জমি পরিমাপের হিসাব যেমন – হেক্টর, একর, বিঘা, কাঠা, শতাংশ
Best Land Measurement In Bengali – জমির হিসাব কিভাবে করতে হয় ? তা আজও আমাদের মতো সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। আজকের বিষয় হলো – জমির হিসাব শিক্ষা, সংক্ষেপে জমির হিসাব জেনে নিন। জমি পরিমাপের একক যেমন – হেক্টর, একর, বিঘা, কাঠা, শতাংশের হিসাব (Land Calculation)
প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। জমির হিসাব পদ্ধতি – জমির হিসাব হেক্টর, জমির হিসাব একর, জমির হিসাব বিঘা, জমির হিসাব কাঠা, জমির হিসাব শতক বা শতাংশ, জমির ফুট হিসাব সমন্ধে একদম সহজ ভাষায়, সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো।
- আমার মতো কিছু মানুষের মনে প্রশ্ন জাগলেই, সোজা গুগলকে (Google) প্রশ্ন করি –
- জমির হিসাব জানতে চাই বা জমির হিসাব দেখাও।
- কত শতকে এক কাটা, কত কাটায় এক বিঘা,
- কত বিঘায় এক একর, কত একরে এক হেক্টর – এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আর্টিকেল।
- শতাংশ, কাটা, বিঘা, একর বা হেক্টর এই গুলি আসলে কি ? সেটা আগে জানতে হবে, জমির হিসাব বের করার নিয়ম –
জমি শতাংশ হিসাব বা জমির শতকের হিসাব – ১ শতক সমান কত বর্গফুট
- ১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট
- জমির ফুট হিসাব – অনেকে এই বর্গফুট হিসাবটা বোঝেন না।
- বর্গফুট, ক্ষেত্রফল আর স্কোয়ারফিট একই কথা।
- ধরুন একটি জমির দৈর্ঘ্য বা লম্বা ২০ ফিট আর চওড়া বা প্রস্থ ১০ ফিট।
- যদি এই জমিটার বর্গফুট, ক্ষেত্রফল বা স্কোয়ারফিট বেড় করতে হয়।
- তাহলে দৈর্ঘ্য – ২০ X প্রস্থ ১০ = ২০০ বর্গফুট, ক্ষেত্রফল বা স্কোয়ারফিট জমি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
- যদি কোনো জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ৪৩৫.৬ বর্গফুট পাওয়া যায়।
- সেই পরিমান জমিকে – ১ শতাংশ বা শতক জমি বলা হবে।
- জমির হিসাব কাঠা – ১.৬৫ শতাংশ বা শতক = ১ কাঠা।
- মনে রাখতে হবে শতকের চেয়ে কাঠা কিন্তু বড়। সেটা দেড় শতকের বেশি।
- আশা করছি বুঝতে পারছেন, ১ কাঠায় কত শতক জমি হয়।
Note – তবে কাঠার হিসাব’টা অনেক জাগায় আলাদা আলাদা ভাবে হিসাব করা হয়। তবে এই হিসাব’টা সরকারি হিসাবে ব্যবহার করা হয়।
Note – এই যে জমির হিসাব – শতক বা শতাংশ এটা আলাদা আলাদা জাগায় আলাদা ভাবে জানে। কেউ বলে – শতক, কেউ বলে – শতাংশ, কেউ বলে – ডিসিমাল বা ডিসিমল, কেউ বলে – ডিসিম বা ডিসেম। আসলে প্রত্যেকের মানে একই। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন।
- যদি আপনি শতক বা কাঠা থেকে বিঘার হিসাব বেড় করতে চান।
- তাহলে আপনি বেড় করতে পারেন – মনে রাখতে হবে।
- জমির হিসাব ৩৩ শতকে – ১ বিঘা জমি হয় আর কাঠার হিসাবে ২০ কাঠায় – ১ বিঘা হয়।
জমির হিসাব (jomir hisab) – একর (Best Land Measurement In Bengali)
- এক একর = শতকে জমির হিসাব – ১০০ শতকে এক একর জমি হয়।
জমির হিসাব (jomir hisab) হেক্টর –
- বর্তমানে যদিও জমি মাপার ক্ষেত্রে হেক্টর ব্যাবহার করা হয় না।
- তবুও হেক্টর সমন্ধে জেনে রাখা উচিত।
- এক হেক্টর = ২৪৭ শতকে এক হেক্টর জমি হয়।
আশা (Best Land Measurement In Bengali) করছি জমির মাপ এর হিসাব বুঝতে পারছেন।
সংক্ষেপে জমির মাপ ও হিসাব –
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
১.৬৫ শতক = ১ কাঠা
৩৩ শতক = ১ বিঘা আবার ২০ কাঠা = ১ বিঘা
১০০ শতক = এক একর
২৪৭ শতক = এক হেক্টর
জমির হিসাব বের করার নিয়ম – land calculation details
১ ডিসিম কত শতাংশ = ১.৬৫ শতক, ১ একর জমি কত বিঘা = ৩ বিঘা ১ শতক
১ বিঘা কত কাঠা = 20 কাঠা, ১ কাঠা কত ডেসিমেল = ১.৬৫ শতক
- Bengali Quotes About Myself
- Swami Vivekananda Quotes in bengali / স্বামী বিবেকানন্দের বাণী
- মেয়েদের কষ্টের কথা / মেয়েরা আসলেই লোভী
- জীবনের কিছু বাস্তব কথা
- বাস্তব সত্য কথা / Real bastob kotha
ভালো লাগলে অবশ্যই আমার বাংলা খবরের সাথে থাকুন 🙏