পুরীর রথযাত্রা উৎসব ২০২১, Best Festival Puri Rath Yatra

Puri Jagannath Rath Yatra 2021

ভারতবর্ষের মধ্যে রথযাত্রা, ওড়িশা ও পশ্চিমবঙ্গে মানুষ এই উৎসব সাড়ম্বরে পালন করে। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা  ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ। এই উৎসবটি খুব তাৎপর্যপূর্ণ। এই রথযাত্রার উৎসবটি ৯ দিন ধরে চলে। রথযাত্রার দিন জগন্নাথদেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার শোভাযাত্রা।

পুরীর রথযাত্রা উৎসব, সকাল থেকে শুরু হয় এবং এই শোভাযাত্রার দিন ও রথের দড়ি টানতে পুরী ধামে, দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। কিন্তু ২০২১ এর পুরী রথযাত্রা উৎসবে পুণ্যার্থীর সমাগমে লাগাম থাকবে। করোনা মহামারীর কারণে – ২০২১ আগামী ২৫ জুলাই পর্যন্ত, পুরির  জগন্নাথ মন্দিরে  (Puri jagnnath Mandir) দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ নিষেধ।

১২ জুলাই করোনা বিধি নিষেধ মেনেই পুরীর রথযাত্রা পালিত হবে। তবে এই দিন শুধুমাত্র সেবায়েতরাই সেখানে উপস্থিত থাকবেন। তবে এই রথযাত্রা উৎসব বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। বাড়িতে বসে ভগবান জগন্নাথদেবের দেখুন ! মহামারীর সময় প্রয়োজন ছাড়া কোনো ভিড়ভাড় এলাকায় না যাওয়াই ভালো।

  1.  ১২ জুলাই পুরীর রথযাত্রা উৎসব উপলক্ষ্যে, আপনাদের সামনে যে বিষয় গুলি তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো অনেকেই জানেন, হয়তোবা অনেকে জানেন না। জানা থাকলে খুবই ভালো আর জানা না থাকলে অবশ্যই জেনে নিন। 
  2. রথযাত্রা ২০২১ তারিখ বাংলা 
  3. শুভেচ্ছা বার্তা রথযাত্রার 
  4. রথযাত্রা কি ?
  5. রথযাত্রা কেন করা হয় ? বা রথযাত্রা করলে কি হয় ?
  6. পুরীতে কীভাবে  রথযাত্রা উৎসব  পালন হয় ?
  7. এই বিষয় গুলি জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। ভালো লাগলে রথযাত্রার শুভেচ্ছা বার্তা গুলি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। 
পুরীর রথযাত্রা উৎসব ২০২১
Puri Rath Yatra

রথযাত্রা ২০২১ তারিখ বাংলা বা রথযাত্রা কবে ?

  • প্রতি বছরের মতো এ বছরেও পালিত হবে ঐতিয্যবাহী রথযাত্রা। পুরীধামে রথযাত্রার দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
  • কিন্তু গত বছরে করোনা মহামারীর কারণে বন্ধ ছিল। ২০২১ সালেও কমেনি মহামারীর তাণ্ডব। গত বছরে ন্যায় এবছরেও জন সমাগম ছাড়াই পালিত হবে রথযাত্রা।
  • জগন্নাথ,বলরাম ও সুভদ্রার রথযাত্রা হবে, তাঁরা তো মাসির বাড়ি যাবেই। হিন্দু সনাতন ধর্মের মানুষ – বাহিরে না হলেও। বাড়িতেই পালন করবে জগন্নাথের পূজা পাঠ। 
  • তাই জেনে নেওয়া যাক রথযাত্রা কবে – রথযাত্রা ২০২১ তারিখ, দিনও সময়
  • মূলত জগন্নাথদেবের চন্দন যাত্রা থেকে শুরু হয়। রথ যাত্রা আগাম বার্তা – প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন পালিত হয়, জগন্নাথদেবের চন্দন যাত্রা। এ বছরেও এর ব্যতিক্রম হয়নি। 
  • এর পর শুরু হয় স্নানযাত্রা ১৪২৮ সালের ৯ ই আষাঢ় বৃস্পতিবার  (২০২১ সালের ২৪ সে জুন)। এই দিন পালিত হবে জগন্নাথদেবের স্নানযাত্রা। 
  • নেত্র উৎসব ও উহা যাত্রা শুরু হবে ২৫ শে আষাঢ় শনিবার (১০ জুলাই ২০২১) পালিত হবে। 
  • জগন্নাথদেবের রথযাত্রা ১৪২৮ সালের ২৭ শে আষাঢ় সোমবার (১২ ই জুলাই ২০২১)পালিত হবে রথযাত্রা। 
  • হেরা পঞ্চমী ১৪২৮ সালের ৩১ শে আষাঢ় শুক্রবার (১৬ ই জুলাই ২০২১) পালিত হবে। 
  • উল্টো রথযাত্রা পালিত হবে – ১৪২৮ সালের ৩ রা শ্রাবণ মঙ্গলবার (২০ শে  জুলাই ২০২১)

