রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন,Rabindranath Tagore Jayanti

২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 

 
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন – আসছে ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন ২০২১, আর এই 2021 সালের ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন হবে ১৬১ তম জন্মবার্ষিকী। ১৮৬১ সালে ৭ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন এবং রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হয় ১৯৪১ সালের ৭ই আগস্ট নিজের বাসভনে।
 
 
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার – ১৯১৩ সালে তার লেখা কাব্যে গ্রন্থ গীতাঞ্জলির জন্যে, তাকে সাহিত্যিক নোবেল বিজয়ী হিসাবে ঘোষিত হন।
 
 
 সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষামূলক বাণী, রচনাবলী, ভালবাসার কবিতা, প্রেমের কবিতা, স্বপ্ন নিয়ে  কবিতা। এছাড়াও বিভিন্ন ধরনের রচনাবলী রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত বিশেষ উল্লেখযোগ্য।
 
রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ভালোবাসার কবিতা লিখেছেন। 
আগামী ২৫ শে বৈশাখ,রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২০২১ এ কবিগুরুর জন্য রইলো তাঁর  লেখা –
আমার ভিতর বাহিরে,অন্তরে অন্তরে।
 আছো তুমি হৃদয় জুড়ে। — রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা
 
 
 

মানুষের জীবনে চলার পথে, 

অনেক মানুষের সাথে পরিচয় হয়। 
কেউ বাস্তবে থেকে যায় মনের পাতায়,
আবার কেউ থেকে যায়  -স্মৃতির পাতায়। — রবীন্দ্রনাথ ঠাকুর উক্তি

 

 

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কিছু উক্তি ও বাণী তুলে ধরা হয়েছে। 

 
রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষামূলক বাণীতে বলেছেন -মানুষের জীবনে, আনন্দকে ভাগ করলে, দুটি জিনিস পাওয়া যায়। একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হলো প্রেম। 
 
মনে রাখা উচিত – জীবনে যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়। তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ  করো। কারণ তোমার নিজেরও একটা, আত্মসম্মান আছে। — শিক্ষামূলক বাণী রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
মানুষ তাঁর জীবনে – ক্যারিয়ার গড়ার সময় বা রাস্তা পার হবার সময়। কোনো সময় মেয়েদের দিকে দেখতে নেই, কারণ এই দুইটি জাগাতেই দুর্ঘটনার, সম্ভাবনা থাকে। —রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
মনে রাখা উচিত – ভাগ্য আমাদিগকে যাহা দেয়, তা ভাগ করিয়াই দেয়।
এক দিকে যাহার ভাগে বেশি পরে, 
ঠিক অন্য দিকে তাহার কিছু না,কিছু কম পাড়িবেই। — রবীন্দ্রনাথ ঠাকুর-শুভ সন্ধ্যা
 
 
রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন নিয়ে তাঁর কবিতা বা উক্তিতে লিখেছেন। স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙ্গে গেলে। আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। — স্বপ্ন কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
সুখ যখন তোমার হাতেই আছে। তখন, এমন করিয়া ভোগ করো, যাহাতে পরের হিংসা না হয়। — রবীন্দ্রনাথ ঠাকুর রচনা
 
 
রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম সমন্ধে লিখে গেছেন – কারো পছন্দ হাওয়াটা খুব সহজ,কিন্তু সারা জীবন তার  পছন্দের হয়ে,থাকাটা  খুব কঠিন ব্যাপার। একটু খেয়াল করে দেখবেন, যার জন্য আপনি ভালো থাকতে  পারছেন না। তাকেই আপনি ভালো বাসেন। — রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবিতা
 
 
ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কবিতা ও উক্তি – 
মানুষের ভালোবাসা হলো উপলব্ধি করার বিষয়, সেটা প্রকাশ করার বিষয় নয়।
ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিতে বলেছেন – যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও ! কারণ -যদি সে তোমার কাছে ফিরে আসে, তাহলে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তবে সে কখনই, তোমার ছিল না। 
 
তিনি ভালবাসা নিয়ে এমনটাও বলেছেন – এমন প্রেম ও ভালবাসা করো না, যে সকালে আছে আর   বিকালে নেই।
 সাথে সাথে বন্ধু ও বন্ধুত্ব নিয়ে এটাও বলেছেন – জীবনে এমন বন্ধুত্ব করো না, যে সময়ের সাথে সাথে দূরে চলে যায়। 
 

রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের উক্তি বাংলা

ভালবাসা নিয়ে ছন্দ ও কবিতা মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ভাব প্রকাশ করে গেছেন। যা আজও মনে দোলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভালবাসার নিয়ে কিছু কবিতা তুলে ধরা হয়েছে। জীবনে সব সময় মনে রাখা উচিত – সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে। কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না।
 
সখী ভালোবেসে, নিভৃতে যতনে,
আমার নামটি লিখো – 
তোমার মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো– 
তোমার মঞ্জীর। — বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
 
বিরহের উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর  গেছেন – 
জীবনে – ধাক্কা এমন একটা জিনিস। 
যতো বেশি খাবে ততই শিখবে। — Rabindranath Tagore
 
