Durga puja wishes in Bengali

Durga puja wishes in Bengali – আপনার প্রিয়জনদের শুভ শারদীয়া শুভেচ্ছা বার্তা জানান এই দূর্গা পূজায়। Durga puja 2022  দূর্গা পূজা তোমার জীবনে সবচেয়ে খুশির উৎসব হোক। 

সবার জীবন খুশি এবং দূর্গা মায়ের আশীর্বাদে ভরে উঠুক। এই বছর শারদীয় দূর্গা পূজা উৎসবের শুভ কামনা রইল। Durga puja 2022 – সবাই খুশিতে কাটান, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।

এই আর্টিকেলে কিছু সেরা দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা, দূর্গা পূজার শুভেচ্ছা, সপ্তমী পূজার শুভেচ্ছা স্ট্যাটাস, শুভ অষ্টমী পূজার শুভেচ্ছা স্ট্যাটাস, শুভ নবমী পূজার শুভেচ্ছা স্ট্যাটাস, দূর্গা পূজার ক্যাপশন in bengali নিয়ে হাজির হয়েছি। 

Durga puja wishes in Bengali, শুভ শারদীয়া শুভেচ্ছা বার্তা, দূর্গা পূজার কবিতা, Durga puja wishes in Bengali, দূর্গা পূজার ক্যাপশন in bengali, দূর্গা পূজার শুভকামনা
দূর্গা পূজার শুভেচ্ছা ছবি

শুভ শারদীয়া শুভেচ্ছা বার্তা

পুজো পুজো গন্ধ ভেসেছে,
আজ আকাশে,
সাদা কাশ ফুল উরে যায়,
শরতের বাতাসে,
মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন,
এক সপ্তাহ পরে, ষষ্ঠীতে মায়ের বোধন। –  Durga puja 2022 

এলো খুশির শরৎ একটু হিমেল হাওয়া,
অনেক খুশি অনেক আলো,
পুজো এবার কাটুক ভালো। –  Durga puja 2022 

হিমের পরশ লাগে প্ৰানে,
শারদীয়ার আগমনে।
আগমনীর খবর পেয়ে, 
বনের পাখি উঠল গেয়ে। 
শিশির ভেজা নতুন ভোরে,
মা আসছেন আলো করে। – শুভ মহাষষ্ঠী

শরৎকালের রোদের ঝিলিক,
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছেন মোদের ঘরে,
তাইতো মনে এতো আনন্দ।
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই –  Durga puja 2022 

দূর্গা পূজার কবিতা (Durga puja wishes in Bengali)

আগের সব কষ্ট,
করে ফেল নষ্ট ।
নতুন দিনে সবার প্রাণে
কেউ রেখনা দুঃখ মনে৷
শুভ হোক নতুন দিন,
খুশি থাকো সারা দিন৷ – শুভ সকালের শারদীয় শুভেচ্ছা

নীল আকাশে মেঘের ভেলা,
পদ্ম ফুলের পাপড়ি মেলা।
ঢাকের তালে কাশের খেলা,
আনন্দে কাটুক শারদ বেলা।  – শুভ দুর্গাপূজা

গন্ধ হীনা কাশ-ফুলেতেও 
পুজো পুজো গন্ধ,
জাতি, ধর্ম নির্বিশেষে 
করি সবাই আনন্দ। 
দুঃখ, জীর্ণ, দিন দরিদ্র সবার কষ্ট মুছায়ে,
মা আসছেন আমাদের কাছে। – দূর্গা পূজার কবিতা

একটু হিমেল হাওয়া।
মায়ের কাছে যাওয়া।
এলো খুশির শরৎ,
পুজোর ভোরে ঢাকের আওয়াজ,
অনেক খুশি অনেক আলো,
পুজো কাটুক সবার ভালো। – শারদীয়ার শুভেচ্ছা জানাই

