৮৫.১৪ লক্ষ বর্গকিলোমিটার
৬. অস্ট্রেলিয়া – আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ।
ক্ষেত্রফল – ৭৭.৪১ লক্ষ বর্গকিলোমিটার
৭. ভারত – আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ।
ক্ষেত্রফল – ৩২.৮৭ লক্ষ বর্গকিলোমিটার
৮. আর্জেন্টিনা – আয়তনের দিক থেকে আট নম্বর স্থানে আসে। আয়তন – ২৭.৮০ লক্ষ বর্গকিলোমিটার
৯. কাজাখস্তান – আয়তনের দিক থেকে নয় নাম্বার স্থানে আসে। এই দেশের আয়তন – ২৭.২৪ লক্ষ বর্গকিলোমিটার
১০. আলজেরিয়া – বিশ্বের বৃহত্তম আয়তনে শীর্ষ ১০ দেশ মধ্যে আলজেরিয়ার নামও আসে।
কারণ – এই দেশের আয়তন – ২৩.৮১ লক্ষ বর্গকিলোমিটার

আয়তনে শীর্ষ ১০ দেশ ও বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০ দেশটি দেশের নাম তুলে ধরা হয়েছে ?
১/ বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান এই দেশটি রয়েছে – ইতালিতে, আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
২/ মোনাকো (Monaco City) – কয়েক মিনিটে হেঁটেই ঘোরা যায় পুরো দেশ।
এই দেশটির অবস্থান ইউরোপে – এই দেশের তিন দিকে ফ্রান্সের সীমানা আর একদিকে ইতালির সীমানা।
দেশটির আয়তন মাত্র = ২ বর্গ কিলোমিটার, মোনাকো (Monaco City) পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ।
৩/ নাউরু – এই দেশটির রয়েছে, অস্ট্রেলিয়ায় এই দেশটির আয়তন মাত্র – ২১ বর্গ কিলোমিটার, নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ।
৪/ টুভালু (Tuvalu) – অবস্থান অস্ট্রেলিয়ায় – এই দেশ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত, একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র।
আয়তন – ২৬ বর্গ কিলোমিটার। পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ টুভালু
৫/ সান ম্যারিনো এই দেশের অবস্থান ইউরোপ মহাদেশে,
এর রাজধানী – সান মেরিনো সিটি,
এই দেশটির চার দিকে ইতালি দ্বারা বেষ্টিত।
সান ম্যারিনো আয়তন – ৬১ বর্গ কিলোমিটার,পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ।
৬/ লিচেনস্টাইন(Liechtenstein) এই দেশটি ইউরোপে অবস্থিত। লিশটেনস্টাইনের রাজধানী ফাডুৎস শহর। লিচেনস্টাইন (Liechtenstein)আয়তন – ১৬০ বর্গ কিলোমিটার, পৃথিবীর ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ।
৭/ সেন্ট কিটস ও নেভিস (Saint Kitts and Nevis) – ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের একটি সার্বভৌম দেশ। সেন্ট কিটস ও নেভিসের দাপ্তরিক নাম হল ফেডারেশন অফ সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস।
সেন্ট কিটস ও নেভিসে অ্যান্টিলিজের লিওয়ার্ড দ্বীপপুঞ্জ অঞ্চলে অবস্থিত। সেন্ট কিটস ও নেভিস পশ্চিম গোলার্ধের ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র।
রাজধানীর নাম – বাস্তার,
এই দেশের জনসংখ্যা ২০২০ সালে ৫৩,১৯২ জন।
আয়তন ২৬১ বর্গ কিলোমিটার,
সেইন্ট কিটস ও নেভিস (Saint Kitts and Nevis) আয়তনের দিক থেকে পৃথিবীর সপ্তম ক্ষুদ্রতম দেশ।
বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম
৮/ মালদ্বীপ ( Maldives) – অবস্থান ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি (১২০০) এক হাজার দুইশ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ।
এই দেশের অপরূপ সৌন্দর্য লীলাভূমি, মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য এই দেশ বিখ্যাত, এই দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
রাজধানীর নাম – মালে
মালদ্বীপের জনসংখ্যা ও আয়তন – ২০২০ সালে মালদ্বীপের জনসংখ্যা আনুমানিক – ৫,৫৭,৪২৬ জন।
আয়তন ৩০০ বর্গ কিলোমিটার/১২০ বার্গ মাইল, মালদ্বীপ পৃথিবীর অষ্টম ক্ষুদ্রতম দেশ।
৯/ মালটা (Malta) দেশের অবস্থান ইউরোপ – ভূমধ্যসাগর।
রাজধানীর নাম – ভাল্লেটা (Valletta)
আয়তন – ৩১৬ বর্গ কিলোমিটার।
এই দেশের জন সংখ্যা ২০২১ সালে আনুমানিক ৫,৩৮,৬০০ জন। পৃথিবীর নবম ক্ষুদ্রতম দেশ – মালটা (Malta)
