নীতি কথা কি || What Is The Meaning Of The Word Policy

কাকে বলে নীতি কথা

নীতি কথা কি বা নীতি কথার অর্থ কি ? (What Is The Meaning Of The Word Policy) নীতিকথা হলো – বিখ্যাত মনীষী, জ্ঞানী ও গুণীদের কথা ও কাহিনী সংক্ষিপ্ত ভাবে, মূল নীতি গুলি উল্লেখ্য করা হয়। তাকে নীতি কথা বা নীতি বাক্য বলে।

কাকে বলে নীতি কথা – মানব সমাজে, সামাজিক,পারিবারিক, বিখ্যাত মনীষীদের কথা, জ্ঞানী ও গুণীদের যে কাহিনী বা কথা বর্ণিত করা হয় – সেই কাহিনী ও কথা থেকে। সংক্ষেপে যে মূল নীতি উল্লেখ্য করা হয়, তাকে নীতি কথা বলে।

নীতি কথার অর্থ কি ? সংক্ষেপে নীতি কথার অর্থ – ন্যায় সংগত বা সমাজের পক্ষে হিতকর, হিতাহিত বিষয়ক উপদেশ, হিতাহিত সম্পর্কে বিধানকে বলে (নীতিকথা),আশা করি নীতিকথা কি বুঝতে পেরেছেন। আপনাদের নীতির কথা সমন্ধে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার নাম সহ প্রচার করা হবে। 

আজকাল কম বেশি সবাই কিছু নীতি বাচক কথা জানতে চাই। 
যেমন – বিখ্যাত মনীষীদের নীতি কথা, ইসলামিক নীতি কথা বা ইসলামের নীতি কথা, চাণক্য নীতি কথা, কৃষ্ণের নীতি কথা, বাংলা নীতিকথা ইত্যাদি। 
নীতি কথা সব সময় – মানুষকে অনুপ্রেরণা যোগায়। 

আজকাল অনেকেই নীতি কথা ব্লগ তৈরি করছেন। কারণ – নীতি কথা বাংলা (Niti kotha Bangla) সবাই জানতে চায়। 
আজকের এই আর্টিকেল শ্রেষ্ঠ নীতি কথা বা নীতি কথা স্ট্যাটাস দিয়ে সাজানো হয়েছে …

বাংলা নীতি বাক্য – bangla niti bakko

জীবনের সফলতা আসে, অভিজ্ঞাতা থেকে। আর অভিজ্ঞাতা আসে ব্যর্থতা থেকে। 

শিক্ষামূলক বাণী 

জীবনে কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রাখা উচিত কাজটা যদি সহজ হতো ! তাহলে সবাই সে কাজটা করতে পারতো ? – শিক্ষামূলক নীতি বাক্য

পরিশ্রমে ধন আনে,
পুণ্য আনে সুখ। 
আলস্যে দারিদ্র আনে,
পাপে আনে দুঃখ। 

ছোট ছোট নীতি বাক্য
নীতি কথা পিকচার

যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা, ধন সম্পত্তি অর্জন করে। 
সেই ব্যক্তি জানে,
কষ্ট কি ?
কিন্তু যে ব্যক্তি, বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়। 
সে জানে না জীবনের – 
বাস্তবতা কি ?

যারা প্রয়োজনে, প্রিয়জন বানায় –
তারা বিষের থেকে বিষাক্ত। 

niti bakko bangla – নীতি বাক্য বাংলা 

জীবনকে বুঝতে চাইলে,
পিছন ফিরে দেখো। 
আর জীবনকে গড়তে চাইলে,
সামনের দিকে দেখো।

শিক্ষামূলক উপদেশ

ভালাে থাকতে চাইলে – 
নিজে স্বার্থপর হয়ে যাও। 
আর মানুষের কাছে –
ভালাে হয়ে, থাকতে চাইলে – নিঃস্বার্থ হও 

টাকা থাকলে – 
ভালোবাসা,বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন, সবাই খোঁজ নিবে। 
আর টাকা না থাকলে – 
খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। 

বাস্তব সত্য কথা 

যে সম্পর্কের 
সম্মান দিতে জানে না। 
সে বাস্তবে কখনো কাউকে 
ভালোবাসতে পারে না। 

সত্য কথা

ডিলিট যত তাড়াতাড়ি হয় – 
ডাউনলোড তত তারাতাড়ি হয় না !
সেটা এপ্লিকেশন হোক বা সম্পর্ক। 

