জন্মদিন কথাটা ছোট চার অক্ষরের। কিন্তু এর মানে তা একটা বিশাল পৃথিবী। যা আমাদের প্রত্যেকের জীবনে জন্মদিন একটি বিশেষ দিন। এটা ছোট-বড় সবার কাছেই খুবই মূল্যবান। বর্তমান সময়ে জন্মদিনের উপহারের চেয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা অনেক বেশি মূল্যবান।
বর্তমান সময়ে কম বেশি সবাই ইন্টারনেট বা মোবাইল ব্যবহার করে। আর এই ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়।
অনেক সময় সামনে যা বলা বা প্রকাশ করা যায় না। সেটা হতে পারে – শুভ জন্মদিনের শুভেচ্ছা, বন্ধু – প্রেমিকের শুভেচ্ছা, বান্ধবী – প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা বা যে কোনো গুরুজনদের জন্মদিনের শুভেচ্ছা।
এজন্য আজকাল সবচেয়ে সহজ উপায়ে ও কম সময়ের, ম্যাসাজের মাধ্যমে শুভেচ্ছা জানানো। এতে বার্থডে অধিকারী ব্যক্তি ও শুভেচ্ছা প্রেরণকারী উভয়ে খুশি থাকেন।
শুভ জন্মদিন এর শুভেচ্ছা বার্তা
এই শুভেচ্ছা বার্তা এবং কবিতা আপনি খুব সহজেই Whatsapp অথবা SMS এর মাধ্যমে আপনার বন্ধু, বান্ধবী ও পরিবারের যেকোনো সদস্যকে পাঠাতে পারবেন।
জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিনের শুভেচ্ছা ছবি
বর্তমানে সময়ে প্রিয়জনের জন্মদিনে, তাকে সুন্দর উপহারের সাথে সাথে। একটি হৃদয়ে ছুয়ে যাওয়ার মতো, শুভেচ্ছা বার্তা পাঠানো একটা ট্রেডিশান হয়ে উঠেছে।
আজকের ব্যস্ততম সময়ে, হঠাৎ করে ভালো শুভেচ্ছা বার্তা মনে পরে না। তাই অনেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও এস এম এস ইন্টারনেটে সন্ধান করে।
সেই কথা মাথায় রেখে, কিছু সেরা জন্মদিনের শুভেচ্ছা নিয়ে এসেছি। আপনি নিচে দেওয়া বার্তা,শুভেচ্ছা ও ছবি গুলি। খুব সহজেই কপি ও ডাউনলোড করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন।
জন্মদিনের শুভেচ্ছা – আপনি আপনার প্রিয় মানুষকে ম্যাসেজ দিয়ে, তাদের মন জয় করে নিতে পারেন। সে আপনার যে কেউ হতে পারে, যেমন বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা আপনার পরিবারের যে কেউ হতে পারে।
আপনার বন্ধু বান্ধবের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস তুলে ধরা হলো।
জন্মদিনের কবিতা বন্ধুদের জন্য — বন্ধু, বান্ধবী বা আপনার ভালোবাসার মানুষের জন্মদিনে এই কবিতা গুলি শেয়ার করতে পারেন। জন্মদিন নিয়ে কবিতা গুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন।
নিচে জন্মদিনের শুভেচ্ছা বার্তাতুলে ধরা হয়েছে।
Happy Birthday Sms Bangla
জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিনের শুভেচ্ছা ছবি
তোমার জন্মদিনে সব কিছু শুরু হোক নতুন করে,
সুখের স্মৃতি গুলি থাকুক কাছে।
দুঃখ গুলি যাক দূরে।
**শুভ জন্মদিন
ভালো থাকিস বন্ধু…
সব সময় পাশে থাকিস।
জানিসই তো বন্ধু
আমি কেমন, তবুও কিন্তু আগলে রাখিস…
**শুভ জন্মদিন
বছর বছর আসুক ফিরে,এমন দিন –
হোক তোমার সব কিছু রঙিন।
জনম জনমের তরে –
এই শুভ জন্মদিনের বারে বারে।
থাকি না কেন যতই দূরে।
**শুভ জন্মদিন
শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন।
জন্মদিনে কি দিবো তোমায়,
ভালবাসা ছাড়া কি দেবো তোমায়।
A দিয়ে *আমি… B দিয়ে *বলতে… C দিয়ে *চাই…
D দিয়ে *দারুন.. E দিয়ে *একটা… F দিয়ে *ফাটাফাটি…
G দিয়ে *গোপন কথা…
H দিয়ে *হ্যাপি বার্থডে…
কারো ছুটির প্রিয় দিন
কারো রবিবার দিন
আমার শুধু প্রিয় একটা দিন
সেটা হলো তোমার জন্মদিন !
