সেরা সুপ্রভাত এর কবিতা
আমাদের প্রত্যেকের জীবনে সকাল বেলা, সারা দিনের একটা গুরুত্বপূর্ণ সময়। সকাল থেকেই আমরা নতুন লক্ষ্য নিয়ে দিন শুরু করি। তাই সকাল বেলা ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করা উচিত। অনেকে সকাল বেলা নিজের প্রিয়জনদের গুডমর্নিং এস এম এস, সুপ্রভাত এর কবিতা পাঠিয়ে।
অথবা মোটিভেশনাল কিছু উক্তি পরে, দিনের সূচনা করে। কিছু সেরা সুপ্রভাত এর কবিতা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এই সুপ্রভাত এর কবিতা গুলি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন। সেরা সুপ্রভাত ছবি ও কবিতা দেওয়া হয়েছে।
শুভ সকালের শুভেচ্ছা বার্তা
আকাশের জন্য আছে নীলিমা,
চাঁদের জন্য আছে পূর্নিমা,
পাহাড়ের জন্য আছে ঝর্না,
নদীর জন্য আছে মোহনা,
আর তোমাদের জন্য রইলো,
চাঁদের জন্য আছে পূর্নিমা,
পাহাড়ের জন্য আছে ঝর্না,
নদীর জন্য আছে মোহনা,
আর তোমাদের জন্য রইলো,
সুপ্রভাতের শুভ কামনা।
— শুভ সকালের শুভেচ্ছা বার্তা
রাতের বেলায় জোসনা,দিনে বেলায় আলো,
জানি না – কেন তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল,কোকিল কালো,
সবার থেকে তুমি ভালো। —Good Morning
নীল আকাশে, মেঘ সাদা,
সবার থেকে, তুমি আলাদা।
–সেরা সুপ্রভাত এর কবিতা
আজকে রাতে স্বপ্ন হয়ে,থাকব আমি কাছে।
ঘুম ভাঙলেই চলে যাব,ভোরের আলোর দেশে।
মনে রবে কিছু স্মৃতি, বৃষ্টি ভেজা এই সকালে।
ঘুম ভাঙলেই চলে যাব,ভোরের আলোর দেশে।
মনে রবে কিছু স্মৃতি, বৃষ্টি ভেজা এই সকালে।
শুভ সকাল জানাই, এই সুপ্রভাত কবিতার সাথে।
— বাংলা Good Morning SMS
প্রতিদিন সকালে, দুটো পথ খোলা,
১) স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা চালিয়ে যাওয়া।
২) স্বপ্নটা ছেড়ে, ঘুম থেকে উঠে স্বপ্ন পূরণের আশায় চলা।
১) স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা চালিয়ে যাওয়া।
২) স্বপ্নটা ছেড়ে, ঘুম থেকে উঠে স্বপ্ন পূরণের আশায় চলা।
বাকি তোমার মর্জি, সব পথ খোলা।
— তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা।
— তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা।
শুভ সকাল (Good Morning SMS)
অজানা দেশে ভিখারির বেশে,
চলেছো শান্তির খোঁজে ?
যদি দেখা নাহি পাও –
বলি – একবার শুনে যাও !
শান্তি রয়েছে দুঃখেরই মাঝে।
— শুভ সকাল
প্রভাতের আকাশের মেঘের ভেলা,
দিঘির জলে ফুলের মেলা।
মাঠের সবুজ ঘাসের, শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়,
বৃষ্টি ভেজা শুভ সকালের, এস এম এসটা দেবো তোমায়।
দিঘির জলে ফুলের মেলা।
মাঠের সবুজ ঘাসের, শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়,
বৃষ্টি ভেজা শুভ সকালের, এস এম এসটা দেবো তোমায়।
— Good Morning SMS
রাত্রি যখন ভোর হবে,
তাঁরা গুলি নিভে যাবে।
আসবে নতুন দিন,
শুভ হোক তোমার দিন।
তাঁরা গুলি নিভে যাবে।
আসবে নতুন দিন,
শুভ হোক তোমার দিন।
— শুভ সকাল কবিতা
শীতের সকালে, শিশির ভেজা দুর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেসে।
বিদায় নিয়েছে, শরতের হিমেল রাত,
শিশির কণা বলছে হেসে।
বিদায় নিয়েছে, শরতের হিমেল রাত,
তোমাকে জানাই শুভ সকালের সুপ্রভাত।
— শরতের সকালের শুভেচ্ছা
![]() |
সুপ্রভাত ছবি ও কবিতা |
রবিবারের সকাল বেলার সোনালী আঁলো,
মনটা আছে অনেক ভালো,
সকালবেলা – কিচির মিচির ডাকছে পাখিঁ,
সুন্দর সকালে, খুলে দেখো দুটি আঁখি,
উঠে দেখো সকালের ছবি।
মনটা আছে অনেক ভালো,
সকালবেলা – কিচির মিচির ডাকছে পাখিঁ,
সুন্দর সকালে, খুলে দেখো দুটি আঁখি,
উঠে দেখো সকালের ছবি।
— শুভ রবিবার সকালের শুভেচ্ছা
ভোর হলে এসো তুমি, শিশির কণা হয়ে।
সন্ধ্যা বেলায় এসো তুমি, রক্ত জবা হয়ে।
রাতের বেলায় জ্বলো তুমি, জোনাকি হয়ে।
সুন্দর সকালের শুভেচ্ছা নিও, আমার বন্ধু হয়ে।
সন্ধ্যা বেলায় এসো তুমি, রক্ত জবা হয়ে।
রাতের বেলায় জ্বলো তুমি, জোনাকি হয়ে।
সুন্দর সকালের শুভেচ্ছা নিও, আমার বন্ধু হয়ে।
— শীতের সকালের শুভেচ্ছা
শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে গান
ভোরের সূর্যের আলোয়, ঘুম ভাঙলো,
ভোরের বেলায় পাখিরা গান শুনালো।
বৃষ্টি ভেজা সকালের আলো,
কানে কানে বলে গেলো।
ভোর হয়েছে, তোমরা সবাই আছো ভালো ?
