মোটিভেশনাল কিছু উক্তি,Most Powerful Motivational Bengali Quotes

Best Motivational Bengali Quotes

 
 
যদি প্রতিদিন বিখ্যাত মনীষীদের মোটিভেশনাল কিছু উক্তি পড়া হয়। তবে কাজ করার মানসিক শক্তি অনেকটাই বেড়ে যায়। 
শরীরের শক্তি ফিরে পাওয়ার জন্য যেমন প্রতিদিন খাবার খেতে হয়। ঠিক তেমনি মানসিক শক্তির বাড়ানোর উপায় হলো, নিজেকে প্রতিদিন অনুপ্রাণিত করা। তাই প্রতিদিনের শুরুতেই মোটিভেশনাল কিছু উক্তি অবশ্যই পড়া উচিত। 
 
 
কখন ও চেষ্টা ছাড়া উচিত নয় ,কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে।
 
 
আপনি যদি নিজের জীবনকে ,নিজের মত করে কাটাতে চান। তাহলে কোন দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না।
 
 
জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য। কখনও কখনও  সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়।
 
 
অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই।  নিজের  ভালো  দিক গুলো বুঝতে পাওয়া যায়।
 
 
সুযোগ যদি তোমার  কাছে না আসে ,তবে নতুন একটি করে সুযোগ বেড় করে  নেওয়ার চেষ্টা করো।
 

সময়ের মূল্য জানতে চান …? 

১ বছরের মুল্য বুঝতে চান ..? তাকে জিজ্ঞেস করুন ,যে পরীক্ষায় পাশ করতে পারেনি।

 
 
১ মাসের মুল্য বুঝতে চান ..? তাকে জিজ্ঞেস করুন,যে তার বেতন পায়নি।
 
 
১ সাপ্তাহের মুল্য বুঝতে চান …? তাকে জিজ্ঞেস করুন ,যে হাসপাতালে ভর্তি ছিল।
 
 
১ দিনের মুল্য বুঝতে চান…? তাকে জিজ্ঞেস করুন, যে একদিন উপবাস রেখেছিল।
 
 
১ ঘন্টার মুল্য বুঝতে চান…? তাকে জিজ্ঞেস করুন ,যে প্রিয়জনের অপেক্ষায় ছিল।
 
 
১ মিনিটের মুল্য বুঝতে চান..? তাকে জিজ্ঞেস করুন,যে ট্রেন মিস করেছিল।
 
 
১ সেকেন্টের মুল্য বুঝতে চান..? তাকে জিজ্ঞেস করুন ,যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছে।
 
 
 
 
  • তাই আমাদের প্রতিটা মুহুর্ত খুব-ই মূল্যবান , গতকাল সেটা তো অতীত বা ইতিহাস…. আগামীকাল তা তো অজানা…….
 
 
  • আলো ছড়ানোর দু’টি উপায় আছে।
  • এক -নিজে মোমবাতি হয়ে জ্বলো,
  • দুই -আয়নার মত আলোকে প্রতিফলিত করো।
 
 
  • অতীত নিয়ে সব সময়ে পড়ে থাকলে ,
  • তোমার এক চোখ অন্ধ ,
  • অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ।
 
 
  • আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি ,
  • কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
 
 
  • তুমি যদি কোনো লোককে জানতে চাও, 
  • তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।
 
 
  • যে  মানুষ তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
  • তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে ..?
 
 
  • আমি চলে গেলে যদি কেউ না কাঁদে ,
  • তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।
 
 
 
  • সামনে এগিয়ে যাওয়ার  জন্য,তোমার সব জানার প্রয়োজন নেই,
  • শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে।
 
 
  • ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো।
 
 
  • “আগের অধ্যায় বার বার পড়তে থাকলে ,পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
 
 
  • যার নেশা আর পেশা মিলে যায় ,
  • তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে …..?
 
 
  • তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই।
  • বার বার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে-
  • তুমি হাল ছাড়োনি ,তুমি চেষ্টা করে চলেছ।

বাংলা মোটিভেশনাল কিছু উক্তি

 
  • দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের ,
  • জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হয়ে উঠতে পারে।
 
 
  • গতকাল চালাক ছিলাম,
  • তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম…
  • কিন্তু আজ আমি বিজ্ঞ,তাই নিজেকে বদলাতে চাই।
 
 
  • তোমার বন্ধু হচ্ছে সে,
  • যে তোমার সব খারাপ দিক জানে ,তবুও তোমাকে পছন্দ করে।
 
 
  • যেমন আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় , 
  • তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।
 
 
  • যদি তুমি কখনো অপমানিত বোধ কর, 
  • তবে অপরকে সেটা বুঝতে দেবে না।
 
 
  • কখনো হাল ছেড়ে দিও না …
  • এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো,
  • তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য।
 
 
  • শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে ,
  • আপনি কোনদিনও সেই নদী পার করতে পারবেন না।
  • পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে।
 
