জলের অপর নাম জীবন আমরা সবাই জানি। ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করলে কি কি উপকার হয় ? আমরা খাবার ছাড়া এক দিন থাকতে পারি, কিন্তু জল ছাড়া এক দিন থাকা অসম্ভব। জল ছাড়া আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস। জল ছাড়া আমাদের বেচে থাকা অসম্ভব।
আমরা সবাই জানি ! আমাদের শরীর ও স্বাস্থ্য ভালো জন্য,পরিষ্কার বা জল পানের উপযোগী জল পান করতে হবে। জল আমাদের বেঁচে থাকার জন্য হোক বা সুস্থ্য থাকার জন্য হোক, জল ছাড়া বেঁচে থাকা অসম্ভব। জল আমাদের জীবনে যে কোনো কাজে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
![]() |
জল পানের ছবি |
নিয়মিত জল পান করলে কি কি উপকারিতা পেতে পারি…?
- নিয়মিত জল পান করলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- দেহের ওজন কমাতে সাহায্য করে।
- মাথা যন্ত্রণা থেকে, রেহাই পাওয়া যায়।
- ত্বকের স্বাস্থ্য ও সৌধর্য্য বজায় রাখতে নিয়মিত জল পান করা উচিত।
- আমাদের দেহে টক্সিন দূর করতে সাহায্য করে।
- ব্যথা দূর করতে সাহায্যে করে।
- চুল বৃদ্ধি করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
- আমাদের দেহে জলের ভারসাম্য বজায় রাখে।
- ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে।
- মস্তিষ্কের কার্য ক্ষমতা বাড়ায় ও দেহের এনার্জি বাড়াতে সাহায্য করে।
খালি পেটে জল পান করলে কি কি উপকার হয়।
খালি পেটে জল পান করলে দেহের রক্তের দূষিত পদার্থ বেরিয়ে যায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বকে নমনীয় করে তোলে। খালি পেটে জল পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
সকালে বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, মাথার ব্যাথার মতো অসুখ কমাতে সাহায্য করে। নিয়মিত খালি পেটে জল পান করলে খিদে বাড়াতে সাহায্য করে।
তত বেশি হজম শক্তি বাড়বে ফলে শরীরে বাড়তি ফ্যাট জমতে পারবে না।
সারা রাতে আমাদের শরীরে ,শারীরিক ক্রিয়ার ফলে দেহে জলের মাত্রা কম হয়।
ফলে শরীরে জলের পরিমাণ কম হয়ে যায়। তাই সকালে উঠে খালি পেটে জল পান করলে। মাথা যন্ত্রণা কমাতে সাহায্য করে।
খাবার খাওয়ার সময় জল পান করা উচিত নয়-
দাড়িয়ে জল পান করা উচিত নয়-
একসাথে অনেকটা জল পান করা উচিত নয়।
- অনেকেই আছেন, একসাথে অনেকটা জল পান করে ফেলেন। এটা সাস্থ্য জন্য ঠিক নয়।
- এর ফলে শরীরের অন্দর , একসাথে অনেকটা চাপ বেড়ে যায়।
- ফলে শরীরের ভিতরে অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
- তাই অল্প অল্প করে জল পান করা উচিত।
গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছে –
- সকালে ঘুম থেকে উঠে ,খালি পেটে হালকা গরম জল পান করলে।
- অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ,এমন টাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
- গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন ,ঠান্ডা জলের তুলনায় -গরম জলের উপকারিতা বেশি।
- যারা নিয়মিত সকালবেলা ,হালকা গরম জল পান করেন -তাঁরা বেশি সুস্থ ও তরতাজা থাকে।
- সকালে খালি পেটে ,ঠান্ডা বা হালকা গরম জল নিয়মিত পান করলে।
- কোষ্ঠকাঠিন্য ,গ্যাসের সমস্যা থেকে, মুক্তি পেতে পারেন।
- যদি ওজন কমাতে চান ,হালকা গরম জলের সাথে -মধু ও লেবুর রসের সাথে
- প্রতিদিন সকালে এক গ্লাস করে। ১৫ -২০ দিন খাওয়ার পর আপনি ফল ,পেয়ে যাবেন।
- সকালে খালি পেটে জল পানের উপকারিতা সমন্ধে জেনে ভালো বা উপকৃত মনে হলে,
- অবশ্যই আপনার প্রিয় জনের সাথে শেয়ার করতে পারেন।
আমার বাংলা খবরে ফেসবুকে লাইক,শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এ রকম নতুন নতুন আপডেট পেতে আমার বাংলার সাথে থাকুন।
শরীরের ওজন কমানোর থেকে, ত্বকের যত্নে জল পানের ভূমিকা অপরিসীম।
ধন্যবাদ 🙏🙏🙏💛
- Covid- 19
- Election
- Good Morning
- Good Night Wishes
- Happy Holi
- Happy New Year
- Jante Hobe – জানতে হবে
- Job
- Romantic
- Top 10
- Uncategorized
- অনুপ্রেরণা মূলক উক্তি
- উৎসব
- ঔষধি গাছের উপকারিতা
- খবর
- খাবার
- গুরুত্বপূর্ণ দিবস
- চাণক্যনীতি
- জীবনের গল্প
- ফলের উপকারিতা,Best Benefits of Fruits
- বাণী সমগ্র
- বাংলা কুইজ
- বিখ্যাত উক্তি ও বাণী
- মনীষীদের বাণী ও উক্তি, Bikhato Monishider Ukti
- মোটিভেশনাল
- শরীর স্বাস্থ্য
- শরীর স্বাস্থ্য ও খাবার
- শুভেচ্ছা বার্তা
- হাসির জোকস
does doxycycline have a shelf life Analysis of ROC curves showed an area under the curve of 0