এলাচের উপকারিতা কি কি ? Best Benifit Of Cardamom

Cardamom (এলাচের) উপকারিতা,গুনাগুণ ও অপকারিতা 

জানেন কি এলাচ খাওয়ার উপকারিতা কি কি – এলাচি এমন একটি মসলা যা মোটা মুটি সকলের রান্না ঘরে উপস্থিত থাকে। নানা রকমের খাদ্যে  মধ্যে সুগন্ধ ও স্বাদের জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এলাচ কে রান্না ঘরের রানী বলা হয়। এলাচ শুধু খাদ্যর  স্বাদ ও সুগন্ধই বাড়ায় না। 
 
 
তার সাথে এলাচের উপকারিতা রয়েছে অনেক। যা আমাদের শরীর  ও স্বাস্থ্যের  জন্য বেশ প্রয়োজন। এই সবুজ এলাচ  ভারত ,নেপাল,ভুটান ও ইন্দোনেশিয়া  এই দেশ গুলির মধ্যে বেশি চাষ হয়ে থাকে। এই সবুজ এলাচ  মিষ্টি বা নোনতা  কোনো স্বাদের  খাদ্যদের মধ্যে  ব্যবহার করতে পারেন পারেন। 
স্বাদ ও সুগন্ধের জন্য তরকারি ও  দুধের  যাবতীয় খাবারের সাথে  ব্যবহার করা হয়। 
 
 
 
এলাচ দেখতে ছোট হলেও, মশলা হিসাবে এলাচ গুনাগুণ ,সব  মশলার চেয়ে সেরা মশলা হিসাবে মানা হয়। এলাচ আমাদের দেশে সাধারণ  দুই রকমের  হয় – একটি হল সবুজ এলাচ ও অন্যটি হল কালো এলাচ। 
 
 
 
কালো এলাচের তুলনায়  সবুজ  এলাচের ব্যবহার বেশি হয়। সবুজ এলাচের চাষ ভারতে  প্রচুর পরিমানে হয়। এই সবুজ এলাচ আমাদের দেশে সব থেকে বেশি ব্যবহার  হয়। সবুজ এলাচ মিষ্টি কিম্বা নোনতা যে কোনো স্বাদের  খাদ্যেব্যবহার হয়।
 
 
এই সবুজ এলাচের অসাধারন সুগন্ধের  জন্য  তরকারিতে  ব্যবহার করা হয়। এছাড়াও  চা  ও কফিতে   স্বাদ বা  সুগন্ধের  জন্য ব্যবহার করে থাকি। 
 
 

কালো এলাচের উপকারিতা কি কি ?

 
 
এলাচের উপকারিতা কি কি ? Best Benifit Of Cardamom
কালো এলাচ
 
 
এই কালো এলাচ ভারতে প্রধানত ,উত্তর -পূর্ব রাজ্য গুলিতে  বেশি হয়। এছাড়াও -সিকিম ,পশ্চিমবঙ্গ ও  পূর্ব-হিমালয়ে  কালো এলাচের চাষ হয়ে থাকে। 
 
 
দেখতে একটু লম্বা ও বড় কালো রঙের হয়, এই কালো এলাচ ও তরকারিতে ব্যবহার করা হয়। কালো  এলাচ গরম মশলায়  বেশি ব্যবহার করা হয়। কালো এলাচ মাংসের তরকারি বা বিরিয়ানিতে  বেশি ব্যবহার করা হয়। 
 
 
 
এলাচ শুধু স্বাদ ও সুগন্ধের  জন্যই ব্যবহার হয় না। এই এলাচের ঔষধি গুণ ও অনেক রয়েছে। এই কালো এলাচে প্রচুর পরিমানে আয়রন ও ক্যাসিয়ামের  মতো উপাদান রয়েছে। 
 
 

এই এলাচের মধ্যে যে সমস্ত উপাদান থাকে –

 
এলাচের মধ্যে প্রয়োজনীয় খাদ্য পরিপোষক থাকে যেমন – ভিটামিন ও মাইক্রো -নিউট্রিয়েট মজুত থাকে। এছাড়াও নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন, থিয়ামিন, ভিটামিন –এ, ভিটামিন –সি, সোডিয়াম,পটাসিয়াম, ক্যালসিয়াম,আয়রন, ম্যাঙ্গানিজ  প্রভৃতি  উপাদান থাকে। 
 
তাই নিয়মিত প্রতিদিন একটি বা দুটি করে এলাচ খেলে, অনেক সমস্যা বা রোগ থেকে দূরে থাকা  সম্ভব। 
 
 

