সেরা মোটিভেশনাল উক্তি || Best Bangla Motivational Quotes

Most Motivational Bangla Quotes Of All Time (সর্বকালের মোটিভেশনাল বাংলা কোটস) 

 
আজকের দিনের পরিশ্রম,
আগামী দিনের খুশির চাবি..
—  বাংলা সেরা মোটিভেশনাল উক্তি
 
 
  • জীবনে যে কোনো বিষয়ে মোটিভেট বা অনুপ্রাণিত,যেটাই হন না কেন ?
  • সেরা মোটিভেশনাল উক্তি দিয়ে – নিজের আত্মবিশ্বাস,ধৈর্য্য ও পরিশ্রম ছাড়া, জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন না।
  • যদি বিশ্বাস(believe) বা আত্মবিশ্বাস না থাকে –
  • আপনি সামান্য কিছুও অর্জন করতে পারবেন না।
মানুষ অবশ্যই সেটা পায়,
যে টার জন্য সে চেষ্টা করে। 
 
 

Heart Touching Motivational Quotes In Bangla –

 
  • জীবনে বিভিন্ন ধাক্কা বা অভিজ্ঞাতা থেকে শিক্ষা নিয়ে, নিজেকে উন্নত করা উচিত।
  • সাথে সাথে এটাও মনে রাখতে হবে –
  • অন্যের দেখেও শিক্ষা নেওয়া উচিত।
  • নিজের জীবন থেকে সব অভিজ্ঞাতা ও শিক্ষা নিতে চাইলে, জীবন ছোট পরবে।
 
  • তাই নিজেকে যদি, সময়ের সাথে সাথে উন্নত করা বন্ধ ফেলি,
  • তাহলে একই জাগায় আটকে হবে।
  • তাই যে মানুষ, নিজেকে যত উন্নত করবে; সে তত এগিয়ে যাবে।
 
  • জীবনে যদি কিছু করে দেখতে চান,
  • অবশ্যই আলাদা কিছু করে দেখতে হবে।
  • মনে রাখবেন সত্যি কারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না।
  • যদি বাস্তবে সত্যি কিচ্ছু করতে চান,
  • তবে রাস্তা ঠিকই খুঁজে পাবেন।
  • আর যদি করতে না চান, অজুহাত ঠিকই খুঁজে পাবেন।

Best Motivational Quotes Bangla (সেরা মোটিভেশনাল উক্তি বাংলা)

 
মনে রাখবেন বিখ্যাত হওয়ার
প্রথম পদক্ষেপ হচ্ছে,
নিজের উপর বিশ্বাসী হওয়া। 
— ওয়ান্ট হুইটম্যান 
 
 
  • সবাই যে কাজ করে,আপনিও যদি সেই কাজ করেন,
  • আপনিও সে কাজ করতে পারবেন।
  • কিন্তু সেখানে সফল (succeed) হওয়ার সম্ভাবনা অনেক কম।
  • ভিড় মানুষের মনে সাহস জোগায় ঠিকই কিন্তু পরিচয় কেড়ে নেয়।
 
  • সবসময় (always) ভিড় সেই রাস্তায় হয়,
  • যে রাস্তা সোজা বলে মনে হয়।
  • তার মানে এটা নয়, সব সময় ভিড় সঠিক রাস্তায় হবে।
  • নিজের রাস্তা নিজে খুঁজে বার করুন।
  • কারণ – নিজেই, নিজেকে ভালো জানেন।
  • তাই সাফল্য (Success) চাইলে নিজেকে (yourself) অনুপ্রাণিত করতে হবে। 
 
 
সাহস মানে -ভয় না থাকা নয়। 
সাহস মানে হচ্ছে, মনে ভয় থাকা সত্ত্বেও, 
জয় করার জন্য চেষ্টা ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলা। 
— Bangla Motivational Quotes
 
 
 
নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিন।
 নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত, 
অন্যকে নিতে দিবেন না। 
কারণ – সে সিদ্ধান্ত নিতে সময় নষ্ট করবে না।
 – inspirational quotes
 
 
 
সফল হওয়ার থেকে,
দামি মানুষ হওয়ার চেষ্টা করো। 
–আলবার্ট আইনস্টাইন
 
 
  • নিজেকে উৎসাহিত করতে হবে।
  • আমি পারবো, আমাকে পারতেই হবে, হার মানলে হবে না।
  • মনে রাখবেন যা কিছুই করবেন নিজের যোগ্যতায় করবেন।
  • কারন – পরিচয়ের দ্বারা পাওয়া যেকোনো জিনিস কিছু সময়ের জন্য থাকে।
  • কিন্তু কষ্ট,ধৈর্য্য বা পরিশ্রম করে পাওয়া জিনিস সারা জীবন থাকে।
 
