Abdul Nasar IAS,Best Motivation History In Bengali

বি আব্দুল নাসার  আই এ এস

B Abdul Nasar IAS – শৈশব কেটেছিল অনাথাশ্রমে হোটেলে মজুরি খাটা অভাবী বালক আজ জেলাশাসকনাসারের জীবনের ইতিহাস, যে কোনো ধনী ধনী মানুষের  জীবনের গল্পকে পরাজিত করবে। 

 
 
পাঁচ বছর বয়সে  বাবার মৃত্যুর পর। ছ’জন সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন মা, মানহুম্মা। কেরলের থালাসেরিতে অক্ষর জ্ঞানহীন  এই বধূ চেয়েছিলেন,তাঁর সন্তানরা যেন লেখাপড়া শেখে।
 
 
  • কিন্তু মুখে খাবার তুলে দিতে  – কত রকমের কাজ যে মানহুম্মা করেছেন, তার হিসেব নেই।
  • চরম অভাব অনটনে মধ্যে দিন কাটে।
  • নাসারের মা বুঝতে পেরেছিলেন ,
  • তাঁর সবথেকে ছোট সন্তান নাসার মেধাবী এবং বাকিদের থেকে আলাদা।
 

 

  • আব্দুল নাসারের মা ঠিক করলেন –
  • যত কষ্টই হোক –আব্দুল নাসারের লেখাপড়া শেখাবেন ।
  • কিন্তু তাকে বাড়িতে রাখলে সেটা সম্ভব হবে না। 
 
 
  • তার শুভানুধ্যায়ীরা ভালো অনাথ আশ্রমের খোঁজ দিলেন।
  • যদি সেখানে থাকে  দু’বেলা দু’মুঠো খাবারের সাথে সাথে লেখাপড়াও হবে।
 
 
 
  • অবশেষে আব্দুলকে অনাথআশ্রমে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 
  • একদিন মায়ের হাত ধরে আব্দুল চললেন অনাথাশ্রমের দিকে। 
  • পিছনে পড়ে রইল দাদা আর চার দিদি। 
  • আর পড়ে থাকল স্মৃতিমাখা চালাঘর, খেলার ঘর, নিজের শৈশব।

Best Motivation History In Bengali

 
  • অনাথাশ্রমে গিয়ে বুঝলেন, পিছনে পড়ে রইলেন মা -ও। 
  • তাকে সেখানে রাখার পরে মায়ের ফিরে যাওয়া দেখবেন না বলে দু’চোখ বন্ধ করে ছিলেন। 
  • চোখের পাতা তো বন্ধ করতে পেরেছিলেন। 
  • কিন্তু চোখের জল আটকাতে পারলেন না।
 
  • বাড়ির সবাইকে ছেড়ে আশ্রমে থাকতে খুব কষ্ট হত। 
  • কিন্তু তার মাঝেই মনে পড়ত, 
  • তাঁকে পড়ানোর জন্য মজুরের কাজ নিয়েছেন বড় দাদা। 
  • চার দিদি বিড়ি বাঁধার কাজ করছেন। তখন কিছুটা প্রশমিত হত কষ্ট। 
 
 
  • কিন্তু সেই সঙ্গে নিজেকে স্বার্থপর বলে মনে হত। 
  • বাড়িতে তার জন্য ,সবাই পরিশ্রম করছে তাকে পড়ানোর জন্য। 
  • এই কথা গুলো ,ভাবলেই আর বইয়ে চোখ রাখতে ইচ্ছে করত না। 
  • আশ্রম থেকে ১৭ বছর বয়স অবধি তিনি ছিলেন সেই আশ্রয়েই। 
  • মাঝে দু’বার পালিয়েছিলেন পরিবারের টানে।
 
 
  • ৩০-৪০ কিমি দূরে কান্নুরে গিয়ে হোটেল  কাজ নিতেন তিনি। 
  • নিজের পড়ার খরচ ও কিছু মায়ের হাতে দেওয়ার জন্য ,
  • কিন্তু বেশিদিন সে কাজও করতে পারতেন না। 
  • বিনা কারণে হোটেল মালিকের বকুনি খেয়ে আবার ফিরতেন অনাথাশ্রমে। 
 
