ভোটের খবর 2021,Most Popular Election News

Most Popular Election News

 
 
  • পশ্চিমবঙ্গের ভোটের খবর 2021 বা 2021 Election News
  • ভোট এমন একটা জিনিস,
  • যা আমরা প্রায় সবাই ভোটের রেজাল্ট বা ভোটের খবর 2021 বা 2021 Election 
  • নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক করে থাকি। 
  • কিন্তু একবার কি ভেবেছেন, ভোটের ফলাফল যাই হোক না কেন।
  • সাধারণ মানুষের কি লাভ..? 
  • মনে রাখবেন তর্ক বিতর্ক, ঝগড়া ঝাটি, বিভিন্ন রকমের স্লোগান করে কি লাভ।
  • ভোটের রেজাল্টে কে জিতল আর কে হারল সেটা বড় কথা নয়। 
  • সবার কাছে একটাই অনুরোধ, ভোটের আগে ও পড়ে কেউ মারামারি বা গন্ডগোল করবেন না। 
2021 ভোটের খবর || 2021 Election
ভোটের খবর 
  • কেন না গন্ডগোল ও মারামারিতে আপনার কোন দুর্ঘটনা হলে।
  • মোদি বা মমতা ও অন্যান্য পার্টির নেতারা কেউ আপনাকে দেখতে আসবে না। 
  • যদিও বা আসে, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, তখন কি লাভ। 
  • ওদের চাই ভোট, ভোট হয়ে গেলে। তাদের স্বার্থ মিটে যাবে। 
  • কিন্তু একটা জীবন চলে গেলে কি হবে বলুন তো।
  • আর ওই পরিবারের কি অবস্থা হবে। 

2021 ভোটের খবর  পশ্চিমবঙ্গ

  • ভুলে যাবেন না, আপনার উপর নির্ভর করে আছে আপনার পরিবার।
  • যদি আপনার কিছু দূর্ঘটনা ঘটে,
  • তাহলে কেউ যদি সর্বপ্রথম আপনাকে, সাহায্য করতে আসে। 
  • তারা হলো আপনার বন্ধু-বান্ধবী আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী। 
  • তাই হিংসা ছেড়ে নিজেদের বন্ধু-বান্ধবী আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সাথে সম্পর্ক বজায় রাখুন। 
  • তার মানে এটা নয় যে ভোট দিতে যাবেন না বা ভোট দেবেন না। 
  • ভোট আপনি অবশ্যই দিবেন, কারণ ভোট আপনার মৌলিক অধিকার,
  • তাই অবশ্যই ভোট অবশ্যই দিবেন। 
  • যে প্রার্থীকে আপনার ভালো লাগে। সে যেকোনো পার্টি হতে পারে।
  • ভোটের খবর 2021, 2021 Electionভোটের ফলাফল যাইহোক না কেন।
  • কে মূখ‍্যমন্ত্রী হলো, কে প্রধানমন্ত্রী হলো।
  • সেটা বড়ো কথা নয়। সবচেয়ে বড়ো কথা হলো –
  • এই ভোটের সময়, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন।
 
এই ব্লগে যা যা পাবেন – 
 
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব‍্যাক্তিদের, 
সাম্প্রতিক খবর, 
এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস

 

  • অযথা কোনো তর্ক বা গন্ডোগলে নিজেকে জড়াবেন না।
  • সব সময় নিজের পরিবারের কথা মনে রাখবেন।
  • আপনা ভালো ও সুস্থ থাকবেন।
  • আপনার ভাই, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে।
  • অযথা গন্ডোগল বা মারামারি করতে দিবেন না।
  • হয়তো আপনার কথা মানবে না।
  • হয়তো আপনার কথা মানবে না।
  • আপনার কর্তব্য আপনি করুন।
  • বাকি যে যেমন কর্ম করবে, সে সেরকম ফল পাবে।
  • ভালো থাকুন সুস্থ থাকুন।

ধন্যবাদ 🙏🙏🙏

 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top