 
  • নিচে ছবিটি থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ –
  • প্রকৃতির কাছে সে হার মানে নি।
  • সে উঠে দাড়িয়েছে, সে আবার বড় হতে পারে, হার মানে নি।
 
 
Bangla Motivational Quotes || সেরা মোটিভেশনাল উক্তি বাংলা
 ছবিটি থেকে শিক্ষা নেওয়া উচিত
 
 
  • তাই কখনো চেষ্টা ছাড়া উচিত নয়।
  • কারন চাবিগুচ্ছের শেষ চাবিও তালা খুলতে পারে।
  • সব সময় মনে রাখবেন –
  • ব্রম্মান্ডের সব শক্তি, ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে রেখেছেন।
  • আমরা নিজেই, নিজের চোখ হাত দিয়ে ঢেকে রেখে বলি; চারিদিকে অন্ধকার।

জীবন বদলে দেওয়ার মতো কিছু উক্তি

 
জীবনে (life) কোনো সময় 
ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না। 
কারণ জীবনে মাত্র একবার 
সফল বা সঠিক হতে হবে।
—  বাংলা সেরা মোটিভেশনাল উক্তি
 
 
 
মানুয়ের 
আর্থিক সচ্ছলতা বন্ধু আনে ঠিকই, 
কিন্তু ভালোবাসা আনতে পারে না। 
–জোসেফ কনরাড 
 
 
দূর থেকে সব রাস্তা 
বন্ধ বলে মনে হয়। 
যখন কাছে যাওয়া যায়।
তখন সব রাস্তা খোলা বলে মনে হয়। 
– bengali quotes
 
 
সফলতা আমাদের 
দুনিয়ার কাছে পরিচয় করায়, 
আর অসফলতা
 আমাদের দুনিয়া পরিচয় করায়। 
—  বাংলা সেরা মোটিভেশনাল উক্তি
 
 
 
  • চরিত্র এমন একটা জিনিস –
  • সম্মানিত ব্যক্তি সম্মান হারায়,
  • আর নগণ্য ব্যক্তি বড় সম্মানে – সম্মানিত হয়।
 
এই ব্লগে যা যা নিয়মিত পাবেন – 
 
  • বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
  • চানক্যের নীতি,
  • যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
  • ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
  • ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
  • শরীর ও স্বাস্থ্য,
  • বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
  • মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব‍্যাক্তিদের,
  • সাম্প্রতিক খবর,
  • এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস
 
  • মনে রাখা উচিত –
  • নিজের সমস্যা বা খারাপ সময়ের জন্য অন্যকে দায়ী করবেন।
  • ততক্ষণ নিজের কঠিন পরিস্থিতি, সমস্যা বা খারাপ সময় কোনো সময় দূর করতে পারবেন না।

Motivational Quotes In Bengali 

 
কিছু কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না,
তাই বলে নিজেকে 
মূল্যহীন ভেবো না।
মনে রাখা উচিত 
পায়ের নিচে দূর্বা ঘাসই পূজাতে  লাগে। 
মাথার উপর তালগাছ  নয়। 
 
 
 
মানুষের বুদ্ধির সীমা আছে, 
কিন্তু বোকামির কোন সীমা নেই। 
 
 
আপনি যদি চান ?
কোনো কাজ ভালো (better) ভাবে সম্পন্ন হোক, 
তাহলে সে কাজটি নিজে করুন। 
যদি অন্য কেউ করে 
আপনার সেটা পছন্দ নাও হতে পারে।
 – bengali inspirational
 
 

কাউকে কোনো সময় 
কটু কথা বলা উচিত নয়। 
কারণ – সেও তোমাকে প্রতি উত্তর দিতে পারে। 
সে সময় নিজেকেও, 
কষ্ট বা খারাপ লাগবে। 
 
 

