বাংলা কুইজ প্রশ্ন উত্তর || Bangla Interesting GK Quiz

Best Bengali Quiz Questions and Answers

বাংলা কুইজ প্রশ্ন উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের বিষয়। আজকে কিছু জানা অজানা বাংলা কুইজ প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। আশা করছি সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রশ্ন এবং উত্তর গুলি ভালো লাগবে।

নিচে এক এক করে বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। প্রত্যেকটি বাংলা কুইজ প্রশ্নের নিচে উত্তর দেওয়া হয়েছে। 

Bengali GK Questions and Answer

Q.1 ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি ?

  1. ভারতরত্ম
  2. পদ্মভূষণ
  3. পদ্মশ্রী
  4. পদ্মবিভূষন

ভারতরত্ম

Q.2 ভারতে কোন সবজি সবথেকে বেশি বিক্রি হয় ?

  

ভারতে সবজির মধ্যে আলু সবথেকে বেশি বিক্রি হয়।

Q.3 পৃথিবীর কত মানুষ বাংলা ভাষায় কথা বলে ?

  

পৃথিবীর মধ্যে প্রায় ৩৩৭ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে।

Q.4 গাড়ির টায়ারের রং কালো হয় কেন ?

টায়ারকে ক্ষমতাশালী ও দীর্ঘমেয়াদি করার জন্য, রাবারের সাথে মেশানো হয় কার্বন ব্ল্যাক । যার জন্য টায়ারের রং কালো হয়।

Q.5 মৌমাছি সারা দিনে মোট কত ঘন্টা ঘুমায় ?

  

একটা মৌমাছি সারাদিনে প্রায় ৫ থেকে ৮ ঘন্টা ঘুমায়।

বাংলা কুইজ প্রশ্ন উত্তর, Bangla Interesting GK Quiz, Best Bengali Quiz Questions and Answers, Bengali GK Questions and Answer, gk bangla question
gk bangla question

Q.6 নীল আমস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন ?

  

নীল আমস্ট্রং চাঁদের বুকে ২ ঘন্টা ৩১ মিনিট ছিলেন।

Q.7 ভারতে প্রথম কোন শহরে কম্পিউটার (Computer) ব‍্যাবহার করা হয়েছিল ?

  

ভারতের কলকাতা শহরে প্রথম কম্পিউটার (Computer) ব্যবহার করা হয়েছিল।

Q.8 মন্দিরের মাথায় ত্রিশূল লাগানো হয় কেন ?

  

এই বিশ্বের সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ত্রিশূল। তাই মন্দিরের মাথায় ত্রিশূল লাগানো হয়। আর সমস্ত অশুভ শক্তি থেকে ত্রিশূল মন্দির কে রক্ষা করতে পারে। এছাড়াও বৈজ্ঞানিক কারণ বজ্রপাত হয় না।

Q.9 আমাদের শরীরের যতটা লোহা আছে, সেটা দিয়ে কত গুলো পেরেক তৈরি করা সম্ভব ?

  

আমাদের শরীরে যতটা লোহার পরিমাণ আছে, সেটা দিয়ে ৩ ইঞ্চি লম্বা একটা পেরেক তৈরি করা সম্ভব

Bangla gk question and answar ( বিভিন্ন বাংলা কুইজ প্রশ্ন উত্তর প্রতিযোগিতা )

Q.10 ভারতের কোন শহরে গাছে বিজ্ঞাপন মারা নিষিদ্ধ ?

ভারতের চেন্নাই শহরে গাছে বিজ্ঞাপন মারা নিষেধ। ধরা পড়লে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Q.11 আমাদের মস্তিষ্কের আকার কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় ?

  

আমাদের মস্তিষ্কের আকার ১৮ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়।

Q.12 একটা বিমানের চাকা কতটা ওজন নিতে পারে ?

  

বিমানের একটা চাকা ৩৮ টন পর্যন্ত ওজননিতে পারে।

Q.13 পৃথিবীর কোন জায়গায় সবথেকে বেশি রামধনু দেখা যায় ?

  

হাওয়াই দ্বীপে সবথেকে বেশি রামধনু দেখা যায়।

Q.14 আয়তনের দিক থেকে, ভারতের সবচেয়ে বড় শহরের নাম কি ?

