চানক্যের নীতি কথা, Most Popular Chanakya Neeti

Most Popular Chanakya Neeti

চানক্যের নীতি কথা – চাণক্যের উপদেশ চাণক্য  বলেছেন -নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো পায়ের নিচের দুর্বা ঘাসই ,পূজার কাজে লাগে ,মাথার উপর  তাল গাছটার নয়।

 
 
অতিরিক্ত  যে কোনো  জিনিস ভালো নয়  –
 
  • যেমন – ”অতি সৌন্দর্য্যের জন্য সীতা হরণ হয়েছিল,আর অতি গর্বে রাবণের পতন হয়েছিল। এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে  হয়েছিল। এ কারনে অতিরিক্ত -যে কোনো জিনিস থেকে সর্বদা ত্যাগ করা উচিত।
 
 
  • মানুষের এত অহংকার  কিসের,
  • সাধারণত মানুষ বলে থাকে,
  • এটা আমার ,ওটা আমার ,আমি এটা করেছি – এটা কি ঠিক ?
  • মানুষের নিজের বলে ,কি আছে
  • জন্ম -অন্যজনে  দিয়েছেন ।
  • নাম -অন্যজনে  দিয়েছেন,
  • শিক্ষা -অন্যজনে দিয়েছেন,
  • রোজগার  -অন্যজনে দিয়েছেন।
  • এবং শ্মশানে – অন্যজনে নিয়ে গিয়েছে ,বা অন্যজনে  নিয়ে যাবেন।
  • তাহলে অযথা কেন এত অহংকার।
 
 
চানক্যের নীতি কথা, Most Popular Chanakya Neeti
চানক্যের নীতি কথা
চানক্য পন্ডিত 
 
 
পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে 
 
  • শীতের সময় মানুষ ,ভালোবাসে -গরমের সেই রোদকেই
  • আবার গরমের সময় সেই রোদকেই তিরস্কার করে।
  • এর মানে -মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন।

চাণক্য নীতি কথা বাংলায়

  • একজন অসৎ বন্ধুর চেয়ে, একটি বিষধর সাপ, অনেক ভালো।
  • কারণ সাপটি বিপদে পড়ে, একবার দংশন করবে,
  • কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে।
 
  • অযোগ্য শত সহস্র পুত্রের চেয়ে ,এক জন ভালো গুণ সম্পন্ন পুত্রই  শ্রেয়।
  • কারণ -আকাশে শত সহস্র  তাঁরা ,রাতের অন্ধকার দূর করতে পারে না।
  • কিন্ত -রাতের অন্ধকার,  একটি  চাঁদই  আকাশের সমস্ত অন্ধকার দূর করতে পারে।
 
  • ”রূপের ঝলক দিয়ে  কি হবে ,
  • যদি  চরিত্র ঠিক না থাকে।
  • আবেগ  দিয়ে কি হবে ,যদি বিবেক ঠিক না থাকে।
  • বিদ্যা দিয়ে কি হবে ,যদি ব্যবহার ঠিক না থাকে ”
 
 
  • শুধু  ইচ্ছে  করলে কোনো কার্য্য সিদ্ধি করা যায় না।
  • কার্য্য সিদ্ধির জন্যর প্রচেষ্টার প্রয়োজন হয়।
 
  •  খাদ্য হিসাবে কোনো ঘুমন্ত সিংহের মুখে,
  • বনের প্রাণীরা কিন্তু আপনা -আপনি প্রবেশ করে না। ”
 
  • সেই  মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না ,
  • যে  মা তোমায় কথা বলতে শিখিয়েছেন। ”
 
 
  •  বাঘ যেমন- শিকার করার জন্য ,এক পা পিছিয়ে যায় ,
  • ঠিক তেমনি জীবন যখন ,আপনাকে পিছিয়ে দিবে,
  • তখন আপনার ভেঙ্গে পড়লে পড়লে হবে না।
  • আসলে আপনার জীবনকে,
  • আরও সামনের দিকে,এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়।”

Chanakya Niti Bani in Bengali (চানক্যের নীতি কথা)

 
  • একজন পন্ডিত ব্যক্তি ও দুঃখ -কষ্টের,স্বীকার হতে পারেন।
  • যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন ,
  • অথবা কোনো খারাপ চরিত্রের স্ত্রীর ভরন ও পোষণে  লিপ্ত হন।
  • কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন –
 
