আম্বেদকর জয়ন্তী ২০২১ || Bhimrao Ambedkar

 

ভারতরত্ন ডঃ বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর ১৩০ তম জন্মবার্ষিকী 2021 (আম্বেদকর জয়ন্তী) 

 
 
  • আম্বেদকর জয়ন্তী ২০২১ (Bhimrao Ambedkar) ডঃ বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর বা
  • ভীমরাও রামজি আম্বেদকর নামেও পরিচিত। 
  • ভীমরাও রামজি আম্বেদকর ১৮৯১ সালে ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন।
 
  • Babasaheb Dr. Ambedkar-( 14 এপ্রিল 1891 – 6 ডিসেম্বর 1956) 
  • বাবাসাহেব ডঃ আম্বেদকর ভারতীয় বিখ্যাত আইনজ্ঞ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং 
  • সমাজ সংস্কারক, তিনি দলিত বৌদ্ধ আন্দোলন ও সামাজিক বিরুদ্ধে প্রচার শুরু করেন।
  • অবিচার ও দলিত সম্প্রদায়ের সদস্যদের বৈষম্যের বিরুদ্ধে দ্ব্যর্থহীন বক্তব্য দিয়েছিলেন।
 
  • তিনি ব্রিটিশ ভারতের ছিলেন, শ্রম মন্ত্রীর ভাইসরয়ের কার্য নির্বাহী পরিষদের একজন সদস্য। 
  • ডঃ বি আর আম্বেদকর সংবিধান ড্র্যাফ্টিং কমিটি, স্বাধীন ভারতের প্রথম আইন এবং বিচার মন্ত্রী। 

ভীমরাও আম্বেদকর সংক্ষিপ্ত জীবনী (আম্বেদকর জয়ন্তী)

ভীমরাও রামজি আম্বেদকর জয়ন্তী ২০২১ || Bhimrao Ambedkar
Bhimrao Ambedkar phato

 

  • ভীমরাও রামজি আম্বেডকর ছিলেন এক বিরাট শিক্ষার্থী। 
  • ভীমরাও আম্বেদকর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট অর্জন করেছিলেন। 
  • এছাড়াও  আইন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার জন্য পন্ডিত হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

 

ভীমরাও আম্বেদকর ( bhimrao ambedkar ) প্রথম কেরিয়ারে তিনি অর্থনীতিবিদ, অধ্যাপক এবং আইনজীবিহিসাবে কাজ করেছিলেন। এছাড়াও  তাঁর পরবর্তী জীবনে রাজনৈতিক কর্মকাণ্ড দ্বারা বিশেষ ভাবে চিহ্নিত হয়েছিলেন।
  •  তিনি স্বাধীন ভারতের , জার্নাল প্রকাশ, রাজনৈতিক অধিকার এবং দলিতদের সামাজিক স্বাধীনতার পক্ষে এবং
  • ভারত রাষ্ট্রপ্রতিষ্ঠার অবদানের জন্য প্রচার ও আলোচনায় জড়িত ছিলেন। 
  • ১৯৫৬ সালে ডঃ ভীমরাও রামজি আম্বেদকর প্রথম বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হয়ে
  • দলিতদের গণ ধর্মান্তরের সূচনা করেছিলেন। 
  • ভারতে নব বৌদ্ধ আন্দোলনের অগ্রদূত ছিলেন ভীমরাও আম্বেদকর।

ডঃ বি. আর. আম্বেদকর এর শৈশব জীবনী

ভীমরাও রামজি আম্বেদকর জয়ন্তী ২০২১ || Bhimrao Ambedkar
Bhimrao Ambedkar phato

 

 
ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর এর  জন্ম ১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্য প্রদেশে সামরিক সেনানিবাসে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমান সময়ে  সরকারী ভাবে ডাঃ আম্বেদকর নগর নামে পরিচিত শহরে। 
 
 
ভীমরাও রামজি আম্বেদকর বাবা সেনানিবাসে সুবেদার পদে চাকরি করতেন।  আম্বেদকর এক মহারে জন্মগ্রহণ করেছিলেন। এই বর্ণকে অস্পৃশ্য হিসাবে বিবেচিত হয়েছিল এবং আর্থ-সামাজিক বৈষম্যেতার শিকার হতে হয়েছিল।
 
 
ভীমরাও রামজি আম্বেদকর – পূর্বপুরুষ গণ, দীর্ঘ দিন কাজ করেছেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ভারতীয় আর্মি MHOW সেনানিবাসে। 
 
 
সেই সময় যদিও  স্কুলে পড়াশোনা করেছিলেন। তখন ওই সময় আম্বেদকর এবং অন্যান্য  শিশুদের আলাদা করে দেওয়া হয়েছিল অস্পৃশ্যতার কারনে। অস্পৃশ্যতার জন্য শিক্ষকরা তাদের কম সহায়তা করতেন। এছাড়াও তাদের ক্লাসের ভিতরে বসতে দেওয়া হতো না।
 
 
 
যদি জল খাওয়ার দরকার হতো, উচ্চ বর্ণের কেউ জল দিতো না। শুধু তাই না – সেই জল বা জলের পাত্রটিও স্পর্শ করতে দেওয়া হতো না। সাধারণত যুবক আম্বেদকারের জন্য, স্কুলের পিয়নকে দিয়ে জল পান করানো হত। 
 
