Happy Rose Day

শুভ গোলাপ দিবস

 ভ্যালেন্টাইন ডে এমন একটি দিন, যা এখন আর অপরিচিত শব্দ নয়। বর্তমান সময়ে তারুণ তরুণীরা দিবসটিকে বেশ উচ্ছাসের সাথে পালন করে। ভ্যালেন্টাইন ডে বিশেষ গুরুত্ব পাওয়ার কারণ হলো, দিবসটি অবস্থান ঠিক ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি হলো বসন্তের মাস, ফেব্রুয়ারি মাস ভাষা দিবস, ফেব্রুয়ারি বইমেলা উৎসবের মাস। 

 

এই কারণে ভ্যালেন্টাইন ডে এই সময়ে হওয়ায় জন্য তারুণ্য হৃদয়কে স্পর্শ করছে। আর শুরু হয়ে যায়, ভ্যালেন্টাইন’স উইক।  মানে প্রেমের সপ্তাহ, ভ্যালেন্টাইনস ডে মানে  ১৪ ফেব্রুয়ারির। সাত দিন আগে থেকেই শুরু হয় ভালবাসার সপ্তাহ। 

 

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি Rose Day ‘রোজ-ডে’ হিসাবে পালন করে, শুরু হয় ভ্যালেন্টাইন-উইক বা সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোজ ডে (শুভ গোলাপ দিবস) দিয়েই শুরু হলো ভালবাসা সপ্তাহ। 

Rose Day
Rose
  • প্রেমিক-প্রেমিকা বা যে কোনও প্রিয়জন, হাতে গোলাপ উপহার দেওয়ার দিন। গোলাপ ফুলকে ভালোবাসার ফুল হিসাবে মানা হয়।ভালোবাসা বুঝতে ও বোঝানোর জন্য গোলাপ ফুলকে ব‍্যবহার করা হয়। তাই উপহার হিসেবে গোলাপ ফুলের চাহিদা এখনও সবার উপরে।

 

বর্তমান সময়ে লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের ফুল পাওয়া যায়। গোলাপ ফুলের ভাষা, আলাদা আলাদা রঙ অনুযায়ী গোলাপেরও আছে নানা মাহাত্ম্য আছে। তাই বুঝে শুনেই রোজ ডে’ Rose Day 2021 তে (শুভ গোলাপ দিবস) দিয়ে উইশ করা উচিৎ। 

বিশ্ব গোলাপ দিবসে শুভেচ্ছা (Happy Rose Day)

  • যেমন – সৌন্দর্য – ভালবাসার প্রতীক লাল গোলাপ।
  • আবার ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক হলো গোলাপি রঙে গোলাপ।
  • কাউকে মিস করলে, আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে,
  • তাকে মনের ভাষা জানাতে পারেন। 

 

  • কমলা রঙের গোলাপ হলো –
  • আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক।
  • কমলা রঙের গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন। যে আপনি পাশে আছেন। 

 

  • মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ রঙের গোলাপ।
  • হলুদ রঙের গোলাপ – আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতে ব্যবহার করা হয়। 

 

  • উইকিপিডিয়ায় তথ্যমতে, প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে।
  • গোলাপ পাঁপড়ির গড়ন মানুষকে আকৃষ্ট করে। 

 

  • গোলাপ ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য,
  • গোলাপের বিশ্বজুড়ে সুনাম রয়েছে।
  • গোলাপ ফুলের আদি নিবাস কিন্তু এশিয়া মহাদেশে।

 

  • গোলাপ ফুলের, অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। ভ্যালেন্টাইন উইক এর হিসাবে রোজ ডে এর পর আরো অনেক ডে বা দিন রয়েছে। list of valentine week 2021 

 

  • যেমন –
  • ৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day)
  • ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে।
  • ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে।
  • ১০ ফেব্রুয়ারি টেডি(Tedy) ডে।
  • ১১ ফেব্রুয়ারি প্রমিজ (promise) ডে।
  • ১২ ফেব্রুয়ারি হাগ (Hug) ডে।
  • ১৩ ফেব্রুয়ারি কিস (Kiss) ডে।
  • এবং ১৪ ফেব্রুয়ারি হেপ্পী ভ্যালেন্টাইনস ডে।(Happy Valentines Day)

 

 

  • (Rose Day 2021) রোজ ডে বা গোলাপ দিবসের কিছু জনপ্রিয় (sms) শেয়ার করা হলো।
  • এই উক্তি গুলি ভালো লাগলে আপনিও শেয়ার করতে পারেন। 

গোলাপ দিবস ও প্রস্তাব দিবস শুভেচ্ছা

  • গোলাপ হলো, পবিত্র ভালোবাসার প্রতীক।
  • তাই আজ Rose Day তে, তোমাকে জানাই – হ‍্যাপি রোজ ডে 

 

  • সবাইকে Rose day এর অনেক অনেক শুভেচ্ছা।
  • সবার জীবন যেন – গোলাপের পাপড়ির মতো সুন্দর হয়ে উঠুক।

 

  • ফুল তো অনেক আছে, কিন্তু সব ফুল গোলাপ নয়।
  • বন্ধু তো অনেক আছে, কিন্তু সব বন্ধু তোমার মতো নয়। — হ‍্যাপি রোজ ডে

 

  • গোলাপ দেখতে অনেক সুন্দর হয়,
  • কিন্তু এর মধ্যে রয়েছে – “কাঁটা”
  • ঠিক তেমনি ভালোবাসা অনেক সুন্দর,
  • কিন্তু এর মধ্যে রয়েছে – “যন্ত্রণা”

 

 

  • দুষ্টামি নয় – Really,
  • ফাজলামি নয় – Seriusly,
  • ধোকা নয় – Sotti,
  • হিস্টোরি  নয় – Bastobota,
  • অন্য কাউকে নয় – Tomake বলছি।  –– HAPPY ROSE DAY 

 

  • আমি হয়তো, তোমার কাছে গিয়ে বলতে পারবো না।
  • তাই দূর থেকেই বলছি – HAPPY ROSE DAY

 

  • প্রতিটা দিন,
  • তোমার ফুলের মতো সুন্দর হোক … হ‍্যাপি রোজ ডে 

 

  • রোজ ডে-তে প্রথম গোলাপটা তাকেই, দেওয়া হোক..!
  • যে আমাদের গোলাপ চিনতে শিখিয়েছে..!! —“মা” 

 

  • Rose day 2021 রোজ ডে বা গোলাপ দিবসের আর্টিকেলটি ভালো লাগলে।
  • অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না।
  • আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সদাসর্বদা আমার বাংলার সাথে থাকুন। 

 

ধন্যবাদ 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “Happy Rose Day”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top