 
  • যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান ,
  • তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন।
  • আর যদি কিছু করতে না চান ,
  • তাহলে আপনি অজুহাতও ঠিকই অনেক খুঁজে পাবেন।
 
 
 
  • যে কোনো বড় কাজ করতে গেলে ,লাগে একাগ্রতা -আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত।
  • তার পিছনে লেগে থাকার মত ধৈর্য্য বা কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সফল সম্ভব না।
 
 
 
  • বন্ধুদের বা  শত্রূদের ,
  • কখন ও বিশ্বাস জাগানোর প্রয়োজন হয়না
  • কারণ  -শত্রূরা কখনই আপনাকে বিশ্বাস করবে না।
  • আর -বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবেনা।
 
 
  • তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ ,
  • আর যদি টাকার মালিক হও ,তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ।
 
 
  • যে প্রশ্ন করতে লজ্জা পায় ,
  • সে কখনো শিখতে পারে না।
 
 
  • যদি খুব ভালো কিছু করতে না পারো , 
  • তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো।
 
 
  • বললে আমি ভুলে যাব। 
  • শেখালে মনে রাখব আর সাথে নিলে আমি শিখব।

সেরা মোটিভেশনাল কিছু উক্তি

 
  • জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা। 
 
 
  • তুমি চাইলেও পেছনে যেতে পারবে না ,
  • তবে সামনে না এগিয়ে ,থেমে আছ কেন…?
 
 
  • জীবনে এগিয়ে যাওয়ার জন্য –
  • নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো।
  • তারপর ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাও,যত ক্ষণ না পর্যন্ত ঐ পৌঁছাতে পারছো।
 
 
  • একজন শিল্পীর ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতে পারে ,
  • কিন্তু একজন শিল্পী ক্লান্তি নেই বলেই তো  এতদিন বেঁচে থাকে।
 
 
 
এই ব্লগে যা যা পাবেন – 
 
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব‍্যাক্তিদের,
সাম্প্রতিক খবর,
এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস
 
 
  • স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।
  • তাই বলে,স্বপ্নকে ত্যাগ করে নয় –
  • তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

বিখ্যাত মোটিভেশনাল কিছু উক্তি

 
  • সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে ,
  • কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে।
 
 
  • আপনি যদি গরীব হয়ে জন্ম নেন ,
  • তাহলে -এটা আপনার দোষ নয়,
  • কিন্তু যদি গরীব থেকেই মারা যান ,
  • তবে সেটা আপনার দোষ।
 
 
  • আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে ,
  • তত শিক্ষার বিস্তার হচ্ছে।
  • পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়,
  • এ সত্য  অস্বীকার করা যাবে না।
 
 
  • “লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
 
 
  • “যদি বুদ্ধি খরচ করতে না জানো ,
  • তা হলে টাকা খরচ করে  হবে”
 
 
  • বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না ,
 
 
  • অকর্মাদের কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে , 
  • কিন্তু কখনওই  সে সৌভাগ্য বেশিক্ষণ থাকে না।
 
 
  • বিশ্বাস মানে হল –
  • সামনে কিছু ,না দেখেও সামনে এগিয়ে যাওয়া।
  • আর সময়ে সব কিছুই পরিস্কার দেখা যাবে।
 
  • সৎ লোক সাত বার বিপদে পড়লে ও আবার উঠে। 
  • কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।
 
 
  • যে কোনো ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হওয়া উচিত।
 
 
  • সত্য একবার বলতে হয়-
  • সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়।
  • মিথ্যা বারবার বলতে হয় ,
  • মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়।
 
 
  • যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে,
  • আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে ;
  • সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।
 
 
  • তুমি যখন প্রেমে পড়বে –
  • তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না।
  • কারণ তখন তোমার ,
  • বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।
 
 
  • যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় ,
  • তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।
 
 
  • সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে –
  • সে ব্যক্তিত্বহীন মানুষ  –
  • কারন সে মানুষের ভিতরে ব্যক্তিত্ব বলে কোনো জিনিস নেই।
 
 
  • প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
  • আর বেদনা থাকে সারাটি জীবন।
 
 
  • যদি সত্যিকারের প্রচেষ্টা করা হয় ,
  • সে প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না।
 
 
  • আজকের দিনে যারা নতুন কিছু খোঁজে না।
  •  আগামী দিনে তাদেরও কেউ খুঁজবে না।
 
 
  • যদি নেকড়ের পালের সাথে বসবাস করো।  
  • তুমি বিড়াল হলেও –
  • একদিন  তুমিও গর্জন করতে শিখবে।
 
 
  • যদি নিজেকে বদলাতে পারো,
  • তবে ভাগ্য নিজেই বদলে যাবে।
কিছু মোটিভেশনাল বিখ্যাত উক্তি
 
  •  যদি বিদ্যা অর্জনের জন্যে সুদূর  বিদেশেও যেতে হয়, 
  • তবে  বিদেশে গিয়ে বিদ্যা  অর্জন করা ভালো।
 