 
সেই সময় যদি পিয়ন না থাকতো, তবে তাকে জল ছাড়াই থাকতে হয়েছিল। পরবর্তীতে  তিনি তাঁর লেখায় বর্ণনা করে ছিলেন “নো পিওন, নো ওয়াটার”
 এছাড়াও ইস্কুলে বসার জন্য বস্তা বাড়িতে নিয়ে যেতে হতো। এবং তাকে বস্তার উপর বসতে হয়েছিল। 
 
 
 
ভীমরাও রামজি আম্বেদকর গরীব “মহর” পরিবারে  জন্ম গ্রহণ করেন। আম্বেদকর প্রায় সারাটা জীবন সামাজিক বৈষম্যতার সম্মুখীন হতে হয়েছে। তাতে কিন্তু কোনো সময় ডঃ ভীমরাও রামজি আম্বেদকর বিরক্ত ছিলেন না।
 
আম্বেদকর জয়ন্তী ২০২১ – ডাক্তার বি আর আম্বেদরের (Bhimrao Ambedkar) ১৩০ তম জন্ম জয়ন্তী দিবস উপলক্ষ্যে ১৪ ই এপ্রিল সরকারি ছুটির দিন হিসাবে কেন্দ্র সরকার ঘোষণা করে। 
বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর মারা যান। ১৯৯০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন মরণোত্তত্তর আম্বেদকরকে ভূষিত করা হয়। 
 
 

ডাঃ বিআর আম্বেদকের জন্মদিন উপলক্ষে ১৪ই এপ্রিল, ২০২১ এপ্রিল বুধবারকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারী বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

 

১৪ ই এপ্রিল ২০২১ বুধবার, ডঃ বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর জন্মদিনের কারণে, ভারতের  শিল্প প্রতিষ্ঠানের সকল কেন্দ্রীয় অফিস গুলিতে, আলোচনা সাপেক্ষে আইনের ধারা 25 এর অধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ১৪ ই এপ্রিল দিনটি সরকারি ছুটি হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।

 আম্বেদকারের উত্তরা ধিকারে জনপ্রিয় সংস্কৃতিতে অসংখ্য স্মৃতিচিহ্ন এবং চিত্র রয়েছে। ডাক্তার বি. আর. আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি রয়েছে দেখার জন্য। 

ডঃ বি আর আম্বেদকর বিখ্যাত উক্তি

 

ডঃ বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর ১৩০ তম জয়ন্তী দিবসে, তার লেখা কিছু বিখ্যাত উক্তি নিচে তুলে ধরা হলো আশা করি উক্তি গুলি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন।


(১০)
গণতন্ত্র শুধুমাত্র একটা সরকার গঠনের হাতিয়ার নয়। এর অন্যতম ভূমিকা হলো,বিভিন্ন ভাবনা একই সাথে সহাবস্থান,একে অপরের প্রতি মর্যাদা ও সম্ভ্রমন প্রদর্শন। 
— ভীমরাও আম্বেদকর 

(৯)
একটা সফল বিপ্লবের  পিছনে, অসন্তোষ থাকাটা সব কিছু নয়। দরকার বিচারের, সদর্থক প্রয়োগ। এবং সেই সাথে দরকার রাজনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষা। 
— ডঃ বি. আর. আম্বেদকর 

(৮)

 

একজন মহামানব একজন বিখ্যাত মানুষ থেকে আলাদা এবং তিনি সমাজের চাকর বৃত্তি করার জন্য তৈরি থাকেন। 
ভীমরাও রামজি আম্বেডকর 

(৭)
আমি যদি দেখি যে সংবিধানের অপব্যবহার হচ্ছে।
তাহলে আমি সবার আগে – তা জ্বালিয়ে দেব।
— bhimrao ambedkar

 

(৬)
আইন ও শৃঙ্খলা হলো রাজনীতির ঔষধ। যখন  অসুস্থ হয়ে পরে, তখন সেখানে ঔষধ প্রয়োগ করাটা প্রয়োজন। 

— ভীমরাও রামজি আম্বেদকর 
(৫)
আমরা ভারতীয়, প্রথম এবং শেষ পর্যন্ত। 
— বি আর আম্বেদকর

(৪)
জীবন দীর্ঘ সময়ের চেয়ে দুর্দান্ত হওয়া উচিত। 
— বি আর আম্বেদকর

(৩)
আমি এমন ধর্ম পছন্দ করি যা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। 
— বি আর আম্বেদকর
 
(২)
স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটি নিকটতম বন্ধুদের মধ্যে হওয়া উচিত। 
— বি আর আম্বেদকর

(১)
আমরা যদি সংহত একীভূত আধুনিক ভারত রাখতে চাই তবে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের সার্বভৌমত্বের অবসান ঘটাতে হবে। 
— বি আর আম্বেদকর

 

বি আর আম্বেদকর

বা ভীমরাও রামজি আম্বেদকর জয়ন্তী ২০২১ || Bhimrao Ambedkar সমন্ধে ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 
 
 
 
আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। সদাসর্বদা আমার বাংলার সাথে থাকুন। 
 
 
ধন্যবাদ 🙏🙏🙏
 
 
 
 
 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

6 thoughts on “আম্বেদকর জয়ন্তী ২০২১ || Bhimrao Ambedkar”

  1. Simply want to say your article is as surprising. The clarity for your post is just great and that i can think you are
    an expert in this subject. Well along with your permission allow me to seize your RSS feed
    to stay up to date with approaching post. Thanks one million and please carry on the gratifying work.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top