30 টি সেরা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা
৩০ টি সেরা সুপ্রভাত শুভেচ্ছার বার্তা, সুপ্রভাত কবিতা ও শুভ সকালের ছবি। সুপ্রভাত শুভেচ্ছা বার্তা গুলি, আপনি খুব সহজেই Whatsapp অথবা SMS এর মাধ্যমে আপনি, আপনার বন্ধু, বান্ধবী ও পরিবারের।
যেকোনো সদস্য বা প্রিয়জনদের শুভ সকাল উইশ করার জন্য, বাছাই করা কিছু গুড মর্নিং মেসেজ শেয়ার করা হলো। শুভ সকাল শুভেচ্ছা বার্তা ম্যাসেজের মাধ্যমে আপনার মনের ভাষা প্রকাশ করুন আপনার প্রিয় মানুষটিকে। এখানে রইল সকলের জন্য সুপ্রভাত শুভেচ্ছা ম্যাসেজ।
শুভ সকাল এর শুভেচ্ছা বার্তা (Bangla Good Morning SMS)
![]() |
সকাল শুভেচ্ছা বার্তা |
শুভ সকালের শুভেচ্ছা ছবি হোক বা সকালের এস এম এস – Moner Moto SMS জানতে অবশ্যই এক এক করে পড়তে হবে।
(১)
প্রতিদিন কত কি মনে হয়, সবসময় কি তা সত্যি হয়।
কিছু কিছু ভুলতে হয়,
আর অনেক কিছু মেনে নিয়ে চলতে হয়।
— সুপ্রভাত
কিছু কিছু ভুলতে হয়,
আর অনেক কিছু মেনে নিয়ে চলতে হয়।
— সুপ্রভাত
(২)
যদি রাখো হাতে হাত, ডেকে আনবো এক নতুন প্রভাত।
করবো শুরু নতুন করে দিন,
বন্ধু তোকে জানাই – গুড মর্নিং
যদি রাখো হাতে হাত, ডেকে আনবো এক নতুন প্রভাত।
করবো শুরু নতুন করে দিন,
বন্ধু তোকে জানাই – গুড মর্নিং
(৩)
আমাদের মধ্যে কিছু কিছু সম্পর্ক থাকে,
যার কোন নাম হয় না।
আমাদের মধ্যে কিছু কিছু সম্পর্ক থাকে,
যার কোন নাম হয় না।
কিন্তু সেই সম্পর্ক গুলো, নিজের অজান্তেই আত্মার মধ্যে মিশে থাকে।
— Good Morning SMS
(৪)
আকাশের জন্য আছে নীলিমা, চাঁদের জন্য আছে পূর্নিমা,
আকাশের জন্য আছে নীলিমা, চাঁদের জন্য আছে পূর্নিমা,
পাহাড়ের জন্য আছে ঝর্না, নদীর জন্য আছে মোহনা,
আর তোমার জন্য রইলো শুভ কামনা।
— বাংলা Good Morning SMS
(৫)
সূর্য দিলো নরম আলো, তুমি বন্ধু থেকো ভালো।
আকাশ জুড়ে আলোর মেলা,
পাখিরা ডাকে ;সকাল বেলা।
না দুপুর না বিকেল বেলা,
তোমাকে জানাই শুভ সকাল বেলা। — সুপ্রভাত বন্ধু
সূর্য দিলো নরম আলো, তুমি বন্ধু থেকো ভালো।
আকাশ জুড়ে আলোর মেলা,
পাখিরা ডাকে ;সকাল বেলা।
না দুপুর না বিকেল বেলা,
তোমাকে জানাই শুভ সকাল বেলা। — সুপ্রভাত বন্ধু
(৬)
আলো – সূর্যের হোক কিংবা আশার,
আলো সবসময় জীবনের অন্ধকার মুছে ফেলে।
আলো – সূর্যের হোক কিংবা আশার,
আলো সবসময় জীবনের অন্ধকার মুছে ফেলে।
— Shuvo sokal
(৭)
ভাঙ্গতে সবাই পারে,
কিন্তু গড়তে ক’জনে পারে।
নিন্দা ঠাট্টাতো সবাই করতে পারে,
কিন্তু কিভাবে তাকে, করে ভালো করতে হবে ?
