Kargil Vijay Diwas Best Quotes, কারগিল বিজয় দিবস

Kargil Vijay Diwas-2021

Kargil Vijay Diwas 2021 – ১৯৯৯ সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় জওয়ানরা, যে ত্যাগ স্বীকার করেছিলেন। সেই যুদ্ধে প্রয়াত শহিদ জওয়ানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের বলিদান আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। 

১৯৯৯ সালের ভারত পাকিস্তানের যুদ্ধ, প্রায় দু মাস ধরে চলেছিল। যা আমরা কার্গিল যুদ্ধ নামে জানি। সেই যুদ্ধে অবশেষে ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারত কার্গিল যুদ্ধে জয়ী হয়। তখন থেকে ২৬ জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। 

কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয় বা বিজয় দিবস – ২৬ জুলাই সমন্ধে কিছু অজানা তথ্য। এক ঝলকে দেখে নিন – 

  • ১৯৭১-এর যুদ্ধে, আলাদা দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে উঠে এসেছিল বাংলাদেশ।
  • সেই যুদ্ধে ভাগ হয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান।
  • তারপর পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ছিল ভারতের প্রথম যুদ্ধ।
  • ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের কারন ছিল – 
  • পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে, ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল। 
  • পাকিস্তানি সেনাকে পিছু হঠাতে, ভারতীয় সেনাবাহিনী অপারেশন শুরু করে।
  • আর সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল –‘অপারেশন বিজয়’

বিজয় দিবস ২২ বছর পূর্তি, উপলক্ষ্যে ভারতীয় সেনার সেই বীরত্বের কাহিনী 

  • পৃথিবীর ইতিহাসে কার্গিল যুদ্ধই ছিল, সবথেকে উচ্চতম যুদ্ধ।
  • যুদ্ধের স্থান ছিল –  কার্গিল, সিয়াচেন এবং লাদাখ অঞ্চলে।
  • সেই অঞ্চলগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে,
  • এর উচ্চতা ছিল – ৮ হাজার ৭৮০ ফুট সাম্প্রতিক কালে এত উচ্চতায় এমন যুদ্ধ হয়নি।
Kargil Vijay Diwas Best Quotes, কারগিল বিজয় দিবস
কারগিল বিজয় দিবসের ছবি
  • ১৯৯৯ কার্গিল যুদ্ধের সময় – ভারতের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে এনডিএ।
  • আর তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী।
  • ভারতীয় সেনাবাহিনীর পক্ষে, শুধু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ ছিল না।
  • সাথে সাথে ভারতীয় সেনাবাহিনীর লড়াই করতে হয়েছিল, প্রচন্ড ঠান্ডার বিরুদ্ধেও।
  • কারণ – যে সময়ে কার্গিল যুদ্ধ হয়েছিল,
  • তখন, সেই অঞ্চলের বেশ কিছু জাগায়। তাপমাত্রা ছিল মাইনাস (-১০) ডিগ্রি সেলসিয়াস,
  • বা কোনও কোনও জাগায়। তাপমাত্রা মাইনাস (-১০) ডিগ্রি সেলসিয়াসের, থেকে আরও কম ছিল। 
  • যখন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীরা, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে।
  • সেই সময়ে ভারতীয় বায়ু সেনাবাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 
  • অপারেশন বিজয়ের মতোই ভারতীয় বায়ু সেনাবাহিনীর অপারেশনের নাম ছিল ‘অপারেশন সফেদ সাগর’
  • ভারতীয় বায়ু সেনার পাইলটদের অবদান ছিল অনস্বীকার্য মাত্র ৭ দিনের প্রস্তুতিতে।
  • ৩২ হাজার ফুট উপর থেকে ভারতীয় বায়ু সেনা যেভাবে যুদ্ধ করেছে।
  • তাতে পিছু হঠতে বাধ্য হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
  • ১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধে – যে বীর ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। 
  • সেই প্রয়াত শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর, 
  • নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কারগিল – সেক্টর
  • আর সেই দিন হলো –  ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস  
  • এই বিজয় দিবসের দিন –
  • ভারতের প্রধানমন্ত্রী – প্রতি বছর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে,
  • কার্গিল যুদ্ধে প্রয়াত শহিদ জওয়ানদের, শ্রদ্ধাঞ্জলি জানান।
  • অমর জওয়ান জ্যোতি মানে –  যে দেওয়ালে শহিদদের প্রত্যেকের নাম খোদাই করা থাকে ইন্ডিয়া গেটের সামনে। 

