মোটিভেশনাল উক্তি (Bangla Motivational Ukti)

বিখ্যাত মনীষীদের কিছু উক্তি, যা আপনার জীবনে প্রয়োগ করলে সাফল্য অর্জন করতে পারেন। আপনার জীবনকে বদলে দিতে পারে। নতুন বছরের কিছু নতুন সংকল্প নিয়ে মোটিভেশনাল কিছু কথা। কথায় বলে – বিখ্যাত মনীষীদের উক্তি রত্নের চেয়েও মূল্যবান।

 

মনীষীদের উক্তি বা বাণী কখনও পুরানো হয় না। জীবনে উন্নতির জন্য অবশ্যই ”মনীষীদের বিখ্যাত উক্তি” জেনে রাখা ভালো। সফল বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি বা প্রেরণা মূলক কথা। যা হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে। আমাদের সফল হতে সাহায্য করবে। 

বিখ্যাত কিছু মোটিভেশনাল উক্তি সমুহ

  • জীবনে সাফল্যে পেতে হলে – শর্ত 3 টি :-
  • আপনার প্রতিদ্বন্দীর চেয়ে সব সময় বেশি জানতে হবে। আপনি জীবনে যে বিষয়ে কাজ করেন বা কাজ করতে চান।
  • অন্যের মানুষের চেয়ে সব সময় বেশি কাজ করতে হবে।  
  • অন্যে যে কোনো মানুষের চেয়ে কম আশা কম করতে হবে। –উইলিয়াম শেকসপিয়র । 

 

  • জীবনে যদি বিশ্বাস করতে হয়। তাহলে এমন কাউকে বিশ্বাস করুন।
  • যে মানুষের মধ্যে ভালো ন্যায় নীতি আছে।
  • এবং যে মানুষের মুখের কথা দাম আছে ও যে কোনো কাজ করার ক্ষমতা আছে। –জোডি  ফ্লেন। 

 

  • নিজের ক্যারিয়ার উন্নতি বা ভালো করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে।
  • যেকোনো যদি পরিশ্রম যদি না থাকে।
  • সেখানে বা সে কাজে সাফল্যে আসে না বা আসতে পারে না।

 

  • জীবনে যদি সুখী হতে চাও। তাহলে  এমন একটি লক্ষ্য ঠিক করো।
  • যেটা তোমার বুদ্ধি ও মনের শক্তিকে জাগ্রত করে।
  • এবং তোমার মধ্যে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। –এন্ড্রু কার্নেগি। 

 

  • যদি সফল হতে চান –
  • তাহলে উড়তে শিখুন। যদি উড়তে না পান – তাহলে দৌড়ান।
  • যদি দৌড়াতে না পারেন – তাহলে হাঁটুন।
  • যদি হাঁটতে না পারেন – তাহলে হামাগুড়ি দিন।
  • আর যদি হামাগুড়ি দিতে না পারেন – তাহলে অবশ্যই কিছু না কিছু করুন।
  • যদি কিছু করতে না পারেন – তাহলে আপনার পিছনের থাকা মানুষ।
  • আপনার সামনে চলে যাবে। 

 

মোটিভেশনাল উক্তি
মোটিভেশনাল উক্তি

 

 Best Motivational Quotes 

মনীষীদের মোটিভেশনাল উক্তি ও লাইফ চেঞ্জিং স্ট্যাটাস। যা আপনার হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে। 

 

সুযোগ কখনো উপযাচক হয়ে আসেনা। সুযোগ কখনো কখনো নিজে তৈরি করে নিতে হয়।

 

জীবনে যদি ভালো কিছু করে সর্বোচ্চ আসন পেতে চান, তাহলে নিম্ন স্থান থেকে ভালো কাজ শুরু করো। তবেই জীবনে সর্বচ্চ আসন পাবেন। –সাইরাস।

 

আমাদের জীবনে কি পেলাম -সেটা বড় কথা নয়। বরং আমি নিজে, কি করেছি বা কি করতে পেরেছি।  সেটাই বড় প্রশ্ন। –কালাইল।

 