এলাচের উপকারিতা ও গুনাগুণ

 
  • প্রতিদিন এলাচ খাওয়ার বিস্ময়কর উপকারিতা রয়েছে।
  • আদা বা এলাচ যে কোনোটাই  হোক।
  • আদার মতোই এলাচ পেটের নানা সমস্যা দূর করে। 
 
 
  • এলাচের বহুগুণ স্বাস্থ্য উপকারিতা – হজমের সমস্যা থেকে মুক্তি পেতে এলাচ ভালো কাজ করে। 
  • এছাড়াও বুকের জ্বালাপোড়া, বমি বমি ভাব, পেটফাঁপা ও এসিডিটির মতো সমস্যা দূর করে। 
 
 
 
  • ক্যান্সার –গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ খেলে  ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। 
  • প্রাকৃতিক ভাবে  ক্যান্সার চিকিৎসা করতে এলাচের কোনো জুড়ি নেই।
  • এই জন্য ক্যান্সার প্রতিরোধে নিয়মিত এলাচ খাওয়া উচিত। 
 
 
  • এলাচ তেল ব্যবহার করলে,
  • মাথা ব্যাথা থেকে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। 
 

উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে – এলাচের উপকারিতা কি কি ?

  • যারা উচ্চ রক্তচাপে ভোগেন ,তাদের জন্য এলাচ উপকারী ঔষধ হিসাবে কাজ করে। 
  • কালো এলাচ হার্টকে সুস্থ রাখে ,রক্তচাপ ও ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  • এছাড়াও রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। 
 
 
 
  • রক্তনালিতে রক্ত জমে যাওয়ার সমস্যা অনেকে ভুগে থাকেন। 
  • এলাচ রক্ত পাতলা করার জন্য দারুন কাজ করে। 
  • নিয়মিত এলাচ খেলে রক্ত জমে যাওয়া সমস্যা থেকে ও রক্তের ঘনত্ব সঠিক রাখতে ভালো কাজ করে।
 
 
  • শরীরের ক্ষতিকর  ব্যাকটেরিয়া দূর করে –এলাচের একটি ভেষজ গুণ সম্পন্ন উপাদান। 
  • এটি শরীরের ভিতরে ফাঙ্গাল ,ভাইরাস,ব্যাকটেরিয়া দূর করে শরীরকে সুস্থ রাখতে  সাহায্য করে। 
 
 
  • এন্টিঅক্সিডেন উপাদান ত্বকের বয়সের ছাপ, রিংকেল ইত্যাদি পড়তে বাঁধা প্রদান করে এলাচ।
  • ত্বকের ক্ষতি পূরণেও এলাচ বেশ সহায়ক। 
 
 
  • খিদে বাড়াতে সাহায্য করে এলাচ।
  • এলাচের তেল ব্যবহার করলে, খাওয়ার  প্রতি ইচ্ছা ও ক্ষুধা দুটোই বাড়ে।
  • যারা খাওয়ার অনিচ্ছায় ভুগে থাকেন, তাদের জন্য এলাচ  ভালো কাজ করে।  
 
 
  • শ্বাস -প্রশ্বাস জনিত সমস্যা ,-
  • হুপিং কাশি ,ফুসফুস সংক্রমণ ও এজমার মতো সমস্যায় ভুগে থাকেন ,তাদের জন্য এলাচ খুবই উপকারী। 
 
 
  • এলাচ অনুভূতি নাশক ও অস্থিরতা  প্রশমিত করতে সাহায্য করে। 
  • প্রতিদিন খাবার পর  একটি করে এলাচ খাওয়ার অভ্যাস করতে পারেন।
  • ফলে  পেটের  সমস্যা  এবং হজমের সমস্যা  হয় না।
  • গ্যাসের সম্ভাবনা কমায় ও হজমের শক্তি  বাড়ায়।
  • সম্ভব হলে প্রতিদিন একটি এলাচ থেতলে  হালকা গরম জলে খেতে পারেন। 

Cardamom (এলাচের) স্বাস্থ্য উপকারিতা

 
  • দেহের ক্ষতিকর  টক্সিন  দূর করতে এলাচ ভালো কাজ করে।
  • এলাচে ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কার করতে  সাহায্য করে। 
 
 
 
  • রক্তস্বল্পতা দূর করতে –এক বা দুই  চিমটি এলাচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে নিন। অল্প পরিমানে  চিনি মিশিয়ে নিতে পারেন। এভাবে প্রতিদিন রাতে পান করুন -ফলে রক্তস্বল্পতা ও  দুর্বলতা দূর করতে  ভালো কাজ করে। 
 
 
  • ঠোঁটের জন্য ভালো কাজ করে –আমরা ঠোঁটেরজন্য নানা রকমের বাম ,গ্লস  ব্যবহার করে থাকি। কিন্তু  আমরা বাড়িতে বসে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারি। 
 
