General Knowledge quiz in bangla

General Knowledge quiz in bangla – যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ ছোট প্রশ্ন জানা খুবই দরকার। কারণ – যেকোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জিজ্ঞাসা করা হয়। সেটা রাজ‍্য সরকারের পরীক্ষা হোক কিংবা কেন্দ্র সরকারের পরীক্ষা। 

প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য Bangla general knowledge questions and answers খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিচে কিছু Bangla general knowledge jobs দেওয়া হলো। 

এই bangla general knowledge quiz গুলি ভালো ভাবে মনে রাখলে। যে কোনো পরীক্ষার সময় অতি সহজেই সমাধান করতে পারবে। 

প্রথমে ২৫ টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। 

দ্বিতীয় পর্বে  Gk প্রশ্ন উত্তর MCQ দেওয়া হয়েছে। আশা করছি এই প্রশ্ন গুলি উপকারে আসবে। 

নিয়মাবলী – প্রত্যেক প্রশ্নের জন্য সময় থাকবে ২০ সেকেন্ড, আর এই সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে পরের প্রশ্নে যেতে হবে। 

General Knowledge quiz in bangla, Bangla general knowledge jobs, জেনারেল নলেজ GK প্রশ্ন, Gk প্রশ্ন উত্তর, ভারতের কোথায় ও রাজ্যে প্রথম ডাকটিকিট প্রকাশ করা হয়
Gk প্রশ্ন উত্তর

শেষে ৫০ টি প্রশ্নে কটি ঠিক হয়েছে আর কটি ভুল হয়েছে। আর কত স্কোর হয়েছে দেখে নিতে পারবে !

তাহলে শুরু করা যাক ২৫ টি জেনারেল নলেজ GK প্রশ্ন – Bangla General Knowledge Questions And Answers

Q. 1. ডঃ ভীমরাও আম্বেদকরের জন্ম কোন রাজ্যে হয়েছিল ? 

মধ্যে প্রদেশ (মহু)

Q.2. “Father of the Constitution of India” কাকে বলা হয় ?

আম্বেদকরকে বলা হয়

Q.3. কার গাড়িতে নাম্বার প্লেট থাকে না ?

রাষ্ট্রপতির গাড়িতে নাম্বার প্লেট থাকে না।

Q.4. উড়ো জাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় ?

উড়ো জাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ভরা হয়

Q.5. মেট্রো রেল কলকাতায় কত সালে শুরু হয় ?

মেট্রো রেল কলকাতায় ১৯৮৪ সালে শুরু হয়েছিল

Q.6. ভারতের প্রথম ডাক টিকিট কবে এবং কোথায় ছাপা হয়েছিল ? (General Knowledge quiz in bangla)

ভারতের প্রথম ডাক টিকিট জুলাই ১৮৫৪, কলকাতায় ছাপা হয়েছিল

Q. 7. ভারতের জাতীয় প্রতীকের মূলমন্ত্র কোনটি ?

সত্যেমব জয়তে

Q.7. ভারতের জাতীয় ফলের নাম কি ?

আম 

Q.8. কমন ওয়েলথ গেমস কত সালে শুরু হয়েছিল ?

১৯৩০ সালে শুরু হয়েছিল

Q.9. প্রসিদ্ধ কোহিনুর হীরা কোথায় পাওয়া গেছে ?

প্রসিদ্ধ কোহিনুর হীরা গোলকুন্ডায় পাওয়া গেছে

Q.10. ভারতের জাতীয় সরীসৃপের নাম কোনটি ?

ভারতের জাতীয় সরীসৃপের নাম – রাজসর্প 

Q.11. SAARC full form কি ? (General Knowledge quiz in bangla)

South Asian Association for Regional Cooperation  

Q.12. SAARC কবে স্থাপিত হয় ?

SAARC স্থাপিত ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে  

Q.13. ভারতের কোন রাজ্যে প্রথম (GST) জিএসটি লাগু হয় ?

আসাম

Q.14. চন্দ্রগুপ্ত এর মাতার নাম কি ?

মুরা

Q.15. আসামের রাজধানীর নাম কি ?

দিসপুর

Q.16. বায়ুমন্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে রয়েছে ?

নাইট্রোজেন

Q.17. অর্জুন পুরস্কার কোন সালে চালু করা হয়েছিল ? 

1961 সালে

Q.18. ভারতের কোথায় ও রাজ্যে প্রথম ডাকটিকিট প্রকাশ করা হয় ?

গুজরাত (কাথিয়াওয়ার)

Q.19. ICU এর পুরো নাম কি ?

