স্টিফেন হকিংয়ের উক্তি, Stephen Hawking Best Quotes

Stephen William Hawking Quotes,স্টিফেন হকিং এর বিখ্যাত উক্তি

স্টিফেন হকিংয়ের উক্তি – স্টিফেন উইলিয়াম হকিং বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের পদার্থ-বিদদের মধ্যে, অন্যতম পদার্থবিদ হিসাবে গণ্য করা হয়। গ্যালিলিও মৃত্যুর তিন শত বছর পরে -স্টিফেন উইলিয়াম হকিং –

1942 সালের 8 ই জানুয়ারি স্টিফেন হকিং জন্ম জন্মগ্রহণ করেন। এবং ৭৬ বছর বয়সে ১৪ ই মার্চ ২০১৮ তাঁর মৃত্যু হয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড মাত্র 21 বছর বয়স থেকেই। বিরল মোটর নিউরন রোগে দুরারোগ্য রোগে ভুগছিলেন।

  • এ বিজ্ঞানী কিন্তু তার শারীরিক অক্ষমতা।
  • তার কাজের বাধা হয়ে থাকে নি, তার শারীরিক অক্ষমতার অবস্থার মধ্যেও,
  • হকিং মহাবিশ্ব সৃষ্টির রহস্য বিগ ব্যাং থিওরি দেন।
  • আইনস্টাইনের পরেই তাকে বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়।
  • তিনি মারা গেছেন সত্যি, কিন্তু তার কথা এবং কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে।
  • যতদিন মানুষ থাকবে, ততদিন এই ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং মানুষের মাঝে বেঁচে থাকবে !
  • আজ স্টিফেন হকিং এর বিখ্যাত কিছু উক্তি তুলে ধরা হয়েছে।
  • আশা করছি স্টিফেন হকিং এর বিখ্যাত উক্তি গুলি ভালো লাগবে –  

Stephen Hawking Best Quotes

(1) যদি কেউ বলে, যে আপনি ভুল করছেন। তাকে বলবেন জীবনে ভুল করাটা খুবই দরকার। কারণ – ভুল না করলে, আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।

(2) মানুষের জীবন, এমন এক শক্তি যা পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। — স্টিফেন হকিং এর উক্তি

(3) এই বিশ্বে কোনো কিছুই, পূর্বনির্ধারিত নয়। যদি মনের বিশ্বাস থাকে, তাহলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন।

স্টিফেন হকিংয়ের উক্তি, Stephen Hawking Best Quotes
স্টিফেন হকিংয়ের উক্তি

(4)  আমি এখনো বড় হইনি, তাই আমি এখনো প্রশ্ন করতেই থাকি। — স্টিফেন হকিং এর উক্তি

(5) মানুষের জীবনে কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই। তাই কর্ম ছাড়া জীবন শুন্য। কর্ম জীবনকে অর্থপূর্ণ  করে তোলে।

(6) আপনার শারীরিক বাধা, ভালো কাজের জন্য কখনো বাধা হতে পারে না। তাই  শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যোগ বৈকল্য থাকা সব থেকে খারাপ বিষয়।

(7) মানুষের জীবনে হাসি ঠাট্টা না থাকলে, জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত। — স্টিফেন উইলিয়াম হকিং

(8) মাটির দিকে তাকিয়ো না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কর্মই মানুষের জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। কপাল করে যদি – জীবনে ভালোবাসা পাও, তাকে কখনো ছুড়ে ফেলো না।

(9) মানুষ সবথেকে বেশি সাফল্য লাভ করে, কথা বলে। আর ব্যর্থতার কারণও মানুষের, এই আলাপ চারিতা। তাই বেশি সাফল্য লাভের জন্য কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত !

(10) রাগ মানুষের সব থেকে বড় শত্রু। আর এই রাগ – সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। — Stephen Hawking

(11) যারা ভবিষ্যত বিশ্বাস করেন, তারাই রাস্তা পার হবার সময় বার বার দুই দিকে তাকান।

Stephen Hawkins Quotes About Life In Bengali – স্টিফেন হকিংয়ের অনুপ্রেরণা মূলক উক্তি 

(12) মৃত্যু নিয়ে আমি ভীত নই। কিন্তু মরার আগে অনেক কিছু আছে আমার। — স্টিফেন হকিং এর উক্তি

(13) মানুষের বুদ্ধি মত্তা তাকেই বলে – যে মানুষ সময় ও পরিবেশের সাথে, নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। — Stephen Hawking

(14) গত 49 বছর আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে এতটুকু জানি মৃত্যুর আগে, আমাকে অনেক কাজ করতে হবে।

(15) যে মানুষ আপনার জন্য, তার মূল্যবান সময় দেবে। তাদের প্রতি কোনোদিন রাগান্বিত হবেন না। আর তাদের প্রতি অহেতুক অভিযোগ করা উচিত নয়। –স্টিফেন হকিংয়ের উক্তি

(16) এই মহাবিশ্বে কোনো কিছুই নিখুঁত নেই। আর মহাবিশ্বের এটাই অন্যতম বৈশিষ্ট্য। — স্টিফেন উইলিয়াম হকিং

(17) যদি কয়েক দিনের পূর্বাভাস না দেখেন। তাহলে হঠাৎ করে – একদিনের আবহাওয়া দেখে। আবহাওয়া পূর্ভাবাস বলে দিতে পারবেন না।

(18) যারা নিজের বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন। তারা আসলেই হেরে গিয়েছেন। — স্টিফেন উইলিয়াম হকিং

(19) এই পৃথিবীর মধ্যে, যে ভাবে আমরা একে অপরে ইন্টারনেটের সাথে এভাবেই যুক্ত হয়ে আছি। ঠিক তেমনি, আমাদের মস্তিষ্কের নিউরণ গুলো, সেভাবে একে অপরে সাথে যুক্ত রয়েছে। — স্টিফেন হকিং এর উক্তি

(20) যদি আপনি কারো সাথে রাগ বা অভিযোগ করে করতে থাকেন। তাহলে কেউ আপনার জন্য, তার  নিজের মূল্যবান সময় দিতে চাইবে না।

(21) নারীরা সারাদিনে কি  চিন্তাভাবনা করে, তা আমার কাছে আজও রহস্য। — Stephen William Hawking

(22) অভিকর্ষ বল থাকবার কারণেই, এই বিশ্ব শূন্য থেকে তৈরি হয়ে যেতে পারে।

(23) আমার ২১ বছর বয়সেই প্রত্যাশা শূন্যের কোঠায় নেমে এসেছিল। তারপর আমার জীবনে যা যা পেয়েছি, সবকিছুই ‘বোনাস’। — Stephen Hawkins Quotes

স্টিফেন উইলিয়াম হকিং  (Stephen William Hawking) এর  সমন্ধে  যে প্রশ্ন থাকে। 

যেমন –

প্রশ্ন – স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন ? উত্তর – তিনি বিরল মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছিলেন।

Quotion – স্টিফেন হকিং এর সর্বশেষ বই ? Answar – দ্য থিওরি অব এভরিথিং

প্রশ্ন – স্টিফেন হকিং এর বই ?

উত্তর – মাই ব্রিফ হিস্ট্রি , দ্য গ্রান্ড ডিজাইন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ব্ল্যাক হোল্স, জর্জ এন্ড দ্য ব্লু মুন, ব্ল্যাক হোলস  এন্ড বেবি ইনিভার্স etc.

প্রশ্ন – হকিং রেডিয়েশন

  • উত্তর – হকিং রেডিয়েশন বা বিকিরণ হল কৃষ্ণগহ্বর থেকে নিঃসরিত এক ধরনের বিকিরণ। 
  • যার উৎস  কৃষ্ণগহ্বরের আশে পাশের এলাকা থেকে।
  • এই বিকিরণের যাত্রা  কৃষ্ণবিবরের ঘটনা দিগন্ত হতে শুরু বলে ধরা হয়।
  • তাই এইবিকিরণের নামকরণ –
  • তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম অনুসারে রাখা হয়েছে।
  • স্টিফেন হকিংয়ের উক্তি গুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top