Yuvashree Prakalpa 2021 Most Popular যুবশ্রী প্রকল্প 2021

Employment Bank WB gov in jobseeker

Yuvashree Prakalpa 2021 পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের উদ্যোগে বেকার যুবকদের (Employment Bank) মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়ে থাকে এই যুবশ্রী প্রকল্প 2021 (Yuvashree Prakalpa) -এর মাধ্যমে। অনেকে “বেকার ভাতা / যুব উৎসাহ ভাতা” নামে জানেন। বা এই প্রকল্পকে লক্ষ্মী ভান্ডারের মতো নারায়ন ভান্ডার বলা পারে। 

এই যুবশ্রী প্রকল্প কি ?  পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) হচ্ছে, বেকার যুবকদের আর্থিক সাহায্য প্রদান করার প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) শুরু হয় ২০১৩ সালে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। বেকার যুবকদের (Employment Bank) মাধ্যমে বছরে ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। 

যুবশ্রী প্রকল্প কারা পাবে ? 

শুধু পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য, এই যুবশ্রী প্রকল্প। যারা পড়াশুনা করে বাড়িতে বসে আছে, আর আর্থিক অবস্থা দুর্বল। তাঁরাই Yuvasree Scheme জন্য আবেদন করতে পারবেন। 

এই যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য বা সুবিধা কি কি ? (yuvashree-prakalpa-2021)

যুবশ্রী প্রকল্প ২০২১-র উদ্দেশ্য হলো,বেকার যুবক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের টাকা, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দেওয়া হয়ে থাকে। যাতে বেকার যুবক প্রতি মাসে ১৫০০ টাকা পান। 

এই যুবশ্রী প্রকল্পের জন্য কি কি কাগজ পত্র বা ডকুমেন্ট লাগবে ? 

  1. প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট জেরক্স কপি। 
  2. যদি আরও বেশি উচ্চশিক্ষা করা থাকলে, তার সার্টিফিকেট জেরক্স কপি।
  3. নিজের আধার কার্ডের জেরক্স কপি। 
  4. ভোটার কার্ড এবং প্যান কার্ড জেরক্স কপি।
  5. নিজের ছবি দিতে হবে। 
  6. Curriculum vitae (CV/ বায়োডাটা)
  7. এছাড়াও নিজের ব্যাংক অ্যাকাউন্ট  বইয়ের জেরক্স, প্রথম পৃষ্ঠা। 

এই যুবশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা থাকতে হবে ? 

  1. সর্বপ্রথমে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  2. এই প্রকল্পের সুবিধা প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেওয়া হবে।
  3. অবশ্যই একজন বেকার যুবক/যুবতী হতে হবে।
  4. এই সুবিধা লাভের জন্য অবশ্যই (Employment Bank) – এ নাম নথিভুক্ত করে রাখতে হবে।
  5. ন্যূনতম কম বা পক্ষে অষ্টম শ্রেণি পাস করতে হবে।
  6. এই প্রকল্পের জন্য যুবকের  ১ এপ্রিল ২০২১ অনুযায়ী বয়স হতে হবে  ১৮-৪৫ বছরের মধ্যে। 
  7. পরের শর্তে বলা হয়েছে – যুবশ্রী প্রকল্প ২০২১ সুবিধা সেই যুবকরা পাবে যারা। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো রকম ঋণ নেয় নি।
যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কি ভাবে করবেন ? 
Yuvashree Prakalpa 2021 Most Popular যুবশ্রী প্রকল্প 2021
যুবশ্রী প্রকল্প 2021
  1. প্রথমে যেকোনো ব্রাউজারে গিয়ে Employment Bank লিখে সার্চ করুন।
  2. তারপর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। https://employmentbankwb.gov.in/
  3. তারপর “New Enrolment Job Seeker” লেখা স্থানে ক্লিক করতে হবে।
  4. এরপর সব শর্তাবলী ভালো করে পড়ুন, তারপরে  “Accept & Continue” করুন।
  5. তারপর প্রয়োজনীয় নিজের তথ্যগুলো বসিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন “Submit Button“-এ ক্লিক করতে হবে।
  6. ঠিক ভাবে নাম নথিভুক্ত হয়ে গেলে, সেই “রেজিস্ট্রেশন নম্বর” পাবেন সেটি ভালো করে লিখে রাখুন। 
  7. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে একটি পিডিএফ (PDF) প্রিন্ট করতে হবে।
  8. এরপর “Employment Exchange” অফিসে ৬০ দিনের মধ্যে গিয়ে, নিজের ডকুমেন্ট গুলো দেখিয়ে প্রোফাইলকে ভেরিফিকেসন করে ফেলুন।
  9. অফিস থেকে একটি “User id and Password” দেওয়া হবে। সেটি দিয়ে পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে। (Employment Bank username and Password Login)
  10. আবেদন কারার পরে সেটি যদি গ্রাহ্য হয়। তাহলে আপনার আবেদন সফল হয়েছে। 

