কিভাবে Covid- 19 vaccine রেজিস্ট্রেশন করবেন ?
How Do Online Covid-19 vaccine registration, গত ২৮ শে এপ্রিল আমাদের দেশে (ভারতে),১৮ বছর বয়সের উর্ধে করোনা টিকা করনের জন্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।
করোনা টিকাকরণের জন্য, কীভাবে নাম নথিভুক্ত করবেন, রইল সহজ পদ্ধতি। ১৮ বছর হলেই মিলবে করোনা ভ্যাকসিন।
Corona Vaccine Registration Step By Step –
- Corona Vaccine এর জন্যে রেজিস্ট্রেশন করা যাবে –
- co-win,
- Arogya Setu App
- এবং umang aap এর মাধ্যমে।
- জেনে নিন নিচে এক এক করে কোন App এর মাধ্যমে কি কি করতে হবে।
- এই করোনা মহামারীর জন্য করোনা টিকার,খুবই দরকার।
- কারণ যে ভাবে করোনা ভাইরাস দিনের পর দিন বেড়ে চলেছে,
- তাতে বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে।
- ঠিক এই সময় ভারত সরকার ১৮ বছররের উর্ধে
- সবাইকে করোনা টিকা (Corona Vaccine) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। (covid-19 vaccines for all above 18 from may1)
- আর ১৮ এর উর্ধ্বে টিকাকরণ (Corona Vaccine) দেওয়া হবে ১লা মে থেকে,
- আর এই জন্যে অনলাইনে রেজিস্ট্রেশন (Online Registration) করা যাবে।
- এছাড়াও কোউইন co-win,
- আরগ্য সেতু এপ Arogya Setu App এবং umang aap এর মাধ্যমেও করা রেজিস্ট্রেশন করা যাবে।
- প্রথমে আপনার ফোনে প্লেস্টোর থেকে এপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
- আপনি যে আপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান।
Aarogya Setu Application এর মাধ্যমে (How Do Online Covid-19 vaccine registration)
- আরগ্য সেতু আপ্লিকেশন ওপেন করলে –
- ডান পাশে দুটি অপশন দেখা যাবে
- ১) Vaccinetion
- ২) CoWIN
১) Vaccinetion এ ক্লিক করলে মোবাইল নম্বর দিতে হবে, তারপর OTP দিয়ে যাচাইয়ের পর। আর একটি পেজ খুলবে সেখানে Photo ID Card Select করতে বলবে। যে ID Card ভাসাসিনেশন সেন্টার এ নিয়ে যাবেন।
- উদাহরণ হিসাবে আধার কার্ড বা যেকোনো ডকুমেন্ট নিতে পারেন।
- তার পর Photo ID Number লিখতে হবে।
- তারপর ঐ কার্ড এর নাম লিখতে হবে। তারপর লিঙ্গ বেছে নিতে হবে।
- তারপর নতুন আর একটি পেজ খুলবে – succsesful আসবে।
- এখানে চাইলে আপনি আরও ৪ জনসদস্য যুক্ত করতে পারেন।
- Action Bottam ক্লিক করলে আর একটি পেজ খুলবে।
Schedule Appoinment
- নিচে নিজের এলাকার পিন কোড ও তারিখ পরিবর্তন ও সাথে করোনা টিকা ফ্রী বা টাকা দিয়েও নিতে পারেন।
- তারপর FIND VACCINATION CENTER দেখাবে।
- তারপর VACCINATION CENTER এ গিয়ে, Covid-19 vaccine নিতে পারেন।
- আরগ্য সেতু আপ্লিকেশন এর মাধ্যমেও
- (২) CoWIN ক্লিক করে Vaccination (Login/Register) এ Proceed এ ক্লিক করে,
- মোবাইল নাম্বার ভেরিফাই করে। ঠিক আরগ্য সেতু মতো করতে হবে। তাহলেই রেজিস্ট্রেশন হবে।
- সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে ম্যাসেজ আসবে।
- কনফামেশন হবে, কবে কোথায় যেতে হবে।
![]() |
Covid-19 vaccine |
কোউইন co-win
- এছাড়াও Cowin পোর্টালের মাধ্যমে,
- যে কোনো ব্রাউজারে বা Google এ গিয়ে www.cowin.gov.in এন্টার করলে ড্যাশবোর্ড যাবেন।
- যেখানে মোবাইল নম্বর জাগায় মোবাইল নম্বর দিয়ে, Get OTP ক্লিক করলে।
- মোবাইল এ OTP নম্বর দিয়ে দিয়ে যাচাই হবে।
- সঠিক থাকলে Register Of Vaccination বলে একটি পেজ খুলবে।
- তারপর সেখানে লিঙ্গ ও বয়সের প্রমানপত্র হিসাবে ডকুমেন্ট দিতে হবে।
- এছাড়াও ফটো যুক্ত যে কোনো ডকুমেন্ট দিতে হবে।
- তারপর আপনার ডিটেল দেখা যাবে।
- এখানে আপনি চাইলে আরও ৩ জন যুক্ত করতে পারবেন।
- এই জন্য আপনাকে Add more Option এ ক্লিক করতে হবে।
কোউইন co-win এপ এর মাধ্যমে
- প্রথমে এপ ডাউনলোড, তারপর মোবাইল নম্বর এন্টার করতে বলা হবে।
- তারপর OTP দিয়ে নাম্বার যাচাইয়ের পর।
- লগইন হবে তারপর সেখানে লিঙ্গ ও বয়সের প্রমাণপত্র হিসাবে –
- আঁধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিলে সেখানে আরও একটি পেজ আসবে।
- সেখানে আপনি চাইলে ৩-৪ জন যুক্ত করতে পারবেন।
- আপনার রেজিস্টার মোবাইল নম্বরের সাথে।
- এর পরের পদক্ষেপ হলো –
- আপনার এরিয়ার লোকাল পিন কোড (Post Index Number) দিতে হবে।
- তারপর Prossed অপশনে ক্লিক করতে হবে।
- এই জাগায় আপনি চাইলে তারিখ ও সময় পরিবর্তন করতে পারবেন।
UMANG APPLICATION (How Do Online Covid-19 vaccine registration)
- UMANG APP ডাউনলোড করে,ওপেন করলে।
- মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর OTP দিয়ে নাম্বার যাচাইয়ের পর।
- রেজিস্ট্রেশন করতে পারবেন, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।
- UMANG APPLICATION দিয়ে একই রকম ভাবে করতে হবে।
- আপনারা ভালো থাকুন শরীর স্বাস্থ্যে খেয়াল রাখুন
- Covid- 19
- Election
- Good Morning
- Good Night Wishes
- Happy Holi
- Happy New Year
- Jante Hobe – জানতে হবে
- Job
- Romantic
- Top 10
- Uncategorized
- অনুপ্রেরণা মূলক উক্তি
- উৎসব
- ঔষধি গাছের উপকারিতা
- খবর
- খাবার
- গুরুত্বপূর্ণ দিবস
- চাণক্যনীতি
- জীবনের গল্প
- ফলের উপকারিতা,Best Benefits of Fruits
- বাণী সমগ্র
- বাংলা কুইজ
- বিখ্যাত উক্তি ও বাণী
- মনীষীদের বাণী ও উক্তি, Bikhato Monishider Ukti
- মোটিভেশনাল
- শরীর স্বাস্থ্য
- শরীর স্বাস্থ্য ও খাবার
- শুভেচ্ছা বার্তা
- হাসির জোকস
Nice bro