Bengali Good Morning Wishes (সকাল নিয়ে উক্তি)
সকালের শুভেচ্ছা বাণী – সকাল শুরু হোক,
নতুন চিন্তা, নতুন আশা ও নতুন স্বপ্ন দিয়ে !
ইংরেজিতে একটা মজার প্রবাদ বাক্য আছে – (Morning Shows The Day) মানে সকাল দিন দেখায়। অর্থাৎ আপনার সকালটাই বলে দিবে আপনার দিনটা কেমন যাবে। তাই দিনের শুরুটা খুব সুন্দর করে শুরু করা উচিত।
দিনের শুরুটা কিছু সকালের শুভেচ্ছা বাণী (Best Bengali Good Morning Wishes), বিখ্যাত মনীষীদের বাণী, মোটিভেশনাল উক্তি, পবিত্র কুরানের বাণী বা নিজের নিজের পবিত্র ধর্ম গ্রন্থের বাণী পরে দিনটি শুরু করতে পারেন।
এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুভ সকালের শুভেচ্ছা বার্তা বা শুভ সকাল উদ্ধৃতি প্রিয়জনকে পাঠানো হয়ে। এই আর্টিকলে সে রকমই কিছু সকালের শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে। শুভ সকালের বাণী বা শুভ সকালের শুভেচ্ছা বার্তা গুলি পড়তে পারেন ও আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
মানুষ সব কিছু নকল করতে পারে – ভাগ্য নয় !
ভাগ্য একান্ত ব্যক্তিগত,
তাই নিজের ভাগ্য,
নিজেকে তৈরি করে নিতে হবে ?
পারফেক্ট আমরা কেউ নেই,
মানিয়ে নিয়ে চলাটাই – বড় কথা
সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব !
কিছু মেনে নেওয়া,
আর কিছু মানিয়ে নেওয়া !
এই তো জীবন ?
জীবনটা অনেকটা –
পাল তোলা নৌকার মতো !
কখনো নিজের গতিতে চলে,
আবার কখনো অন্যের ইচ্ছেয় চলে !
শুভ ক্ষণ শুভ দিন,
মনে রেখো চিরদিন !
কষ্ট গুলো দূরে রাখো,
স্বপ্নগুলো পূরণ করো !
নতুন আলোর স্বপ্ন দেখো,
আমার কথা মনে রেখো ! – সুপ্রভাতের কবিতা
কিছু তারিখ, কিছু সময়, কিছু কথা –
আর কিছু স্মৃতি
আজও বড্ড মনে পড়ে !
যা কোনো দিন ভুলবো না।
জীবনের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান,
গতকাল ইতিহাস,
আগামীকাল অজানা ?
আজকের দিনটি উপহার 💐
তাই সবসময় ভালো থেকো,
নিজের খেয়াল রেখো !
নাম বড়, না পদ বড়ো,
না অর্থ বড়ো, না ধর্ম বড়ো !
আসল কথা হলো,
বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়ো !
হারিয়ে গেছে ছোটবেলা,
ছোট ছোট খুশির মেলা !
বেড়ে গেছে শুধু দায়িত্ববোধ,
তাইতো জীবনে এত অভিযোগ !
সুপ্রভাত সম্পর্কিত বাণী (সকালের শুভেচ্ছা বাণী)
সুখের জন্য – স্বপ্ন
দুঃখের জন্য – হাসি
দিনের জন্য – আলো
চাঁদের জন্য – নিশি
মনের জন্য – আশা
তোমার জন্য রইল আমার – ভালোবাসা !
জীবনে হয়তো, অনেক কিছু পেয়ে যাবো !
কিন্তু হারিয়ে যাওয়া দিন গুলো, কখনো ফিরে পাবো না !
সুন্দর সকালের শুভেচ্ছা রইলো,
ভালো থাকুন ভালো কাটান সারাবেলা !
জীবনে দুটি জিনিস ছাড়া,
কোনদিন সফল হওয়া যায় না !
সে দুটি জিনিস হলো- জেদ ও আত্মবিশ্বাস !
জীবনের তিন জনকে কখনো ক্ষমা করতে নেই –
যে ভালো না বেসে অভিনয় করে !
যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে !
আর যে বিশ্বাসের অমর্যাদা করে !
মানুষ সেই লড়াইয়ের,
কখনো জিততে পারে না !
যেখানে শত্রু হয় আপনজন ! – শুভ সকাল কোটেশন
প্রত্যেকটা পরিচয়ের কোন না কোন কারণ আছে-
কেউ আপনার জীবনে আসে – পরীক্ষা নিতে,
কেউ শেখায, কেউ ব্যবহার কর,
আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠত্ব বের করে আনে ! – শুভ সকাল উদ্ধৃতি
সম্মান – নিজেকে করো !
বিশ্বাস রাখো নিজের কাজের উপর !
কারণ এই দুটো জিনিস অর্জন করতে, সময় লাগে !
ভাঙতে নয় ?
মনে রাখবেন, যে কোন কঠিন পরিস্থিতিতে
ধৈর্য্যর সাথে কাজ করতে পারাটাই হলো,
অর্ধেক সমস্যার সমধান !
তাই কোন সময় ধৈর্য্য হারানো উচিত না।
বাস্তবে – কঠিন রাস্তা সুন্দর গন্তব্যে পৌঁছে দেয় !
কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ
তার জায়গায় দাঁড়িয়ে –
তার পরিস্থিতি বোঝাটা, ঠিক ততটাই কঠিন !
উপরওয়ালার কাছে আপনি কেমন – সেটাই গুরুত্বপূর্ণ
কারণ মানুষের নিন্দায় বা কথায় কিছু যায় আসে না !
