Best powerful Chanakya Quotes Succes in Life

জীবনে সফল হতে হলে কি কি করা উচিৎ

Best powerful Chanakya Quotes –যদি চানক্য উক্তি গুলি ভালো ভাবে পড়ে, তাহলে জীবনে কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না। আর আপনাকে ঠকাতে পারবে না । আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা লক্ষ্য আছে। সেটা যেকোনো কাজ, পড়াশোনা, ব্যবসা বা যাই হোক না কেন ? মনোযোগী হয়ে উঠে আরও সফল হতে পারা সম্ভব।

যদি চাণক্যের এই নীতি গুলো বুঝে অনুসরণ করতে পারলে। এজন্য আপনাকে Best powerful Chanakya Quotes গুলি জানতে হবে। এই উক্তি গুলি আপনার জন্য অনেক অনেক উপকারী হতে চলেছে। তাই অনুরোধ রইলো শেষ পর্যন্ত পড়ার। 

ভারতীয় ইতিহাসে চাণক্য কে সব থেকে বড় কূটনীতিক হিসেবে এখনো মনে করা হয়। তিনি ছিলেন পন্ডিত, কূটনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদ। বর্তমান সময়েও  মহান পণ্ডিত চাণক্যের নীতি অনেক ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্র সিলেবাসে পড়ানো হয়।

চন্দ্রগুপ্ত মৌর্য-র রাজা হওয়ার পেছনে এবং মৌর্য রাজবংশের উৎপত্তির সব থেকে বড় অবদান ছিল পণ্ডিত চাণক্যের। চাণক্য নীতির  ১৭ টি অধ্যায়ে রয়েছে এবং সেখানে অনেক কিছুর মধ্যে জীবনে চলার পথের উপযোগী বেশ কিছু নীতির কথা বলা হয়েছে । 

সেরা চাণক্য নীতি  বাংলা, Best powerful Chanakya Quotes Succes in Life

খুব বেশি সৎ হওয়া উচিত নয়,একজন মানুষের । পণ্ডিত চানক্য এই নীতিতে বোঝাতে চেয়েছেন – একজন ব্যক্তি যদি খুব সহজ এবং সৎ হয়। তাহলে তাঁর চারপাশে মুখোশধারী লোকেরা সবার প্রথমে তার ক্ষতি করবে । 
 
 
একজন সৎ ব্যক্তি সবার সাথে বিনা স্বার্থে মেশে এবং বিনা দ্বিধায় তাদের সাহায্য করে, এবং আপন করে নেয় ।  কিন্তু অসৎ লোকেরা সেই সুযোগকে কাজে লাগিয়ে, তার সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষতি করে । 
 
 
পণ্ডিত চাণক্য এটা বলছেন না, যে আমাদেরকে অসৎ হতে হবে। পণ্ডিত চাণক্য বুঝাতে চেয়েছেন, যারা মিথ্যা ছলনা করে, যারা ধান্দাবাজ, সেরকম লোকেদের সাথে কখনো সৎ ভাবে মেলামেশা করা উচিত নয়
তাদের সাথে গোপনে ব্যবসা বা কোন প্রকার লেনদেন, এমন কি প্রেম ভালোবাসা করা উচিত না ।
কারণ, তারা যেকোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে।
 

চানক্য বলেছেন – মনের কথা কাউকে বলা উচিত নয় !

কোনো গোপনীয়তা কখনো কারো সাথে শেয়ার করা বা বলা উচিত নয়। এমন কি খুব কাছের মানুকেও  নয়। কারণ – যদি সেই গোপন কথা নিজের ভেতরের না রাখতে পারি। তাহলে সেই দ্বিতীয় ব্যক্তির উপরে ভরসা কি আছে ?   
 
 
দ্বিতীয় ব্যক্তির কি গ্যারান্টি আছে, যে – সে কথাটি শুধুমাত্র নিজের কাছেই রাখবে ? তাই নিজের গোপন কথা অন্য কাউকে বললে, সেটা ক্ষতির কারণ হতে পারে !
খেয়াল করে দেখবেন – আমরা অনেকেই, আমাদের মনের গোপন কথা বিশ্বাস করে স্পেশাল মানুষের কাছে প্রকাশ করে ফেলি । 
 
 
কিন্তু বলার সময় আমরা ভাবি, সে হয়তো কথা গুলো কাউকে বলবে না। কিন্তু সবাইকে ভরসা করা উচিত নয়। কারণ – তারা আপনার গুপ্তকথা অন্যদের বলে দিতে পারে। এবং সেটা বেশীরভাগ ক্ষেত্রে সেটাই ঘটে থাকে। 
 
 
ফলে সম্পর্কের মধ্যে একে  অপরের কাছে নেগেটিভিটি প্রকাশ পাবে। সেই দুর্বলতার সুযোগ নিয়েই আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই নিজের গোপনীয়তা বা সিক্রেটস নিজের কাছেই রাখা ভালো।
 
