মহাবীর জয়ন্তী 2021 || Mahavir Jayanti 2021

 

জেনে নিন মহাবীর জয়ন্তী এবং ঐতিহ্যবাহী এই দিনের গুরুত্ব

জেনে নিন মহাবীর জয়ন্তী এবং ঐতিহ্যবাহী এই দিনের গুরুত্ব। ”মহাবীর” জৈনধর্মের ২৪ তম এবং সর্বশেষ ‘তীর্থঙ্কর’ বা ধর্মগুরু ছিলেন। মহাবীরের জীবন, দর্শন ও শিক্ষা আমাদের চিরন্তন সত্যের সন্ধান দেয়।

মহাবীর জয়ন্তী (mahavir jayanti) আমাদের দেশ মহা সমারোহে এই বিশেষ দিনটি পালন করা হয়।

 জৈন সম্প্রদায়ের মানুষের কাছে সবচেয়ে বড় উত্‍সব হলো মহাবীর জয়ন্তী। এই বিশেষ দিনে জৈনধর্মে ২৪ তম তীর্থংকর মহাবীর ধর্মগুরু জন্মগ্রহণ করে ছিলেন।

এই বিশেষ দিনটি – মোটামুটি ভাবে প্রতিবছর চৈত্রের শেষ অথবা বৈশাখের প্রথম সপ্তাহ মধ্যে  সারাদেশ জুড়ে পালন করা হয়।

 

Mahaveer Jayanti 2021 Date and Day জেনে নিন ২০২১ সালের মহাবীর জয়ন্তী কবে পালন করা হবে ?  মহাবীর জয়ন্তী ২০২১ (mahaveer jayanti 2021) সালের পালন করা হবে ২৫ এপ্রিল রবিবার এবং

 

 বাংলা ১৪২৮ সনে মহাবীর জয়ন্তী উৎসব পালন হবে – তারিখ ১১ বৈশাখ রবিবার।  ২০২১-র মহাবীর জয়ন্তী মহাবীরের ২৬১৯তম জন্মদিবস

মহাবীরের জন্ম কত সালে এবং মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন ৫৯৯ খৃস্টপূর্বাব্দে তিনি বিহারের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ৩০ বছর বয়সে, সংসার সুখ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন  গ্রহণ  করেছিলন।

 মহাবীর ধ্যান ও উপাসনার মাধ্যমে পরমজ্ঞান আহরণ করেছিলেন।  আর সেই জ্ঞান ও বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করেন তিনি। ধর্মের মাধ্যমে মহাবীরের তার প্রেম ও অহিংসার বাণী প্রচার করেন।

মহাবীরের কিছু মূল্যবান বাণী – 

 

মহাবীর জয়ন্তী 2021 || Mahavir Jayanti 2021
mahavir Images

 

 

 

(১)
সদাসর্বদা সত্য কথা বলবে। 
— মহাবী
 
(২)
নিজেকে সব সময় সব সময় নিয়ন্ত্রণ করে, চলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
— মহাবী
 
(৩)
জীবনে এমন পরিমাণ সম্পদ সঞ্চয় করো না। যা তুমি তোমার জীবনে ততটা ব্যয় করতে পারবে না। 
— মহাবী
 
(৪)
জীবনে অহিংসার পথ অনুসরণ করো।
— মহাবী
 
(৬)
পৃথিবীর সব জীব সত্ত্বার প্রতি করুণা প্রদর্শন করো
— মহাবীর 
 
(৭)
যে কোনও সমস্যার – সমাধানের একমাত্র পথ হলো অহিংসার পথ অনুসরণ করা।
— মহাবীর
 
(৮)
সদাসর্বদা সকলের প্রতি সৎ হও
— মহাবীর
 
(৯)
মহাবীর জয়ন্তীর এই পবিত্র দিনে
 আপনাকে এবং আপনার পুরো পরিবারকে,
 আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা
— শুভ মহাবী জয়ন্তী
 
(১০)
সুখ এবং দুর্ভোগে, আনন্দ এবং শোকের মধ্যে, 
আমাদের নিজের প্রাণকে যেমন –
 বিবেচনা করা হয় 
তেমনি সমস্ত প্রাণীকে ও আমাদের বিবেচনা করা উচিত !
— মহাবীর
 
 
(১১)
অহিংসা হলো  মানবতার প্রথম ধর্ম এবং সত্য “- ভগবান মহাবীর

জৈন ধর্ম বা মহাবীর সমন্ধে কিছু তথ্যে 

(১)
 জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
👉 জৈন ধর্মের মূল গ্রন্থ হল ‘অগমা’ বা আগাম। 
তাছাড়াও “চতুর্যাম” নামক গ্রন্থ ও জৈন ধর্মের ধর্মীয় গ্রন্থ রয়েছে। 
 