 
  • যে কোনো কাজে সাফল্য ,পাওয়ার জন্য ভালো বন্ধুর প্রয়োজন হয়।
  • কিন্তু তার  থেকে  বেশি সাফল্য পাওয়ার জন্য, ভালো শত্রূর প্রয়োজন হয়।
 
 
  • অপরের ভুল থেকে, শিক্ষা নেওয়া উচিত।
  • আর সব কিছু নিজের, ভুল থেকে শিক্ষা নিতে চাইলে।
  • তোমার আয়ু কম পড়বে।
  • নিজে বিবেচনা করুন,
  • নিজের ভুল হলে নিজে স্বীকার করুন আর ভুল গুলি থেকে শিক্ষা নিন।
  • যে কোনো কাজ আগামী কালের জন্য,
  • ফেলে রাখা উচিত নয়।
  • কে বলতে পারেন, পরের মূহুর্তে কি ঘটতে চলেছে।
  • সুতরাং সময়ের কাজ, সময়ে করা উচিত।”
  • যে কোনো কাজ শুরু করার আগে, নিজেকে তিনটি প্রশ্ন করুন ?
  • প্রথম- কেন  আমি এই কাজটি করছি..?
  • দ্বিতীয়- এই কাজের ফল কি হতে পারে.?
  • তৃতীয়-  এ কাজে কি রকম সাফল্য হতে পারে.?
  • আপনি যদি, নিজে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যান
  • তবে সাফল্য অবশ্যই পাবেন।

 

  • বিদ্যার চেয়ে বড় বন্ধু নেই ,
  • ব্যাধির  চেয়ে বড় শত্রূ  নেই।
  • সন্তানের চেয়ে স্নেহের ,
  • আর পাত্র নেই ,দৈবের চেয়ে শ্রেষ্ঠবল আর কোথাও নেই।
  • নিজের কাজের জন্য বা নিজের কাজের জাগায়, নিজেকে নমনীয় রাখা উচিত।”

চাণক্য পন্ডিতের অমূল্য বাংলা

  • বইয়ে থাকা বিদ্যা, আর পরের হাতে থাকা ধন, দুটোই একই ব্যাপার।
  • প্রয়োজনের সময় কোনোটাই কাজে আসে না।
  • সততা খুব মূল্যবান জিনিস, যার তার কাছে আশা করা যায় না।
  • খাবার যতই দামি হোক না কেন.?
  • পচে গেলে তার যেমন দাম থাকে না,
  • তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন –
  • মনুষ্যত্ব না থাকলে, তাঁর কোনো দাম নেই।
  • চাণক্য নীতি বলা রয়েছে, যে ব্যক্তি ভেবেচিন্তে কথা বলেন।
  • তাকে তাঁর বলা কথায়, কোনো দিন অনুশোচনা করতে হয় না।
  • এ ধরনের মানুষ জীবন সাফল্য অর্জন করে থাকেন।
  • একজন প্রকৃত বন্ধু সেই ,যে আপনার ,যে কোনো প্রয়োজনের সময়
  • আপনার কোনো দুর্ঘটনায় ,দুর্ভিক্ষের সময় ,যুদ্ধের সময়
  • বা শেষ সময় আপনার পাশে থাকবে। সেই  প্রকৃত বন্ধু। 
  • হাতি থেকে এক হাজার হাত দূরে ,
  • ঘোড়া থেকে একশ হাত দূরে ,
  • শিং ধারী প্রাণী থেকে দশ হাত দূরে।
  • এবং খারাপ মানুষের থেকে
  • যথাসম্ভব  দূরে থাকতে ,বলেছেন –পণ্ডিত চাণক্য।  
  • চানক্যের নীতি কথা,Most Popular Chanakya Neeti,আপনাদের রকম লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
  • ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
  • আরও এরকম চানক্য নীতি পেতে আমার বাংলার  সাথে থাকুন। আমার বাংলা খবর ফেসবুকে  লাইক ,শেয়ার  ও কমেন্ট  করতে  ভুলবেন না।
 
 
ধন্যবাদ 🙏🙏🙏💛
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “চানক্যের নীতি কথা, Most Popular Chanakya Neeti”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top