 
  • প্যাক বানাতে – এলাচের গুঁড়ো ,অলিভ অয়েল এবং এলোভেরা জেল মিশিয়ে  নিন।
  • এই প্যাক প্রতিদিন  ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • এভাবে লাগালে ফলাফল নিজেরাই  বুঝতে পারবেন। 
 
 
 
  • হৃদস্পন্দন ঠিকরাখে – প্রতিদিন খাবারের সাথে এলাচ যুক্ত করুন  অথবা এলাচের চা পান করুন।
  • এতে আপনার হার্টকে সুস্থ  রাখার পাশা পাশি  হার্ট বিট স্বাভাবিক রাখতে সাহায্য করে।
  • রক্ত চাপ নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত এলাচের চা  ব্যবহার করতে পারেন। 
 
 
  • মনের বিষন্নতা  দূর করতে – গরম জলে এলাচের গুঁড়ো  মধু দিয়ে চা বানিয়ে  খেলে মনের বিষন্নতা দূর হয়। 
 
 
  • মুখের দুর্গন্ধ দূর করতে – মুখের দুর্গন্ধ,মাড়ি  দিয়ে রক্তপাত বা দাঁত ক্ষয়  হওয়ার মতো সমস্যা থাকলে। কালো এলাচের মধ্যে এক রকম ধূমপায়ী স্বাদ  রয়েছে। কালো এলাচ মুখে নিয়ে  চিবিয়ে  খেতে পারেন। 
 
 
  • দাঁতের সুরক্ষার  ও তরতাজা নিঃশাসের জন্য – একটু জিরা,এলাচ ও মৌরি মিশিয়ে  পেস্ট বানিয়ে  দাঁত মাজলে খুব তারা তারই ভালো ফল পাওয়া যায়।
 
 
  • কেননা এলাচের তেল মুখের সমস্যা দূর করতে ঔষধের কাজ করে। ফলে এলাচকে মাউথ ফ্রেসার হিসাবে ব্যবহার করা যেতে পারে। 
 
 
  • হেঁচকি থেকে রেহাই –শরীরের মাংস পেশীশান্ত  করতে এলাচের উপকার পাওয়া যায়।
  • এক কাপ গরম জলে এক চামস এলাচ মিশিয়ে ১৫ মিনিট রেখে।
  • সেটি আস্তে আস্তে পান করুন। 
 
 
  • কালো এলাচ ঠান্ডা ও কফজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।
  • এই কালো এলাচের এন্টিসেপটিক সমৃদ্ধ বীজ থেকে পাওয়া তেল,গলা ব্যাথা সারাতে ভালো কাজ করে। 

অপকারিতা এলাচের

  • কিছুটা ভাবতে অবাক লাগে,এলাচের এত কিছু উপকার থাকার পরও  অপকার রয়েছে।
  • যদি এগুলো জানা থাকে ,তবে  এই সমস্ত  অপকার থেকে  এড়াতে পারবো। 
 

গর্ভাবস্থায় বা যে মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান 

  • গর্ভাবস্থার সময় ও শিশুদের স্তন্য পান করানোর সময়, কালীন এলাচ ব্যবহার না করা ভালো।
  • এলাচ ব্যবহার করার ফলে  শরীর গরম হতে পারে ,এতে মা ও বাচ্চার ক্ষতি হতে পারে। 
 
  • মাঝে মধ্যে একটু আধটু খেতে পারেন।
  • তবে নিয়মিত ব্যবহার করবেন না।
  • এতে উপকারের চেয়ে অপকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • এছাড়াও এলাচ  স্তনের দুধ  উৎপন্ন  করতেও  বাধা দিতে পারে।
 
 
 
  • গবেষণায় দেখা গেছে গলব্লাডারে পাথর থাকলে – এলাচ ক্ষতি করতে পারে।
  • যদি  কারও  গলব্লাডারে  পাথর ধরা পড়েছে ,
  • তারা  এলাচ থেকে ,দূরে থাকুন।
  • এলাচের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা পাথর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 
 
 
  • এরকম এলাচের উপকারিতা কি কি ? Best Benifit Of Cardamom সমন্ধে জেনে বা উপকৃত হলে।
  • শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
  • আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 
  • নতুন নতুন আপডেট পেতে আমার বাংলার  সাথে থাকুন।  
  • ভালো থাকুন সুস্থ থাকুন 
 
 
ধন্যবাদ  🙏💕
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

2 thoughts on “এলাচের উপকারিতা কি কি ? Best Benifit Of Cardamom”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top