মাধ্যমিক পাশে ২৫ হাজার-পদে,GOOD NEWS BSF, AR, SSB, ITBP, CISF

মাধ্যমিক পাশে ২৫ হাজার পদে নিয়োগ SSC-র মাধ্যমে। আবেদন আজ থেকে শুরু 

মাধ্যমিক পাশে ২৫ হাজার-পদে নিয়োগ SSC-র মাধ্যমে – মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে। সারাদেশ থেকে ২৫ হাজারেরও বেশি স্টাফ সিলেকশন কমিশন (SSC) মাধ্যমে, GD কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরীক্ষার মাধ্যমে – বিএসএফ(BSF), সিআরপিএফ(CRPF), আসাম রাইফেলে(Assam Rifles),সিআইএসএফ(CISF), আইটিবিপি(ITBP), এসএসবি(SSB), এনআইএ(NIA), এসএসএফ(SSF)

কীভাবে আবেদন করবেন ? যোগ্যতা কি কি থাকতে হবে ?  বয়স কত হতে হবে – নিচে সমস্ত তথ্য বিশদে দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –  GD কনস্টেবল পদের জন্য আবেদন করার –স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। 

বয়স সীমা হবে –

  • জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে – ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
  • আর তফসিলিতফসিলি উপজাতিদের ক্ষেত্রে – প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
  • সারাদেশ থেকে নিয়োগ করা হবে মোট ২৫,২৭১ টি পদে।
  • যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য শূন্যপদ ২২,৪২৪ টি রয়েছে
  • এবং মহিলা প্রার্থীদের জন্য শূন্যপদ ২৮৪৭ টি  রয়েছে।

যে সব পদে নিয়োগ করা হবে –

Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), Rifleman (GD) in Assam Rifles Examination, NIA and SSF

মোট শূন্যপদের বিবরণ –

  • BSF এ ৭৫৪৫ টি পদে নিয়োগ করা হবে।
  • CISF এ ৮৪৬৪ টি পদে নিয়োগ করা হবে।
  • Assam Rifles এ ৩৭৮৫ টি পদে নিয়োগ করা হবে।
  • SSB তে ৩৮০৬ টি পদে নিয়োগ করা হবে ।
  • ITBP তে ১৪৩১ টি পদে নিয়োগ করা হবে।
  • SSF এ ২৪০ টি পদে নিয়োগ করা হবে।
  • মাসিক বেতন হবে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

২৫ হাজার-পদে নিয়োগ SSC-র মাধ্যমে – মাধ্যমিক পাশ

যে পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে 

  • প্রথমে অনলাইন পরীক্ষা, শারীরিক যোগ্যতা এবং তারপর মেডিক্যাল টেস্টের মাধ্যমে।
  • মোট ১০০ নম্বরে পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়া হবে।
  • পরীক্ষার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট থাকবে।
  • তারপর শারীরিক যোগ্যতার যাচাইয়ের জন্য –  পুরুষ প্রার্থীদের ৫ কিমি দৌড়াতে হবে ২৪ মিনিটের সময়ের মধ্যে।
  • আর মহিলা প্রার্থীদের ১.৬ কিলোমিটার সাড়ে ৮ মিনিটের সময়ের মধ্যে।
  • তবে লাদাখ অঞ্চলে বসবাসকারী প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা পরীক্ষায় নির্দিষ্ট ছাড় রয়েছে।
  • বিস্তারিত শারীরিক যোগ্যতা সম্পর্কে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

SSC GD কনস্টেবল নিয়োগ মাধ্যমিক পাশে

আবেদন করার পদ্ধতি – সব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এ গিয়ে আবেদন করা যাবে। 

মাধ্যমিক পাশে ২৫ হাজার-পদে,GOOD NEWS BSF, AR, SSB, ITBP, CISF
মাধ্যমিক পাশে ২৫ হাজার-পদে

অনলাইনে আবেদন শুরু ও শেষ তারিখ – স্টাফ সিলেকশন কমিশন (SSC) মাধ্যমে

  • অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু জুলাই ১৭ তারিখ থেকে।
  • এবং আবেদন করার শেষ তারিখ ৩১ অগাস্ট, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে। 
  • আবেদন করার ফি জমা – ০২ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।
  • আর অফলাইনে আবেদন ভরার শেষ তারিখ ৭ সেপ্টেম্বর।
  • অফলাইনে আবেদন করার ফি জমা – ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।

আবেদন ফি –

  • আবেদন করার জন্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে।
  • আর SC/ST এবং মহিলা ক্ষেত্রে প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে না।
  • নিচের এই লিঙ্ক গুলিতে ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন।
  • বর্তমান করোনার কারনে বাহিরে না গিয়ে – নিজেই অনলাইন আবেদন করা যাবে।
  • এজন্য নিজের পুরা ডাটা দিতে হবে।
  • তারপর নিজেই অনলাইন আবেদন করা যাবে।
  • রেজিস্টার করার জন্য এই লিঙ্ক Register Now  👉 Click Here
  • অথবা এই লিঙ্কেও নিজেই লগইন করে – আবেদন করা যাবে ক্লিক করে  Login  👉 Click Here

মাধ্যমিক পাশে ২৫ হাজার-পদে নিয়োগ SSC-র মাধ্যমে। সারাদেশ থেকে ২৫ হাজারেরও বেশি স্টাফ সিলেকশন কমিশন (SSC) মাধ্যমে, GD কনস্টেবল পদে নিয়োগ করা হবে। স্টাফ সিলেকশন কমিশন (SSC) যে নোটিশ দেওয়া হয়েছে। তা এখানে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। 👉 Click Here

স্টাফ সিলেকশন কমিশন (SSC) নোটিশ দেওয়া হয়েছে। 👉 Click Here

  • ইচ্ছুক প্রাথীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত কেন্দ্র সরকারের চাকরির খবর জানতে সাথে থাকুন।
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “মাধ্যমিক পাশে ২৫ হাজার-পদে,GOOD NEWS BSF, AR, SSB, ITBP, CISF”

  1. Hi would you mind stating which blog platform you’re using? I’m planning to start my own blog soon but I’m having a difficult time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something unique. P.S Apologies for being off-topic but I had to ask!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top