Happy Holi 2022 Dolyatra || হোলি দোল উৎসব

হোলি উৎসব কেন পালন করা হয় ?

Happy Holi 2022 প্রিয় পাঠক – হোলি উৎসব 2022 দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিন্দন। হোলি উৎসব (holi festival) আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন। শুভ দোলযাত্রা ২০২২ এর বাৎসরিক হোলি উৎসব কি এবং কেন পালন করা হয়। এই অনুষ্ঠান সমন্ধে কিছু কথা তুলে ধরা হয়েছে। আশা করি এই কথা গুলি আপনাদের ভালো লাগবে।

বাঙালি তথা গোটা দেশ জুড়ে, দোল পূর্ণিমা বাংলার বসন্ত উৎসবের মধ্যে অন্যতম উৎসব। এই উৎসবের জন্য গোটা ভারত বর্ষের মানুষ এই বাৎসরিক অনুষ্ঠান অপেক্ষা করে থাকে। 

এই দোলযাত্রা উৎসব (Dolyatra utsab 2022) প্রধানত হিন্দু সম্প্রদায়ের উৎসব। 
ভারত তথা গোটা বিশ্বের, হিন্দু ধর্মাম্বলী মানুষ। 
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা বা হোলি উৎসব মহা ধুমধাম করে পালন করে। 

হোলি উৎসব কি ? হোলি উৎসব কেন পালন করা হয় ?(Happy Holi 2022)

দোল বা হোলি পূর্ণিমার মানেই রঙের উৎসব। 
সকলে মিলে একে অপরকে রং লাগিয়ে আনন্দে মেতে উঠে। 
এই উৎসব সবাই মিলে মিশে পালন করে।

এছাড়াও মনে করা হয়, দোল পূর্ণিমা বা হোলির দিন বাড়িতে পুজো করলে। 
গৃহস্থের বাড়িতে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। 
হোলিকে মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসেবে ধরা হয়।

হোলি শব্দের উৎপত্তি :- 

হোলি শব্দের উৎপত্তি হয়েছে, হোলা থেকে।
যার অর্থ আগাম ফসলের আশায় ঈশ্বরকে ধন্যবাদ জানানো। 
অনেকের মনে করেন হোলি শব্দটি সংস্কৃত শব্দ “হোলকা” থেকে এসেছে।
যার মানে হলো অর্ধপক্ক শস্য। 

হোলি শব্দের অর্থ কি ?

বাংলার ন্যাড়াপোড়ার মত দেশের অন্যান্য অংশে হয় হোলিকা-দহন। যার অর্থ হল সব অশুভ জিনিসকে পুড়িয়ে পরিবেশকে বিশুদ্ধ করা। হোলিকা-দহনের দিন পালিত হয় ‘ছোটি হোলি’ অর্থাৎ অল্পবিস্তর রং খেলা।

হোলি উৎসবের ইতিহাস বা হোলি উৎসব কেন পালন করা হয় ?

ব্রহ্মার বরে হিরণ্যকশিপু দেব মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন। 

Happy Holi 2022 Dolyatra || হোলি দোল উৎসব,হোলি শব্দের উৎপত্তি, হোলি শব্দের অর্থ কি ?হোলি কত তারিখে হবে, হোলি উৎসব ছবি
হোলি উৎসব ছবি

অসুর বংশে জন্ম নিয়েও ভক্ত প্রহ্লাদ পরম ধার্মিক ছিলেন। 
তাঁকে যখন বিভিন্ন ভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না।
তখন হিরণ্যকিশপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন।

কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোন ক্ষতি হবে না। 
কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে।
ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায়,
আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায়।

এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়, এই থেকেই হোলি কথাটির উৎপত্তি।
হোলি বা দোল উৎসব – মন্দের পরাজয় ও সত‍্যের জয়ের প্রতীক হিসেবে ধরা হয়।

এছাড়াও হিন্দু ধর্ম মতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 
ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে – রাধার ও গোপীদের সঙ্গে 
আবির খেলায় মেতে উঠেছিলেন। 

সেই দিন থেকে শ্রীকৃষ্ণ ও রাধার অমর ভালবাসার স্মরণেও 
রং ও আবির দিয়ে, সকলে মিলে একে অপরকে রং লাগিয়ে আনন্দে মেতে উঠে। 
এই উৎসব সবাই মিলে মিশে পালন করে। 

এই দিন প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই –
 রাধা-গোবিন্দের পুজোও করা হয়। 
হিন্দু ধর্ম মতে এই পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