*Happy Birthday
আজ তোমার শুভ জন্মদিন,
তোমার জীবন হোক তোমার রঙ্গীন,
সুখ যেন না হয় বিলীন,
আর দুঃখ যেন না আসে কোনদিন ।
**শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা
শুভেচ্ছা ছবি
তোমার জন্মদিনে প্রার্থনা করি
তোমার ১২ মাস যেন আনেন্দর হয়।
৫২ সপ্তাহ যেন খুশির থাকে,
৩৬৫ দিন যেন তোমার সাফল্যে আসে।
এবং ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য থাকো।
আর ৫২৫৬০০ মিনিট সৌভাগ্যের … *Happy Birthday
জন্মদিনের শুভেচ্ছা বার্তা
এই ব্লগে যা যা পাবেন –
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব্যাক্তিদের,
সাম্প্রতিক খবর,
এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস
জন্মদিনের নতুন সকাল ,
নতুন দিন নতুন করে শুরু,
তা যেন না হয় শেষ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে,
তোমাকে পাঠালাম এই এস এম এস
*Happy Birthday
দেখতে দেখতে একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজও আছি
তোমার সাথে পথ চলায় সাথী,
প্রমিস করছি,থাকবো জনম জনমের সাথী।
**শুভ জন্মদিন
এই সুন্দরতম পৃথিবীতে, সুন্দরতম জীবন হোক তোমার।
পূরণ হোক প্রতিটি স্বপ্ন,প্রতিটি আশা তোমার।
আর বেঁচে থাকো হাজার বছর। *Happy Birthday
তোমার শুভ জন্মদিনে দিনে হয়ে ওঠো, আরো নবীন –
আজ তোমায় জানাই শুভ জন্মদিন !
তোমার এই শুভ জন্মদিনে, কি দেবো তোমায় উপহার,
বাংলায় নাও ভালবাসা, হিন্দিতে নাও পেয়ার
শুভ জন্মদিনের এই রাত –
তোমার জীবনে আসুক, সুখময় নতুন এক প্রভাত। *Happy Birthday
আজকের এই শুভ জন্মদিন –
তোমার জীবন হোক আরও স্বপ্ন রঙিন।
*শুভ জন্মদিনের শুভেচ্ছা
আজকের এই শুভ জন্মদিনের সময় –
শুভকামনা শুধু তোমার জন্য, আর কারো নয়।
তোমাকে জানাই শুভ জন্মদিন –
তোমার জন্য এই পৃথিবীটা হয়ে যাক রঙিন ।
আজ তোমার শুভ জন্মদিন –
জীবন হোক তোমার সাত মতো রঙিন ।
*শুভ জন্মদিন
জীবনে সুখ যেন না হয় বিলীন, আর দুঃখ যেন না আসে কোন দিন ।
তাই আজ তোমায় জানাই, শুভ শুভ শুভ জন্মদিন ।
*শুভ জন্মদিন
তোমার মুখের দিপ্ত হাসি,
তাই আজ ফুল ফুটেছে রাশি রাশি ।
হাজারো ফুলের মাঝে, গোলাপ যেমন হাসে –
ঠিক তেমনি করে, তোমার জীবন যেন, সুখের সাগরে ভাসে।
*Happy Birthday*
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
শুভ জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিনের শুভেচ্ছা ছবি
আমি জানি না বন্ধুত্বের সংজ্ঞা, কিন্তু আমি জানি তুই আমার প্রিয় বন্ধু।
আমার সবথেকে ভাল বন্ধু –
তাই তোকে জানাই শুভ জন্মদিন – প্রিয় বন্ধু।