 
  • শুধু সামনে এগিয়ে যাও।
  • কে কি বলছে তাতে কান দিও না।
  • নিজের ভালোর জন্য যা করতে হবে ,করতে থাকো।
 
 
  • ভয় পাওয়ায় দোষের কিছু নেই।
  • কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না,
  • তোমাকে উঠে দাঁড়াতে হবে ,ফাইট করতে হবে।
  • হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে।
 
  • প্রত্যেকের জীবনের একটা গল্প আছে।
  • অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়,
  • কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে,
  • তুমি গল্পের শেষটা ,চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
 
 
  • নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত -নিজেই নিতে শিখুন ,
  • তা না হলে আপনার জীবনের,
  • সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে ,সামান্য সময়ও নষ্ট করবে না।
 
 
  • জীবনে আমি হাজার হাজার ভুল করেছি ,
  • হাজারবার হোঁচট খেয়েছি-
  • এবং সেটি নিয়ে আমি গর্বিত।
  • প্রত্যেকটি ভুলে ,প্রত্যেকবার হোঁচট খেয়ে, 
  • আমার  জীবন গড়ে তুলতে ,আরো শক্তিশালী করতে পেরেছি।
 
 
  • আপনি এটা কখনই বলতে পারেন না ……
  •  যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই , 
  • কারণ আপনি দিনে যে  পরিমান সময় পান ,
  • পৃথিবীর  বিখ্যাত মহান লোকেরাও
  • সেই সমান পরিমানে সময় পান।
 
 
 
  • ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন …?
  • জীবন হোক কর্ম চাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা।
  • বিশ্রাম নেওয়ার জন্য ,
  • কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
ইসলামিক মোটিভেশনাল উক্তি
  • আমরা শুধু সামনের দিকেই এগিয়ে যেতে পারি ,
  • আমরা নতুন দরজা খুলতে পারি ,
  • নতুন আবিষ্কার করতে পারি –
  • কারণ আমরা কৌতুহলী।
  • আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
 
 
  • জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত।
  • ভগবান আমাদের প্রতিটি মানুষকে কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন।
  • তুমি সেটি কখনো জানতেও পারবে না।
  • যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।
 
 
  • আমাদের জ্ঞান, দয়া ,মায়া, এবং সাহস – 
  • এই  জিনিস  গুলো ,মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ।
 
 
  • যদি কোনও লক্ষ্য অর্জন করা অসম্ভব বলে মনে হয়।
  • তবুও লক্ষ্য বদল করবে না।
  • কারণ তার বদলে –
  • সে লক্ষ্যের অর্জনের জন্য কৌশল বদলা  যাতে পারে।
 
 
  • যে কোনো কাজ মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে। 
  • কিন্তু সে কাজের জন্য অভ্যাস পরিবর্তন করে ,
  • তুমি সামনে  এগিয়ে যাবে।
 
 
  • একজন মানুষের অর্জন কত বড়।
  • তা বুঝতে হলে ,অর্জনের পথে এসে বোঝা যাবে।
  • সে  তার জীবনে কত বড় বাধা পার করেছে।
মোটিভেশনাল পোস্ট 
 
  • যদি সফল হওয়ার ,সত্যিকার ইচ্ছা থাকলে।  
  • ব্যর্থতা কখনও আমাকে হতাশ করতে পারবে না।
 
 
  • জীবন হোক কর্মময়,
  • নিরন্তর ছুটে চলা মতো।
  • চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো -কবর পড়েই আছে।
 
 
  • সফল মানুষেরা কাজ করে যায়।
  • তারা ভুল করে, ভুল শোধরায় –
  • কিন্তু কখনও হাল ছাড়ে না।
 
 
  • নিজের প্রতি বিশ্বাস রাখো …
  • নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো,নিজের শক্তির ওপর বিনয়ী হও ,
  • কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না।
 
 
  • একজন মানুষ ,অন্য একজন মানুষের নামে …….
  • তোমার কাছে কিছু বললে -তাতে কান দিও না।
  • সব কিছু নিজের হাতে যাচাই করো ,তারপরে কিছু বলো।
 
 
  • যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি ,আমি চেষ্টা করে যাব।
  • কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি।
  • আমি যদি যথেষ্ঠ চেষ্টা করি, আমি জিতবই ,আমি সফল হবই।
 
 
  • বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না ……..
  • কারণ – তারা লক্ষ্য নিয়ে ঠিকমত পরিকল্পনা করে না।
  • এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না।
  •  বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় ,এবং কিভাবে পৌঁছাতে পারবে।
 
 
ধন্যবাদ 🙏💕
 
 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

3 thoughts on “মোটিভেশনাল কিছু উক্তি,Most Powerful Motivational Bengali Quotes”

  1. I have been surfing online greater than 3 hours as of late, but I never found any fascinating article like yours. It’s pretty price sufficient for me. Personally, if all webmasters and bloggers made excellent content material as you probably did, the net can be much more useful than ever before.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top