Irrfan-Khan Popular Actor Biography,ইরফান খানের জীবনী

অভিনেতা ইরফান খানের সংক্ষিপ্ত জীবনী 

Irrfan-Khan – মাত্র ২৩৭ টাকার জন্য হাত পাততে হয়ে ছিল ! (৭ জানুয়ারী ১৯৬৭- ২৯এপ্রিল ২০২০). ভারতের অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন ইরফান খানতিনি জীবনে অনেক কষ্ট করে, নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে ছিলেন। 


২০১৮ সাল  থেকে  তিনি নিউরো এন্ডোক্ৰনিক টিউমারের রোগ শুরু হয়েছিল, মস্তিষ্কের নিউরো এন্ডোক্ৰনিক টিউমারের চিকিৎসা চলে, শেষে দুই বছর লড়াইয়ে হেরে গেলেন ইমরান খান ২৯ এপ্রিল ২০২০ বুধবার সকালে মুম্বাই কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয়। 
 

এই অভিনেতার বয়স হয়েছিলো ৫৩ বছর। তার মৃত্যুর মাত্র চারদিন আগে জয়পুরে তার মায়ের মৃত্যু হয়। ব্রেন টিউমার নিয়ে বেশ কিছু দিন থেকে লড়ছিলেন তিনি। 
 

চিকিৎসা চলা কালীন তিনি ”আংরেজি মিডিয়াম ”ছবির মধ্যে তিনি অভিনয় ও করে ছিলেন। দু’বছর ধরে তিনি মারণরোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। 
 
 

অথচ তাকে দেখে বোঝার উপায় ছিল না। যে তিনি কতটা যন্ত্রনা সহ্য করে অভিনয় চালাচ্ছিলেন। এটাই ছিল তার অভিনয়ের প্রতি ভালোবাসা।

 
এই কিংবদন্তি অভিনেতার  জীবনটা  শুরু হয়েছিলো অনেক কষ্টের মধ্যে দিয়ে। মাত্র ২৩৭ টাকার জন্য ও এক বার হাত পাততে হয়েছিল তাকে। 
 
 
ইরফান খান ১৯৬৭ সালের ৭ জানুয়ারী ভারতের জয়পুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। ইরফান খানের মা ছিলেন বেগম খান এবং বাবা ছিলেন জাগিরদার খান। 

ইরফান খানের জীবনী

 
ট্যাঙ্ক জেলার বাসিন্দা এবং তিনি টায়ারের ব্যবসা করতেন। ছোট থেকে ইরফানের নেশা ছিল ক্রিকেটের কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় সময়, থেকেই তাঁর হৃদয় অভিনয়ের  প্রতি আকর্ষিত হয়ে পড়েন। পারে তিনি অভিনয়ে প্রতি মনোনিবেশ করেন। 
 
 
কেউ ভাবতে পারেনি যে আমি অভিনেতা হতে পারবো। আমি খুবই লাজুক ও শুকনা ছিলাম। কিন্তু আমার অভিনয়ের প্রতি ইচ্ছা প্রবল ছিল।
 
 
স্নাতকোত্তর স্তরে পড়াশুনা চলা কালীন ,সময়ে ১৯৮৪ সালে ইরফানের কাছে এক সুবর্ণ  সুযোগ আসে।

 
তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশুনার জন্য স্কলারশিপ -সহ সুযোগ পেয়ে যান। সেখান থেকে তিনি ড্রামাটিক আর্টিসে ডিপ্লোমা করেন। 
 
তিনি বলেছিলেন – আমার মনে হয়েছিল ভর্তি হতে না পারলে আমার দমবন্ধ হয়ে যাবে। সেখানে তার স্ত্রী লেখক সুতপা শিকদার সাথে দেখাও হয় একটি ড্রামা স্কুলে। 

 

পরে তিনি সুতপা শিকদারের সাথে ২৩ শে  ফেব্রূয়ারি, ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুই ছেলে রয়েছে বাবিল ও আয়ান। 


ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান – তার স্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন ,সে সময় তার লক্ষ্য ছিল স্থির, সে কাজ শেষ করে সোজা বেডরুমে গিয়ে বই পড়া শুরু করতো। আর বাকি পরিবারের সদস্যরা তখন আড্ডা  দিতাম।

 
 
দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তির জন্য টাকা যোগাড় করার পরেও ২৩৭ টাকার  দরকার ছিল। সে সময় ইরফানের বাবার মৃত্যু হয়েছিল। পারিবারিক ব্যবসা সামলাচ্ছিলেন তার দাদা। প্রথমে দাদার কাছে টাকা চেয়েছিলেন। 


কিন্তু দাদা সাহায্য করেনি। তার পার ছোট বেলার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হন ইরফান। 
 
 
কিন্তু সে বন্ধুও ফিরিয়ে ছিলেন। বলে ছিলেন ,কয়েক দিন আগে টাকা ছিল এখন নেই। বন্ধুর এই উত্তরে কষ্ট পেয়ে ছিলেন ইরফান। শেষে টাকার ব্যবস্থা হয়ে ছিল। তার বোনের জমানো টাকা থেকে ইরফান কে সাহায্য করে ছিলেন। দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করার পর –

অভিনেতা ইরফান খানের কর্ম জীবন

Irrfan-Khan Popular Actor  Biography,ইরফান খানের জীবনী
Irrfan-Khan
ইরফান খান

 

 

 
  • কর্মের জন্য ইরফান খান মুম্বাই চলে আসেন।
  • এখন থেকে তিনি টেলিভিশন সিরিয়াল দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন।
  • অনেক টিভি চ্যানেল থাকায় সব চ্যানেলে অনেক গুলো ধারাবাহিক নাটক থাকার কারণে,
  • অভিনয়ের কাজ পাওয়া যেতো সহজে কিন্তু শিল্পীর মনের খোরাক মিটতো না।
  • এক সময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবে ছিলেন তিনি। 
 
  • একবার ইরফান বলে ছিলেন – একটি কাজের পর তারা আমাকে টাকা দেয়নি,
  • কারণ – তারা বলেছিলেন আমার অভিনয় খুবই খারাপ।
  • যদিও প্রথম দিকে তাকে কাজ পেতে যথেষ্ট কষ্ট পেতে হয়েছে।
  • পরে কাজ পেয়েও ছিলেন, সাথে পড়াশুনাও করেছিলেন। 
 
 
  •  তিনি অভিনয় করেন –  ”চাণক্য” ”ভারত এক খোঁজ”সারা যাঁহা হামারা” ”বানেগি আপনে বাত” ”চন্দ্রকান্ত ,শ্রীকান্ত”
  • এছাড়াও স্টারপ্লাসের ‘ডর’ নামক এক সিরিজের প্রধান ভিলেন ছিলেন ইরফান। 
 
  • এখানে তিনি কে কে মেননের বিপরীতে এক সাইকো সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেন।
  • ১৯৮৮ সালে এসে তার কেরিয়ারে এক নতুন মোড় নেয়।
  • পরিচালক মিরা নায়ার তাকে সালাম বোম্বে’তে একটি তরুণ চরিত্রে অভিনয় করেন। 
 
 
  • কিন্তু দুর্ভাগ্যে জনক বিষয় হলো ,তার চরিত্রের বিশেষ অংশ  ফ্লিমের এডিটিংয়ে বাদ পরে যায়। 
 
  • তার পর ব্রিটিশ ইন্ডিয়ান সিনেমা ”দ্য ওয়ারিয়ার’‘এর মাধ্যমে সিনেমা টি করা হয়ে ছিল।
  • এই সিনেমার শুটিং হয়ে ছিল হিমালয়ে ও রাজস্থানে। 

Irrfan Khan Biography in Bengali

 
  • ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া অচেনা কোনো প্রতিভাবান অভিনেতা খুঁজছিলেন। 
  • কারণ – পরিচালক হলিউড অভিনেতার খরচ বহন করতে সক্ষম ছিলেন না।
  • ঐ সিনেমাটি বাফটায় সেরা ব্রিটিশ ফিল্ম হিসাবে আলেক্সান্ডার কোরডা পুরুষ্কার পায়। 
 