বাস্তব সত্য কথা 

মানুষের চরিত্রের কারণেই – 
অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তি – 
সম্মান হারিয়েছে। 
আবার অনেক ছোট নগণ্য ব্যক্তি 
সম্মান কুড়িয়ে – 
বিরাট সম্মান অর্জন করেছে। 

ইসলামী নীতি কথা

পাহাড়ের চুড়ার মতো, এত বড় হইয়ো না।
এতে মানুষকে তুমি ছোট দেখবে,
আর মানুষও তোমাকে ছোট দেখবে। 

জীবনের চরম সত্য কথা

যে কাউকে বিশ্বাস করে না,
বাস্তবে তাকে কেউ বিশ্বাস করে না। 

সুন্দর নীতি কথা

কিছু বাস্তব সত্য কথা – জীবনের সত্য কথা

তর্কে যাবেন না –
অল্প হেসে এড়িয়ে যাবেন –
দেখবেন শান্তিতে থাকবেন। – ইসলামিক কিছু সুন্দর কথা

কারো চোখে একবার – খারাপ হয়ে গেলে,
শত ভালো কাজ করলেও 
তার চোখে – আর ভালো হওয়া যায় না। – জীবনের চরম সত্য কথা

নীতি কথা কি || What Is The Meaning Of The Word Policy, নীতি কথার অর্থ কি ? বাংলা নীতি বাক্য - bangla niti bakko, নীতি কথা পিকচার, শিক্ষামূলক বাণী, ছোট ছোট নীতি বাক্য, কিছু নীতি কথা ছবি, কিছু বাস্তব কথা ছবি
কিছু বাস্তব কথা ছবি

গরিব হোক বা ভিখারি –
তাদেরকে নিয়ে, কখনো সমালোচনা করবেন না। 
কারণ – গরিব হতে সময় লাগে না। – সমাজের কিছু বাস্তব কথা

টেনশন আর মানসিক চাপে –
তারাই বেশি থাকে। 
যারা নিজের চেয়ে অন্যের,
কথা বেশি ভাবে। – জীবন নিয়ে কিছু কথা

যার কেউ নেই, 
তার কেউ থাকুক আর না থাকুক –
তার সর্বদা ঈশ্বর আছেন। – অনুপ্রেরণা মূলক কথা

বড়ো লোক হওয়া, কোনো বড়ো কথা নয় ?
তবে বড়ো মনের মানুষ হতে –
পারাটাই বড়ো কথা। – জীবনের কিছু কঠিন কথা

সবার ভালো যে চায় – 
তার কখনো – ভালো থাকা হয় না। – সত্য কথা 

জীবনের রাস্তায় –
অনেকের মানুষের সাথেই পরিচয় হয়,
কেউ ভালোবাসতে শেখায়,
কেউ ভালো-বাচঁতে শেখায়,
আবার কেউ ভাবতে শেখায়। – বাস্তব সম্মত কিছু কথা

হীরে খুব মূল্যবান, একে হারাতে নেই –
ঠিক তেমনি –
আপনজন তো আপন জন হয়,
চাইলেও ভুলে যেতে নেই। – jiboner sotto kotha

ভুল থেকে নতুন কিছু, শেখার নামই হচ্ছে – জীবন 
যে ভুল করা থেকে, কিছু শিখবে –
সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। – জীবনের চরম সত্য কথা

শিক্ষামূলক উপদেশ বা শিক্ষামূলক বাণী 

জ্ঞান – সব থেকে ধনী সম্পদ 
ধৈর্য্য – সব থেকে শক্তিশালী অস্ত্র 
বিশ্বাস – শ্রেষ্ঠ নিরাপত্তা 
হাসি – সব থেকে কার্যকারী টনিক। 

একজন ভালো বন্ধু ও একজন ভালো মানুষ হওয়ার –
প্রথম শর্ত হলো – বিশ্বাসী হওয়া

  • কঠোর পরিশ্রমই – একমাত্র সাফল্যের চাবি কাঠি।  

সততা – অন্যের কাছে প্রমান করার দরকার নেই। 
শুধু নিজের কাছে প্রমান করো – 
যে তুমি সৎ