Intensive Care Unit

Q.20. OPD পুরো নাম কি ?

Out- Patient Department

Q.21. OT পুরো নাম কি ?

Operation Theatre

Q.22. ECG full form কি ?

Electro cardio graph

Q.23. ICCU full form কি ?

Intensive coronary care unit

Q.24. কক্সবাজার কোন দেশের অন্যতম বিখ্যাত স্থান ?

বাংলাদেশ

Q.25. কত গুলি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় ? 

পাঁচটি

দ্বিতীয় পর্ব 50 Gk প্রশ্ন উত্তর MCQ নিচে  Start Quiz 

 
QUIZ START

#1. বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছিল ?

#2. প্রসিদ্ধ কোহিনুর হীরা কোথায় পাওয়া গেছে ?

#3. ICCU full form কি ?

#4. বিশ্বের সর্বপ্রথম কোন দেশ, পরিবার পরিকল্পনা চালু করে ?

#5. কক্সবাজার কোন দেশের অন্যতম বিখ্যাত স্থান ?

#6. কত সালে – নাগাল্যান্ড রাজ্যটি, আসাম থেকে আলাদা হয় ?

#7. কার গাড়িতে নাম্বার প্লেট থাকে না ?

#8. ভারতের কোথায় ও রাজ্যে প্রথম ডাকটিকিট প্রকাশ করা হয় ?

#9. গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

#10. রাশিয়ার রাজধানীর নাম কি ?

#11. SAARC এর মোট সদস্য দেশ কয়টি ?

#12. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ?

#13. আসামের প্রধান উৎস কি ?

#14. অর্জুন পুরস্কার কোন সালে চালু করা হয়েছিল ?

#15. ভারতের জাতীয় ফলের নাম কি ?

#16. কোন ধাতুটি সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটায় ?

#17. মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত ?

#18. বিম্বিসারের পুত্রের নাম কি ?

#19. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

#20. জাতীয় জ্ঞানপীঠ পুরস্কার কিসের সঙ্গে যুক্ত ?

#21. মানুষের চক্ষু দানের সময়, দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?

#22. কত গুলি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় ?

#23. বিহার রাজ্যটি কত সালে গঠিত হয় ?

#24. “Father of the Constitution of India” কাকে বলা হয় ?

#25. চন্দ্রগুপ্ত এর মাতার নাম কি ?

#26. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?

#27. ছত্রিশগড় রাজ্যটি কোন সালে গঠিত হয় ?

#28. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?

#29. নাগিনা মসজিদ কোথায় অবস্থিত ?

#30. মেট্রো রেল কলকাতায় কত সালে শুরু হয় ?

#31. ডঃ ভীমরাও আম্বেদকরের জন্ম কোন রাজ্যে হয়েছিল ?

#32. ভারতের প্রথম ডাক টিকিট কবে এবং কোথায় ছাপা হয়েছিল ?

#33. কত সালে মিজোরাম রাজ্যটি, আসাম থেকে পৃথক হয়েছিল ?

#34. OPD পুরো নাম কি ?

#35. ভারতের জাতীয় প্রতীকের মূলমন্ত্র কোনটি ?

#36. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?

#37. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সিংহাসনচ‍্যুত করে, মগধের সিংহাসনে বসেন ?

#38. ICU এর পুরো নাম কি ?

#39. বিজ্ঞানী আইনস্টাইন কোন সালে নোবেল পুরস্কার পান ?

#40. OT পুরো নাম কি ?

#41. আসামের রাজধানীর নাম কি ?

#42. উড়ো জাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় ?

#43. কমন ওয়েলথ গেমস কত সালে শুরু হয়েছিল ?

#44. ভারতের জাতীয় সরীসৃপের নাম কোনটি ?

#45. দিলওয়ারা মন্দির কোন সম্প্রদায়ের ?

#46. ECG full form কি ?

#47. বায়ুমন্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে রয়েছে ?

#48. সার্ক (SAARC) এর অষ্টম সদস্য দেশ কোনটি ?

#49. কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ?

#50. বিহারের রাজধানীর নাম কি ?

Previous
Finish

বাংলা কুইজ প্রশ্ন উত্তর 👉 Click Here

 50 Computer Questions MCQ With Answers –  👉 Click Here

আয়তনে সব থেকে বড় ১০ টি ও ছোট ১০ টি দেশের নাম –  👉 Click Here

কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাংলা মোটিভেশনাল উক্তি পড়তে বা জানতে Barman360.com এর সাথে থাকুন। 🙏

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top