কোনো সময় কারো সাথে নিজের কাজ অথবা যে কাজ করতে চলেছেন। তা কখনো শেয়ার করবেন না। যেটা করতে যাচ্ছেন সেটা গোপন রাখুন, যতক্ষণ না সে কাজটি সম্পন্ন হচ্ছে; ততক্ষণ পর্যন্ত । 
 
 
কারণ – যে কাজটি আপনি করতে চলেছেন, তাতে অন্য ব্যক্তি সেই কাজে বাধা সৃষ্টি করতে পারে !
আপনাকে ডিমোটিভেট করতে পারে বা কাজটি বন্ধ করার চেষ্টাও করতে পারে।
বর্তমান সময়ে প্রায় সব লোক অন্যর কাজে বা সফলতায় মানুষের জ্বলন হয়। 
 
 
মোটামুটি ভাবে যারা হিংসা করে তারা কখনোই চায় না। যে কাজটি করতে চলেছেন, তাতে আপনি সফল হন।
তাই যা করতে চাইছেন, শুরু করার আগে ভেবে চিন্তে এগোন আর মনের কথা মনেই রাখুন।
সফল হলে সবাই এমনিতেই আপনার কাজের ব্যাপারে জানতে পারবে।
তাই কাউকে আগে থেকে বলার প্রয়োজন নেই, আপনি কি করতে চলেছেন ।
 
 
Best powerful Chanakya Quotes Succes in Life
Chanakya
চাণক্য 

Bangla Sera Chanakya Niti 

 
প্রতিটি বন্ধুত্বের পিছনে কোন না কোন রকম স্বার্থ অবশ্যই থাকে। এরকম কোনো বন্ধুত্ব নেই, যেখানে স্বার্থ নেই। 
 
এটা একদম বাস্তব সত্য কথা – বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য, আপনার সাথে বন্ধুত্ব করবে। যখন কারো সাথে নতুন বন্ধু বানান, তখন ঠিক সেটা বোঝা যায় না। যে এই বন্ধুত্বের পেছনে ঠিক কি স্বার্থ রয়েছে ? 
 
একটু খেয়াল করলে বুঝতে অসুবিধা হয় না। আপনার বন্ধু আপনার কাছে ঠিক কী চায় ? একটু লক্ষ্য করলে ধীরে ধীরে তাদের উদ্দেশ্য আপনার সামনে আসবে। তার মানে এটা বলছি না যে, আমাদের কারো সাথে বন্ধুত্ব করা যাবে না । 
 
সমাজে একসাথে বসবাস করতে গেলে নিশ্চয়ই বন্ধুত্ব করতে হবে ! তবে বন্ধুত্ব করার আগে অপরের স্বার্থের দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে কখনোই কাউকে বেশি বিশ্বাস বা ভরসা করা উচিত নয়। 
 
আমরা আবেগে আসে অনেক সময় খুব বেশি ভরসা করে ফেলি। মনের সব কথা অন্যকে বলে ফেলি আর সেই কথা ধরেই আমাদের শেষে ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই বন্ধুত্ব করুন, কাউকে খুব বেশি বিশ্বাস করে নয়।
 
 
এমন মানুষের থেকে সব সময় দূরে থাকা উচিত !
যে মানুষ আপনার সামনে মিষ্টি কথা বলে আর পেছনে আপনার বদনাম করে, সে রকম মানুষের থেকে দূরে থাকা উচিৎ । 
এরকম মানুষ হলো – একটি বোতলে থাকা বিষ  
এই রকম মানুষ আপনার সামনে মধুর মতো কথা বলেও, পিছন থেকে ছুরির আঘাত হানতে পারে। সবার সামনে আপনার ইমেজ ডাউন করার চেষ্টা করবে। 
 
তাই নিজেকে ভালো থাকতে চাইলে এরকম বন্ধুর থেকে সবসময় দূরে থাকুন। এরকম মানুষের সাথে বন্ধুত্ব না রাখাই ভালো। কারন – বন্ধুত্ব না থাকলে তারা আপনার সাথে কথা বলার সুযোগ পাবে না। আর আপনার বদনামও করতে পারবে না।
 
 

Most Popular Chanakya Neeti

যদি একদিকে একজন দুষ্ট ব্যক্তি এবং অন্য দিকে একটি সাপ থাকে, তাহলে আমাদের সেই সাপটির কাছে যেতে হবে। 
 
কারণ – সে সাপ শুধু তার নিজের আত্মরক্ষার জন্য দংশন করবে। কিন্তু দুষ্ট ব্যক্তি, সুযোগ পেলেই যে কোন সময় ক্ষতি করবে ! আর দুষ্ট ব্যক্তিরা সুযোগের আশাতেই বসে থাকে। 
 
অন্যান্য প্রাণীদের থেকে একটা জিনিস – মানুষদের আলাদা হয়। আর সেটা হলো চিন্তা করার ক্ষমতা। মানুষের মধ্যে চিন্তা দুই ধরনের হয় – এক – ভালো চিন্তা, দুই – খারাপ চিন্তা । 
 