বন্ধু আমি তোর মতো, না ভালো গল্প লিখতে পারি, না ছন্দ দিয়ে, কবিতা লিখতে পারি, না সুর দিয়ে গান গাইতে পারি, না সাহিত্য দিয়ে কথা বলতে পারি, না আবার ভালো ভাবে, কাউকে শুভেচ্ছা জানাতে পারি, তার পরও তোকে বেছন্দে, বে-সুরে;
তোকে জানাই জন্মদিনের শুভেচ্ছা
বন্ধু তোর এমন কিছু গুন আছে –
যার জন্য তুই সেরা।
আজকে তোর জন্মদিন –
তাই আমার কাছে, একটি বিশেষ দিন।
তোর জীবনে, সুন্দর কাটুক প্রতিটা দিন –
তোকে জানাই – শুভ জন্মদিন
বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন নিয়েবিখ্যাত কিছু উক্তি
ইশ্বর আমাদের জীবন উপহার দিয়েছেন;
নিজের জীবনকে ভালভাবে উপহার দেওয়ার বিষয়টি –
আমাদের উপর নির্ভর করে।
–ভোল্টায়ার
আপনার স্ত্রীর জন্মদিন মনে রাখার,
সেরা উপায় হলো এটি একবার ভুলে যাওয়া।
–ই জোসেফ কোসম্যান
উপহারের চেয়ে দানকারীকে বেশি ভালবাসি।
–ব্রিগহাম ইয়ং
কোনও ব্যক্তির জীবনে দুটি দুর্দান্ত দিন থাকে –
যেদিন আমরা জন্মগ্রহণ করি এবং যে দিনটি আমরা আবিষ্কার করি।
— উইলিয়াম বার্কলে
আপনি যদি আপনার সন্তানকে,
কেবল একটি উপহার দিতে পারেন, তবে তা উত্সাহ দিন।
— ব্রুস বার্টন
কাউকে আপনার সময় দেওয়া,
আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।
–ফ্রাঙ্কা পোটেন্তে
আপনি অন্যকে যে সবচেয়ে বড় উপহার দিতে পারেন,
তা হলো শর্তহীন ভালবাসা এবং গ্রহণযোগ্যতার উপহার।
–ব্রায়ান ট্রেসি
জন্মদিনের স্ট্যাটাস ও কবিতা বন্ধুদের জন্য
বন্ধু মনে পড়ে তোমার কথা,
মনে পরে বন্ধু একসাথে ছোট বেলায়, ঘুরে বেড়ানোর কথা।
বন্ধু মনে পড়ে ছোট বেলায়,
টিফিন ভাগাভাগির করে খাওয়ার কথা।
আর আজকে সেই বন্ধুর জন্মদিনে –
জানাই শুভ জন্মদিন।
আমি জানিনা মানুষ কতটা সৌভাগ্যবান হলে,
তোমার মতো বন্ধু পায়।
আমি যে সৌভাগ্যবান, এটাই তার বড় প্রমাণ।
*বন্ধু শুভ জন্মদিন
জন্মদিন নিয়ে কবিতা
জন্মদিন নিয়ে কবিতা ও শুভেচ্ছা জানিয়ে যা কিছু লেখা হয়। তা কারো জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা, ভালোবাসা,স্নেহ বা শুভেচ্ছা জানিয়ে। যা কিছু মনের কথা সাজিয়ে কবিতা লেখা হয়। তাকে জন্মদিনের কবিতা বলে। জন্মদিনের কবিতা মধ্যে ভালোবাসার উপস্থিতি বেশি থাকে। এক কথায় বলা যেতে পারে জন্মদিনে শুভেচ্ছা, মানে এক ধরণের ভালোবাসার বহিঃপ্রকাশ।
এসেছে জন্মদিন ১ বছর পরে,
প্রার্থনা করি মন ভরে,
সারা জীবন থেকো হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই হাসি মুখে।
গ্রহণ করো হৃদয় দিয়ে।
–শুভ জন্মদিন
best Happy Birthday Sms Bangla,জন্মদিনের শুভেচ্ছা বার্তা,এই সমন্ধে ভালো লাগলে। অবশ্যই আপনার প্রিয় জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সদাসর্বদাআমার বাংলারসাথে থাকুন।