মেয়েদের কষ্টের কথা, মেয়েরা আসলেই লোভী – কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর ..কারণ – সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায়না। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী …কারণ – তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয়না। মেয়েরা আসলেই অভিনেত্রী …কারণ – তারা নিজের ভালোবাসাকে বলী দিয়ে ! শুধু পরিবারের কথা ভেবে সারাজীবন সুখে থাকার অভিনয় করে।
তুমি নারী তোমাকে পড়তেই হবে !
তাই হাপিয়ে গেলেও থামা যাবে না !
– কারণ তুমি নারী
মাঝপথে কারো হাত ছাড়া যাবে না !
– কারণ তুমি নারী
সমাজে কোন নিয়ম ভাঙ্গা যাবে না !
– কারণ তুমি নারী
কষ্ট হলেও কাজ করতে হবে !
– কারণ তুমি নারী
নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে !
– কারণ তুমি নারী
মেয়েদের জীবনের কষ্টের গল্প
মেয়েরা বেশিরভাগ সময়ে কাঁদে –
কখনো কারণে – তো কখনো অকারণে !
কখনো নিজের জন্য – তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য !
আবার কখনো নিজের, আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য !

মেয়েদের জীবনটা হল একটা মোমবাতির মতো।
অপরকে আলোকিত করতে গিয়ে !
নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়।
তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না !
বিয়ের পর সকলেই জানতে চায় !
মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে ?
কিন্তু ভুলেও কেউ জানতে চায় না !
মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে ?
meyeder jiboner koster kotha
১) বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি।
২) চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী।
৩) কথা কম বললে ভাব নিয়ে থাকে।
৪) বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল।
৫) বিয়ে নিয়ে বাবা-মায়ের চেয়ে পাড়া-প্রতিবেশীরা বেশি চিন্তিত।
৬) এত লেখাপড়ার কি দরকার ? লেখাপড়া করে জীবনে কে কি করেছে ? মেয়ে কে বিয়ে দিয়ে দিন সংসারী হবে।
৭) সাধারন ভাবে চলাফেরা করলে মেয়েটা ক্ষ্যাত।
৮) বেশি সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে।
৯) একটু রোগা হলে বলবে বাবা-মা’য় মনে হয় – কিছুই খাওয়ায় না।
১০) মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না। আজকাল কার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না।
পরিশেষে – মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে, অচেনা কোন একজনকে বিয়ে করা।
বিয়ের পর – ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাটো, ঠিক করে চলো, লোকে কি বলবে – সমাজ কি বলবে, পাশের বাসার আন্টিরা কি বলবে, পাড়া-প্রতিবেশীরা কি বলবে এসব শুনতে শুনতে জীবনটা কেটে যায় !
* মেয়েদের জীবনের কষ্ট / মেয়েদের কষ্টের কথা
মেয়েদের জীবন- বড়োই অদ্ভুত,
– মেনে নিতে নিতে –
আর মানিয়ে চলতে চলতে – জীবন শেষ !!

Meyeder jibon…
একটি মেয়ে সব সময়ই অসহায়,
কখনো তার পরিবারের কাছে,
কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে,
আবার তার ভালোবাসার কাছেও।
একটা মেয়ে, তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের
জন্যে বেঁচে থাকে,
জন্মের পর বাবা মায়ের জন্যে,
বিয়ের পর স্বামীর জন্যে,
সন্তান হওয়ার পর সন্তানের জন্যে,
আসলে মেয়েদের নিজের জীবনের কোন
চাওয়া পাওয়া থাকে না।
Read More – মেয়েদের জীবনের বাস্তব কথা – Some real things life of girls
আমি গর্বিত নারী –
হাঁপিয়ে গেলেও থামা যাবে না !
– কারণ তুমি নারী !
মাঝপথে কারোর হাঁত ছাড়া যাবে না !
– কারণ তুমি নারী
সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না !
– কারণ তুমি নারী
একবারের বেশী ভালোবাসা যাবে না !
– কারণ তুমি নারী
কষ্ট হলেও কাজ করতে হবে !
– কারণ তুমি নারী
নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে !
– কারণ তুমি নারী –
নিজেকে প্রমাণ করতে হবে !
– কারণ তুমি নারী –
পুরুষকে খুশি করাতে হবে !
– কারণ তুমি নারী –
এতো বাধা সত্ত্বে ও আমি গর্বিত আমি একজন নারী।
Read More – ছেলেদের কষ্টের কথা – Real Thinks About Boy

নারী তুমি সত্যিই মহান / মেয়েদের জীবন
নারী তুমি সত্যিই মহান
জন্মের পরই কান ফুটো, নাক ফুটো করার মতো যন্ত্রনা,
কয়েক বছরের মধ্যেই শারীরিক যন্ত্রণা,
যার মেয়াদ কাল বার্ধক্য পর্যন্ত।
পরিবার ছেড়ে যাবার যন্ত্রনা,
নিজের স্বপ্নকে মেরে ফেলে –
সন্তানের স্বপ্নকে পূরণ করা, যেখানে নারীর এতো সহ্য ক্ষমতা,
সেখানে ক্ষমতায় পুরুষ সিংহ হয় কিভাবে !
Read More – মেয়েদের জীবনের বাস্তবতা
বিয়ের পরই মেয়েরা বুঝতে পারে –
বাবার বাড়ীতে তার গুরুত্ব অনেক ছিল,
বিয়ের পর গুরুত্বহীন হয়ে গেছে !
Read More – মেয়েদের জীবনের কষ্ট | Meyeder jiboner koster kotha
মেয়েদের কষ্টের কথা, মেয়েরা আসলেই লোভী – কথা উক্তি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। 🙏
As I website possessor I believe the content material here is rattling great, regards for your efforts.
Hello, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot of spam feedback? If so how do you reduce it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me mad so any assistance is very much appreciated.
Hey there I am so happy I found your web site, I really found you by accident, while I was researching on Bing for something else, Regardless I am here now and would just like to say thanks a lot for a fantastic post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to read it all at the moment but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the excellent work.