ভোরের বেলায় পাখিরা গান শুনালো।
বৃষ্টি ভেজা সকালের আলো,
কানে কানে বলে গেলো।
ভোর হয়েছে, তোমরা সবাই আছো ভালো ?
পৌঁছে গেছে সুপ্রভাতের আলো।
— সুপ্রভাত বন্ধু কবিতা
হাতে রেখে হাত,
ডেকে আনবো নতুন প্রভাত,
শুরু করবো নতুন, আর একটা দিন,
বন্ধু তোমায় জানাই, শুভ জন্মদিন।
ডেকে আনবো নতুন প্রভাত,
শুরু করবো নতুন, আর একটা দিন,
বন্ধু তোমায় জানাই, শুভ জন্মদিন।
সকাল মানে ঘুম ঘুম চোখে জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন ফুল ফোঁটা,
সকাল মানে নতুন দিন নতুন আশা,
আজ সকালে তোমায় জানাই সুপ্রভাতের শুভেচ্ছা।
সকাল মানে নতুন দিন নতুন আশা,
আজ সকালে তোমায় জানাই সুপ্রভাতের শুভেচ্ছা।
— গুড মর্নিং
সকাল মানে মিষ্টি রোদের আনাগোনা, সকাল মানে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা, সকাল মানে আশা পূরণের তীব্র বাসনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা, সকাল মানে আশা পূরণের তীব্র বাসনা।
— শুভ সকাল
রাতের আধার চলে গেলো,
সূর্য মামার ভয়ে।
ভোরের আকাশ রুপালী আলো।
আজকের দিনটা তোমার কাটুক ভাল।
ভোরের আকাশ রুপালী আলো।
আজকের দিনটা তোমার কাটুক ভাল।
— শুভ সকাল
ভোর হয়েছে পাখিরা জেগেছে মিষ্টিসুরে গাইবে গান,
প্রভাতে নতুন দিনের আহবান।
সুর্য দিলো মিষ্টি আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
প্রভাতে নতুন দিনের আহবান।
সুর্য দিলো মিষ্টি আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
— শুভ সকাল এর শুভেচ্ছা
ফুল হয়ে যদি থাকো, আমার বাগানে,
যত্ন করে রাখব তোমায় মনে কোনে।
চিরকাল সাজিয়ে রাখব মনের ফুল দানিতে।
শুভ সকালের শুভেচ্ছা জানাবো, সুন্দর সকালের শুভেচ্ছা কবিতাতে।
যত্ন করে রাখব তোমায় মনে কোনে।
চিরকাল সাজিয়ে রাখব মনের ফুল দানিতে।
শুভ সকালের শুভেচ্ছা জানাবো, সুন্দর সকালের শুভেচ্ছা কবিতাতে।
— সুন্দর সকালের শুভেচ্ছা
কল্পনায় ভাসি, তুমি ভালোবাসো বলে,
সুখের মাঝে হারাই, তুমি ভালোবাসো বলে,
সকাল শুভ হয়, তুমি ভালোবাসো বলে,
তোমায় শুভেচ্ছা জানাই,শুভ সকালে।
সুখের মাঝে হারাই, তুমি ভালোবাসো বলে,
সকাল শুভ হয়, তুমি ভালোবাসো বলে,
তোমায় শুভেচ্ছা জানাই,শুভ সকালে।
— সুপ্রভাত এর কবিতা
যে কোনো কঠিন পরিস্থিতি তে,
ধৈর্য্য রাখতে পারাটা হলো –
অর্ধেক সমস্যার সমাধান।
— সুপ্রভাত
![]() |
সুপ্রভাত ছবি ও কবিতা |
শীতের সকালের শুভেচ্ছা
শুন সব ভোরের পাখি,
মনের কথা বলে রাখি,
ভোর হলো, কাটলো রাত,
মনের কথা বলে রাখি,
ভোর হলো, কাটলো রাত,
বসন্তের সকালের শুভেচ্ছায়, জানাই সুপ্রভাত।
— শীতের সকালের শুভেচ্ছা
রাত কাটলো ভোর হলো, চোখটা খুলে দেখো,
বলছি তোমায় ভাল থেকো।
— সুপ্রভাত কবিতা
এই ব্লগে যা যা নিয়মিত পাবেন –
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব্যাক্তিদের,
সাম্প্রতিক খবর,
এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস
শুভ সকাল এর শুভেচ্ছা
সকাল বেলার, সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল বাগানে -ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজকের দিন, শুভ সকালের গুড মর্নিং।
ফুল বাগানে -ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজকের দিন, শুভ সকালের গুড মর্নিং।
— শুভ সকাল এর শুভেচ্ছা
সুখের জন্য – স্বপ্ন
দুখের জন্য থাকে – হাসি
দিনের জন্য থাকে – আলো
