Army Recruitment ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ

সেনাবাহিনীতে নিয়োগ

 ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ইচ্ছুক প্রার্থীদের জন্যে। আবেদন করতে হবে ২৮ শে ডিসেম্বর এর মধ্যে। 

 

আবেদনকারীর বয়স সীমা  ১অক্টোবর ২০২০ তারিখ অনুযায়ী ন্যূনতম সাড়ে সতেরো থেকে  
২৩ বছরের মধ্যে হতে হবে।

 

 

আবেদন কারীর শারীরিক মাপজোক হতে হবে। 
উচ্চতা – ১৭০ সেন্টিমিটার
ছাতি না ফুলিয়ে ৭৭ সেন্টিমিটার,
আর ফুলিয়ে ৮২সেন্টিমিটার,
কম করে ৫ সেন্টিমিটার ছাতি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

 

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ
ভারতীয় সেনাবাহিনী

 

জেনারেল ডিউটিতে পদের  জন্য মাধ্যমিক পাস হলেই চলবে  -Army Recruitment

শিক্ষাগত যোগ্যতার মোট নম্বরের  ৪৫% শতাংশ থাকতে হবে।  এবং প্রতিটি বিষয়ে ৩৩% নাম্বার পেয়ে,মাধ্যমিক পাশ হতে হবে।

তাহলে জেনারেল ডিউটি পদের জন্যে আবেদন করা যেতে পারে।

 

নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি সহ সহ মোট নম্বরের হিসাবে ৫০% নাম্বার পেয়ে, এবং প্রতিটি বিষয়ে ৪০% নাম্বার পেয়ে, উচ্চমাধ্যমিক পাশ হলে। 

 নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করা যেতে পারে।

 

টেকনিকেল পদের জন্য জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক

ফিজিক্স, কেমিস্ট্রি, অংক এবং ইংরেজি সহ সর্ব মোট নম্বরের  ৫০% নম্বর থাকতে হবে।  এবং প্রতিটি বিষয়ে ৪০% নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে। 

টেকনিকেল পদের  জন্য আবেদন করা যেতে পারে। 

 

ক্লার্ক ও স্টোর কিপার টেকনিকেল পদের জন্য, শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস

প্রাপ্ত মোট নাম্বরের ৬০% এবং প্রত‍্যক বিষয়ে ৫০% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাস  হলে।  ক্লার্ক ও স্টোর কিপার পদে আবেদন করা যেতে পারে।  

ক্লার্ক ও স্টোর কিপার পদের জন্যে।  আবেদন কারী ইংরেজি অংক সহ একাউন্টেস জন্য  ৫০% নম্বর থাকতে হবে। 

 

ট্রেন ম্যান পদের  জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস -Army Recruitment

 প্রতিটি বিষয়ে ৩৩% নাম্বার পেয়ে, মাধ্যমিক পাস হলে।  তবেই ট্রেন ম্যান  পদের জন্য আবেদন  করা যেতে পারে। 

 

প্রার্থী বাছাই  করা হবে 

শারীরিক মাপজোক,শারীরিক ফিটনেস পরীক্ষা ও লিখিত  পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

 

আবেদন করার জন্যে ও এই নিয়োগ সমন্ধে জানার জন্যে, নিচে লিঙ্কে ভিজিট করতে পারেন 👇

www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে আবেদন সমন্ধে সব তথ্যে পাওয়া যাবে। 

আগ্ৰহী ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। 

 

বিঃদ্রঃ – মনে রাখবেন শুধুমাত্র,

কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের বসবাস কারীরাই আবেদন করতে পারবেন।

ইচ্ছুক প্রার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। 

ধন্যবাদ 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “Army Recruitment ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top