Bangla Upodesh Mulak Kotha

জ্ঞানের উপদেশ মূলক কথা

Bangla Upodesh Mulak Kotha – আশা করছি বাংলা উপদেশ কথা ও বাণী গুলি, অনেক ভালো লাগবে । নিচে কিছু সুন্দর উপদেশ বাণী বা উক্তি দেওয়া হয়েছে।

আর বাংলা উপদেশ মূলক কিছু কথা গুলি উপদেশ নতুন করে বাঁচতে শেখাবে। জ্ঞানের উপদেশ মূলক কথা গুলি – নিজে পড়ুন আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

তুমি আজ যেখানে আছো,
সেটা তোমার অতীতের কর্মফল।
কিন্তু তুমি কাল যেখানে পৌঁছাবে !
সেটা তোমার আজকের কর্মফল হবে ? — উপদেশ মূলক উক্তি

জীবনে কোনো সময় অহংকার করো না !
একবার কবরস্থান ঘুরে আসো – 
ওখানে তোমার চেয়েও –
জ্ঞানী,ধনী ও সুন্দর মানুষ গুলো 
 কি ভাবে মাটির নিচে শুয়ে আছে। — ইসলামিক ছোট স্ট্যাটাস

রাগ কম করতে শেখো, তা না’হলে – তোমার রাগই তোমাকেই নিঃস্ব করে দিবে ! — উপদেশ মূলক উক্তি

মনে অভিমান পুষে রাখবেন না,
অভিমান প্রকাশ করুন, তা না’হলে ভুলে যান।
কারণ – ছোট ছোট অভিমান থেকেই,
বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়। — উপদেশ মূলক বাণী 

কিছু মানুষ তোমায় মূল্য দিব না ঠিকই, তাই বলে নিজেকে কখনো ছোট বা মূল্যহীন মনে করো না।

তোমার চেষ্টা কেউ দেখবে না, 
যদি না তুমি সফল হও !
আর সফল হওয়ার জন্য, 
একমাত্র উপায় হলো চেষ্টা। — উপদেশ মূলক উক্তি কথা বাণী 

স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে,
আর সব হারিয়ে ফেলা মানুষও একটা স্বপ্নকে, আকড়ে ধরে বেঁচে থাকে।
তাই কখনো স্বপ্ন হারাতে দিবন না।

Bangla Upodesh Mulak Kotha, জ্ঞানের উপদেশ মূলক কথা, উপদেশ মূলক উক্তি, উপদেশ মূলক বাণী, জ্ঞান মূলক কথা, শিক্ষা মূলক কথা
উপদেশ মূলক কথা

কাউকে দুঃখ দিবেন না,
কারণ – মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই।
হয়তো কোনো দিন,
সেই মানুষের কাছে ক্ষমা চাওয়ার সময়টুকু নাও পেতে পারেন।

যদি কারো সুখের জন্য, 
ভালো পেনসিল না হতে পারো। 
তাহলে ভালো রাবার হও,তার দুঃখ মুছার জন্য। — উপদেশ মূলক উক্তি

উপদেশ মূলক উক্তি কথা বাণী ( Bangla Upodesh Mulak Kotha )

সম্মান অনেকটা আয়নার মতো !
আপনি কাউকে যতটুকু দিবেন, বিনিময়ে ঠিক ততটুকুই পাবে। – Bangla Upodesh Mulak Kotha

ধৈর্য্য মানুষের জীবনে বেশি প্রয়োজন। 
কারণ – ধৈর্য্য খুব খারাপ সময়েও প্রয়োজন 
আর ভালো সময়েও প্রয়োজন। 
 – ধৈর্য্য হারালেই সর্বনাশ

তুমি যে পরিবর্তন পৃথিবীতে দেখতে চাও ? 
সেটা নিজের থেকেই শুরু করো ! 
প্রথমে নিজেকে পালটাও, 
দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেছে। — উপদেশ মূলক বাণী 

অন্যের ভুল থেকে – 
অনেক কিছু শেখা প্রয়োজন – 
কারণ – জীবনটা এত বড় নয় ! 
যে সব শিক্ষা, 
নিজের ভুল থেকে শেখা যাবে ? — উপদেশ মূলক বাণী 

এই পৃথিবীতে একমাত্র তারাই বুদ্ধিমান ও সুখী – 
যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করে নিতে পারে। — উপদেশ মূলক উক্তি কথা বাণী 

সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো… সেরা ইসলামিক উক্তি

যে কোনো কাজের জন্য,স্মার্ট হতে হবে – 
তবে মনে রাখতে হবে – 
কঠোর পরিশ্রম আর স্মার্ট এক জিনিস নয়। 

বাংলা উপদেশ – অনুপ্রেরণা মূলক কথা

সব সময় সাহস নিয়ে বেঁচে থাকো …

যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে – 
তত বেশি শিক্ষা পাবে,
জীবনে চলার পথে ততটাই সফলতা পাবে।  – শিক্ষা মূলক কথা