(২)
👉জৈন ধর্ম – ভারতবর্ষে নানা ধর্মের মতো, জৈন ধর্মও উদ্ভব হয়েছে। 
 
 
(৩)
জৈন ধর্মের পঞ্চ মহাব্রতের পাঁচটি মহাব্রত কি কি? 
👉জৈন ধর্মের পঞ্চ মহাব্রত হচ্ছে –সত্যবাদিতা, অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য।
 
(৪)
জৈন ধর্মের ত্রিরত্ন কি কি?  
👉জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে -সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও  সৎ আচরণ।
 
(৫)
জৈন ধর্ম শাস্ত্র কে কি বলা হয় ? 
👉জৈন ধর্মের শাস্ত্রকেআগম”
 
(৬)
জৈন ধর্মের প্রধান নীতি গুলি কি কি?
👉 জৈন ধর্মের প্রধান নীতিহচ্ছে – চতুর্যাম,পঞ্চমহাব্রত,ত্রিরত্ন।
 
(৭)
জৈন ধর্মে কে চতুর্যাম প্রবর্তন করেন? 
👉- পার্শ্বনাথ।
 
(৮)
জৈন ধর্মের চতুর্যামের চারটি নীতি কি কি ? 
👉জৈন ধর্মের চারটি নীতি হচ্ছে – সত্যবাদিতা,অহিংসা, অচৌর্য ও অপরিগ্রহ।
 
(৯)
মহাবীর কবে কোথায় দেহত্যাগ করেন ? 
👉মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগিরের পাবাপুরীতে দেহত্যাগ করেন।
 
(১০)
তীর্থঙ্কর কথার মানে কি ?
👉তীর্থঙ্কর কথার মানে হচ্ছে -জৈন ধর্মে ধর্ম গুরু। 
 
(১১)
তীর্থঙ্কর শব্দের অর্থ কি ? 
👉তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে – সংসার দুঃখ পারাপারের ঘাট বা তীর্থ নির্মাণকারী।
 
(১২)
জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন ? 
👉জৈন ধর্মে মোট -24জনতীর্থঙ্কর ছিলেন।
 
(১৩)
”কল্পসূত্র” গ্রন্থটি কে রচনা করেন ?
👉”কল্পসূত্র” গ্রন্থটি ভদ্রবাহু রচনা করেন।
 
(১৫)
“কল্পসূত্র” গ্রন্থের মূল বিষয়বস্তু কি ছিল ?
👉 “কল্পসূত্র” গ্রন্থের মূল বিষয়বস্তু ছিল – মহাবীরের জীবনী।
 
(১৬)
 জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
👉 জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম “দ্বাদশ অঙ্গ”
 
(১৭)
 “দ্বাদশ অঙ্গ” ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত?
👉 দ্বাদশ অঙ্গ ধর্মগ্রন্থ প্রাকৃত ভাষায় রচিত ছিল। 
 
এই সুপ্রভাত শুভেচ্ছা বার্তা গুলি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন 

মহাবীর জয়ন্তী কি ভাবে উদযাপন করে 

মহাবীর জয়ন্তী শুভ দিনটি বিশেষত বিশ্বের জৈন সম্প্রদায়ের মানুষেরা পালন করে। এই শুভ দিনটিতে মহাবীরের মূর্তি নিয়ে রথযাত্রা বের করা হয়। 
 
মহাবীরের মূর্তি পদযাত্রার সাথে সাথে ভজন ও গানের মাধ্যমে মহাবীরের বাণী প্রচার করা হয়। এই বিশেষ দিনে জৈনদের বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে।
সেই দিন যেকোনো ধরনের জীব হত্যার বিরুদ্ধে জৈনদের খাবারও বিশেষ ব্যবস্থা করা হয়। এমন কি খাবারে পেঁয়াজ ও রসুন বর্জন করেন জৈনরা।
 
 
মহাবীর জয়ন্তী 2021 (Mahavir Jayanti 2021),মহাবীরের কিছু মূল্যবান বাণী, জৈন ধর্ম বা মহাবীর সমন্ধে কিছু তথ্যে ও মহাবীর জয়ন্তী কি ভাবে উদযাপন সমন্ধে কোনো মতামত থাকলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 
 
আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। 2021 মহাবীর জয়ন্তী উৎসব ভালো ভাবে কাটান। এই দিন ভারতবর্ষে ছুটির দিন থাকে। 
 
 
🙏🙏🙏

Read More  👇

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top