Womens Day Quotes and Massage In Bengali – প্রত্যেকটি পরিবারের নারীই হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা সহযোগ ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই নারী দিবসে পৃথিবীর প্রত্যেক নারীকে অনেক অনেক শুভেচ্ছা।
বর্তমান সময়ে সারা বিশ্বের নারী,কাজ করেন এবং ঘরে ও বাইরে দুই সামাল দেন।
৮ মার্চ দিন তাঁদেরকে সম্মান জানাতে এই দিনটি সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয় (Happy Womens day quotes)।
নারী দিবস পালনের ইতিহাস – সর্বপ্রথম এটি আমেরিকায় পালিত হয় ১৯০৯ সালে ২৮ শে ফেব্রুয়ারি। পরে এই দিনটি আটই (৮) মার্চ এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একজন নারী কখনো সে – জননী, কখনো সে – ভগিনী আবার কখনো সে – প্রেয়সী।
নারী হলো বংশধারার চালিকা শক্তির – বীরাঙ্গনা। এই নারীর গর্ভেই নারী পুরুষ সকলেরই জন্ম।
এই নারী কখনো সে – মমতাময়ী, কখনো সে – প্রতিবাদিনী, কখনো সে – প্রেরনা দায়িনী, আবার কখনো সে প্রেমদায়িনী।
আবার এই নারীই সমাজের নির্যাতিতা, নিপিড়ীতা, শোষিত, বঞ্চিত,কলঙ্কিনী, অবলা।
নারীদের নিয়ে সমাজে প্রচলিত গান, কবিতা, গল্প, ছড়া, কাহিনী, রূপকথা, উপকথার শেষ নেই।
সমাজের চিন্তার কেন্দ্রবিন্দুতে নারীর অবস্থান এক কথায় বলে শেষ করা যাবে না।
প্রাচীন কাল থেকে বহু বিখ্যাত ব্যক্তির চিন্তায় ও চেতনার বড় অংশ জুড়ে রয়েছে নারীর অবস্থান।
তাই নারী দিবসে, নারীকে নিয়ে কিছু বিখ্যাত উক্তি, নারীকে নিয়ে বিখ্যাত বাণী নিয়ে আজকের বিষয়।
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা – নারী দিবস (Womens Day Quotes and Massage In Bengali)
আমাদের দেশে প্রচীলকাল থেকেই নারীকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়।
নারীর রূপ আর গুন নারীকে করে তোলে, এক সুন্দরী গুণবতী পরিপূর্ণ নারী।
কম বেশি নারীর গুণের ও রূপের প্রশংসা বর্ণনা আমরা সবাই করে থাকি।
নারীর রূপের বর্ণনা – নারীর রূপমাধুরী ও সৌন্ধর্য্য লাবণ্য নারীর কাছে গর্ব।
বিধাতা নারীর রূপ-যৌবন সৃষ্টি করেছে কেবলমাত্র তার স্বামীর জন্য।
স্বামীকে সে-রূপ উপহার না দিতে পারলে, নারীর কোন মূল্যই থাকে না।
এই রূপ-যৌবন স্বামীকে উপহার দিয়ে কত যে আনন্দ, সেটা তো একমাত্র নারীরাই জানে।
সুন্দর অঙ্গের উপর অঙ্গরাগ দিয়ে, আরো মনোহারী আকর্ষণ ও লোভনীয় করে।
স্বামীকে উপহার দিয়ে দাম্পত্য জীবনে উভয়েই পরমানন্দ ও প্রকৃত দাম্পত্য-সুখ লুটতে পারে এই সংসারে।
মনে রাখা উচিত অঙ্গ যার জন্য নিবেদিত, অঙ্গরাগও তার জন্যই নির্দিষ্ট থাকা উচিত।
জীবনে সুখ শান্তি বজায় রাখতে – স্বামী ব্যতীত অন্য কারো জন্য অঙ্গসজ্জা ও প্রদর্শন করা উচিত নয়।
নারী নিয়ে কিছু কথা – ভগবান সব মানুষকে একই ভাবে তৈরি করেছেন।
তবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য হলো, নারীদের মধ্যে রয়েছে অসীম সহ্যশক্তি।
এর জন্যই তারা নতুন প্রজন্মকে পৃথিবীতে আনতে পারে। নারীদের স্বভাব চরিত্র মাতৃসুলভ হয়।
এদের মধ্যে দয়া, মায়া, মিষ্টতা সবকিছুই বিরাজমান থাকে।
এছাড়াও এদের মধ্যে আছে সহিষ্ণুতা, এইসব গুণের কারণেই কোন বাড়ি বা সংসার নারী ছাড়া সম্পূর্ণ হতে পারে না।
👉 লোকে বলে মেয়েদের কোন বাড়ি হয় না। কিন্তু বাস্তবে সত্যি কথা হলো – নারী ছাড়া কোন বাড়ি সম্পন্ন হয় না।
মেয়েদের জীবনের কষ্টের কথা – আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে, মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো।
কারণ – একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে।
এমনকি নিজের ইচ্ছে মতো চলতে পারে না।
একটু ভেবে দেখুন মেয়েদের জীবনের বাস্তব কথা – মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে।