আনন্দে ভোরে উঠুক সকলের মন,
মা দুর্গার মর্ত্যধামে হলো আগমন৷
নতুন জামায় সেজে উঠুক সবাই,
দুর্গা পূজার অনেক শুভেচ্ছা জানাই। – দূর্গা পূজার শুভেচ্ছা

দূর্গা পূজার ক্যাপশন in bengali

মায়ের চরণ স্পর্শে
দূর হবে সকল দুঃখ-কষ্ট,
চারিদিক হবে আলোকিত। – শুভ দুর্গোৎসব

Durga puja wishes in Bengali, শুভ শারদীয়া শুভেচ্ছা বার্তা, দূর্গা পূজার কবিতা, Durga puja wishes in Bengali, দূর্গা পূজার ক্যাপশন in bengali, দূর্গা পূজার শুভকামনা
শুভ অষ্টমী 2022 ছবি

দাও চেতনা, দাও প্রেরণা, দাও মমতা কালের আঁধার মুছিয়ে।
দাও মা বাজুক কাসর জমুক আসর কাটুক তমসা,
সংকট নাশিনী অভয় দায়ীনী তুমি ভরসা।

মা আসছেন আমাদের কাছে,
একটি বছর পরে।
তাই কতো রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে ঘরে।
মোড়ে মোড়ে বসবে মেলা,
জ্বলা নেভা আলোর খেলা ।
সন্ধ্যায় আরতি হবে, বাজবে ঢাক আর ঢোল।

শরৎ মেঘে ভাসলো ভেলা
কাশ ফুলেতে লাগলো দোলা।
ঢাকের উপর পড়লো কাঠি,
পুজো কাটুক ফাটাফাটি। – শুভ মহা নবমী

দিকে দিকে আজ দূৰ্গা পূজা
নতুন সাজে নতুন ভাবে,
সেজেছে আজ সবে। 
গভীর আনন্দে কৃপাময়ী দূর্গা তোমায় প্ৰণাম। –  Durga puja 2022 

সোনালী আকাশ শীতল বাতাস
পৃথিবীতে আজ সুখেরি আভাস
দুর্গা মায়ের আজ নবমী পূজা
ধরণী ভরিয়েছেন মা দশভূজা। – দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা

দিন ফুরিয়ে যায়, সময় চলে যায়।
সিঁদুর খেলার শেষে, মা যে চলে যায়।
যে যেখানে থাকো,
সকলে ভালো থেকো
বিদায়ের সুরে সুরে মাকে মনে রেখো। 

দূর্গা পূজার শুভকামনা || দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা

শরৎকালের রোদের ঝিলিক 
শিউলি ফুলের গন্ধ, 
মা এসেছে ঘরে 
তাই মনে অনেক আনন্দ !!
– হ্যাপি দুর্গা পূজা

শুভ শারদীয়া
ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া 
সপ্তমীতে হোক শিশির ধোয়া 
অজ্ঞনী দাও অষ্টমীতে 
আড্ডা জমুক নবমীতে 
দশমীতে হোক মিষ্টি মুখ 
পুজা সবার ভালো কাটুক। – দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা

সোনালী আকাশ শীতল বাতাস,
পৃথিবীতে আজ সুখেরি আভাস।
দুর্গা মায়ের আজ নবমী পূজা,
ধরণী ভরিয়েছেন মা দশভূজা।

Durga puja wishes in Bengali, শুভ শারদীয়া শুভেচ্ছা বার্তা, দূর্গা পূজার কবিতা, Durga puja wishes in Bengali, দূর্গা পূজার ক্যাপশন in bengali, দূর্গা পূজার শুভকামনা
দূর্গা পূজার শুভেচ্ছা

👉 দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা, দূর্গা পূজার শুভেচ্ছা, দূর্গা পূজার শুভেচ্ছা ছবি গুলি ভালো লাগলে।ম্যাসেজ গুলি আপনি আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীদের শারদীয়ার শুভেচ্ছা জানাতে শেয়ার করতে পারবেন।

দূর্গা পূজার পরে আসে দীপাবলি – 👉 দীপাবলি কি এবং কেন পালন করা হয়। 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top