রথযাত্রার শুভেচ্ছা বার্তা  – পুরীর রথযাত্রা উৎসব 2021

আপনার প্রিয়জনদের সাথে রথযাত্রার শুভেচ্ছা বার্তা গুলি শেয়ার করতে পারেন। 

সবাইকে জানাই
রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
সবার খুব ভালো কাটুক ২০২১ রথযাত্রার দিনটা।– রথযাত্রার শুভেচ্ছা 

  • প্রভু জগন্নাথদেব আপনার জীবনেকে সাফল্য, সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভ কামনা। — Puri Rath Yatra 2021
  • এই পবিত্র রথযাত্রার দিনে প্রভু জগন্নাথদেব আপনাকে এবং আপনার পরিবারকে – আনন্দ সুখ-শান্তিতে ভরিয়ে দিক। এই সুমঙ্গল কামনা করি। — 2021 শুভ রথযাত্রা 
  • আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রভু জগন্নাথদেব সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন। — জয় জগন্নাথ 
  • সকল বন্ধুদের জানাই, রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক সবার জীবন। — জয় জগন্নাথ 
  • মহাপ্রভু জগন্নাথদেব আপনাকে শুভ সময় ও সমৃদ্ধি দান করুন। — শুভ রথযাত্রা 2021
  • শুভ রথযাত্রায় আপনার পরিবার আনন্দ, সুখ-শান্তি সুস্বাস্থ্যে এবং হাসি খুশিতে ভরে থাকুক। — Puri Rath Yatra 2021
  • শুভ রথযাত্রায় আপনি এবং আপনার পরিবার খুশি থাকুন এবং সমস্ত কুফলের বিরুদ্ধে লড়াই করার জন্য। যথেষ্ট শক্তি সংগ্রহ করুন। সবাইকে রথযাত্রার শুভ কামনা রইল।
  • আজ এই রথের দিনে, মন থেকে সমস্ত নেতিবাচক দূর হোক। ইতিবাচক আসুক সবার জীবনে। — জগন্নাথ রথযাত্রা ২০২১
  •  শ্রী জগন্নাথ আপনাদের সবাইকে সাফল্য, সুখ এবং শান্তির আশীর্বাদ করুক। — শুভ রথযাত্রা 
  • মহা প্রভু জগন্নাথ সবাইকে সুখ-শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ করুক। আমরা সবাই মিলে,আমাদের ভিতরে সকল কুফলকে ত্যাগ করে। আমরা প্রত্যেকেই আমাদের জীবন রথটি ভালো ভাবে বয়ে নিয়ে চলি। — সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা
  • মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি –  তাঁর কৃপা দৃষ্টি ও আশীর্বাদ সদা- সর্বদা আপনার সাথে থাকুক।
  • আষাঢ়ের পবিত্র রথযাত্রা উৎসব – ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার আশীর্বাদে জীবনে সব বিপদ মুক্ত হোক। শুভ রথযাত্রা 
  • শুভ রথযাত্রা আমাদের ঐতিহ্য ও ঐশ্বরিক আভার প্রতীক। রথযাত্রা উপলক্ষে মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করা উচিত। হে প্রভু সকলের মঙ্গল করুন এবং সকলের ইচ্ছা পূরণ করুন। 

