বিখ্যাত মনীষীদের কিছু বাণী
একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো।
চিন্তা করো ,স্বপ্ন দেখো। তোমার মস্তিস্ক,পেশী,রক্তনালী-পুরো শরীরে ;সেই লক্ষ্য ছড়িয়ে দাও। আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।-স্বামী বিবেকানন্দ
যে ব্যক্তি তাঁর লক্ষ্যে স্থির করতে পারে না, সে কোনো দিন জিততে পারে না।–পন্ডিত চাণক্য
কোনো কাজে হাল ছেড়ে দিও না , মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো।-আইনস্টাইন
আলোতে একা হাটার চেয়ে,অন্ধকারে একজন বন্ধুর সাথে হাটা ভালো।-হেলেন কিলার
যার মাঝে সীমাহীন উৎসাহ ;বুদ্ধি ও একটানা কাজ করার গুন্ থাকে ;তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।-ডেল কার্নেগি
অভাব যখন দরজায় এসে দ্বারায়,ভালো বাসা তখন জানালা দিয়ে পালায়।-শেকসপিয়র
চোখ নিজেকে বিশ্বস করে, কান বিশ্বাস করে অন্যকে।-রবীন্দ্রনাথ ঠাকুর
মা শিক্ষিত হোক বা না হোক ,মা -ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।-এ পি জে আব্দুল কালাম
যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে;তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।-ম্যালকম এক্স
মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা ,সন্তানের সর্ব প্রধান ও পবিত্র কর্তব্য।-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দুঃখ ছাড়া জীবন ,নাবিক ছাড়া নৌকার মতো।-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
একটি মোমবাতি দিয়ে ,যেমন হাজারটা বাতি জ্বালা যায় ,ঠিক তেমনি সুখ ভাগ করলে -কমে না বরং বাড়ে।-গৌতম বুদ্ধ
আমাদের অধৈর্য হওয়া উচিত নয়। একটি প্রশ্নের উত্তরের, জন্য না জানি-কতো লোক, তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন।সেই উওর আমরা এক-দুদিনেই পেয়ে যাবো।সেটা আশা করা মোটেও উচিত নয়।-নেতাজী সুভাষ চন্দ্র বসু
নিজের বোকামি বুঝতে পাড়ার পর কারো দঃখ হয়;কারো হাসি পায়।-সমরেশ মজুমদার
একজন শিক্ষার্থী, চাকর, প্রহরী, অনাহারী ব্যক্তি এবং ভ্রামনকারী যখন তারা ডিউটিতে থাকে।তখন তাকে অবশ্যই জেগে উঠতে হবে।–পন্ডিত চাণক্য
বিখ্যাত ব্যক্তিদের উক্তি ও বাণী (Most Popular Motivational Quotes)
আমি তিনটি খবরের কাগজকে, এক লক্ষ বেয়নেট চেয়ে বেশি ভয় করি।-নেপলিয়ান
কাঁটা হেরি ক্ষান্ত ,কেন কমল তুলিতে ;দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে।-কৃষ্ণচন্দ্র মজুমদার
আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি ,কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না।-এ পি জে আব্দুল কালাম
একজন আহত ব্যাক্তি তার যন্ত্রণা, সহজে ভুলে যায়।কিন্তু একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।-জর্জ লিটল
একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না।–শেখ সাদী
দূর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।-অ্যারিস্টটল
আমার সাফল্য দিয়ে, আমাকে বিচার করবেন না।আমাকে বিচার করুন, কতবার আমি ব্যর্থ হয়েছিলাম।এবং আবার উঠে দাড়িয়ে ছিলাম তা দিয়ে।-নেলসন ম্যান্ডেলা
পৃথিবীকে বদলাতে চাইলে, আগে নিজেকে বদলাও।-জ্যাক মা
প্রতেককে বিশ্বাস করা বিপদ জনক,কিন্তু কাউকে বিশ্বাস না করা, আরো বেশি বিপদ জনক।-আব্রাহাম লিংকন
আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না,কারণ আমি যখন কাঁদি, তখন সে হাসে না।-চার্লি চ্যাপলিন
এই ব্লগে যা যা পাবেন –
বাংলা অনুপ্রেরণা মূলক মনীষীদের উক্তি ও বাণী,
চানক্যের নীতি,
যে কোনো ধরণের শুভেচ্ছা বার্তা,
ভালো বাসা সমন্ধে মনীষীদের উক্তি,
ঔষধি গাছের গুণ বা উপকারিতা সমন্ধে,
শরীর ও স্বাস্থ্য,
বিখ্যাত মনীষীদের বাণী ও উক্তি,
মোটিভেশনাল – জীবনের গল্প বিখ্যাত ব্যাক্তিদের,
সাম্প্রতিক খবর,
এছাড়াও বিভিন্ন উৎসব সমন্ধে কবিতা, উইশ কোটস
এই বিশ্বে কিছুই স্থায়ী না, এমনকি আমাদের সমস্যা গুলোও নয়।
-চার্লি চ্যাপলিন
পৃথিবী বিখ্যাত মনীষীদের সমস্ত উক্তি (Most Popular Motivational Quotes)
শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে।-মহাত্মা গান্ধী
জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়াজন হয় – জেদ ও আত্মবিশ্বাস।-মার্ক টোয়েন
মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।-এ পি জে আব্দুল কালাম
ভীরুরা মরার আগে বার বার মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।-শেক্সপিয়ার
মরিলে যদি রয়েছে হইতো, তবে মরিশাস, বৃথা মৃত্যু বীরের ধর্ম নহে।-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
যারা আমাকে সাহায্য করতে মানা করেছিলেন।আমি তাদের প্রতি কৃতজ্ঞ,কারণ তাদের না এর জন্যই।আজ আমি নিজের কাজ নিজে,নিজে করতে শিখেছি।-আইনস্টাইন
ঘুমানোর সময় তাদের বিরক্ত করতে নেই।তারা হল বাঘ, রাজা, শিশু। অন্যরা কুকুর, সাপ,শূকর এদের ঘুমাতে দাও।–পন্ডিত চাণক্য
জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।–ডেল কার্নেগী
মনীষীদের বাণী – উক্তি
যে বিজ্ঞানকে অল্প জানবে ,সে নাস্তিক হবে।আর যে বিজ্ঞান কে ভালো ভাবে জানবে,অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে।-ফ্রান্সিস বেকন
সোহাগের সঙ্গে রাগ না মিশিলে, ভালোবাসার স্বাদ থাকে না।যেমন -তরকারীতে লঙ্কা বা মরিচের মত।-রবীন্দ্রনাথ ঠাকুর
যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই।-উইলিয়াম ল্যাংলয়েড
সুনাম গর্তে লাগে ২০ বছর ,নষ্ট করতে লাগে মাত্রা ৫ মিনিট।এটা মাথায় রাখলে,তোমার সব কাজ অন্য রকম হবে।-ওয়াবেন বাফেট
শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ, সব সময় অসম্ভব মনে হয়।-নেলসন ম্যান্ডেলা
একজন মেয়ে ,সুন্দর হওয়ার থেকে ,চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন।-সাইরাস
যার কেউ নেই ,তার আর কেউ থাকুক না থাকুক ,তার সর্বদা ঈশ্বর আছেন।-স্বামী বিবেকানন্দ
শিয়ালের মতো একশো বছর ,জীবন ধারণ করার চেয়ে।সিংহের মতো একদিন বাঁচাও ভালো।-টিপু সুলতান
সময়ের সমুদ্রে আছি ,কিন্ত একমুহূর্তের জন্য সময় নেই।-রবীন্দ্রনাথ ঠাকুর
হ্যাঁ বা না কথা দুটো সবচেয়ে পুরনো বা সবচেয়ে ছোট।কিন্তু এ কথা দুটো বলতে সবথেকে বেশি ভাবতে হয়।-পিথাগোরাস
Most Popular Motivational Quotes -বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত
যা তুমি নিজে করো না ;বা করতে পারো না ,তা অন্যকে উপদেশ দিও না।-হযরত আলী (রাঃ)
যদি তুমি মানুষ কে বিচার করতে যাও ,তাহলে ভালোবাসার সময় পাবে না।-মাদার তেরেসা
সাফল্য হলো আপনি যা চান, তা হাসিল করা।আনন্দ হলো আপনি যা চান, তা পাওয়া।-ডেল কার্নেগী
যিনি উপদেশ দেন,অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন।তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন।-গৌতম বুদ্ধ
শাক্তিশালী সে,যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে।-হযরত মোহাম্মদ সাঃ
কাউকে সারা জীবন কাছে পেতে চাও …?তাহলে প্রেম দিয়ে নয় ,বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।কারণ -প্রেম এক দিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না।-উইলিয়াম শেক্সপিয়ার
অনুকরণ নয় ,অনুসরণ নয়,নিজেকে খুঁজুন ,নিজেকে জানুন ও নিজের পথে চলুন।-ডেল কার্নেগি
মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রনা,যে কত কঠিন বা কত ভয়ানক ;তা ভুক্তভুগিরাই অনুভব করতে পারবে।-কাজী নজরুল ইসলাম
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে।স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা ,মানুষকে ঘুমাতে দেয় না।-এ পি জে আব্দুল কালাম
আগুনকে যে ভয় পায় ;সে আগুন ব্যবহার করতে পারবে না।-রবীন্দ্রনাথ ঠাকুর
সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে ,প্রেমিক হতে পারে নি।-কাজী নজরুল ইসলাম
পৃথিবীতে অনেক ধরণের অত্যাচার আছে।তার মধ্যে ভালোবাসার অত্যাচার হচ্ছে ,সবচেয়ে ভয়ানক অত্যাচার।এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না।-হুমায়ুন আহমেদ
গরীব খোঁজে খাদ্য ,আর ধনী খোঁজে ক্ষিদে।-হিন্দি প্রবাদ বচন
পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে।সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না।তাই জিমে না গিয়ে ,কাজে যাও।-রবার্ট মুগাবে
