Uttar Madhya Railway Recruitment 1664, Good News

Indian Railway Recruitment 2021: Apply Online (রেলওয়ে নিয়োগ ২০২১)

Uttar Madhya Railway Recruitment 1664 – উত্তর মধ্য রেলওয়ে নিয়োগ 2021, রেলওয়ে 1664 টি পদে শূন্যপদ ঘোষণা করেছে; Rrcpryj.org এ আবেদন করা যাবে।রেলে চাকরির যোগ্যতা মাধ্যমিক পাশের মধ্যে নর্থ সেন্ট্রার্ল রেলে চাকরি করতে ইচ্ছুক ? তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC, NCR) মাধ্যমে ভালো সুযোগ রয়েছে।

উত্তর-মধ্য রেলওয়েতে ১৬৬৪ ট্রেড অ্যাপ্রেন্টিস বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে।রেলওয়ে নতুন নিয়োগ 2021 – ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন বা আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য  RRC NCR এর অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org.মাধ্যমে।

  • ভারতীয় রেল নিয়োগ শিক্ষাগত যোগ্যতা – 
  • চাকরি জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  • প্রাপ্ত নম্বরের নুন্যতম ৫০% নম্বর থাকতে হবে।
  • এবং SCVT প্রদত্ত ITI সার্টিফিকেট লাগবে বা কাজ সম্পর্কিত এনসিভিটি (NCVT) সার্টিফিকেট থাকতে হবে।
  • এই  বিষয়ে বিস্তারিত জানতে রেলের নোটিফিকেশন আগে দেখে নিন।
  • তবে ট্রেড ওয়েল্ডারওয়্যারম্যান এবং কার্পেন্টারের জন্য শুধু অষ্টম শ্রেনী পাশ হলেই চলবে। 
  • ভারতীয় রেল নিয়োগ আবেদন কারীর বয়স সীমা –
  • ০১.০৯.২০২১ সালের মধ্যে। 
  • ন্যূনতম বয়স-১৫ বছর এবং উর্ধ্বসীমা-২৪ বছরের মধ্যে।
  • তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে। 
  • এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
Uttar Madhya Railway Recruitment 1664, Good News
রেলওয়ে নিয়োগ ২০২১
  • আবেদনের পদ্ধতি বা কীভাবে আবেদন করবেন ? 
  • অনলাইনে RRC, NCR এর অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org.তে যেতে হবে।
  • তারপর সম্পুর্ন আবেদন ফর্ম ফিলাপ করার পর একটা রেজিষ্ট্রেশন স্লিপ পাওয়া যাবে।
  • সেটা সাবমিট করার পর, নিজের কাছে রাখার জন্য একটি হার্ডকপি বের করে নিতে হবে।
  • আবেদন করা শুরু হবে 
  •  ২ অগাস্ট থেকে এবং চলবে ১ সেপ্টেম্বরের মধ্যে। 
  • আবেদন করতে হবে মধ্যে নর্থ সেন্ট্রার্ল রেলওয়েলের অফিশিয়াল ওয়েবসাইটে। 
  • অনলাইনে আবেদেন করার সময়  নিজের কাছে –
  • ফটো, আইডি প্রুফ, ডিজিটাল সিগনেচার ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কাছে রাখতে হবে। 

উত্তরমধ্য রেলওয়েতে নিয়োগে(Uttar Madhya Railway Recruitment) শূন্যপদের বিবরণ: মোট ১৬৬৪টি

  • মোট শূন্য পদের সংখ্যা – ১৬৬৪ টি। পদের নাম ও কোন পদে কত জন  নিয়োগ হবে ?

পদের নাম – ট্রেড অ্যাপ্রেন্টিস।  ট্রেড ওয়েল্ডার,কার্পেন্টার,ওয়্যারম্যান।

বিভাগ অনুসারে, বিভিন্ন জাগায় খালি পদ

  • ৩৬৪ জন – প্রয়াগরাজ ডিভিশন (মেকানিক্যাল ডিপার্টমেন্ট)
  • ৩৩৯জন – প্রয়াগরাজ ডিভিশন (ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট)
  • ৪৮০ জন – ঝাঁসি (জেএইচএস ডিভিশন)
  • ১৮৫ জন – ওয়ার্কশপ ঝাঁসি
  • ২৯৬ জন – আগ্রা (এজেসি ডিভিশন)
  • আবেদনের ফি – 
  • ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসিদের ১০০ টাকা; আবেদন মূল্য দিতে হবে।
  • তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও পিএইচ আবেদন কারী প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না।

আবেদনের ফি কীভাবে টাকা জমা দেওয়া যাবে ?

  • চাকরির প্রার্থীকেআবেদনের টাকা জমা দিতে হবে – 
  • অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
  • রেলওয়ে নিয়োগ 2021 আবেদনের শুরু ও শেষ তারিখ –
  • অনলাইনে আবেদন শুরু  ২ অগাস্ট থেকে আর অনলাইনে রেজিস্ট্রেশন বা আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর 2021
  • ওয়েবসাইটে আবেদন ফর্ম 2 আগস্ট থেকে পাওয়া যাবে।
  • এবং আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ সেপ্টেম্বর। 
  • আবেদনের পর মেধা তালিকা ঘোষণা করা হবে।
  • রেলের চাকরি 2021 নির্বাচন প্রক্রিয়া – 
  • যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে যা দশম এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।
  • প্রশিক্ষণ হবে  —
  • রেলওয়ে শিক্ষানবিশ ১৯৬১ আইন অনুযায়ী, বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
  • চাকরি (Job) খবর জানতে Aamar Bangla সাথে থাকুন। 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top