Bangla Rath Yatra Shuvachha Barta (পুরীর রথযাত্রা উৎসব)

  • শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় যোগ দিন এবং মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ গ্রহণ করুন। — শুভ রথযাত্রা
  • শুভ জগন্নাথদেবের রথযাত্রার ৯ দিনের বার্ষিক উৎসব পুরীতে শুরু হচ্ছে। আসুন সবাই মিলে মহাপ্রভু জগন্নাথের গৌরবময় উৎসব উদযাপন করি। — শুভরথ উৎসব 
  • আপনাদের সবাইকে জানাই, রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দ। আপনারা প্রত্যেকেই ভালো ও সুস্থ জীবনের কামনা করি। — রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা
  • জয় জগন্নাথ এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার পরিবারকে মঙ্গল করুন এবং সারাজীবন আনন্দে ভরিয়ে দিক। — শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা   
  • মহাপ্রভু জগন্নাথ যার নাম, পুরী মহাধাম তার। আজ সেই মহাপ্রভুর প্রার্থনা করার বিশেষ দিন। — শুভ রথযাত্রার দিন 
  • জীবনে দুঃখ গুলো ঝেড়ে ফেলো, নতুন কিছুর স্বপ্ন গড়ো।জগন্নাথের কাছে নতুন কিছু  আশা করো। রথের দিনে – সবার প্রতি রইলো শুভেচ্ছা বার্তা। 
  • জগতের নাথ – আপনাকে শান্তি, সমৃদ্ধি এবং সুখের মঙ্গল করুন। — শুভ রথযাত্রা 2021

হে প্রভু তুমি মুক্তি দাতা, 
তুমি ভাগ্য বিধাতা,
আজ জগন্নাথদেবের শুভ রথযাত্রা। — জগন্নাথ রথযাত্রা ২০২১

যে আসে জগন্নাথদেবের দরজায়, 
সে অবশ্যই কিছু পেয়ে যায়। — 2021 শুভ রথযাত্রা 

রথযাত্রা কি ?

  • রথযাত্রা হলো হিন্দু ধর্মের, অন্যতম প্রধান ধর্মীয় উত্‍সব। এটি বাঙালির সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অঙ্গ।
  • এই রথযাত্রা আষাঢ় মাসের পূণ্য তিথিতে কাঠের তৈরি রথ তৈরি করা হয়।
  • আর এই রথে করে –ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে পরিভ্রমন করানো হয়।
  • কালক্রমে এটা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মহা মিলনতীর্থ হয়ে উঠেছে। 
  • রথে করে –ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে পরিভ্রমন করানো হয় – একেই রথযাত্রা বলা হয়। 

রথযাত্রা কেন করা হয় ? বা রথযাত্রা করলে কি হয় ?

  • শ্রীমদ্ভাগবতে আছে ,যে ব্যক্তি রথে চড়ে জগন্নাথদেবকে বিশ্বব্রহ্মান্ড দর্শন করাবেন বা শ্রী ভগবানের রূপ দর্শন করাবেন। ভগবান তাদের প্রতি অশেষ কৃপা বর্ষণ করেন।
  • বৃহন্নারদীয় পুরাণে আছে,ভগবান নারায়ন লক্ষ্মী দেবীকে বলেছেন, ” পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে আমার কেশব-মূর্তি বিরাজমান।
  • মানুষ যদি কেবল সেই শ্রীবিগৃহ দর্শন করে, তবে অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারেন।
  • ”এছাড়া বিষ্ণুপুরাণেও এর মহিমা ও পুণ্যফলের কথা বিধৃত হয়েছে।
পুরীর রথযাত্রা উৎসব কীভাবে পালন হয় ?

রথযাত্রা দিন পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দিরের বাহিরে আনা হয়। তারপর তিনটি রথকে সাজিয়ে, দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয় বা শোভাযাত্রা বের হয়। পুরি মহাধামে রথ টানতে প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগম হয়। তিনটি রথকে টেনে দেবতাদের গুন্ডিচা মন্দিরে প্রভু জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। 

  • পুরী রথযাত্রা উৎসব ২০২১ সমন্ধে কোনো মতামত থাকলে
  • অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
  • আর শুভেচ্ছা বার্তা গুলি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top