আমাদের এই কথা সব সময় মনে রাখা উচিত। যে মানুষের কথার থেকে কাজের পরিমাণ বেশি। সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। আপনারা সবাই জানেন  – যে নদী যত গভীর হয়। সে নদীর বয়ে যাওয়ার শব্দ তত কম হয়। 

 

বিখ্যাত এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের কিছু অনুপ্রেরণা মূলক

  • জীবনে সফল হতে চাইলে, আপনার নিজের বড় পরিকল্পনা সব সময় গোপন রাখতে হবে। গোপন রাখতে শিখতে হবে। তবেই জীবনে সফল হতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত সফল না হবেন। ততক্ষণ পর্যন্ত যে কোনো কাজে হাল ছাড়া উচিত নয়। 

 

আপনি – যদি ভালো কিছু পাবার জন্য, ভালো কিছু না করেন। তাহলে সারা জীবন সামান্য জিনিস নিয়ে কাটাতে হবে। 

 

কোনো মানুষ যদি অন্য একজন মানুষের নামে -তোমার কাছে কিছু বললে। তাতে কান না দিয়ে, নিজে  যাচাই করে দেখা উচিত। —হেনরি জেমস  

জীবনের নানা জটিল পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখার  উপায়

আমাদের কথা -বার্তায় ও রাগের পরিমাণ -খাবারের লবনের মতো হাওয়া দরকার। কারন -পরিমান মতো  হয় তাহলে রুচিকর। আর যদি অপরিমিত হয় তাহলে  ক্ষতিকর। –প্লেটো। 

 

মানুষের জীবন হলো সাইকেল চালানোর মতো। যদি সাইকেল থেকে পরে যেতে না চান। তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

 

নেতিবাচক চিন্তা গুলি একবার ইতিবাচক ব্যক্তির সাথে আলোচনা করলে।  আপনি ইতিবাচক ফলাফল দেখতে পারবেন।  –উইলি নেলসন

 

গতকালকে আমাদের পুনরুদ্ধার করা নয়। কথা হলো আগামীকালকে, আমাদের জয় করতে হবে বা হারাতে হবে। –লিন্ডন বি জনসন

 

আমাদের সবসময় নেতিবাচক পরিস্থিতিকে, একটি ইতিবাচক পরিস্থিতিতে রূপান্তর করতে হবে। একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্যে।  আমাদের অবশ্যই একটি ইতিবাচক দৃষ্টি তৈরি করতে হবে। –দালাই লামা

 

অনুপ্রেরণা সম্পর্কিত উক্তি

তুমি যদি সমবের মূল্য না দেও। তবে অন্যরাও তোমাকে কোনো মূল্য দেবে না। সময় ও নিজের প্রতিভাকে কাজে লাগাও। সময় নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হতে পারবে। –কিম গ্রাস্ট।

 

আমাদের সব সময় মনে রাখা উচিত। অসহায় মানুষকে কখনো অবজ্ঞা করা উচিত নয়। 
কারণ – মানুষ জীবনে কোনো সময় না, কোনো সময় অসহায়তার স্বীকার হতে হয়। –গোল্ড স্মিথ। 

 

  • মনে রাখা উচিত ফুলের সৌরভ ও মানুষের গৌরব সব সময় থাকে না।

 

  • মানুষের আবেগ ও বিবেক দুটি আলাদা আলাদা জিনিস।
  • আবেগ জিনিসটা বেশির ভাগ ক্ষেত্রেই খারাপ করে।
  • আর বিবেক মানুষকে ভালো মন্দ বুঝতে শেখায়।

 

তবে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারিয়ে ফেলি। কিন্তু আমরা কোনো সময় বিবেকের কাছে আবেগ হারাই না। –রেদোয়ান মাসুদ। 

 

ভালো লাগলে অবশ্যই মোটিভেশনাল উক্তি গুলি শেয়ার করতে  ভুলবেন না।আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। সব সময় আমার বাংলার সাথে থাকুন।  

ধন্যবাদ 🙏🙏🙏💛

ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

3 thoughts on “মোটিভেশনাল উক্তি (Bangla Motivational Ukti)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top