১৫ই আগস্ট স্বাধীনতা দিবস,15 August Independence Day Special

15th August Independence Day Special Wishes status

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস – সর্বপ্রথমে স্বাধীনতার দিনে সেই সব সাহসী বীর যোদ্ধাদের স্মরণ করি। যারা দেশ স্বাধীনের জন্য,তাদের জীবন বলিদান দিয়েছেন। দেশ স্বাধীনের জন্যে জীবন উৎস্বর্গ করেছেন। তাদের প্রথমেই শহীদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। 

আমাদের দেশ এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। স্বাধীনতা দিবস প্রত‍্যেকে ভারতবাসীর কাছে ১৫ই আগস্ট গর্বের দিন। নতুন ভারত গড়তে ভেদাভেদ ভুলে আজ শপথ নেই। যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না, যেখানে ভালবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম

  • ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়।
  • ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস  – এই দিন ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল।
  • সেই কারণেই ১৫ অগাস্ট (15 August) ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়।
  • প্রত্যেক ভারতবাসীর সবার কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের দিন। 
  • এবং ভারতীয় প্রজাতন্ত্র জাতীয় দিবস পালন করা হয়।

প্রত্যেক ভারতবাসী হিসেবে – আমাদের দেশেকে নিয়ে গর্ব করা উচিত। কারণ – দেশে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, খাদ্য, পোশাক, আচার – আচরণ ভিন্ন ভিন্ন। তবুও আমরা একে অপরের ঐক্যবদ্ধ। এই সব কিছুর মধ্যে রয়েছে আমাদের মহান মিলন। 

এই স্বাধীন ভারতের নাগরিক হতে পেরে, আমরা গর্বিত। আমাদের দেশে এবার ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। এই ১৫ই আগস্ট উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

এই মহান ভারতবর্ষ – এক সময় শ্রেষ্ঠ ভারত ছিল। কিন্তু ধর্মের ভেদাভেদের কারণে – মহান ভারতবর্ষকে ভাগ হতে হয়েছে। তাই আর ধর্মের নামে কোনো লড়াই ঝগড়া নয়। আমাদের স্বাধীনতার দিনে সবাই, দেশের ঐক্যতা রক্ষার স্বার্থে, সবাই হাতে হাত মেলাই।

৪ জুলাই ১৯৪৭ সালে ভারত স্বাধীনতার জন্য বিল পেশ করা হয়েছিল। আর বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়।

স্বাধীনতার জন্যে ১৫ অগাস্টকেই নির্বাচন করা হয়েছিল ? ১৯৪৭ সালে অগাস্টের ১৪-১৫তারিখ মধ্যরাতে ভারতের স্বাধীনতা দিন ঘোষণা করা হয়েছিল। 

স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস সমন্ধে

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস,15 August Independence Day Special
স্বাধীনতা দিবসের শুভেছার ছবি 

ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকেন, প্রতি বছর স্বাধীনতা দিবসে (Independence Day)। তিনিই লাল কেল্লা থেকে পতাকা (Flag of India) উত্তোলন করেন। 

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতের প্রধান মন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতা দিবসে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা দিবসে (Independence Day) একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। 

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) সংসদে দেওয়া প্রথম ভাষণ। সেই ভাষণকে ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বলে জানি।

কিন্তু সেই সালে মানে – ১৯৪৭ সালের ১৫ অগাস্ট পতাকা তোলা হয়নি।লোকসভা সচিবালয়ের গবেষণা অনুসারে, সে সময়ের প্রধান মন্ত্রী নেহেরু ১৯৪৭ সালের ১৬ অগাস্ট লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেছিলেন। 

  • ভারতে প্রতি বছর ১৫ অগাস্ট দিনটি স্বাধীনতা দিবস (Independence Day) হিসাবে পালন করা হয়।
  • 2020 সালে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। 
  • এবং 2021 সালে দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day 2021) উদযাপন করবে। 

বিখ্যাত ব‍্যক্তিদের উক্তি ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা 

মহাত্মা গান্ধী – স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু স্বাধীনতা ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনো মূল্যে, স্বাধীনতা অর্জন করাই। আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত !

কাহলিল জিবরান – স্বাধীনতা ছাড়া জীবন মানে আত্মাবিহীন দেহের মতো। 

জওহরলাল নেহরু – আপনার দেশ আপনার জন্য কি করতে পারে তা জিজ্ঞাসা করবেন না। আপনি আপনার দেশের জন্য কি করতে পারবেন তা জিজ্ঞাসা করুন।

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস,15 August Independence Day Special
স্বাধীনতা দিবসের শুভেছার ছবি 

বিক্রমণ – স্বাধীনতার অর্থ হলো – স্বাধীনতাকে উপভোগ করা এবং অন্যকেও তাদের ক্ষমতা প্রদান করার অধিকার দেওয়া। 

নেলসন ম্যান্ডেলা – আমাদের গর্বের স্বাধীনতা দীর্ঘ জীবী হোক। মানুষের সবচেয়ে বড় এই কৃতিত্ব কেউ যেন কখনও ভুলে না যায়। 

ডাঃ বি.আর আম্বেদকর – আমি তাকে মুক্ত বলি, যারা তার বিবেক জাগ্রত করে। এবং তার অধিকার, দায়িত্ব কর্তব্যগুলি উপলব্ধি করে। 