বাংলায় এই দোল পূর্ণিমার অপর নাম বসন্তোৎসব নামেও সবার কাছে পরিচত। 
দোল পূর্ণিমা বা দোলযাত্রা প্রধানত বাংলা 
এবং উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব হিসাবে,
প্রতি বছর পালিত হয়। 

Happy Holi 2022 Dolyatra || হোলি দোল উৎসব,হোলি শব্দের উৎপত্তি, হোলি শব্দের অর্থ কি ?হোলি কত তারিখে হবে, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
happy holi 2022 images

কারণ – এই দিন শ্রী চৈতন্য মহা প্রভুর জন্মদিন হিসাবে পালন করা হয়। 
হিন্দু বৈষ্ণবদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 

হোলি কত তারিখে হবে – (Date of Dol Yatra 2022)
প্রতি বছরের মতো এই বছরেও হোলিকা দহন সময় ১৭ মার্চ, ২০২২ বৃহস্পতিবার রাত ০৯:২০ থেকে ১০:৩১ পর্যন্ত থাকবে। 
১৮ ও ১৯ তারিখে মার্চ ২০২২ শুক্রবার ও শনিবার  রং-এর  হোলি খেলা হবে।

হোলি উৎসব 2022 বা শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা – happy holi 2022 wishes

এই শুভেচ্ছা বার্তা গুলি আপনার প্রিয় জনের সাথে whatsapp(হোয়াটসআপ, facebook(ফেসবুকে) ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।

মানুষের জীবনে রঙ’ই হলো জীবন। 
রঙ’ই হলো প্রেম। রঙ’ই হলো উৎসাহ।
রঙ’ই হলো সৃষ্টি।
আর এই রঙের উৎসব যেন –
সবার জীবনকে আরও রঙিন করে তোলে। –  dol yatra 2022

হোলির রঙে ঈশ্বর,
তোমার জীবন করে তুলুক রঙিন … dol yatra 2022 

গতকাল খেলেছো হোলি, 
আজ খেলবেতো হোলি ? 
চলো না বন্ধু বসন্ত শেষে, 
শেষ রঙটা মাখতে চলি …
আর একটিবার উচ্চকণ্ঠে, সবাইকে বলি…
হ্যাপি হোলি হ্যাপি হোলি

হোলি আসছে…
রঙ থেকে দূরে নয়।
রং বদলানো মানুষ গুলো থেকে দূরে থাকুন। – দোলযাত্রা 2022

শুভ দোল পূর্ণিমায় – সবার জীবন হয়ে উঠুক, 
রামধনুর রঙের মতো রঙিন।
সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রণাম। – ভারতে হোলি উৎসব

জীবনে রং যেটাই হোক – 
লাল, নীল, সবুজ বা হলুদ যেটাই হোক না কেন !
তোমার জীবনে যেন, 
কোনো রঙের অভাব না হয় … Dolyatra 2022

Happy Holi Wishes In Bengali

এই রঙের উৎসব 
তোমার জীবনকে আরও রঙিন করে তুলুক।
মানুষের জীবনে রঙ’ই হলো জীবন, 
রঙ’ই হলো মানুষের প্রেম।
— দোলের অনেক অনেক শুভেচ্ছা — bengali dol yatra 2022

রঙে রঙে রঙিন হোক, সবার জীবন।
আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক, সবার জীবন।
সকল বন্ধুদের জানাই, দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।

রঙে রঙে – রঙিন হয়ে উঠুক, তোমার  জীবন। 
এই দোল পূর্ণিমায় সুখ স্বাচ্ছন্দে ভরে উঠুক তোমার জীবন। 
–দোল পূর্ণিমার শুভেচ্ছা

আজ এই হোলির দিনে, 
মন থেকে সমস্ত নেতিবাচক দূর হোক।
ইতিবাচক আসুক সবার জীবনে, 
শুভ দোলযাত্রার শুভেচ্ছার

খেলবো হোলি রং দেবো না, 
তাই কখনও হয়। 
এসেছে হোলি এসেছে। – হোলি উৎসব গান

দোলের রঙে রাঙিয়ে দাও সবাইকে, শত্রুতা ভুলে বন্ধুত্বের মিষ্টি আবেগে ! রঙে রঙে ভরে উঠুক সবার জীবন। – হ্যাপি হোলি

হোলির রঙের মতোই, রঙিন হোক সবার জীবন!

সবার জীবন ভালোবাসা, আনন্দ, 
সুখ, শান্তি, উন্নতি, খুশি ও রঙের উৎসবে ভরে উঠুক।
— শুভ দোল পূর্ণিমা

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top