তা বলতে ক’জনে পারে।
— মা সারদা
ভাঙ্গতে সবাই পারে,
কিন্তু গড়তে ক’জনে পারে।
নিন্দা ঠাট্টাতো সবাই করতে পারে,
কিন্তু কিভাবে তাকে, করে ভালো করতে হবে ?
তা বলতে ক’জনে পারে।
— মা সারদা
![]() |
শুভ সকাল শুভেচ্ছা বার্তা |
(৮)
পাখিরা জেগেছে গাইবে গান,
নতুন দিনের আহবান।
জেগেছে সূর্য দিবে আলো,
জেগেছে সূর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
জেগেছে মাঝি তুলবে পাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল…
(৯)
তুমি সকালের রোদ, বিকেলের ছায়া। তুমি গোধূলির রং, মেঘের মায়া।
তুমি ভোরের শিশির, জোছনার আলো।
আমি চাই – তুমি থাকো, সবসময় ভালো।
তুমি সকালের রোদ, বিকেলের ছায়া। তুমি গোধূলির রং, মেঘের মায়া।
তুমি ভোরের শিশির, জোছনার আলো।
আমি চাই – তুমি থাকো, সবসময় ভালো।
— শুভ সকাল
(১০)
দিনটা সবার ভালো কাটুক,
আগামী দিনের স্বপ্ন গুলো পূরণ হোক।
সবার জীবনে সুখ শান্তি ফিরে আসুক।
— শুভ সকাল
বাংলা Good Morning SMS
(১১)
দূর্বাঘাসের ডগায় জমে থাকা –
এক ফোটা শিশির বিন্দুর স্পর্শে।
ভরে উঠুক তোমার প্রতিটি সকাল।
দূর্বাঘাসের ডগায় জমে থাকা –
এক ফোটা শিশির বিন্দুর স্পর্শে।
ভরে উঠুক তোমার প্রতিটি সকাল।
(১২)
নতুন দিন, নতুন আশা, নতুন আলো,
আকাশের সূর্য দিচ্ছে আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
তোমার মিষ্টি হাসির, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূরণ হোক।
তোমার মিষ্টি হাসির, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূরণ হোক।
(১৩)
কখনোই জিজ্ঞাসা করা উচিত নয়..
একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত।
কারণে – একজন নারী কোনো সময় নিজের জন্য বাঁচে না।
আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না।
(১৪)
সব রঙ মিলেমিশে, রঙ হোক একটাই।
যে রঙের মধ্যেরয়েছে – প্রেম ও ভালোবাসা সবটাই।
সব রঙ মিলেমিশে, রঙ হোক একটাই।
যে রঙের মধ্যেরয়েছে – প্রেম ও ভালোবাসা সবটাই।
(১৫)
তুমি যদি মানুষের ভালো মন্দ বিচার করতে যাও।
তাহলে মানুষকে ভালোবাসার সময় পাবে না।
তুমি যদি মানুষের ভালো মন্দ বিচার করতে যাও।
তাহলে মানুষকে ভালোবাসার সময় পাবে না।
–সুপ্রভাত
![]() |
শুভ সকাল শুভেচ্ছা বার্তা
|
(১৬)
আমাদের প্রতিদিন সকালে নবজন্ম হয়।
আজ কি করছি…
সেটাই আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ।
— গৌতম বুদ্ধ
সেটাই আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ।
— গৌতম বুদ্ধ
(১৭)
ঘুম ভাঙতেই, ভোরের আলো।
রাত কাটল সকাল হলো।
হাসিমুখে সবাইকে জানাই সুপ্রভাত…
ঘুম ভাঙতেই, ভোরের আলো।
রাত কাটল সকাল হলো।
হাসিমুখে সবাইকে জানাই সুপ্রভাত…
(১৮)
জীবনের কোন সময়, হাসতে ভুলে যেও না।
জীবনের কোন সময়, হাসতে ভুলে যেও না।
কারণ এই হাসিই, তোমাকে শান্তি আর সাহস যোগাবে।
সুপ্রভাত শুভেচ্ছা বার্তা
(১৯)
সূর্য গেলো মামার বাড়ি…
সূর্য গেলো মামার বাড়ি…
ডুবে গেলো বেলা।
বন্ধু তুমি, ভালো থেকো –
বন্ধু তুমি, ভালো থেকো –
এই সন্ধ্যা বেলা।। –– শুভ সন্ধ্যা
(২০)