Employment Bank New List 2021 – 

এই যুবশ্রী প্রকল্পের তালিকা তৈরি হয়। First-Come-First-Basis – মানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে (Employment Bank) যে আগে আবেদন করবে। তাঁর নাম Employment Bank New List 2021 প্রথম দিকে, নতুন লিস্টে এসে থাকে।

এই যুবশ্রী (Yuvshree) প্রকল্পের জন্য আবেদন কারীদের কি ভাবে বাছাই করা হয় ? 

প্রথমে আবেদন কারীর শিক্ষাগত যোগ্যতা, তারপর পারিবারিক আর্থিক অবস্থা এবং আবেদন করার সময়ের বিচারে। যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার জন্য, বাছাই প্রক্রিয়া করা হয়। 

এই যুবশ্রী প্রকল্পের তালিকার জন্য অপেক্ষা করতে হয় Waiting List-এর জন্য ? 

প্রথমেই বলা হয়েছে এই যুবশ্রী প্রকল্পের তালিকা প্রকাশিত হয়। আবেদন করার সময়ের ভিত্তিতে। এছাড়াও আর্থিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিচার করে তালিকা তৈরি হয়। অনেক সময় প্রথম তালিকাতে সকলের নাম থাকে না। তাই পরবর্তী Waiting List-এর জন্য সকলকে অপেক্ষা করতে হয়।

সাধারণত যেকোন বিষয়ে অনেক প্রশ্ন জাগে ? – যেমন এই যুবশ্রী প্রকল্পে, আবেদন করার আগে ও পরে এই সমস্ত মনে আসতে পারে –

  1. এই প্রকল্পে কারা কারা এই সুবিধা পাবেন ? 👉 এই যুবশ্রী প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের স্থায়ী সকল বেকার যুবক-যুবতী পাবে।
  2. কি ভাবে টাকা পাবেন ? 👉 প্রথমে পশ্চিমবঙ্গ  এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা। বেকার এই কর্মপ্রার্থীরা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি পেয়ে যাবে ।
  3.  যুবশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয় ? 👉 পশ্চিমবঙ্গের বেকার যুবকদের মাসিক ১৫০০ টাকা দেওয়া হয়।
  4. যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট কোথায় পাওয়া যাবে ? 👉  Employment Bank-র অফিসিয়াল ওয়েব সাইট থেকে। যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট ডাউনলোড করা যায় বা জানা যায়।

পশ্চিমবঙ্গ বেকার ভাতা প্রকল্পে যোগাযোগ মাধ্যম – যুবশ্রী বেকার ভাতা প্রকল্পের জন্য; আপনার মনে যদি কোনোরকম জিজ্ঞাসা থাকে। তাহলে আপনারা  নিকটবর্তী ‘কর্মবিনিয়োগ অফিস’-এ যোগাযোগ করতে পারেন।

ইমেল ও টেলিফোনে যোগাযোগ করা যেতে পারে !

Email: employmentbankwb@wb.gov.in

Contact: Employment Bank Help mobile number 👉 033-22376300

Yuvshree Official Website Link – Click Here

Yuvshree Prakalpa Online Registration Apply Link 👉 Click Here

এই রকম খবর নিয়মিত আপডেট পেতে আমার বাংলার সাথে থাকুন।

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top