Republic Day 2023 India, Happy Republic Day 2023 In Bengali – ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে।জানুয়ারির ২৬ তারিখ ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হয়েছিল।
আর এই দিন ভারত প্রজাতন্ত্র দিবস মানে – একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। প্রতি বছরের মতোই এবার ২০২৩ সালে ২৬ তারিখে পালন করা হবে। 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (happy republic day 2023) উদযাপন করা হয় – কুচকাওয়াজ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
এবারও পালন করা হচ্ছে 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023 India)। 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (january 26 republic day 2023) কুচকাওয়াজের অনুষ্ঠানটি, অনুষ্ঠিত হয় নতুন দিল্লির রাজপথে।
অনুষ্ঠানে উপস্থিত থাকেন ভারতের রাষ্ট্রপতি, এছাড়াও উপস্থিত থাকেন দেশ বিদেশের বিশেষ অতিথি (republic day 2023 chief guest) গণ। এ বছর Chief Guest of republic day 2023 in india হচ্ছেন ?
এ বছর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি (Chief Guest at India Republic Day 2023 celebrations) – Egypt’s President Abdel Fattah al-Sisi.
26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় –
দেশের বীর সন্তান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, বলিদানের ফসল ভারতের স্বাধীনতা।
ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করার কাজ সহজ ছিল না।
ভারত দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সালে ১৫ অগাস্ট স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালে ডাঃ বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠিত হয়।

ডাঃ বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন খসড়া কমিটি ১৯৪৭ সালে ৪ নভেম্বর,ভারতের সংবিধানের খসড়া জমা দিয়েছিল।
আর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
আর এই সব কারণেই ১৯৫০ সাল ২৬ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস ( Republic Day 2023 India ) হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই ২৬ জানুয়ারি মানেই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ চোখে পড়ে।
প্রতি বছর দেশের রাষ্ট্রপতি, 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ ( republic day 2023 speech ) দেন।
26 জানুয়ারি গণতন্ত্র দিবসে বিভিন্ন দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। এই দিন কুচকাওয়াজ, সাংস্কৃতিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় দিল্লির রাজপথে।
Happy Republic Day 2023 SMS Wishes in Bengali
এমন এক সুন্দর দেশের নাগরিক হতে পেরে,
আমি গর্বিত !
তাই দেশের সবাইকে,
এই প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
যাঁরা নিজের প্রাণ ও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন,
সেই সকল বীর যোদ্ধাদের জানাই আন্তরিক সম্মান।
— শুভ প্রজাতন্ত্র দিবস
স্বাধীনতা সর্বদা ঈশ্বরের কাছ থেকে এক বিস্ময়কর উপহার।
আশা করি এই সুন্দর বিস্ময়কর উপহার
দেশে চিরকাল স্বাধীনতা বজায় থাকুক।
আজ সবাই শপথ গ্রহণ করি
যে দেশের অসম্মান
হোক এমন কোনো
কাজ কখনও করবো না।
হিংসাতে হয় শুধু ক্ষয়
প্রেমেতে করো বিশ্ব জয়
সত্যপথে নেই কোন ভয়
মিথ্যাতে থাকে সংশয়
হিংসাতে যে হাত মেলায়
হবে তার সর্বদায় পরাজয়
সৃজন করো নবচেতনা
একনিষ্ঠ ভাবে করি আজ, ভারত মাতার শুভকামনা।
আমাদের সংবিধান আমাদের বিশ্বাস,
স্বাধীনতা এবং শান্তি দিয়েছে।
সুতরাং আসুন আমরা এই দিনটিকে
মূল্যবান করে তুলি
এবং সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস শুভ কামনা
স্থিতি প্রজাতন্ত্র দিবস!
আসুন ভারতের প্রকৃতি বীরদের স্মরণ করি
যারা আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য
তাদের জীবন উৎসর্গ করে ছিলেন।
শুভ প্রজাতন্ত্র দিবস
“প্রত্যেক ভারতীয়কে এখন ভুলে যাওয়া উচিত !
যে তিনি একজন রাজপুত,
তিনি একজন শিখ
বা একজন জাট।
তাকে অবশ্যই মনে রাখতে হবে
যে তিনি একজন ভারতীয়।“
– সর্দার প্যাটেল
ভারত মাতা তেরি গাথা,
তোমার মহিমা সর্বোচ্চ,
আমরা তোমার সামনে মাথা নত করি,
আমরা সবাই তোমাকে শ্রদ্ধা করি,
ভারত মাতা কি জয়। Happy republic day 2023