ভুল করতে, 
বেশি সময় লাগে না –
তবে সময় লাগে ভুল – শোধরাতে 

ছোট ছোট নীতি বাক্য – কিছু নীতি কথা – niti kotha bengali

যারা স্বার্থপর 
তারা কখনো আপন হয় না। 
কারণ – স্বার্থ শব্দটির পরেও 
পর শব্দটি থাকে। – নীতি কথা কি

বুদ্ধি যে টুকু বাড়ে -,
সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে। 
বাদাম, দুধ, বা Horlicks খেয়ে নয়। – বাংলা নীতি কথা

সময় বন্ধু আর সম্পর্ক – 
এই জিনিস গুলি – আমরা ফ্রি পাই। 
আর তাদের আসল মূল্য বোঝা যায়,
তারা জীবন থেকে হারিয়ে গেলে। – বিশ্বের সেরা উক্তি

জীবনে কাকে কোথায়, 
কখন কাজে লাগবে – তা কেউ জানে না। 
তাই সবার সাথে, 
ভালো ব্যবহার করতে শিখুন। – মনীষীদের নীতি কথা

তর্ক যদি করতেই হয় –
তাহলে জ্ঞানীর সাথেই করো,
জিততে না পারলেও, কিছু শিখতে পারবে। 
মূর্খের সাথে তর্ক –
করা মানেই – নিজেকে মূর্খ হিসাবে গড়ে তোলা। – সুন্দর কিছু কথা

নিজের জন্য একটু স্বার্থপর হওয়া – ভালো 
কারণ – নিজের ভালোর জন্য, নিজেকেই ভাবতে হয়।

সুখে থাকার – দুটি উপায় 
১/ পরিস্থিতি কে বদলে দাও !
২/ নয়তো পরিস্থিতি কে বুঝে, নিজেকে বদলে নাও।

যদি সুখ চাও,
রাতে জেগো না। 
যদি শান্তি চাও,
দিনে ঘুমিও না। 
যদি সম্মান চাও,
ফালতু কথা বলো না। 
যদি ভালোবাসা চাও,
পরিবারকে কখনো ছেড়ো না। 

ভালোবাসার নীতি কথা বাংলা

পৃথিবীর সবথেকে বড় ভুল – 
কাউকে পাগলের মতো ভালোবাসা।  – ভালোবাসা নীতি কথা


তাশ নয় !
জীবনকে ভালোবাসুন – 
জীবন আপনাকে, যে কোনো সময় –
সেরা উপহারটি দিতে পারে। – ভালোবাসার নীতি কথা

ভালোলাগা আর ভালোবাসার মধ্যে 
অনেক তফাৎ রয়েছে –
ভালোলাগা – শরীর খোঁজে
ভালোবাসা – হৃদয় খোঁজে 
– 
valobasar niti kotha

নীতি কথা কি || What Is The Meaning Of The Word Policy, নীতি কথার অর্থ কি ? বাংলা নীতি বাক্য - bangla niti bakko, নীতি কথা পিকচার, শিক্ষামূলক বাণী, ছোট ছোট নীতি বাক্য, কিছু নীতি কথা ছবি
কিছু নীতি কথা ছবি

ইতিহাস সাক্ষী আছে,
যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে। 
তারা জীবনে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। – ভালোবাসার কথা

জীবনে সব ঝড় আপনাকে 
ক্ষতি করার জন্য আসে না। 
কিছু কিছু ঝড় আসে –
আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। – বাংলা মোটিভেশনাল উক্তি

চঞ্চল মন –
যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার পিছনে –
সবচেয়ে বড় বাঁধা হয়ে দ্বারায়। – চাণক্য নীতি কথা বাংলা

বাংলা নীতি কথা গল্প
একজন মানুষ জন্মগত ভাবে মহান হয় না। 
মহান হয় তার কর্মের দ্বারা। – চাণক্য নীতি কথা বাংলায়

কোনো কাজ সম্পূর্ণ করার আগে,
সব কিছুকে অসম্ভব মনে হয়। – বিশ্বের সেরা উক্তি

যারা নতুন কিছু খোঁজে না। 
একদিন তাদের কেও, কেউ খুঁজবে না। – মনীষীদের উক্তি 

নীতি কথা কি || What Is The Meaning Of The Word Policy বিষয়ে ভালো লাগলে। আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। 🙏

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

5 thoughts on “নীতি কথা কি || What Is The Meaning Of The Word Policy”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top