 
যে ব্যক্তি শান্ত ভাবে সহ্য করে, 
সে ব্যক্তি গভীরতর ভাবে আহত হয়। 
— রবীন্দ্রনাথ ঠাকুর রচনাবলী pdf
 
 
 বিরহের উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন – 
কান্নার জল সবাই দেখতে পায়। কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। Rabindranath Tagore
 
 
 
 রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর  উক্তিতে লিখেছেন – যে তোমার জন্য তৈরি হয়নি, সে তোমাকে ছেড়ে যাবেই। আর যে তোমার জন্য তৈরি হয়েছে, সে সব কিছু ছেড়ে, তোমার কাছেই আসবে।
 

রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ছোটদের

 
ছোট বেলার প্রশ্ন কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর –
মাগো আমায় ছুটি দিতে,
সকাল থেকে পড়েছি যে মেলা।
এখন আমি ঘরে বসে
করবো শুধু পড়া পড়া খেলা। — ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা
 
 
 
 ভালো থাকতে হলে, একটু স্বার্থপর হতে হয়। কারণ  সবাই  কে তুমি খুশি করার জন্য এই পৃথিবীতে  আসোনি। — রবীন্দ্রনাথ ঠাকুর রচনাবলী (রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন)
 
মনে রাখা উচিত, পাওয়ার আনন্দ, কিছু দিন থাকে। কিন্তু না পাওয়ার বেদনা, সারা জীবনেও ভোলা যায় না। — সুপ্রভাত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
যে ভক্তির পাত্র, তাকে যদি ভক্তি করার মতো ক্ষমতা না থাকে,
তাকে অন্তত, উপহাস করার মতো খারাপ কাজ থেকে।
 নিজেকে সব সময় দূরে রাখো।  — Rabindranath Tagore
 
এই ব্লগে যা যা নিয়মিত পাবেন – 
 
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব‍্যাক্তিদের,
সাম্প্রতিক খবর,
এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস
 

ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

  • ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এক অন্যতম বাঙালি কবি।
  • ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক ও কণ্ঠশিল্পী।
  • তাকে ভারতের প্রথম বাংলার  শ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
  • তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক নোবেল পুরস্কার লাভ করেন।
 
  • রবীন্দ্রনাথ ঠাকুর রচনাবলী গুলির মধ্যে জাতীয় সংগীত– 
  • জনগণমন অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা।
  • এই দুটি যথাক্রমে – ভারতীয় প্রজাতন্ত্র ও প্রজাতন্ত্রীয় বাংলাদেশের জাতীয় সংগীত। 
 

রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ সমগ্র

  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সমগ্রেহের বৈশিষ্ট্য বা ভাব গভীরতা হলো –
  • প্রকৃতিপ্রেম, স্বদেশ প্রেম, ভাষা, ছন্দ, বিশ্বপ্রেম,রোমান্টিক,
  • সৌন্ধর্য্যচেতনা, বাস্তবতা চেতনা, প্রগতি চেতনা, অধ্যাত্মচেতনা।
  • এছাড়াও বিভিন্ন রকমের বৈচিত্র পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচনাবলী থেকে। 

রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ সমগ্র বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী

  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন ৮ তখন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা মোট ১৩ টি উপন্যাস,৩৮ টি নাটক, ৩২ টি কবিতা ও ৩৬ টি প্রবন্ধ
  • এছাড়াও গদ্যসংকলন মৃত্যুর অব্যবহিত পরে ৯৫ টি ছোট গল্প ও ১৯১৫ টি গান প্রকাশিত হয়।  WEB
 
  • রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় অপ্রকাশিত রচনাবলী পরে গ্রন্থাগারে ৩২ খন্ডে রবীন্দ্র রচনাবলী নাম প্রকাশিত হয়।
  • সাথে এছাড়াও প্রায় রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকা ২০০০ টি। 
 
 

তিনি ছিলেন বিশ্ব ভারতীয় বা বিখ্যাত জনপ্রিয় কবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে -বাঙালি প্রথম নোবেল পুরস্কার বিজয়ী, কবিগুরু ও বিশ্বকবি নামেও ভূষিত করা হয়। 

 
 

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর  বাবা-মায়ের কততম সন্তান ছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর  বাবা-মায়ের ১৪ তম সন্তান ছিলেন।এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল – ভানুসিংহ ঠাকুর (ভনিকা)

 
 
২৫শে বৈশাখ মানেই দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সর্বজনের অনুষ্ঠান, এই অনুষ্ঠান বিদ্যালয়, কলেজে পালন করা হয়।
 
বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তীতে তার লেখা বিভিন্ন রকমের রচনাবলী থেকে – কবিতা, নাটক, নিত্য, আবৃতি আরও অনেক কিছুর মধ্যে দিয়ে। ২৫ শে বৈশাখ দিনটি কবি গুরুকে স্মরণ করা হয়।
 
 
রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে দিনটি, সরকারি ছুটি থাকে। তাই আসুন সবাই মিলে ২৫ শে বৈশাখ ২০২১ দিনে, কবি গুরুকে প্রণাম জানাই।
 
 
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২০২১,  Rabindranath Tagore, ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন সমমধ্যে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন।
 ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় Amar Bangla সাথে থাকুন।
 
 
 
 
🙏🙏🙏
 
 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top