১০/ গ্রেনাডা (Granada) – গ্রেনাডা ক্যারিবীয় (ক্যারিবিয়ান) অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র।
এই দেশের আয়তন – ৩৪৪ বর্গ কিলোমিটার।
২০২০ সালে জনসংখ্যা আনুমানিক – ১,১২,৫১৯ জন।
গ্রেনাডা (Granada) রাজধানীর নাম – সেন্ট জর্জ
পৃথিবীর ১০ম ক্ষুদ্রতম দেশ – গ্রেনাডা (Granada)
জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ – জনসংখ্যার দিক থেকে বিশ্বের প্রথম ১০ টি দেশের নাম –
- বিশ্বের জন সংখ্যায় প্রথম ১০ দেশ – কোন দেশের জনসংখ্যা কত –
- জনসংখ্যার দিক থেকে বিশ্বের, সবচেয়ে বড় দেশ হলো চীন(China). এর জনসংখ্যা প্রায় ১৪৪ কোটি
1. চীনের জনসংখ্যা – ১৪৩ কোটি
2. ভারতের জনসংখ্যা – ১৩৬ কোটি
3. আমেরিকার জনসংখ্যা – ৩৩ কোটি
4. ইন্দোনেশিয়ার জনসংখ্যা – ২৭ কোটি
6. পাকিস্তানের জনসংখ্যা – ২২ কোটি,
5. ব্রাজিলের জনসংখ্যা – ২১ কোটি
৪. নাইজেরিয়া জনসংখ্যা – ২০ কোটি,
7. বাংলাদেশের জনসংখ্যা – ১৯ কোটি
9. রাশিয়ার জনসংখ্যা – ১৫ কোটি,
10. জাপানের জনসংখ্যা –১৩ কোটি,
বিশ্বের ধনী দেশের শীর্ষ ১০ তালিকা –
যেকোনো দেশের অর্থনৈতিক পরিস্থিতি সেই দেশের GDP উপর নির্ভর করে।সে দেশ অর্থনৈতিক ভাবে কতটা উন্নত। ২০২২ সালে কোন কোন দেশ বিশ্বের প্রথম দশ নাম্বারে আছে। এক নজরে দেখে নিন –
- আমেরিকার – GDP – $ ২০.৮৯ ট্রিলিয়ন,
- চীন এর – GDP – $ ১৪.৭২ট্রিলিয়ন,
- জাপানের – GDP – $ ৫.০৬ ট্রিলিয়ন,
- জার্মানির – GDP – $ ৩.৮৫ ট্রিলিয়ন,
- যুক্তরাজ্য – GDP – $ ২.৬৭ ট্রিলিয়ন,
- ভারতের – GDP – $ ২.৬৬ ট্রিলিয়ন,
- ফ্রান্স এর – GDP – $ ২.৬৩ ট্রিলিয়ন,
- ইতালি – GDP – $ ১.৮৯ টিলিয়ন,
- কানাডা – GDP – $ ১.৬৪ ট্রিলিয়ন,
- সাউথ কোরিয়া – GDP – $ ১.৬৩ ট্রিলিয়ন।
বিশ্বের উন্নত প্রযুক্তি মধ্যে কোন কোন দেশ গুলি বৃহত্তম। বর্তমান সময়ে চীন জাপান ছাড়াও যে দেশ গুলি বিশ্বের উন্নত প্রযুক্তির সেরা দশের মধ্যে থাকে – সেই দেশ গুলির নাম হলো –
1. জাপান
2. চীন
3. দক্ষিণ কোরিয়া
4. আমেরিকা যুক্তরাষ্ট্র
5. জার্মানি
6. সিঙ্গাপুর
7. যুক্তরাজ্য
৪. রাশিয়া
9. ভারত’
10. ফ্রান্স
এছাড়াও আমাদের মনে যে সমস্ত ছোট ছোট প্রশ্ন সব সময় মনে জাগে ? সেই সমস্ত প্রশ্ন উত্তর কিছু তুলে ধরা হয়েছে ? আশা করছি এই ছোট ছোট প্রশ্ন উত্তর বাংলা কুইজ প্রতিযোগিতা’য় অনেক উপকারে আসবে !
Q. পৃথিবীতে সবচেয়ে কোন দেশ বড় বা পৃথিবীর সব থেকে বড় দেশ ?
Answar – পৃথিবীর সব থেকে বড় দেশ – রাশিয়া
আয়তন প্রায় ১৭,০৯৮,২৪২ কিঃমিঃ, প্রায় ১৭.১ মিলিয়ন বর্গ কি.
রাশিয়া পৃথিবীর ১১% জায়গা দখল করে আছে।
ভালো লাগলে এই পোস্টটি পড়তে পারেন 👉 জীবনে সফল হওয়ার উপায়
Q. সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি ?
Answar – পৃথিবীর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি ভ্যাটিকান সিটি, আর এই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ।
ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবচেয়ে কম। এই দেশের জনসংখ্যা ১০০০ এর মতো।
ভালো লাগলে এই পোস্টটি পড়তে পারেন 👉 Good Morning SMS in Bengali
Q. বর্তমান ভারতের জনসংখ্যা কত ?
Answar – ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় ১৩৯ কোটি।
Q. বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত কোটি ?
Answar – জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ৭৭০ কোটি।
Q. বাংলাদেশের জনসংখ্যা কত কোটি ?
Answar – বাংলাদেশের জনসংখ্যা ১৮কোটি ৫৭ লক্ষ
- Bengali Quotes About Myself
- Swami Vivekananda Quotes in bengali / স্বামী বিবেকানন্দের বাণী
- মেয়েদের কষ্টের কথা / মেয়েরা আসলেই লোভী
- জীবনের কিছু বাস্তব কথা
- বাস্তব সত্য কথা / Real bastob kotha
এই পোস্টটি ভালো লাগলে আপনার নিজের লোকের সাথে শেয়ার করতে পারেন ! আর কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 🙏
Ami apnar sathe contact korte cai