  • পকেটে থাকা পারিশ্রমিক রেখে দিতেন সযত্নে। 
  • মা যখন আসতেন দেখা করতেন, তুলে দিতেন তাঁর হাতে।
  • তার আগেই অনাথাশ্রমে থাকার সময়ে এমন একটা ঘটনা ঘটেছিল,
  • যা মোড় ঘুরিয়ে দিয়েছিল আব্দুল নাসারের জীবনের। 
 
 
  • তাঁদের আশ্রমে এসেছিলেন অমিতাভ কান্থ। 
  • তাঁর সঙ্গে কথা বলে প্রথম আইএএস আধিকারিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন আব্দুল নাসার।
 
Abdul Nasar IAS,Best Motivation History In Bengali
Abdul Nasar IAS
আব্দুল নাসার বি।
 
 

Kollam IAS Officer Abdul Nasar Success Story In Bengali

  • কিন্তু নিজের ভবিষতের উন্নতির চেয়েও ,
  • অর্থ উপার্জন বেশি জরুরি বলে মনে করতেন। 
  • তাই পড়াশোনা বাদ দিয়ে পালিয়ে যেতেন রেস্তরাঁয় কাজ নেবেন বলে।
 
 
  • অনাথাশ্রম থেকে পালিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। 
  • কিন্তু আব্দুল তিরস্কৃত হতেন না।
 
 
  • মেধাবী এই ছাত্রকে পছন্দ করতেন আশ্রমের স্কুলশিক্ষকরা। 
  • নিজের পড়াশুনার পাশাপাশি -তাদের সাহায্য করা। 
  •  বাড়ির লোকের উৎসাহী ছিল –
  • আর সেই লক্ষ্য পূরণ  করার উদ্দেশ্য ছিল আব্দুল নাসারের। 
 
 
  • পড়াশোনার শেষে ১৯৯৫ সালে জুনিয়র হেল্থ ইনস্পেক্টরের চাকরি পান ,
  • কেরলের স্বাস্থ্য দফতরে। 
  • সে বছরই তিনি বিয়ে করেন রুকসানাকে। 
 
 
  • মায়ের পরে রুকসানাই ছিলেন দ্বিতীয় নারী, 
  • যিনি আরও পড়াশোনার পথে উৎসাহ দিয়েছিলেন আব্দুলকে।
 
  • ২০০৬ সালে তিনি নিযুক্ত হন ডেপুটি কালেক্টর হিসেবে। 
  • তার পিছনে স্ত্রী রুকসানার অনুপ্রেরণাই কাজ করেছিল। 
 
 
  • আব্দুল নাসার স্বীকার করেন ,
  • তবে জীবনে একটা আক্ষেপ তাঁর রয়েই গিয়েছে। 
  • ২০১৭ সালে তিনি যখন উন্নীত হলেন আইএএস অফিসারের পদমর্যাদায়,
 
 
  • সেই আনন্দের দিন, দেখার ভাগ্য ছিলো না – মা, মানহুম্মা।
  • সেই আনন্দের দিনের – তিন বছর পূর্বেই মা, মানহুম্মা প্রয়াত হয়েছিল। 
 
  • মায়ের উপর তীব্র অভিমান জমে ছিল। 
  • পাঁচবছর বয়সে তাকে অনাথাশ্রমে রেখে আসার জন্য।
  • কিন্তু দিন গুলোর কথা মাঝে মাঝেই ভিড় করে ,
     
  •  আসে কোল্লামের জেলাশাসক আব্দুল নাসার বি-এর মনে।
 
  • কোল্লামের জেলাশাসক পদে আব্দুল নিযুক্ত হয়েছে, এবং দক্ষ হাতে সামলাচ্ছেন
  • কোল্লামের জেলাশাসক আব্দুল নাসার বি – Abdul Nasar IAS সংক্ষিপ্ত জীবনী কি রকম লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন।
  • Kollam Collector name 2021 – Abdul Nasar IAS
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

2 thoughts on “Abdul Nasar IAS,Best Motivation History In Bengali”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top