মাছের কাঁটা গলায় বিঁধলে কি করবেন

 

গলায় মাছের কাঁটা  বিঁধলে  কি করবেন…?

আমরা বাঙালি মানুষ মাছ খেতে ভালো বাসি – 
অনেক সময় আমাদের তাড়াতাড়ি মাছ দিয়ে  খাবার সময় –
মাছের কাঁটা গলায় বিধে যায়।  তখন ”মাছের কাঁটা  গলায় বিঁধলে কি করবেন ”। 
 
 
প্রথমে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ”মাছের কাঁটা গলায় বিঁধলে কি করবেন”। 
আগে কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলবো।
তারপর না হলে হোমিও চকিৎসায় ” মাছের কাঁটা গলায় বিঁধলে কি করবেন ”। 
 
 
মাছের কাঁটা গলায় বিঁধলে  কি করবেন
মাছের কাঁটার ছবি 
 

সাদাভাত 

যদি  খাবার সময় মাছের কাঁটা বিঁধে …….
খাবার সময় সাদা ভাত, ছোট ছোট বলের মতো করে বানিয়ে –
যদি সম্ভব শুকনো গিলে নিন…….
না হলে জল দিয়ে গিলে নিন। ….
মাছের কাটা নেমে যাবে…

জল 

ঠান্ডা জল বা  সময়  হালকা গরম জলের সাথে লবন  গুলিয়ে নিয়ে –
জল পান করলে মাছের কাঁটা নেমে যায়।

পাউরুটি 

অনেক সময় আমাদের বাড়িতে পাউরুটি থাকে –
পাউরুটি জলের মধ্যে ভিজিয়ে গপ করে গিলে ফেলুন ……
দেখবেন হয়তো সাথে সাথে – পাউরুটির চাপে  কাঁটা অনেক সময় নেমে যায়। 
 

কলা 

আমাদের বাড়িতে পাকা কলা থাকে  …
গলায় কাঁটা লাগলে ….এমন সময় পাকা কলা খেলেও  …..!
মাছের কাঁটা নেমে যায়। 
 

লেবু 

আমাদের বাড়িতে  লেবু তো থাকেই  …..
লেবুর রসের সাথে একটু লবন মিশিয়ে খেয়ে নিন। …
বা লেবু ছিলে টুকরো টুকরো করে নিয়ে লবনের সাথে চুষে নিন। …
আর ফলে কাঁটা নরম হয়ে নেমে যাবে।

সোডার সঙ্গে লেবুর রস 

বাড়িতে রান্নার কাজের জন্য সোডা রাখা হয়  –
এই সোডা র সঙ্গে -একটু লেবু মিশিয়ে ঢক ঢক  করে পান করে নিন। 
পান করার সময় চাপ সৃষ্টি করে ফলে নেমে যেতে সাহায্য করে। 
তাই  বাড়িতে রান্নার কাজের জন্য সোডা  রাখুন। 
 

 ভিনেগার 

আমাদের বাড়িতে ভিনেগার তো থেকেই …
অল্প জলের সাথে মিশিয়ে পান করলে -লেবুর মতোই কাজ করে। 
 
 

 কাশি 

এরপর না হলে যদি না হয়-
 তাহলে -ক্রমাগত দু -চারবার কাশির চেষ্টা করুন। 
আর ফলে কাঁটা কিছুটা সামনের দিকে এসেছে।

কোকাকোলা

আধুনিক পদ্ধতিতে -এক গ্লাসের মতো কোকাকোলা পান করে নিন। 
অনেক সময় কাঁটা নরম হয়ে নেমে যায়। 
 
 
যদি এক গ্লাসে না হয় –
হলে এক নিঃশ্বাসে যতটা সম্ভব  কোকাকোলা পান করে নিন। 
কাঁটা নরম হয়ে নেমে যাবে। 
 
 

অলিভ অয়েল –

আমাদের বাড়িতে অলিভ অয়েল থাকে –
এই সময় একটু অলিভ অয়েল পান করে দেখুন। 
কোনো কোনো সময় অলিভ অয়েল সাথে পিছলে নেমে যেতে পারে।
 
যদি এই ঘরোয়া পদ্ধতিতে না হয় –
তাহলে -হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে –
এক সিসি সাইলেশিয়া নিয়ে রাখুন। 
এই হোমিও ঔষধ  সাইলেশিয়া -মাছেরা  কাঁটার জন্য খুবই উপকারী। 
এই ঔষধ মাছের কাটার -যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। 
 
 
 
যদি উপরোক্ত  কোনো কিছুতেই -কাঁটা নামছে না। 
বা যদি বাচ্চাদের মাছের কাঁটা বিঁধে গলায় বিঁধে  …
তাহলে -দেরি না করে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ  নিন। 
হসপিটালে জরুরি বিভাগে নাক কান গলার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
 
ভালো থাকুন সুস্থ থাকুন, শরীর স্বাস্থ্যে  খেয়াল রাখুন।
 
এ বিষয়ে জেনে উপকার বলে মনে হয়। …
অবশ্যই -আপনার প্রিয়  জনের  সাথে শেয়ার করুন। ….
অন্যদের কেও  জানার সুযোগ করে দিন। 
 
 
-: ধন্যবাদ :-
 
 
 
ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন !

1 thought on “মাছের কাঁটা গলায় বিঁধলে কি করবেন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top