  

আয়তনের দিক থেকে ভারতের সবথেকে বড় শহরের নাম হল দিল্লি।

Q.15 ছেলেদের ও মেয়েদের মধ্যে, মস্তিষ্কের আকার কাদের বলা হয় ?

  

মেয়েদের থেকে ছেলেদের মস্তিষ্কের আকার বড় হয়।

Q.16 ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন এর নাম কি ছিল ?

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন এর নাম ছিল সি কে নাইডু ( C K Nayudu)

Q.17 কোন পাখি উড়তে পারে না, কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে ?

পেঙ্গুইন উড়তে পারেনা কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে।

bangla interesting gk quiz ( বাংলা কুইজ প্রতিযোগিতা )

Q.18 মেট্রো রেল কলকাতায় কত সালে শুরু হয় ?

মেট্রো রেল কলকাতায় ১৯৮৪ সালে শুরু হয়

Q.19 রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি কত মাস, রাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারেন ?

ছয় (6) মাস

Q.20 আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি ?

আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম হল কানাডা ।

Q.21 পৃথিবীর একমাত্র কোন দেশের পতাকা আকার চৌক নয় ?

পৃথিবীর মধ্যে একমাত্র নেপাল দেশের পতাকার আকার চৌকস নয় !

Q.22 পৃথিবীর ম্যাপ কোন দেশের মানুষ প্রথম অংকন করেছিল ?

পৃথিবীর ম্যাপ গ্রীক দেশের মানুষেরা প্রথম অংকন করেছিল

Q.23 একটা সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে কতগুলো সামান তৈরি করা সম্ভব ?

একটা সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে প্রায় ৯ টি বড় বড় সাবান তৈরি করা সম্ভব !

Q.24 একটা কুমির কতদিন বাঁচে ?

একটা কুমির প্রায় ৫০ – ৭০ বছর বাঁচে। এটা কুমিরের প্রজাতির উপর নির্ভর করে।

বিখ্যাত মনীষীদের বাণী 👉 – ছোট ছোট নীতি বাক্য

Q.25 আমরা সাধারণত কোন কানে বেশি শুনি ?

আমরা সাধারণত ডান কানে বেশি শুনি

gk bangla question ( ছোটদের বাংলা কুইজ )

Q.26 ভারতের সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে ?

ভারতের সংবিধান সংশোধনের 3 টি পদ্ধতি আছে

Q.27 ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত

Q.28 ভারতের কোন রাজ্যের মানুষেরা সবথেকে বেশি সংস্কৃত ভাষায় কথা বলে ?

কর্ণাটক রাজ্যের মানুষেরা সবথেকে বেশি সংস্কৃত ভাষায় কথা বলে।

Best Happy Birthday Bangla SMS 👉 – জন্মদিনের শুভেচ্ছা বার্তা

Q.29 কোন প্রাণী সারা দিনে মাত্র ৪-৫ মিনিট ঘুমায় ?

”জিরাফ” সারা দিনে মাত্র ৪-৫ মিনিট ঘুমায়

 বাংলা কুইজ প্রশ্ন উত্তর, Bangla Interesting GK Quiz, Best Bengali Quiz Questions and Answers, Bengali GK Questions and Answer, gk bangla question
বাংলা কুইজ প্রশ্ন উত্তর

Q.30 পৃথিবীর মধ্যে সবথেকে দামি গাছের নাম কি ?

পৃথিবীর মধ্যে সবথেকে দামি গাছের নাম – African Black Wood Tree

Q. 31 বাঙালিরা মাথায় টোপর দিয়ে কেন বিয়ে করতে যায় ?

আগেকার দিনে রাজা মহারাজা সোনার তৈরি মুকুট পরিয়ে বিয়ে করতে যেতো, কিন্তু সেটা তো আর সবার পক্ষে সম্ভব নয় ! তাই আভিজাত্য বজায় রাখার জন্য, সোলার তৈরি মুকুট পরে বাঙালিরা বিয়ে করতে যায়।

বিঃ দ্রঃ –  বাংলা কুইজ গুলি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

3 thoughts on “বাংলা কুইজ প্রশ্ন উত্তর || Bangla Interesting GK Quiz”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top