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট – সত্যবাদী অর্থে, স্বাধীনতা দেওয়া যায় না; এটা অর্জন করা আবশ্যক। 

নেলসন ম্যান্ডেলা – মুক্ত হওয়া মানে কেবল একটির শৃঙ্খল ফেলে দেওয়া নয়। স্বাধীনতা মানে, এমন ভাবে জীবনযাপন করা, যা অন্যের স্বাধীনতাকে সম্মান বাড়ায়।  

ডাঃ বি.আর আম্বেদকর – মনের স্বাধীনতা হলো, আসল স্বাধীনতা। একটি ব্যক্তি যার মন – মুক্ত নয়, তিনি মুক্ত মানুষ নন। তিনি বন্দী, তিনি স্বাধীন মানুষ নয়। তার মন বেঁচে থাকলেও, মুক্ত নয়। সে মৃতের চেয়ে ভাল কিছু নয়। মনের স্বাধীনতা একজনের অস্তিত্বের প্রমাণ। 

নেলসন ম্যান্ডেলা – স্বাধীনতা দীর্ঘজীবী হোক। মানুষের সবচেয়ে বড় এই কৃতিত্ব কেউ যেন কখনও ভুলে না যায়। 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী

মহাত্বা গান্ধী — ভুল করার স্বাধীনতা না থাকলে, সেই স্বাধীনতার কোন মূল্য নেই ।

থমাস ক্যাম্পবেল —  স্বাধীনতা নামক বৃক্ষের বীজ হচ্ছে, দেশপ্রেমিকের রক্ত

রবার্ট ফ্রস্ট — সাহসী হওয়ার মধ্যেই নিহিত রয়েছে স্বাধীনতা । 

 জন এফ কেনেডি – জীবনের উন্নতির সেরা রাস্তা হলো, স্বাধীনতার রাস্তা। 

মেডগার এভারস – স্বাধীনতা কখনই স্বাধীন ছিল না। 

রবীন্দ্রনাথ ঠাকুর — আমরা যখন পুরো মূল্য পরিশোধ করি।  তখন আমরা স্বাধীনতা অর্জন করি। 

**** অতিরিক্ত স্বাধীনতা আত্মার ক্ষয় হতে পারে। 

ভার্জিনিয়া উলফ — স্বাধীনতা উপভোগ করার জন্য, আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।  

রবীন্দ্রনাথ ঠাকুর  — প্রেম কখনো দখল দাবি করে না, তবে স্বাধীনতা দেয়।

ভ্যাকলাভ হাভেল —  সত্যকে যতক্ষন সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না, ততক্ষন স্বাধীনতা পূর্ণ হয় না। 

ভার্জিনিয়া উলফ — আমাদের প্রত্যেকে নিয়ন্ত্রণ করতে হবে, স্বাধীনতা উপভোগ করার জন্য।

খলিল জিবরান — স্বাধীনতা ছাড়া, জীবন আত্মা ছাড়া শরীর।

**** স্বাধীনতা বিপজ্জনক – প্রয়োজনীয় সচেতনতা ছাড়া ।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা

  •  ১৫ ই আগস্টের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এমন সুন্দর দেশের নাগরিক হতে পেরে আমরা গর্বিত!
  • ২০২১ সালের ৭৫ তম স্বাধীনতা দিবস, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার ভালো কাটুক।
  • ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনে, ইশ্বরের কাছে এই প্রার্থনাই করি। প্রতিটি ভারতীয় যেন ভরা পেটে এবং খুশি মনে ঘুমতে পারে। আর কোনও ক্ষুধার্ত মানুষ যেন, আত্মহত্যা না করে।
  • ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
  • আমরা ধর্মের ভেদাভেদে দেশ ভাগ হতে দেখেছি। তাই আর ধর্মের নামে আর লড়াই নয়। এবার আমরা সবাই মিলে – দেশের ঐক্যতা রক্ষার স্বার্থে হাতে হাত মেলাই।
  • স্বাধীনতা স্বাধীনতা – এই স্বাধীনতার দিনে বীর যোদ্ধাদের অবদান কখনও ভোলার নয়। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।
  • প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী, লাল কেল্লায় পতাকা (Flag of India) উত্তোলন করেন
  • এবং ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য দেন।
  • এই স্বাধীনতা দিবসে প্রত্যেক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়।
  • ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা নিয়ে রচনা লিখতে দেওয়া হয়, ছোটদের।

এছাড়াও এই প্রশ্ন গুলি আপনাদের মনে জাগতে পারে – ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস সমন্ধে

Q. 1947 সালের 15 আগস্ট কি বার ছিল ?

Ans – 1947 সালের 15 আগস্ট শুক্রবার ছিল।

Q. ভারত স্বাধীন হয় কত সালে ?

Ans – ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়।

Q.  কত তম স্বাধীনতা দিবস 2021

  Ans – ৭৫তম স্বাধীনতা দিবস 2021

Q. স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা গুলি শেয়ার করা যাবে ?

Ans অবশ্যই শেয়ার করতে পারবেন। 

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস,15 August Independence Day Special
১৫ই আগস্ট স্বাধীনতা দিবস
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top