শুভ দোল পূর্ণিমা,Most Popular Happy Holi SMS

শুভ দোলযাত্রার শুভেচ্ছা-২০২১  (Happy Holi-2021)

 
 
প্রিয় পাঠক –  সবাইকে (শুভ দোল পূর্ণিমা) ২০২১, Happy Holi-2021. শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিন্দন। আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন। আজকের বিষয় – শুভ দোলযাত্রা ২০২১ এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সমন্ধে কিছু কথা। আশা করি এই কথা গুলি আপনাদের ভালো লাগবে। 
 
 
দোল পূর্ণিমা বাংলার বসন্ত উৎসবের মধ্যে অন্যতম উৎসব। বাঙালি তথা গোটা ভারত বর্ষের মানুষ এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অপেক্ষা করে থাকে। এই দোলযাত্রা প্রধানত হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসব। ভারত তথা গোটা বিশ্বের, হিন্দু ধর্মাম্বলী মানুষ। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা মহা ধুমধাম করে পালন করে। 
 
 
পূর্ণিমা-২০২১ এর কিছু শুভেচ্ছা বার্তা বা দোলযাত্রার শুভেচ্ছা। Happy Holi-2021বা শুভ দোলযাত্রার শুভেচ্ছার ছবি-২০২১
 

দোল পূর্ণিমার দিনটির মধ্যে অনেক মহত্ব রয়েছে …

 
শুভ দোল পূর্ণিমা,Most Popular Happy Holi SMS
পূর্ণিমার শুভেচ্ছা ছবি

এই দোল পূর্ণিমার অপর নাম বসন্তোৎসব। দোল পূর্ণিমা বা দোলযাত্রা প্রধানত বাংলা এবং উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব হিসাবে, প্রতি বছর পালিত হয়। কারণ – এই দিন শ্রী চৈতন্য মহা প্রভুর জন্মদিন হিসাবে পালন করা হয়। হিন্দু বৈষ্ণবদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 

 

দোল পূর্ণিমার মানেই রঙের উৎসব। হিন্দু ধর্ম মতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে – রাধার ও গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন। 
 
 
সেই দিন থেকে শ্রীকৃষ্ণ ও রাধার অমর ভালবাসার স্মরণেও রং ও আবির দিয়ে, সকলে মিলে একে অপরকে রং লাগিয়ে আনন্দে মেতে উঠে। এই উৎসব সবাই মিলে মিশে পালন করে। এই দিন প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই রাধা-গোবিন্দের পুজোও করা হয়। হিন্দু ধর্ম মতে এই পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
 
 
মনে করা হয়, দোল পূর্ণিমা বা হোলির দিন বাড়িতে পুজো পর্বণ থাকলে। তা গৃহস্থের পক্ষে অত্যন্ত সুখদায়ক। হোলির দিন বাড়িতে পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। 
 
 
এছাড়াও শাস্ত্রে কথিত আছে, এই দিনে ভক্ত প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়ে ছিলেন বিষ্ণু। তাই এমন দিনে বাড়িতে পুজো করলে। বিশ্বাস করা হয় – যত অশুভ শক্তি নাশ হয় ও শুভ শক্তি শুরু হয়।
 
 
উৎসব মুখর বাঙালি তাকিয়ে রয়েছে দোলযাত্রার দিকে। তাই একনজরে জেনে নেওয়া যাক ২০২১ সালের দোল পূর্ণিমার তারিখ ও ক্ষণ।
 

২০২১ দোল পূর্ণিমার তারিখ, তিথি, সময় 👇

আমরা বাঙালি হয়েও বাংলা তারিখ ব্যবহার কম করি তাই। ইংরেজি তারিখ হিসাবে – ২০২১ সালের দোল পূর্ণিমার তারিখ, তিথি, সময় – নিচে দেওয়া হলো। কবে দোল পূর্ণিমা। 
 
পূর্ণিমা পড়ছে, ২০২১ মার্চ মাসের ২৮ তারিখে, আর তা শেষ হবে মার্চ ২৯ তারিখ। পূর্ণিমার তারিখ ও ক্ষণ হিসাবে ২৮ তারিখ ৩:২৭ মিনিটে আর তা শেষ হবে ২৯ তারিখ রাত ১২:১৮ মিনিটে ।
 
 
দোলযাত্রা ২০২১ পূ্র্ণিমার তারিখ, সময়, তিথি ২৮ মার্চ ২০২১ রবিবার পালিত হবে। দোল পূর্ণিমা তিথির শুরু ২৮ মার্চ রবিবার ৩ টে বেজে ২৭ মিনিটে, পূর্ণিমা উপবাস পালন। দোল পূর্ণিমা তিথি শেষ হবে ২৯ তারিখ সোমবার রাত ১২ টা বেজে ১৮ মিনিটে। 

দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা – Dol Purnima Wishes In Bengali 2021

 

শুভ দোলযাত্রা ছবি ও দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা। এই শুভেচ্ছা বার্তা ও দোলযাত্রা ছবি। দোল পূর্ণিমা ও দোলযাত্রা নিয়ে কবিতা। আপনার প্রিয় জনের সাথে whatsapp(হোয়াটসআপ, facebook(ফেসবুকে) ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। 

 

 Most Popular Happy Holi SMS (শুভ দোল পূর্ণিমা)

মানুষের জীবনে রং’ই হলো জীবন। রং’ই হলো প্রেম।

রং’ই হলো উৎসাহ। রং’ই হলো সৃষ্টি।
এই রঙের উৎসব যেন –
তোমার জীবনকে আরও রঙিন করে তোলে।
 —শুভ দোল পূর্ণিমা
 
 
 
 
এই ব্লগে যা যা পাবেন – 
 
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব‍্যাক্তিদের, 
সাম্প্রতিক খবর, 
এছাড়াও বিভিন্ন উৎসব  সমন্ধে কবিতা, উইশ কোটস
 
 
বসন্ত উৎসবের দিনে,
বসন্তের রাঙা আকাশের মতো –
রঙ্গিন হয়ে উঠুক,আমাদের বন্ধুত্ব,
সবাইকে জানাই বসন্তের উৎসবের শুভেচ্ছা। 
দোলযাত্রার শুভেচ্ছা
 
সাতটি রঙের মধ্যে, 
যে কোনো রঙই হোক না কেন। 
তোমার মনে – যেন কোনো রঙের অভাব না হয়।
 সব সময় যেন, তোমার মনটা রঙিন হয়ে থাকে। 
দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
 
 
 
 
সাতটি রং পাঠিয়ে দিলাম – 
একটু তাকিয়ে দেখো, 
আর তোমার পছন্দের রংটি তুমি, 
আমার হয়ে মেখো। শুভ দোলযাত্রা
 
 
ভাগ্য তোমার,শুভেচ্ছা আমার –
 বসন্ত উৎসবের, রঙের মতোই, ভবিষৎ হোক তোমার। –Happy Holi-2021
 

দোলযাত্রার শুভেচ্ছা বার্তা (শুভ দোল পূর্ণিমা)

 
ফিরে এলো ফাগুন বেলা,
মনে শুধু রঙের খেলা। 
আবিরের রঙে রাঙাবো তোমায়,
জীবনে লাগবে রঙের ছোঁয়া। 
–শুভ দোল পূর্ণিমা ২০২১ 
 
 
হোলি আসছে, রং থেকে নয়। 
রং বদলানোর মানুষ গুলোর থেকে দূরে থাকুন। 
শুভ দোলযাত্রার শুভেচ্ছা
 
শুভ দোল পূর্ণিমা,Most Popular Happy Holi SMS
পূর্ণিমার শুভেচ্ছা ছবি
 
 
রঙের কিছু মহত্ব –
সাদা রং জীবনে আনুক শান্তি। 
লাল রঙের ছোঁয়ায় শক্তি বাড়ুক মনে। 
সবুজ রঙে  -উজ্জ্বল হোক তোমার ভবিষৎ। 
গোলাপি রঙের আভায় ফুটে উঠুক তোমার হাসি। 
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, রাম ধনুর মতো তোমার জীবন – হয়ে উঠুক রঙিন। 
 শুভ দোলযাত্রার শুভেচ্ছা-২০২১
 
 
 
 
মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর হোক। 
ইতিবাচক আসুক আপনার জীবনে। 
আপনাকে জানাই – এই বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা। 
— দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
 
 
সাত রঙের, রঙ্গিন হয়ে উঠুক সবার জীবন। 
আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক সবার মন। 
আমার প্রিয় পাঠক বন্ধুদের – দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। 
Happy Holi-2021
 

(Aamar bangla)  এর তরফ থেকে, আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই দোলযাত্রা আপনাদের আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন।আশা করছি উপরের দোল পূর্ণিমার শুভেচ্ছা ছবি  গুলো আপনাদের ভালো লেগেছে। 

 

দোল পূর্ণিমার শুভেচ্ছা ছবি বা দোলযাত্রার শুভেচ্ছা ছবি। এবং দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা গুলি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। 

আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। সদাসর্বদা (Aamar bangla) সাথে থাকুন, নিয়মিত আপডেট পেতে। 
 
 Happy Holi 2021 ধন্যবাদ 🙏🙏🙏💙💚💛
 
 
 
 

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

3 thoughts on “শুভ দোল পূর্ণিমা,Most Popular Happy Holi SMS”

  1. Hi there, i read your blog from time to time and i own a similar one and i was just wondering if you get a lot of spam remarks? If so how do you protect against it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me crazy so any assistance is very much appreciated.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top