এক ধরনের মানুষ আছে – যাদের মাথায় সবসময় খারাপ চিন্তা থাকে। আর তারা সব সময়, তাদের আশে পাশের লোকদের কি ভাবে ক্ষতি করা যায়। সেটাই নিয়েই ভাবে এবং ক্ষতিও করে।  

তাই আপনি যদি দুষ্ট ব্যক্তির সাথে নিজের সম্পর্ক রাখেন। তাহলে সেই ব্যক্তি আপনার ক্ষতি করার সুযোগ খুঁজবে এবং আপনার ক্ষতি করবে। 

যে সাপের বিষ নেই, সেই সাপের এমন করা উচিত ! যেন তার কাছে বিষ রয়েছে সেটা দেখানো। 

বর্তমান সময়ে সাধারণত, যারা শক্তিশালী, তারা দুর্বলের উপর নিজের শক্তির প্রকাশ করে এবং তাদের ছোট করার চেষ্টা করে। এ থেকে একটা শিক্ষা পাওয়া যায়, মনে রাখা উচিত দুর্বল হওয়ার মধ্যে খারাপ কিছু নেই । 
 
তবে মনে রাখা উচিত কখনোই নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করা উচিত নয়। কারণ যদি কেউ আপনার দুর্বলতার কথা জানতে পায়।  তাহলে সে আপনার দূর্বলতাকে ব্যবহার করে, আপনাকে ছোট করার চেষ্টা করবে। 
 
আপনি কোন কাজে অনভিজ্ঞ বা দুর্বল, সেটা অন্য কাউকে বুঝতে দেবেন না। 
যদি কেউ আপনার দুর্বলতা নিয়ে মজা করে। অপমান করে ছোট করে, তখন সাথে সাথে তার বিরোধিতা করুন। 
 
এর ফলে সামনের জন বুঝতে পারবে, আপনাকে অপমান করা বা ছোট করা ঠিক না। পরবর্তীতে যেকোনো সময় আপনাকে কিছু বলার হলে ভেবে চিন্তে বলবে। 

আচার্য চাণক্য নীতি -Best powerful Chanakya Quotes Succes in Life

কোনো মূর্খ ব্যক্তির সাথে আমাদের কখনোই বন্ধুত্ব করতে নেই –
কারণ – বলা যেতে পারে  দু’পায়ে ভর দিয়ে চলা পশু, তারা নিচু এবং বোকার মত কথা বলে মানুষের মনে আঘাত করে।
তাদের অল্প জ্ঞান বা কোন জ্ঞান না থাকার কারনে তারা সঠিক ভাবনা চিন্তা কে বুঝতে পারবে না। 
তারা ভালো কথাকে অন্য কিছু ভেবে, নিজের ছোট মনে বিচার করে। খারাপ ভাষায় কথা বলে অপমান করবে,আপনাকে কষ্ট দেবে । 
 
তাই আচার্য চাণক্য বলেছেন, বন্ধুত্ব যদি করতেই হয়। তবে সব সময় নিজের মতন মানে, নিজের বরাবরের কারো সাথে করা উচিত। এমন মানুষ বেছে নেওয়া উচিৎ, যে মানুষ আপনাকে বোঝার ক্ষমতা রাখে । যদি মূর্খ ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন, তাহলে অপমান,দুঃখ-কষ্ট ছাড়া কিছুই পাবেন না।

অপরের ভুল থেকেও শিক্ষা নেওয়া ভালো – Best powerful Chanakya Quotes Succes in Life


কথায় আছে ভুল থেকেই সত্যিকারের শিক্ষা পাওয়া যায়। কথাটা একদম সত্যি – কিন্তু কিছু কিছু ভুলের শিক্ষা অন্যের ভুল থেকে নেওয়া উচিত। কারণ আমাদের কাছে এত সময় নেই, যে প্রথমে ভুল করব তারপরে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করব।  যদি আপনি এটা ভেবে থাকেন,যে জীবনের প্রতিটি শিক্ষা, নিজের ভুল  থেকে শিখবো। 

তাহলে ভাবনায় অনেক ভুল আছে । যদি আপনি নিজের প্রত্যেকটি ভুল থেকে শিক্ষতে চান। তাহলে আপনার আয়ু কম পড়বে। 
তাই মহামতি চানক্য বলেছেন নিজের ভুলের পাশাপাশি অপরের ভুল থেকে শিখুন। যদি অন্যের ভুল থেকে শিক্ষা আমাদের সময় বাঁচবে। এবং আমরা সফলতার দিকে কম সময়ে তাড়াতাড়ি পৌঁছাতে পারা যাবে।  


যদি আমরা চাণক্যের এই নীতি গুলি অনুসরণ করলে, আমাদের জীবনে সুখ সফলতা খুব দ্রুত আসবে। Best powerful Chanakya Quotes গুলি মধ্যে কোনটি ভালো লেগেছে। সেটা কমেন্ট করে জানাতে পারেন। 🙏

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top