প্রণব মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী

 

প্রণব মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী ( 1935 -2020 )

প্রণব মুখোপাধ্যায়ের 11 ডিসেম্বর 1935 সালে জন্মগ্রহণ করেন…

বীরভূমের কির্ণাহারের কাছে মিরিটি গ্রামে জন্ম ….
বাবার নাম কামাদাকিঙ্কর মুখোপাধ্যায়, মায়ের নাম রাজলক্ষ্মী দেবী ।

 

রাজনীতি বিজ্ঞান ও আইনের মাস্টার্স শেষ করে।
কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন…
কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে ভারতীয় রাজনীতির শীর্ষে …
অবশেষে ভারতের 13 তম রাষ্ট্রপতি।
( ভারতীয় রাজনীতির ‘চাণক্য’ প্রণব মুখোপাধ্যায় )

 

প্রণব মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী
প্রণব মুখোপাধ্যায় 

প্রণব মুখোপাধ্যায় 1957 সালে

স্নাতকোত্তের পর স্কুলে শিক্ষকতা এবং ওই বছরেই শুভ্রাদেবীর সঙ্গে বিয়ে হয়।

1963 – 1969 সালে

 দক্ষিণ 24 পরগনার বিদ্যানগর কলেজ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকতা করেন।

 

1966 সালে

বাংলা কংগ্রেসের সদস্য হয়ে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন

1969 সালে

বাংলা কংগ্রেসের টিকিটে রাজ্য সভার সদস্য…

1971 সালে

প্যারিসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে,

বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের,

সদস্য হিসেবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সওয়াল ।

 

1973 সালে

বাংলা কংগ্রেসে মিশে যায় কংগ্রেসের সঙ্গে,

প্রণব মুখোপাধ্যায় – ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রী মনোনীত হন।

1975 সালে

কংগ্রেসের টিকিটে রাজ্যসভা সাংসদ ।

 

1977 সালে

লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে মালদা থেকে লড়াই কিন্তু সে বার হেরে যায় ।

 

1980 সালে

লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে বোলপুর থেকে লড়ে হারলেও….
ইন্দিরা গান্ধীর মন্ত্রী সভায় বানিজ্য মন্ত্রী….
এবং রাজ্য সভায় কংগ্রেসর দলনেতা…..
2002 পর্যন্ত একটানা রাজ্যসভার সদস্য ছিলেন ।

1982 -1984 সাল পযর্ন্ত

ইন্দিরা গান্ধীর সরকারের, মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন ।

ভালো লাগলে গান্ধীজির উক্তি  গুলি পড়তে পারেন –

1986 সালে

রাজীব গান্ধীর সঙ্গে বিরোধের জেরে কংগ্রেসের থেকে বহিস্কৃত ।

এবং রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস গঠন ।

 

1989 সালে

পুনরায় কংগ্রেসে প্রত্যাবর্তন হয়।

1991 – 1996 সালে

যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান থাকেন ।

 

1995 -1996 সালে

কেন্দ্রে নরসিংহ রাও মন্ত্রিসভার, বিদেশ মন্ত্রী মনোনীত হন ।

 

2004 – 2006 সালে

মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে লোকসভার সাংসদ হয় ।

  মনমোহন সিংহের মন্ত্রিসভায় – প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন ।

2006 – 2009 সালে

মনমোহন সিং সরকারের মন্ত্রিসভার, বিদেশ মন্ত্রী দায়িত্বে ছিলেন ।

 

2008 সালে

পদ্মবিভূষণ লাভ করেন ।

2009 – 2012 সাল পযর্ন্ত

দ্বিতীয়বার – তিনি মনমোহন সিং সরকারের অর্থমন্ত্রী হিসেবে ছিলেন ।

2012 – 2017 সাল পযর্ন্ত

দেশের রাষ্ট্রপতি ছিলেন….!

2019 সালে

ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান, ভারতরত্ন সম্মানিত হন ।

 

2020 সালে 31 আগষ্ট – প্রণব মুখোপাধ্যায় 85 বছর বয়সে জীবনাবসান হয় ।

  • দিল্লির আর্মি হসপিটালে রিসার্চ অ্যান্ড রেফারালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসানে আমরা সবাই শোকাহত…

ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন….

 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “প্রণব মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top