সময় – মানুষকে সব দুঃখ ভুলিয়ে,
নতুন করে বাঁচতে শেখায় ?
কোন কাজে হাল ছেড়ে দেওয়ার আগে,
একবার হলেও চেষ্টা করে দেখো !
কারণ তুমি কখনোই জানো না !
যে তুমি সাফল্যের থেকে, কতটা কাছে আছো !
সকাল বেলা নিয়ে উক্তি
নিশি যখন ভোর হবে,
শুকতারা গুলো নিভে যাবে !
সামনে আসবে একটা নতুন দিন,
দিনটা হোক অমলিন !
শুভ হোক তোমার প্রতিদিন !
জীবন নিয়ে গল্প লেখা, অনেক সহজ !
কিন্তু গল্পের মত করে,
জীবন সাজানো খুব কঠিন !
অজানা দেশে ভিখারির বেশে, চলেছো শান্তির খোঁজে ?
যদি দেখা না পাও – একবার শুনে যাও !
শান্তি রয়েছে দুঃখেরই মাঝে।
জীবনে কার কার সঙ্গে তোমার দেখা হবে,
সেটা ঠিক করবে – সময় !
কার কার সঙ্গে সম্পর্ক রাখবে,
সেটা ঠিক করবে তোমার – মন !
কে কে তোমাকে মনে রাখবে,
সেটা ঠিক করবে তোমার – ব্যবহার !
আরও পড়ুন 👉 দুঃখ কষ্ট নিয়ে কিছু কথা
জীবনে রাস্তায় অনেক লোকের সাথে পরিচয় হয়,
কেউ ভালবাসতে –শেখায় !
কেউ ভালোবাসতে –শেখায় !
আবার কেউ ভাবতে – শেখায় !
ঠিকানা বা গন্তব্যস্থান,
যদি মনের মত সুন্দর হয় ?
পথ যতই কঠিন হোক,
পথ চলার মজাটাই আলাদা !
নিজেকে ভালো রাখার দায়িত্ব –
নিজেকেই রাখতে হবে !
তাই সারাদিন নিজের খেয়াল রেখো,
ভালো থেকো সুস্থ থেকো ! – wishes সুন্দর সকালের শুভেচ্ছা
যার বিচার আদালত করতে পারে না,
তার বিচার সময় করে দেয় !
আর সময় যখন বিচার করে,
তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না !
আরও পড়ুন 👇
সুপ্রভাত এর কবিতা
সেরা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা
সুপ্রভাত শুভেচ্ছা বার্তা বন্ধুকে
বিশ্বাস হল সেই সুতো –
যা একবার ছিঁড়ে গেলে,
পৃথিবীর কোনো সুতো দিয়ে !
তাকে রিপু করা যায় না।
চোখ আর কপালের সম্পর্ক, বড়ই অদ্ভুত !
চোখের যেটা ভালো লাগে ?
কপালে সেটা থাকে না ।
অতীত আর ভবিষ্যৎ – দুটোই অদ্ভুত
অতীত ফিরে পাবে না !
ভবিষ্যৎ জানতে পারবে না !
অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ।
আর বর্তমানে হাসিখুশি থাকতে ভুলে যায় ?
অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো – আবেগ
আর অতীত থেকে শিক্ষা নিয়ে –
সামনে এগিয়ে যাওয়া মানে – বাস্তবতা
সকাল নিয়ে বিভিন্ন গুনীজনের উক্তি
মানুষ বড়ই আজব প্রাণী –
ডুবে গেলে – জলকে দোষ দেয়
পাথরে হোঁচট খেলে – পাথরকে দোষ দেয়
কর্মের দোষ – ভাগ্যেকে দেয়
কিন্তু নিজের ভুলটা কোনদিন দেখতে পায় না ! – সুপ্রভাত উক্তি
টাকা
খুব ছোট্ট একটা শব্দ
এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি
যে এর অভাব হলে দেখা দেয় – হাহাকার
আর বেশি হলে বেড়ে যায় – অহংকার – শুভ সকাল
বড় গাছ নড়ে কম !
বড় মাছের কাঁটা কম !
জ্ঞানী লোকের কথা কম !
সৎ লোকের সংখ্যা কম !
গুণী লোকের কদর কম !
মরা নদীর পানি কম !
রাগী লোকের ধৈর্য্য কম !
সুস্থ লোকে খায় কম !
মূর্খ লোকের আক্কেল কম !
শিশুদের হিংসা কম !
সৎ লোকের বন্ধু কম !
নিঃশ্বাসের বিশ্বাস কম !
Today, I went to the beach front with my kids. I found a sea shell and gave it to
my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and
screamed. There was a hermit crab inside and it pinched her ear.
She never wants to go back! LoL I know this is completely off topic but I had
to tell someone!
I relish, lead to I discovered exactly what I used to be looking for.
You have ended my 4 day long hunt! God Bless you
man. Have a nice day. Bye
Hello every one, here every one is sharing these knowledge, thus it’s
good to read this blog, and I used to go to see this web site
every day.
I used to be recommended this web site by means of my cousin. I’m now
not certain whether or not this post is written by him as
nobody else recognize such exact about my problem.
You are wonderful! Thanks!
I’m truly enjoying the design and layout of your website.
It’s a very easy on the eyes which makes it much more
pleasant for me to come here and visit more often. Did you hire out a developer to create your theme?
Exceptional work!
Why visitors still make use of to read news papers when in this technological world everything is accessible on web?
I could not refrain from commenting. Very well written!
Аppreciate the recommendation. Let me try it oᥙt.