কখনো সে – পরিবারের কাছে, কখনো সে – স্বপ্নের কাছে, কখনো সে – ভালোবাসার মানুষের কাছে, কখনো সে – সমাজের কাছে,কখনো সে – নিজের ইচ্ছের কাছে।
বিশ্ব নারী দিবসের অভিনন্দন বার্তা (Women’s Day Wishes In Bengali)
নারীরা সবসময় পরিবার ও সমাজের অনুপ্রেরণার উৎস। প্রত্যেক নারীকে দিবসের শুভেচ্ছা !
তোমার মতো নারী খুঁজে পাওয়া খুব মুশকিল (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা)।
তুমি অনন্যা, তোমার জন্য রইল আন্তর্জাতিক নারী দিবস এর শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি,
চির কল্যাণকর
তার অর্ধেক করেছে – নারী আর অর্ধেক নর। – নারী দিবসের উক্তি
মা, বোন, স্ত্রী অথবা কন্যা,
যে রূপেই হোক না কেন,
নারীর প্রেম …
পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র। – নারী দিবসের স্ট্যাটাস
আরও পড়ুন 👉 মেয়েদের জীবনের বাস্তব কথা
সবচেয়ে নির্বোধ নারীও
একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে।
কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন এক বুদ্ধিমতী নারী।
বিশ্বের সব বড় মানুষেরাই
তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা
এবং উৎসাহের কথা বলেছেন। – women’s day quotes in bengali
নারী দিবসের শুভেচ্ছা বার্তা (Women’s Day Messages In Bengali)
জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে,সেই জাতিরই পতন নিশ্চিত…নারীদের সম্মান করো – শুভ নারী দিবস
নারী হল সমস্ত পরিবারের ভরসা, তাঁর অনুপ্রেরণা,নিস্বার্থতা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই তাঁকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা!
প্রশ্ন – কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
উত্তর – বিশ্ব নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়।
মেয়েদের নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি
অতিরিক্ত স্বাধীনচেতা মেয়ে গুলো,
ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না।
পরিবারকেও সুখী হতে দেয় না। – রেদোয়ান মাসুদ
মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা।
এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়,
আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না।
নারীর হৃদয় এমন একটা জায়গা,
যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে।
প্রতিটা মেয়ে হয়তো …
তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না।
কিন্তু প্রতিটা মেয়েই –
তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। – হুমায়ূন আহমেদ
নীরবতা এক ধরনের অলঙ্কার,
যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়। – হেনরী ডেজন
যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশী,
সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশী,
আর বিয়ের সংখ্যাটা কম। – তসলিমা নাসরিন
একটি মেয়ের দোষ জানতে হলে,
তার বান্ধবীদের কাছে গিয়ে –
সেই মেয়ের প্রশংসা কর। – বেঞ্জামিন ফ্রাংকলিন
স্ত্রী হচ্ছে তরুণের কর্ত্রী,
মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আর বৃদ্ধের সেবিকা। – মেয়েদের জীবনের কথা
ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বোকামির কাজটি করে মেয়েরা।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় –
তারা অযোগ্য ও অপদার্থ ছেলেদের জন্য নিজদেরকে উজাড় করে দেয়।
আবার যোগ্য ও ভালো ছেলেদেরকে দূরে ঠেলে দেয়।
তাই দুই দিক থেকেই মেয়েরা বোকামির পরিচয় দেয়। – রেদোয়ান মাসুদ
Womens Day Quotes and Massage In Bengali | নারী দিবস – এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
I got what you intend, appreciate it for posting.Woh I am delighted to find this website through google.