অহংকার রূপের জন্য নয় – 
গুনের জন্য থাকা উচিত ! — পণ্ডিত চাণক্য 

জীবনে যদি সাফল্য অর্জন করতে চান, তাহলে প্রতিদিন নতুন কিছু না কিছু শিখুন। 

মানুষের পক্ষে কোনো কাজই অসম্ভব নয়।
সব কাজই করা সম্ভব, 
যদি সে আত্মবিশ্বাসী ও সাহসী হয়।

Bangla Upodesh Mulak Kotha, জ্ঞানের উপদেশ মূলক কথা, উপদেশ মূলক উক্তি, উপদেশ মূলক বাণী, জ্ঞান মূলক কথা, শিক্ষা মূলক কথা, বাংলা উপদেশ মূলক কিছু কথা
শিক্ষা মূলক কথা

অতীতে বাস করবেন না, 
ভবিষ্যতের নিয়ে স্বপ্ন দেখবেন না, 
মনকে বর্তমান মুহুর্তে একাগ্র করুন। — বুদ্ধ

সকল জীবনই একটা পরীক্ষা – 
আর এই পরীক্ষায় আপনাকে সর্বোত্তম করে তোলে।

কখনও কখনও একটি ক্ষুদ্রতম সিদ্ধান্ত, 
আপনার জীবনকে 
চিরতরে পরিবর্তন করতে পারে। — কেরি রাসেল

প্রত্যেকে মানুষের জীবনে –
ভালবাসা আছে, দুঃখ আছে, বিরক্তি আছে এবং বিপদও হতে পারে।
তাই বলে ভেঙে পড়লে হবে না। 
মনে সাহস রাখতে হবে এবং এগিয়ে চলতে হবে। 

যদি সফল হতে চান –  তাহলে জীবনে বড় কিছু স্বপ্ন দেখতে হবে।
ভয় পেলে চলবে না।

Bangla Upodesh Mulak Kotha,কুরআনের শ্রেষ্ঠ বাণী, জ্ঞানের উপদেশ মূলক কথা, উপদেশ মূলক উক্তি, উপদেশ মূলক বাণী, জ্ঞান মূলক কথা, শিক্ষা মূলক কথা, বাংলা উপদেশ মূলক কিছু কথা
কুরআনের শ্রেষ্ঠ বাণী

ভালো লাগলে অবশ্যইসাথে থাকুন এবং মোটিভেশনাল উক্তি পড়তে  BARMAN360.COM  এর সাথে থাকুন 🙏

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

31 thoughts on “Bangla Upodesh Mulak Kotha”

  1. This is the perfect web site for everyone who really wants to understand this topic.
    You realize a whole lot its almost hard to argue with you (not that I really will
    need to…HaHa). You certainly put a fresh spin on a topic which has been discussed for ages.
    Wonderful stuff, just wonderful!

  2. An impressive share! I have just forwarded this onto a colleague who
    had been doing a little homework on this. And he actually
    ordered me breakfast because I found it for him…

    lol. So allow me to reword this…. Thanks for the meal!!
    But yeah, thanks for spending the time to discuss this topic here on your internet site.

  3. What i don’t understood is if truth be told how you are not actually a lot more
    neatly-favored than you might be now. You’re so intelligent.
    You realize therefore significantly relating to this topic, produced me for
    my part believe it from so many various angles.

    Its like women and men don’t seem to be involved unless it’s one thing to do with Lady gaga!
    Your individual stuffs excellent. At all times handle it up!

  4. My brother suggested I might like this blog.
    He was totally right. This post actually made my day. You cann’t imagine just how much time I had
    spent for this info! Thanks!

  5. Heya! I know this is kind of off-topic but I had to ask. Does operating a well-established blog such as yours require a lot
    of work? I am brand new to operating a blog but I do write in my journal every day.
    I’d like to start a blog so I can easily share my own experience and
    views online. Please let me know if you have any ideas or tips for new aspiring blog owners.
    Appreciate it!

  6. Excellent blog here! Additionally your web site a lot up fast!
    What host are you using? Can I get your affiliate hyperlink in your
    host? I want my site loaded up as quickly as yours lol

  7. Excellent pieces. Keep writing such kind of information on your blog.
    Im really impressed by your blog.
    Hey there, You’ve performed an incredible job. I’ll certainly digg it and for my part recommend to my friends.
    I am confident they will be benefited from this web site.

  8. When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get several
    emails with the same comment. Is there any way you can remove people from that service?
    Thanks a lot!

  9. I loved as much as you’ll receive carried out right here.
    The sketch is tasteful, your authored subject matter stylish.

    nonetheless, you command get got an edginess over that you wish
    be delivering the following. unwell unquestionably come further formerly again since
    exactly the same nearly very often inside case you shield this hike.

  10. Fantastic beat ! I would like to apprentice while you amend your website, how can i subscribe for
    a blog site? The account aided me a acceptable deal. I had been tiny
    bit acquainted of this your broadcast offered bright clear concept

  11. Thank you a bunch for sharing this with all folks you really recognize what you’re speaking
    about! Bookmarked. Please additionally seek advice from my site =).
    We will have a link trade contract between us

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top