চাঁদের জন্য থাকে – নিশি
মনের মধ্যে থাকে – আশা
আর তোমার জন্য রইলো আমার – ভালোবাসা
তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা।
দুখের জন্য থাকে – হাসি
দিনের জন্য থাকে – আলো
চাঁদের জন্য থাকে – নিশি
মনের মধ্যে থাকে – আশা
আর তোমার জন্য রইলো আমার – ভালোবাসা
তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা।
–শুভ সুপ্রভাত
নতুন সকাল,নতুন আশা –
তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা।
— গুড মর্নিং
আরও পড়ুন 👉 বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা
মিষ্টি হাসি,দুষ্ট চোখ,
স্বপ্ন সব পূরণ হোক,
আকাশে সুর্য, দিচ্ছে আলো,
বন্ধু দিনটি তোমার কাটুক ভাালো
— সুপ্রভাত কবিতা
জীবন সাজাও স্বপ্ন ও কর্ম দিয়ে,
মন সাজাও মনের মতো মন দিয়ে।
রাতকে সাজাও চাঁদ ও তারা দিয়ে,
সকাল সাজাও সুন্দর সুপ্রভাত এস এম এস দিয়ে।
মন সাজাও মনের মতো মন দিয়ে।
রাতকে সাজাও চাঁদ ও তারা দিয়ে,
সকাল সাজাও সুন্দর সুপ্রভাত এস এম এস দিয়ে।
— শুভ সকাল এসএমএস
গান শুনিয়েছে গেছে ভোরের পাখি,
এখনও কেউ ঘুমাও নাকি ?
কেটে গেছে রাত্রি কাল,
তোমায় জানাই শুভ সকাল।
এখনও কেউ ঘুমাও নাকি ?
কেটে গেছে রাত্রি কাল,
তোমায় জানাই শুভ সকাল।
— গুড মর্নিং
দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে,
কারও মন থাকে এলোমেলো, আবার কারো মন খুব ভালো,
কারও মন থাকে এলোমেলো, আবার কারো মন খুব ভালো,
রাত কাটলো দিন এল, আবার নতুন সুর্য দেখা দিলো।
— সুপ্রভাত কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের সুপ্রভাত কবিতা
যার ভালোবাসা যত গভীর,
তার ভালোবাসার প্রকাশ তত কম।
ভালোবাসা উপলব্ধি করার বিষয়,
প্রকাশ করার বিষয় নয়।
— রবীন্দ্রনাথের সুপ্রভাত কবিতা
দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে,
দুঃখ সহিবার শক্তি, যেন পাই মনে।
— রবীন্দ্রনাথের সুপ্রভাত কবিতা
ভালোবাসা যেখানে গভীর,
নত হওয়া সেখানে গৌরবের।
— রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমে পড়লে,
তুমি সাহিত্য লিখতে শিখবে।
বিচ্ছেদ হলে,
সাহিত্য বুঝতে শিখবে।
— রবীন্দ্রনাথের সুপ্রভাত কবিতা
- এই সুপ্রভাত এর কবিতা বা স্ট্যাটাস ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার পারেন।
- প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
- আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাদা সর্বদা AMAR BANGLA সাথে থাকুন। 🙏
- Covid- 19
- Election
- Good Morning
- Good Night Wishes
- Happy Holi
- Happy New Year
- Jante Hobe – জানতে হবে
- Job
- Romantic
- Top 10
- Uncategorized
- অনুপ্রেরণা মূলক উক্তি
- উৎসব
- ঔষধি গাছের উপকারিতা
- খবর
- খাবার
- গুরুত্বপূর্ণ দিবস
- চাণক্যনীতি
- জীবনের গল্প
- ফলের উপকারিতা,Best Benefits of Fruits
- বাণী সমগ্র
- বাংলা কুইজ
- বিখ্যাত উক্তি ও বাণী
- মনীষীদের বাণী ও উক্তি, Bikhato Monishider Ukti
- মোটিভেশনাল
- শরীর স্বাস্থ্য
- শরীর স্বাস্থ্য ও খাবার
- শুভেচ্ছা বার্তা
- হাসির জোকস
you come across as quite negative Categorization of my online writings rather than her interpretation or reaction to them as being negative, rather than positive, or even better, both z pack prescription