Bangla Motivational Quotes

 
  • মানুষ যদি ভিড়ের দিকে চলে।
  • তখন মনে সাহস থাকে ঠিকই কিন্তু তখন পরিচয় পাওয়া যায় না।
  • কিন্তু যদি ভিড়ের বা স্রোতের চলতে থাকেন।
  • তাহলে দূর থেকে দেখা যাবে, চেনা যাবে আর যতদূর যেতে চান ততদূর যেতে পারবেন।
  • আর ভিড়ের দিকে চললে ভিড়ে আটকে পরতে হবে। 
 
সব সময় মনে রাখবেন – 
মানুষ যত মূল্যবান হয়, 
ঠিক ততটাই সমালোচনার পাত্র হয়। 
 

Motivational Quotes apj abdul kalam bangla

 
  • apj abdul kalam এর  স্বপ্ন এবং জীবন থেকে সত্যই আমরা অনুপ্রাণিত হই। 
  • তাঁর চিন্তাভাবনা,আদর্শ সত্যি আমাদের অনুপ্রাণিত করে এবং প্রত্যাশার পরামর্শ দেয়।
  • তার লেখা  wings of fire by apj abdul kalam,wings of fire apj abdul kalam উদ্বুদ্ধ করন উদ্ধৃতি থেকে সত্যি উৎসাহ হই।
  • তার লেখা ও বিভিন্ন সময়ে বলা উক্তি  (apj abdul kalam quotes) সত্যি আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগায়। 
 

নিচে কিছু মোটিভেশনাল কোটস, এপিজে আবদুল কালাম এর উক্তি তুলে ধরা হয়েছে।

 
 
 
মানুষের শক্তি সেটা নয়..?
যেটা তোমার শরীর থেকে আসে…!
শক্তিতো সেটাই..! 
যেটা মানুষের হৃদয় থেকে আসে।
— apj abdul kalam quotes
 
 
 
একটা পাখি 
তার নিজের অনুপ্রেরণা দ্বারা চালিত হয়।
সে কোনো সময় 
অন্যের ইচ্ছা শক্তিতে চলে না। 
 

মানুষের স্বপ্ন ও চিন্তা ভাবনা হলো মূলধন, 
এন্টারপ্রাইজ হলো – উপায় 
এবং আত্মবিশ্বাস,ধৈর্য্য
 ও কঠোর পরিশ্রম হলো – সমাধান।
 
 
 
জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় – যে 
সব শুরু ভালো ভাবে হবে। 
কোনো কোনো সময় হেরে গিয়েও,
জেতা যায়। 
 
 
সব সময়  আপনার প্রতিযোগীদের থেকে শেখা উচিত।
কিন্তু কখনোই তাদের 
অনুসরণ করা উচিত নয় !
-জ্যাক মা
 
 
মন থেকে যদি কিছু চাও, 
আর যদি পরিশ্রম করো। 
সাফল্য দেরিতে হলেও,
অবশ্যই আসবে। 
Bangla Motivational
 
 
কোনো সফলতা 
অল্প সময়ে পাওয়া যায় না। 
সফল হওয়ার জন্য, 
যদি দিনের পর দিন কঠোর পরিশ্রম,
ধৈর্য্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে হওয়া সম্ভব। 
 
 
 
মানুষের জীবনে সম্পদ আসে কচ্ছপের মতো করে। 
আর যখন হারিয়ে যায়,হরিণের মতো পালিয়ে যায়।
 –bengali quotes
 
 
জীবনে কিছু ভুল করাটা খুবই দরকার। 
কারণ – ভুল না করলে,ঠিকটাকে উপলব্ধি করা যায় না। 
Bangla Motivational
 
 
 
প্রতিদিন সকালে উঠার সময়,
একটা কথা মনে করে উঠো – যে 
গতকালের থেকে –
আজকের দিন খুব ভালো কাটবে। 
 
 
 
আপনাকে কেউ যদি খারাপ বলে…?
তাহলে মন খারাপ করবেন না।
কারণ – পৃথিবীতে এমন কেউ নেই, 
যাকে সবাই ভালোবাসে ! 
 
 
 
প্রত্যেক সকালে তোমার কাছে,
দুটো পথ খোলা। 
১) স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা চালিয়ে যাওয়া, 
২) ঘুম থেকে উঠে স্বপ্নটার পিছনে ছোটা !
বাকি তোমার মর্জি কোন চলা !
 
 
  • সম্পদ আসে কচ্ছপের মত আর যায় হরিণের মত।
  • ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
  • ভালো থাকবেন,সুস্থ থাকবেন আর Amar Bangla সাথে থাকবেন।
  • এছাড়াও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।
 
🙏🙏🙏
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top