 
  • অস্কারের জন্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক, শর্টলিস্টেও আসে সিনেমাটি।
  • তবে ব্রিটেনের দেশী ভাষা হিন্দি না হাওয়ায় শেষপর্যন্ত শর্টলিস্ট থেকে বাদ পরে।
 
 
  • দ্য ওয়ারিয়ার সমালোচকদের প্রশংসা কুড়ায়,আর এই বিষয়টি ইরফান খানের ক্যারিয়ার তৈরিতে বড় ভূমিকা রাখে। 
  • পরের দুই দশক জুড়ে প্রতি বছর তিনি পাঁচ থেকে ছয় করে সিনেমায় অভিনয় করতে থাকেন। 
 
 
  • তবে এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ইরফানের।
  • ৩৫ বছর কর্ম জীবনে তিনি ৫০ টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন।
  • সব মিলে প্রায় ৮০ টি ছবিতে কাজ করে ছিলেন। 
 
  • আগামী ভবিষ্যতে – তার আরও অগণিত চরিত্রে অভিনয় করার সম্ভাবনা ছিল।
  • কিন্তু সে সৌভাগ্য আর আমাদের হলো না।
  • তবুও  তিনি তার ভক্তদের দেখার জন্য, শিল্পকর্মে বিশাল রত্নভান্ডার রেখে গেছেন।
 

ইরফান খানের মুভি

  1. ১৯৮৮ সালে সালামবোম্বে,
  2. ২০০৩ সালে ধন্ধ ,দ্যফগ,
  3. ২০০৯ সালে বিল্লু ,
  4. ২০১২ সালে লাইফঅবপাই ,
  5. ২০১৫ সালে পিকু ,
  6. ২০১৭ সালে হিন্দিমিডিয়াম ,
  7. ২০১৭ সালে ডুব ,
  8. ২০২০ সালে আংরেজি মিডিয়াম
 
  • তিনি তার জীবনে,জাতীয় চলচিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার।
  • চলচিত্র সমালোচক, সমসাময়িক অভিনয় শিল্পী ও অন্যান্য বিশেষজ্ঞারা,
  • তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বলে গণ্য করেন।
 
  • ২০১১ সালে  ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ অসামরিক সম্মান ”পদ্মশ্রী’‘ তে ভূষিত করে।
  • ২০১৭সালে হিন্দি মিডিয়াম চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে ছিলেন। 
 
  • পেস্তা সবুজ রঙের জ্যাকেট ইরফান খানের খুবই প্রিয় ছিল।
  • ”করিব করিব  সিঙ্গল” ছবিতে তা পরেও অভিনয় করেছিলেন।
  • ইরফান অম্বাসেডার গাড়িও ভালো বাসতেন কিন্তু সেটা আর কিনে উঠা হলো না তার। 
 
 
  • অভিনেতা ইরফান খান, তার জীবনে কঠোর পরিশ্রম করে গিয়েছেন।
  • এবং বর্তমান প্রজন্মের জন্য এই বার্তা প্রদর্শিত হয়। 
  • তাই আপনি যা পছন্দ করেন তাই করুন, কঠোর পরিশ্রম ও ধৈয্যের সাথে কাজ করতে হবে।
  • তবেই জীবনে সাফল্য আসবে। অভিনেতা  Irrfan Khan এক সময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবে ছিলেন,
  • কিন্তু ছাড়েন নি। ধৈয্য রেখে ছিলেন,
  • এক সময় তাকে অভিনয় খারাপ বলে – তার পারিশ্রমিক মূল্য দেওয়া হয়নি।
  • কিন্তু তবুও হাল ছাড়েন নি। 
  • অভিনেতা (Irrfan Khan) ইরফান খানের  সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
  • ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “Irrfan-Khan Popular Actor Biography,ইরফান খানের জীবনী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top