যদি কেউ ন্যায্য কথা বলে ,আমরা সংখ্যায় বেশি হলেও।সে একজন ও যদি হয় ,তার ন্যায্য কথা আমরা মেনে নেবো।-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাফল্য তখনই আসে ,যখন একজন মানুষ ;তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়।-জন উডেন
আমরা সবাই পাপী ;আপন পাপের বাটখারা দিয়ে ,অন্যের পাপ মাপি।-কাজী নজরুল ইসলাম
মুসলিম মনীষীদের বাণী
মানুষকে প্রশংসা করুন, যার যত টুকু গুণ আছে।তাঁর জন্য ততটুকুই প্রশংসা করুন।-ডেল কার্নেগী
আমার প্রতিভাকে প্রসংসা করলেও ওই ,পুঁজিপতি গাধাটাকেই ;আসলে পছন্দ করো তুমি।-হুমায়ুন আজাদ
জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার ,মৃত্যু হওয়া সময়ের ব্যাপার ,কিন্তু মৃত্যুর পরেও মানুষের কাছে বেঁচে থাকা ,কর্মের ব্যাপার।-মহাজ্ঞানী বুদ্ধদেব
জীবনে খারাপ সময় না আসলে,কখনও ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না।-শ্রী কৃষ্ণ
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে,প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।-এ পি জে আব্দুল কালাম
দুঃখ যত গভীর হয় ,সুখ তত নিকটে আসে …… অজানা
যদি কাল কিছু অৰ্জন করতে চাও ?তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো।-জোহান গথে
কাউকে নিয়ে সমলোচনা, করা যতটা সহজ।তার জাগায় দাড়িয়ে, তার পরিস্থিতি বোঝা, ঠিক ততটাই কঠিন।-ডেল কার্নেগী
জ্ঞানীরা আগে চিন্তা করে ,তারপর কথা বলে।নির্বোধরা আগে কথা বলে ,তারপর চিন্তা করে।-রবীন্দ্রনাথ ঠাকুর
অর্থ যেখানে নাই ,ভালোবাসা সেখানে দুর্লভ।-স্যার টমাস ব্রাউন
যদি কোন কিছু দশ বছর ধরে করার ইচ্ছা না থাকে ;তবে সেটা দশ মিনিট করাও বোকামি।-ওয়াবেন বাফেট
খরচের পর যা বাকি থাকে -তা জমানোর বদলে ,জমানোর পরে যা বাকি থাকে -তা খরচ করো।-ওয়াবেন বাফেট
সাফল্যের কোনো সহজ পথ নেই।জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘদিনের পরিশ্রম ও চেষ্টা থাকতে হবে।
সাথে অসীম সাহস ও দৃঢ় মনোভাব থাকতে হবে।কারন সাফল্য পেতে হলে ,বিভিন্ন বাধা জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
- Most Popular Motivational Quotes – বিখ্যাত মনীষীদের বাণী গুলির মধ্যে,
- আপনার সবচেয়ে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।
- আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন,সদাসর্বদা আমার বাংলা খবরের সাথে থাকুন।
- অনুপ্রেরণা মূলক উক্তি ,ইত্যাদি জানতে আমার বাংলার সাথে থাকুন।
ধন্যবাদ 🙏🙏🙏
Nice to
উক্তি গুলি ভালো লাগলো।
Nice
অসাধারন
Very nice post. I just stumbled upon your weblog and wanted to say that I’ve truly enjoyed surfing around your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!
I do not even know how I ended up here, but I thought this post was good. I don’t know who you are but certainly you’re going to a famous blogger if you aren’t already 😉 Cheers!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Lovely just what I was searching for.Thanks to the author for taking his clock time on this one.
Greetings! I’ve been reading your blog for a while now and finally got the bravery to go ahead and give you a shout out from New Caney Texas! Just wanted to mention keep up the great work!
I’m not that much of a online reader to be honest but your sites really nice, keep it up! I’ll go ahead and bookmark your site to come back down the road. All the best
I have been browsing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It’s beautiful value sufficient for me. Personally, if all website owners and bloggers made good content material as you did, the web can be a lot more useful than ever before.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Great goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too wonderful. I actually like what you’ve acquired here, certainly like what you’re saying and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it wise. I can’t wait to read far more from you. This is really a terrific web site.