Kargil Vijay Diwas Quotes 

আপনাদের সকলকে কার্গিল বিজয় দিবসের অনেক অনেক শুভকামনা। আসুন আমরা সবাই মিলে সেই বীর মহান সাহসী আত্মত্যাগী,জওয়ানদের স্মরণ করি। যারা মহান জাতির রক্ষার জন্য শহীদ হয়েছেন। — Kargil Vijay Diwas 2021

মনের মধ্যে স্বাধীনতা, কথায় বিশ্বাস। শহীদের আত্মার স্মৃতি। এগুলি আমাদের হৃদয়ের গর্ব। — কার্গিল বিজয় দিবস ২০২১

আসুন আমরা সবাই মিলে সেই সাহসী শহীদদের সালাম জানাই। যারা দিন রাত আমাদের সকলকে রক্ষা করেন। — Kargil war

এই একটা দিন – কার্গিল বিজয় দিবস, ভারতীয় সেনাবাহিনীর দুর্দান্ত অভিনব প্রচেষ্টা ও ত্যাগের কথা স্মরণ করি। 

পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালে আমাদের জওয়ানরা – যে ত্যাগ স্বীকার করে ছিলেন। তাদের কথা আজ আমরা সবাই মিলে স্মরণ করি। 

  • আমাদের মনে যে সমস্ত কথা মনে হয় –
  • যেমন – (1) ভারতের বিজয় দিবস কবে ?
  • উত্তর  – বিজয় দিবস ভারতে প্রতি ১৬ ডিসেম্বর স্মরণ করা হয়। 

(2) কার্গিল বিজয় দিবস কত তারিখে ?

 উত্তর  –  ২৬ জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস  হিসেবে পালন করা হয়। 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

24 thoughts on “Kargil Vijay Diwas Best Quotes, কারগিল বিজয় দিবস”

  1. That is the right weblog for anybody who desires to seek out out about this topic. You realize so much its nearly arduous to argue with you (not that I actually would need匟aHa). You positively put a new spin on a subject thats been written about for years. Great stuff, just nice!

  2. Thanks for enabling me to attain new strategies about computer systems. I also have the belief that one of the best ways to maintain your laptop computer in primary condition is with a hard plastic-type material case, or shell, that will fit over the top of the computer. A majority of these protective gear will be model specific since they are made to fit perfectly above the natural covering. You can buy all of them directly from owner, or via third party sources if they are designed for your notebook computer, however not all laptop can have a cover on the market. Once again, thanks for your recommendations.

  3. I have discovered that service fees for internet degree professionals tend to be an excellent value. For example a full Bachelors Degree in Communication in the University of Phoenix Online consists of 60 credits from $515/credit or $30,900. Also American Intercontinental University Online provides a Bachelors of Business Administration with a total study course feature of 180 units and a tuition fee of $30,560. Online learning has made taking your college diploma far less difficult because you may earn the degree through the comfort of your dwelling place and when you finish from office. Thanks for all the other tips I’ve learned from your web site.

  4. Good day! I could have sworn I’ve been to this website before but after browsing through some of the post I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

  5. Hello! I could have sworn I’ve been to this blog before but after checking through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely delighted I found it and I’ll be book-marking and checking back often!

  6. Wow, amazing weblog format! How long have you ever been blogging for? you made running a blog glance easy. The entire glance of your website is great, as neatly as the content material!

  7. hey there and thank you for your information ?I have certainly picked up something new from right here. I did however expertise a few technical points using this web site, as I experienced to reload the site a lot of times previous to I could get it to load correctly. I had been wondering if your web host is OK? Not that I’m complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google and can damage your high-quality score if advertising and marketing with Adwords. Anyway I抦 adding this RSS to my email and could look out for much more of your respective exciting content. Make sure you update this again soon..

  8. It’s remarkable to pay a visit this web page and reading the views of all colleagues concerning this paragraph, while I am also zealous of getting familiarity.|

  9. Fascinating blog! Is your theme custom made or did you download it from somewhere?
    A design like yours with a few simple adjustements would really make my blog shine.
    Please let me know where you got your theme. Thanks

  10. Greetings from Carolina! I’m bored to tears
    at work so I decided to browse your website on my
    iphone during lunch break. I love the info you provide here and can’t wait to take
    a look when I get home. I’m amazed at how fast your blog loaded on my cell phone ..
    I’m not even using WIFI, just 3G .. Anyways, amazing blog!

Comments are closed.