How To Vaccine Certificarte Download

কি ভাবে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন

কি ভাবে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন – (How To Vaccine Certificarte Download) – এই করোনা অতিমারির সময়, আমাদের জন্য করোনা-টিকা যেমন প্রয়োজন, ঠিক তেমনি জরুরি হয়ে পড়েছে -করোনাটিকার শংসাপত্র। বর্তমান সময়ে কোভিড টিকার পাশাপাশি সার্টিফিকেটেরও জরুরি হয়ে পড়েছে। ভ্রমণ সেটা দেশের অন্দরে হোক বা বাইরে, বেড়াতে যাওয়ার জন্য হোক বা কাজের জন্য।

কোভিড টিকার((Covid Vacciune) পাশাপাশিই সার্টিফিকেট বাধ্যতা মূলক হতে চলেছে। তাই ভ্যাকসিন সার্টিফিকেট সব সময় পকেটে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। শুরুতে কোভিড টিকার সার্টিফিকেট পেতে সাধারণ মানুষের নাজে হাল হতে হয়েছে। বর্তমান সময়ে কেন্দ্র সরকার খুব সহজ থেকে সহজতর করে দিয়েছে।

  • এখন আপনি চাইলে আপনার নিজের স্মার্টফোন দিয়ে নিজেই ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড (Vaccine Certificarte Download) করে, সেভ করে রাখতে পারেন। এই কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট।
  • যদি আপনি নিজের স্মার্টফোনে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করে রাখেন। তাহলে করোনাটিকার শংসাপত্র সব সময় প্রিন্ট করে রাখার প্রয়োজন হবে না।
  • যদি আপনি আপনার স্মার্টফোনে এই অ্যাপ গুলি ব্যবহার করে থাকেন। তাহলে এই অ্যাপ গুলির মাধ্যমে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোডকরা যাবে।
  • শুধুমাত্র সরকারি অ্যাপের মাধ্যমে নয়, একাধিক বেসরকারি সংস্থার তৈরি অ্যাপও এই কাজ করতে পারবে। 
  • আপনি কোন কোন অ্যাপ থেকে, কোভিড টিকার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

নিচে অ্যাপ গুলির নাম দেওয়া হয়েছে – জেনে নিন – 

Vaccine Certificarte Download
Vaccine Certificarte Download

Aarogya Setu অ্যাপের মাধ্যমে – aarogya setu Vaccine Certificarte Download

  • বর্তমান সময়ে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য, সবথেকে জনপ্রিয় অ্যাপ হলো – আরোগ্য সেতু (Aarogya Setu)
  • এই অ্যাপটি নিজের স্মার্টফোনে ডাউনলোড করে বা ওয়েবসাইট ওপেন করেও ! ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যেতে পারে। 
  • Aarogya Setu অ্যাপের মাধ্যমে কয়েকটি সহজ ধাপে নিজের স্মার্টফোনে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। 
  • তার জন্য আরোগ্য সেতু অ্যাপ ওপেন করে Vaccination ট্যাব সিলেক্ট করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। 
  • তারপর আপনার মোবাইল যে OTP আসবে সেটা বসিয়ে দিতে হবে। এর পরে Download Certificate বাটন সিলেক্ট করে, ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করে নিন।
  • নিচে প্রত্যেক অ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে – সেখান থেকে সরাসরি মোবাইল নাম্বার বসিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

Cowin ওয়েবসাইট এ ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড (Vaccine Certificarte Download)

  • আপনার স্মার্টফোনে যে কোনো  ব্রাউজারে গিয়ে www.cowin.gov.in ওয়েবসাইট ওপেন করেল। আপনার নিজের ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। 
  • ব্রাউজার থেকে এই ওয়েবসাইট ওপেন করে নিচের দিকে  Download Certificate বাটন সিলেক্ট করে, ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বর বসিয়ে, OTP এর মাধ্যমে লগ ইন করতে হবে।
  • আপনার স্মার্টফোনে যে কোনো  ব্রাউজারে গিয়ে www.cowin.gov.in ওয়েবসাইট ওপেন করেল। আপনার নিজের ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। 
  • ব্রাউজার থেকে এই ওয়েবসাইট ওপেন করে নিচের দিকে  Download Certificate বাটন সিলেক্ট করে, ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বর বসিয়ে, OTP এর মাধ্যমে লগ ইন করতে হবে।
  •  এরপর  Download Certificate বাটনে ক্লিক করে, নিজের বা পরিবারের অন্য যে কারও ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড (Vaccine Certificarte Download০ করতে পারবেন। 

Paytm অ্যাপের মাধ্যমেও ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড 

  • বর্তমান সময়ে জনপ্রিয় পেমেন্ট অ্যাপ গুলির মধ্যে, অন্যতম অ্যাপ পেটিএম (Paytm), আর এই Paytm অ্যাপের মাধ্যমেও ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যায়। 
  • ব্যবহার কারী তার নিজের  স্মার্টফোন থেকে Paytm অ্যাপ ওপেন করে। তারপর Covid-19 Vaccine Slot Finder সিলেক্ট করতে হবে। 
  • এর পরে সিলেক্ট  View beneficiaries গিয়ে, নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে। OTP এর মাধ্যমে লগ-ইন হয়ে। 
  • সব শেষে Certificate Download অপশন সিলেক্ট করে, তারপর ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড হবে আপনার ফোনে।

Umang অ্যাপের মাধ্যমেও ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড 

  • Umang অ্যাপের মাধ্যমেও ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। 
  • \প্রথমে Umang অ্যাপ অথবা আপনার ফোনের ব্রাউজার ওয়েবসাইট ওপেন করে। তারপর  CoWin সেকশন ওপেন করতে হবে।
  •  এর পরে নিচের দিকে ক্রউল করে Download Vaccination certificate সিলেক্ট করুন। 
  • তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে OTP এর মাধ্যমে লগ-ইন করলে, সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।

নিচের এই লিংক গুলি থেকে সরাসরি – ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

  • Cowin vaccine certificate download (সার্টিফিকেট ডাউনলোড লিংক) – Click 👉  Vaccine Certificarte Download
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top