ঠিকানা যদি – সুন্দর ও মনের মতো হয়।
চলার পথ যতই কঠিন হোক,
ঠিকানা যদি – সুন্দর ও মনের মতো হয়।
চলার পথ যতই কঠিন হোক,
সেই পথ চলার মজাটাই আলাদা।
সুন্দর মনোরম সকালের শুভেচ্ছা।
— বাংলা Good Morning SMS
(২১)
প্রতিদিন সকাল বেলা, দুটি পথ খোলা থাকে। ১) ঘুমটা চালিয়ে যাওয়া।
প্রতিদিন সকাল বেলা, দুটি পথ খোলা থাকে। ১) ঘুমটা চালিয়ে যাওয়া।
২)আর রাত্রে যে স্বপ্ন দেখেছিলে। সেই স্বপ্ন পূরণ করার জন্য দৌড়ানো।
বাকিটা তোমার মর্জি,কোন পথে যাবে।
— সুপ্রভাত শুভেচ্ছা বার্তা
(২২)
সকালে এসো তুমি , শিশির কণা হয়ে,
সন্ধ্যায় এসো তুমি, রক্ত জবা হয়ে।
রাতে জ্বলো তুমি, জোনাকি হয়ে ,
আর সারা জীবন থেকো তুমি, আমার বন্ধু হয়ে।
— শুভ সকাল শুভেচ্ছা বার্তা
(২৩)
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা।
— শুভ সকালের শুভেচ্ছা
![]() |
শুভ সকাল শুভেচ্ছা বার্তা
|
(২৪)
সুখের জন্য স্বপ্ন আছে, দুঃখের জন্য হাসি
দিনের জন্য আলো আছে, চাঁদের জন্য নিশি
মনের জন্য আশা আছে,
তোমার জন্য আছে আমার ভালোবাসা
(২৫)
সকালের আলো দিল উঁকি, তোমার আশায় আমি থাকি।
আমার কাছে আসবে বলে, বাগান ভরেছে ফুলে ফুলে !
মনের মধ্যে খুশি সীমাহীন, তোমায় জানাই গুড মর্নিং
— শুভ সকাল এর শুভেচ্ছা
(২৬)
সকাল মানেই ঘুম ঘুম চোখে জেগে ওঠা, সকাল মানেই ভোরের আলোয়, নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানেই নতুন কিছুর জন্য বাড়িয়ে দেওয়া হাত।
তোমাকেজানাই সকালে নতুন সুপ্রভাত।
Good Morning sms
(২৭)
আপনি যদি নিজেকে সুস্বাস্থ্য ও সৌন্দৰ্য্যে অধিকারী হতে চান ?
তবে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠা উচিত।
–শুভ সুপ্রভাত
(২৮)
ভোরের আলো তোমার জীবনের নতুন প্রত্যাশা দিতে পারে!
তুমি যদি খুশির সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।
— গুড মর্নিং
(২৯)
তাড়াতাড়ি জেগে উঠুন এবং নিজেকে সুন্দর সকালে
একটি অংশ করুন।
দেখুন আপনার দরজার বাইরে,
একটি সুন্দর পৃথিবী অপেক্ষা করছে, উপভোগ করুন।
— শুভ সকাল
(৩০)
মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করব
তুমি আজকের দিনটা অসাধারণ কাটবে।
আশা করি সূর্য মতো তোমার হাসির উজ্জ্বল হয়ে উঠবে।
— সকালের শুভেচ্ছা বার্তা
(৩১)
আমার জীবন তোমাকে ছাড়া ভাবা যায় না।
তুমি আমার পরামর্শদাতা, তুমি আমার ভালোবাসা।
— শুভ সকাল
এই সুপ্রভাত শুভেচ্ছা বার্তা || বাংলা Good Morning SMS গুলি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আর যদি ৩০ টি সেরা সুপ্রভাত শুভেচ্ছার বার্তা গুলি সমন্ধে কোনো মতামত থাকে। তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
ভালো থাকুন সুস্থ থাকুন। সদাসর্বদা আমার বাংলার সাথে থাকুন।
ধন্যবাদ 🙏🙏🙏💛
I absolutely love your website.. Excellent colors & theme.
Did you make this web site yourself? Please reply back as
I’m planning to create my own personal site and want to learn where you got this from or just what the theme is called.
Cheers!